এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ২ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. একজন সফল উদ্যোক্তা কোন বিষয়ে গভীর জ্ঞান রাখেন?
Ο ক) মুনাফা সংক্রান্ত
Ο খ) ঝুঁকি সংক্রান্ত
Ο গ) প্রেষণা বিষয়ে
Ο ঘ) ব্যবস্থাপনা বিষয়ে
সঠিক উত্তর: (ঘ)

২. একটি ব্যবসায় প্রতিষ্ঠান কিসের বাস্তব রূপ?
Ο ক) উদ্যোগ
Ο খ) সরকার
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর: (গ)

৩. অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) সীমিত সম্পদ পরিকল্পনা
Ο খ) সুযোগের অপেক্ষা
Ο গ) অর্থ
Ο ঘ) পদক্ষেপ গ্রহণ
সঠিক উত্তর: (ক)

৪. কনোকে ম্যাটসুসিটা কোন দেশের শিল্পোদ্যোক্তা?
Ο ক) জাপান
Ο খ) জার্মান
Ο গ) অস্ট্রেলিয়া
Ο ঘ) আমেরিকা
সঠিক উত্তর: (ক)

৫. ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকি কোনটি?
Ο ক) প্রতিকুল আইন-শৃঙ্খলা পরিস্থিতি
Ο খ) বিক্রয় হ্রাস
Ο গ) যাতায়াত সমস্যা
Ο ঘ) বিমার অভাব
সঠিক উত্তর: (ক)

৬. ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?
Ο ক) ভবিষ্যত পরিকল্পনা
Ο খ) ব্যবসায় সম্প্রসারণ
Ο গ) জনকল্যাণ
Ο ঘ) উন্নয়ন
সঠিক উত্তর: (গ)

৭. ব্যবসায় প্রবর্তন উদ্যোক্তার প্রাথমিক কাজ। এজন্য উদ্যোক্তাকে নিচের কাজগুলো সম্পাদন করতে হয়-
i.ব্যবসায়ের প্রকৃতি নির্ধারণ
ii. ব্যবসায়ের অবস্থান নির্ধারণ
iii. আনুষঙ্গিক সরকারি নীতিমালা পর্যালোচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. একটি নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজন-
i.সাধারণ জ্ঞান
ii. শিক্ষাগত যোগ্যতা
iii. অভিজ্ঞতা ও প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও iii
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৯. কোন কাল থেকে বাংলাদেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল?
Ο ক) ভবিষ্যতকাল
Ο খ) অতীতকাল
Ο গ) স্মরণাতীতকাল
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)

১০. উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান কেন?
Ο ক) সীমিত সাফল্য অর্জন করা যায়
Ο খ) অধিক ঝুঁকি গ্রহণ করা যায়
Ο গ) মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের সদ্ব্যবহার করা যায়
Ο ঘ) পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)

১১. যেকোন ব্যবসায় উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কী প্রয়োজন?
Ο ক) সম্পদ
Ο খ) পুঁজি বা মূলধন
Ο গ) জমি
Ο ঘ) উদ্যোক্তা
সঠিক উত্তর: (খ)

১২. একজন উদ্যোক্তা সুযোগ-সুবিধা চিহ্নিত করে তা কোন উদ্দেশ্যে ব্যবহার করেন?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) বাণিজ্যিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (গ)

১৩. অন্য ব্যবসায়ের ওপর নিজের ব্যবসায়ের প্রাধান্য প্রতিষ্ঠার ক্ষমতা সফল উদ্যোক্তার কী বলে বিবেচিত হয়?
Ο ক) সাধারণ যুগ
Ο খ) সাধারণ বৈশিষ্ট্য
Ο গ) বিশেষ গুণ
Ο ঘ) বিশেষ বৈশিষ্ট্য
সঠিক উত্তর: (গ)

১৪. জনাব হাসান নিজের এবং অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে নিজ গ্রামে একটি পাঠাগার স্থাপন করলেন। এটি পরিচয় বহন করে-
i . দৃঢ় মনোবলের ফল
i i . উদ্যোগ গ্রহণের ফসল
i i i . মুনাফা অর্জনের উপায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

১৫. যেকোন পরিকল্পনাকে ব্যর্থতার পর্যবসিত করতে পারে-
i . মাত্রাতিরিক্ত ঝুঁকি
i i . অতি আত্মবিশ্বাস
i i i . অধিক পরামর্শ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (ক)

১৬. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যোক্তার কোন ধরণের গুণ?
Ο ক) বিশেষ গুণ
Ο খ) সাধারণ গুণ
Ο গ) অন্যতম গুণ
Ο ঘ) প্রধান গুণ
সঠিক উত্তর: (ক)

১৭. ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার জন্য প্রয়োজন-
i. উন্নত অবকাঠামোগত উপাদান
ii. সরকারি পৃষ্ঠপোষকতা
iii. আর্থসামাজিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৮. ক্রিকেট খেলা আয়োজন করা কী?
Ο ক) উদ্যোগ
Ο খ) শিল্প উদ্যোগ
Ο গ) ব্যবসায় উদ্যোগ
Ο ঘ) সমাজসেবার উদ্যোগ
সঠিক উত্তর: (ক)

১৯. ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝ?
Ο ক) ব্যবসার প্রতি আগ্রহ
Ο খ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন
Ο গ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের জন্য গৃহীত কার্যক্রম
Ο ঘ) ব্যবসায় পরিচালনা
সঠিক উত্তর: (গ)

২০. নিচের কোনটি দ্বারা আমিনুলের কাহিনির আমিনুল ধীরে ধীরে ব্যবসায়ের সুনাম ছড়ায়?
i. কঠোর পরিশ্রম
ii. দক্ষ সেবা
iii. সততা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কোনটি নিশ্চিত করা সম্ভব?
i. বিনিয়োগ বৃদ্ধি
ii. সম্পদের সুষ্ঠু ব্যবহার
iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে?
Ο ক) ক্রেতা
Ο খ) ভোক্তা
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) বৈদেশিক কুটনৈতিক
সঠিক উত্তর: (গ)

২৩. উদ্যোক্তারা দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ-সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক লক্ষ্যে ব্যবহার করতে সক্ষম। কারণ-
i . আকর্ষণীয় ব্যক্তিত্ব, ত্যাগী মনোভাব সম্পর্কিত গুণাবলির জন্যে
i i . অধ্যবসায়, দূরদর্শিতা সম্পর্কিত গুণাবলির জন্যে
i i i . সাহসী, পূর্বানুমান সম্পর্কিত গুণাবলির জন্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (গ)

২৪. ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি কোনটি?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) সংবেদনশীলতা
Ο গ) সামাজিক দায়বদ্ধতা
Ο ঘ) সম্পদ সৃষ্টি করা
সঠিক উত্তর: (খ)

২৫. সরকারের জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করে কে?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) বিদেশী কুটনৈতিক
Ο গ) ভোক্তা
Ο ঘ) বেকার যুবক
সঠিক উত্তর: (ক)

২৬. শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন কে?
Ο ক) উদ্যোক্তা
Ο খ) উদ্যোগ
Ο গ) সরকার
Ο ঘ) ব্যাংক
সঠিক উত্তর: (ক)

২৭. ব্যবস্থাপক কৌশল সম্পর্কে কারা জ্ঞান রাখেন?
Ο ক) চাকরিজীবী
Ο খ) উদ্যোক্তা
Ο গ) সফল উদ্যোক্তা
Ο ঘ) প্রকৃত উদ্যোক্তা
সঠিক উত্তর: (গ)

২৮. কর মওকুফ কোন ধরণের সুবিধা?
Ο ক) সামাজিক
Ο খ) সরকারি
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) বেসরকার
সঠিক উত্তর: (খ)

২৯. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠার জন্যে কোনটি অপরিহার্য?
Ο ক) শ্রমিক
Ο খ) মূলধন
Ο গ) কাঁচামাল
Ο ঘ) সংগঠন
সঠিক উত্তর: (খ)

৩০. ডিগ্রি পাস করে আমিনুল কিসের ব্যবসায় করেন?
Ο ক) ফলের
Ο খ) কাপড়ের
Ο গ) পোশাকের
Ο ঘ) মাছের
সঠিক উত্তর: (খ)

৩১. একজন সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্ব গুণের অধিকারী হয়ে থাকেন-
i . উদ্যোক্তা পূর্বেই ঝুঁকির সম্ভব্য কারণ ও মাত্রা অনুমান করে
i i . ঝুঁকিতে মোকাবেলা করার জন্যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে
i i i . বিচার বিশ্লেষণের মাধমে সিদ্ধান্ত নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও i i
Ο খ) i ও i i i
Ο গ) i i ও i i i
Ο ঘ) i, i i ও i i i
সঠিক উত্তর: (গ)

৩২. মোবাইল ব্যবসায় করার জন্য ইশতা-
i . ব্যাংক থেকে ঋণ নিলেন
i i . বর্তমান ব্যবসায় থেকে টাকা নিলেন
i i i . স্বল্পমূল্যে বিদেশ থেকে মোবাইল ফোন আমদানি করলেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৩. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজ করতে আগ্রহী হওয়াকে কী বলে?
Ο ক) উদ্যোগ
Ο খ) উদ্যোক্তা
Ο গ) ব্যবসায়
Ο ঘ) ঝুঁকি গ্রহণ
সঠিক উত্তর: (ক)

৩৪. বর্তমান সময়ে কোনটি প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়?
i. শিক্ষা
ii. প্রশিক্ষণ
iii. সুযোগ সুবিধা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৫. কোনটি উদ্যোক্তার উদ্যোগ গ্রহণ কার্যক্রমের অন্তর্ভূক্ত নয়?
Ο ক) উদ্যোগের প্রকল্প চিহ্নিতকরণ
Ο খ) পূর্ব প্রস্তুতিমূলক জ্ঞান অর্জন ও তথ্য সংগ্রহ
Ο গ) আরাম-আয়েশের ব্যবস্থা করা
Ο ঘ) প্রয়োজনীয় মূলধনের সংস্থান
সঠিক উত্তর: (গ)

৩৬. যে কোন কাজের কর্ম প্রচেষ্টাই-
Ο ক) ব্যবসায় উদ্যোগ
Ο খ) ব্যবসায় ব্যবস্থাপনা
Ο গ) উদ্যোক্তা
Ο ঘ) উদ্যোগ
সঠিক উত্তর: (ঘ)

৩৭. আমিনুল নিচের কোনটি স্থাপন করেন?
i. বাড়িঘর
ii. ওয়ার্কশক
iii. পেট্রোল পাম্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৩৮. কোনটি উদ্যোক্তার গুণ?
i. সৃজনশীলতা
ii. উদ্ভাবনী শক্তি
iii. কঠোর পরিশ্রম করার ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে বাধা হলো-
i . সুষ্ঠু পরিকল্পনার অভাব
i i . চাকরির প্রতি অধিক আগ্রহ
i i i . রাজনৈতিক অস্থিরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪০. ব্যবসায় উদ্যোগের ফলে-
i . প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
i i . মানব সম্পদের ব্যবহার নিশ্চিত হয়
i i i . অর্থের গতিশীলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. মি. বিপুল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভ হলে তিনি ব্যবসায়ের পরিধি সৃষ্টি করেন। তিনি কীভাবে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখেন?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) সামাজিক দায়বদ্ধতা
Ο গ) জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি
Ο ঘ) পারিবারিক সম্পদ বৃদ্ধি
সঠিক উত্তর: (গ)

৪২. বাংলাদেশে খুব বেশি ঘাটতি নেই কোনটির? i. মেধা ii. মনন iii. দক্ষতার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩. কীসের কৌশল সম্পর্কে সফল উদ্যোক্তা গভীর জ্ঞান রাখেন?
Ο ক) সংগঠনের
Ο খ) ব্যবস্থাপনার
Ο গ) মুনাফার
Ο ঘ) পরিকল্পনার
সঠিক উত্তর: (খ)

৪৪. কোনটি দেশের প্রাকৃতিক ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে?
Ο ক) উদ্যোগ
Ο খ) ব্যবসায় উদ্যোগ
Ο গ) যৌথ উদ্যোগ
Ο ঘ) একক উদ্যোগ
সঠিক উত্তর: (খ)

৪৫. কোনটি উদ্যোক্তার গুণ?
i. ঝুঁকি গ্রহণের ক্ষমতা
ii. নেতৃত্বদানের যোগ্যতা
iii. পুঁজি সংগ্রহের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের কী বলে গণ্য করা হয়?
Ο ক) কৃতিত্ব
Ο খ) সাহস
Ο গ) উদ্যম
Ο ঘ) ঝুঁকি
সঠিক উত্তর: (ঘ)

৪৭. কোনটি থাকার ফলে ব্যবসায়ে লাভের সম্ভাবনা বেশি থাকে?
Ο ক) কম ঝুঁকি
Ο খ) বেশি ঝুঁকি
Ο গ) অধিক মূলধন
Ο ঘ) অধিক শ্রমিক
সঠিক উত্তর: (খ)

৪৮. লাভের আশায় কী নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে?
Ο ক) সম্পদ
Ο খ) শ্রমিক
Ο গ) ঝুঁকি
Ο ঘ) জমি
সঠিক উত্তর: (গ)

৪৯. কোনটি উদ্যোক্তার গুণাবলি নয়?
Ο ক) উদ্যমী
Ο খ) অধ্যবসায়ী
Ο গ) সৃজনশীল
Ο ঘ) বয়স
সঠিক উত্তর: (ঘ)

৫০. নাটক আয়োজন একটি-
i. কষ্টসাধ্য কাজ
ii. সৃজনশীল কাজ
iii. চাঞ্চল্যকর কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post