এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১১ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১১ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. আবুল কাসেমের ছেলে আব্দুর রহমান পরবর্তীতে কী ওষুধ বিক্রয় করে বাবার সুনাম নষ্ট করেছেন?
Ο ক) ভেজাল ওষুধ
Ο খ) নকল ওষুধ
Ο গ) বিদেশি ওষুধ
Ο ঘ) নিম্নমানের ওষুধ
সঠিক উত্তর: (খ)

২. ব্যবসায় জগতে সঠিক পথের দিকনির্দেশনা হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) ব্যবসায়িক শিক্ষা
Ο খ) ব্যবসায়িক নৈতিকতা
Ο গ) ব্যবসায়িক রীতি
Ο ঘ) ব্যবসায়িক সংগঠন
সঠিক উত্তর: (খ)

৩. পরিবেশ দূষণের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
i. জনগণের অসচেতনতা
ii. যেখানে সেখানে ময়লা নিক্ষেপ
iii. ত্রুটিমুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪. সামাজিক দায়বদ্ধতা পালন নিশ্চিত করে-
i. সামাজিক উন্নয়ন
ii. প্রতিভার বিকাশ
iii. দারিদ্র্য হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধির জন্য কোনটি অপরিহার্য?
Ο ক) প্রচার-প্রসার চালানো
Ο খ) ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো
Ο গ) নৈতিক দায়িত্ব পালন
Ο ঘ) সামাজিক দায়িত্ব পালন
সঠিক উত্তর: (ঘ)

৬. শিল্পান্নায়নের সবচেয়ে নেতিবাচক দিক কোনটি?
Ο ক) দুর্নীতি
Ο খ) উচ্চ বিলাসিতা
Ο গ) অর্থ পাচার
Ο ঘ) পরিবেশ দূষণ
সঠিক উত্তর: (ঘ)

৭. অনিয়ন্ত্রিত শিল্পান্নয়নের ফলাফল হলো-
i. স্বাস্থ্যহানি
ii. জীব বৈচিত্র্যের ধ্বংস
iii. সামাজিক মূল্যবোধের অবক্ষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮. যেকোন ব্যবসায়ী নিচের কোনটির অভাবে ভালোমন্দের পার্থক্য নির্ণয় করতে অপারগ হয়?
Ο ক) অধ্যয়ন
Ο খ) অধ্যবসায়
Ο গ) মূল্যবোধ
Ο ঘ) পরিশ্রম
সঠিক উত্তর: (গ)

৯. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করাকে বলা হয়?
Ο ক) নৈতিক দায়িত্ব
Ο খ) সেবাপ রায়ণতা
Ο গ) কর্মী সন্তুষ্টি
Ο ঘ) মতাদর্শ
সঠিক উত্তর: (ক)

১০. পরিবেশে দূষণের কারণ হলো-
i. জনগণের অসচেতনতা
ii. ময়লা নিক্ষেপ
iii. ত্রুটিপূর্ণ নিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. ফরমালিনযুক্ত মাছ ও ফলমূল বিক্রি করা কোন ধরনের কাজ?
Ο ক) অনৈতিক
Ο খ) অযৌক্তিক
Ο গ) আদর্শহীন
Ο ঘ) অমানবিক
সঠিক উত্তর: (ক)

১২. জনগণের সমর্থনের উপর ব্যবসায়ের-
i. স্থায়িত্ব নির্ভর করে
ii. মুনাফা নির্ভর করে
iii. ক্ষতি নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের ব্যবধানকে কী বলে?
Ο ক) মুনাফা
Ο খ) ক্ষতি
Ο গ) দায়
Ο ঘ) সামঞ্জস্যতা
সঠিক উত্তর: (ক)

১৪. মানসম্মত পণ্য সরবরাহ ব্যবসায়ের কোন ধরণের দায়বদ্ধতার অংশ?
Ο ক) সমাজের প্রতি দায়বদ্ধতা
Ο খ) ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা
Ο গ) শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা
Ο ঘ) রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা
সঠিক উত্তর: (খ)

১৫. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকা কীসের অন্তর্ভুক্ত?
Ο ক) ব্যবসায়িক মূল্যবোধ
Ο খ) ব্যবসায়িক নৈতিকতা
Ο গ) মানবতা আইন
Ο ঘ) সামাজিক প্রথা
সঠিক উত্তর: (খ)

১৬. নৈতিকতার নীতিমালা হল-
i. সততা বজায় রাখা
ii. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিক্রয় না করা
iii. জনকল্যাণে অবদান রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭. ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) পারিবারিক
সঠিক উত্তর: (খ)

১৮. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান কার দায়িত্ব?
Ο ক) রাজনীতিবিদদের
Ο খ) ধনী শ্রেণির
Ο গ) কোম্পানির
Ο ঘ) ব্যবসায়ের
সঠিক উত্তর: (ঘ)

১৯. ব্যবসায় প্রতিষ্ঠান ভোক্তাদের প্রতি কতটি দায়িত্ব পালন করে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাচঁটি
সঠিক উত্তর: (গ)

২০. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করতে হয় কেন?
Ο ক) মুনাফা অর্জনের জন্যে
Ο খ) মুনাফা বৃদ্ধির জন্যে
Ο গ) সচেতনতা বৃদ্ধির জন্যে
Ο ঘ) পণ্য বিক্রির জন্যে
সঠিক উত্তর: (খ)

২১. ব্যবসায়ের অন্যতম কাজ হলো-
i. চাহিদা নিরূপণ
ii. পণ্য উৎপাদন
iii. পরামর্শ প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. ব্যবসায়িক মূল্যবোধ বলেতে বোঝায়?
i. ব্যবসায়ীর মূল্যবান আচরণ
ii. ব্য্যবসায়ীর অনুকরণীয় আচরণ
iii. ব্যবসায়ীর স্থায়ী আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৩. মানসম্মত পণ্য ও উন্নত সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?
Ο ক) সামাজিক
Ο খ) নৈতিক
Ο গ) ব্যবসায়িক
Ο ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর: (ক)

২৪. টেলিকমিউনিকেশন কোম্পানির প্রদত্ত পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হলো-
i. দারিদ্র্য বিমোচন
ii. বৃত্তি প্রদান
iii. খেলাধুলার উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. ব্যবসায়ীকে দীর্ঘদিন ব্যবসায়ে টিকে থাকার জন্য প্রয়োজন-
i. অতিরিক্ত মুনাফা অর্জন
ii. পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ
iii. মানসম্মত পণ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৬. ব্যবসায়ে সামাজিক দায়িত্ব পালন কীরূপ কাজ?
Ο ক) অন্যতম কাজ
Ο খ) বিশেষ কাজ
Ο গ) প্রয়োজনীয় কাজ
Ο ঘ) গুরুত্বপূর্ণ কাজ
সঠিক উত্তর: (ঘ)

২৭. নৈতিকতা শব্দটি কোন পদ থেকে উদ্ভব হয়েছে?
Ο ক) Ethics
Ο খ) Ethos
Ο গ) Emthos
Ο ঘ) Ethmos
সঠিক উত্তর: (ক)

২৮. মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে কী বলে?
Ο ক) রাষ্ট্রের দায়বদ্ধতা
Ο খ) সাময়িক দায়বদ্ধতা
Ο গ) সামাজিক দায়বদ্ধতা
Ο ঘ) ক্রেতা-ভোক্তার দায়বদ্ধতা
সঠিক উত্তর: (গ)

২৯. সমাজের জন্য কল্যাণমূলক কাজকে ব্যবসায় কীসের অংশ হিসেবে গণ্য করে?
Ο ক) সামাজিক দায়বদ্ধতা
Ο খ) ব্যবসায়িক আইন
Ο গ) নৈতিকতা
Ο ঘ) মূল্যবোধ
সঠিক উত্তর: (ক)

৩০. আশরাফ অধিক লাভের আশায় নিম্নমানের ওষুধ বিক্রয় করে। আশরাফের কাজটির মধ্যে কোনটির অভাব রয়েছে?
Ο ক) উদারতার
Ο খ) নৈতিকতার
Ο গ) বিশ্বাসের
Ο ঘ) শিক্ষার
সঠিক উত্তর: (খ)

৩১. গণমাধ্যমের সাহায্যে পরিবেশ দূষণ রক্ষা পেতে হলে-
i. সচেতনতা বৃদ্ধি করতে হবে
ii. বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করতে হবে
iii. আইনের যথার্থ প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. নিচের কোনটি সমর্থনমূলক সহায়তা?
Ο ক) কর অবকাশ
Ο খ) কারিগরি তথ্য
Ο গ) অর্থনৈতিক তথ্য
Ο ঘ) পরামর্শ দান
সঠিক উত্তর: (ক)

৩৩. নৈতিকতা কার্যকলাপের আওতাভুক্ত কাজ হলো?
i. মরা মুরগি কেনবেচা
ii. ভেজালমুক্ত ওষুধ বিক্রয়
iii. পণ্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা ও অতিরিক্ত তথ্য দান
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৪. ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে-
i. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে
ii. জনকল্যাণে অবদান রাখা
iii. শিল্প আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩৫. শ্রমিকদের প্রতি ব্যবসায়ীক দায়িত্ব হলো-
i. চাকরির নিরাপত্তা বিধান
ii. উপযুক্ত পরিবেশ সৃষ্টি
iii. প্রশিক্ষণের ব্যবস্থা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হলো-
i. নিয়মিত কর প্রদান
ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. আইন মেনে চলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসছে-
i. ব্যাংক
ii. টেলি কমিউনিকেশন কোম্পানি
iii. বীমা কোম্পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৮. ব্যবসায় সিদ্ধান্তসমূহ সঠিক হবে যদি-
i. ব্যবসায় নৈতিকতার নীতিমালা অনুসরণ করা হয়
ii. অর্থনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা হয়
iii. আর্থিকভাবে লাভবান হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. জনহিতকর কাজের মধ্যে পড়ে-
i. হাসপাতাল স্থাপন করা
ii. স্কুল স্থাপন করা
iii. দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i, ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৪০. মানব চরিত্রের মানদন্ড হিসেবে বিবেচিত হয় কোনটি?
Ο ক) মূল্যবোধ
Ο খ) নৈতিকতা
Ο গ) শিক্ষা
Ο ঘ) পরিশ্রম
সঠিক উত্তর: (খ)

৪১. পরিবেশ দূষণের জন্য দায়ী-
i. জনগণের অসচেতনতা
ii. যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা
iii. ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২. ব্যবসায় জন্মলাভ করার প্রধান কারণ কোনটি?
Ο ক) মুনাফা অর্জন
Ο খ) সমাজের চাহিদা পূরণ
Ο গ) সামাজিক দায়িত্ব পালন
Ο ঘ) অর্থনৈতিক অগ্রগতি
সঠিক উত্তর: (খ)

৪৩. আবুল কাসেম কী ধরনের ওষুধ বিক্রয় করতেন?
Ο ক) ভালো ওষুধ
Ο খ) খাঁটি ওষুধ
Ο গ) ভেজাল ওষুধ
Ο ঘ) দামি ওষুধ
সঠিক উত্তর: (খ)

৪৪. সামাজিক উন্নয়নে অবদান রাখছে-
Ο ক) দারিদ্র্য বিমোচনে আর্থিক সহায়তা দান
Ο খ) মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান
Ο গ) মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খরচ প্রদান
Ο ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ)

৪৫. কোনটি মানুসের দৈনন্দিন কাজকর্মের সাথে জড়িত?
Ο ক) দায়বদ্ধতা
Ο খ) কুশলতা
Ο গ) রীতিনীতি
Ο ঘ) নৈতিকতা
সঠিক উত্তর: (ঘ)

৪৬. লিমন একজন ব্যবসায়ী। সে সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে। এটি লিমনের কোন ধরনের বৈশিষ্ট্য?
Ο ক) দেশপ্রেম
Ο খ) নৈতিকতা
Ο গ) মূল্যবোধ
Ο ঘ) আদর্শ
সঠিক উত্তর: (খ)

৪৭. প্রতিদিন খবরের পাতা উল্টালে ব্যবসায় সংক্রান্ত কী চেোখে পড়ে?
i. সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র
ii. অনেক নেতিবাচক খবর
iii. অনেক নেতিবাদক চিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪৮. ব্যবসায় নৈতিকতা কোনটিকে সঠিক পথে পরিচালনা করে?
Ο ক) ব্যবসায়িক উদ্দেশ্য
Ο খ) ব্যবসায়িক রীতি-নীতি
Ο গ) ব্যবসায়িক আচরণ
Ο ঘ) ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন
সঠিক উত্তর: (গ)

৪৯. কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতার অংশ?
Ο ক) রাষ্ট্রের প্রতি
Ο খ) সমাজের প্রতি
Ο গ) ক্রেতা ও ভোক্তাদের প্রতি
Ο ঘ) শ্রমিক কর্মচারীদের প্রতি
সঠিক উত্তর: (ঘ)

৫০. ব্যবসায় নৈতিকতার মধ্যে পড়ে?
i. সততা বজায় রাখা
ii. ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণন না করা
iii. পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post