এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১০ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১০ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ব্যবসায় প্রতিষ্ঠান উদ্যোগের জন্য কোনটি অধিকতর প্রয়োজন?
Ο ক) সহায়তা
Ο খ) সুনাম
Ο গ) জমি
Ο ঘ) দালান
সঠিক উত্তর: (ক)

২. বিডিবিএল এর সহায়তার ধরন প্রধানত কত প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (খ)

৩. বেসিক ব্যাংক কখন থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে?
Ο ক) ১৯৮৮ সালের ৩১ জানুয়ারি
Ο খ) ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি
Ο গ) ১৯৯১ সালের ৩১ জানুয়ারি
Ο ঘ) ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি
সঠিক উত্তর: (খ)

৪. বেসিক ব্যাংকের পরিচালিত ব্যাংকিং কার্যক্রম হলো-
i. উন্নয়ন ব্যাংকিং
ii. বাণিজ্যিক ব্যাংকিং
iii. কেন্দ্রীয় ব্যাংকিং
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫. বিজ্ঞাপনী সংস্থা কোন ধরনের খাত?
Ο ক) উৎপাদন
Ο খ) বন্টন
Ο গ) সেবামূলক
Ο ঘ) বৈদেশিক
সঠিক উত্তর: (গ)

৬. বিসিক প্রদত্ত সহায়তা হলো-
i. প্রকল্প নির্বাচন
ii. পণ্য ডিজাইন
iii. প্রকল্প মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭. বিসিক এর গুরুত্বপূর্ণ কাজ হলো-
i. শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ
ii. ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিস্ট্রেশন
iii. নতুন পণ্য উদ্ভাবন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৮. সেবামূলক খাত হলো- i. আইসিটি ii. লন্ড্রি iii. বিউটি পার্লার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯. বাংলাদেশে রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ)

১০. সমর্থনমূলক সহায়তার বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) পুঁজির সংস্থান
Ο খ) পরামর্শ দান
Ο গ) ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা
Ο ঘ) অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ
সঠিক উত্তর: (ক)

১১. ইসপিক প্রতিষ্ঠিত হয় কখন?
Ο ক) ১৯৫৭ সালে
Ο খ) ১৯৫৮ সালে
Ο গ) ১৯৬০ সালে
Ο ঘ) ১৯৬২ সালে
সঠিক উত্তর: (ক)

১২. ঋণের জন্য আবেদন করার অযোগ্য হলেন-
i. ঋণখেলাপী
ii. দেউলিয়া
iii. উম্মাদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. বিডিপিএল সৃষ্টির মূল লক্ষ্য কোনটি?
Ο ক) দ্রুত শিল্পায়ন
Ο খ) কৃষিজ উন্নয়ন
Ο গ) নগরায়ন
Ο ঘ) কর্মসংস্থান সৃষ্টি
সঠিক উত্তর: (ক)

১৪. বাংলাদেশে প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটি?
Ο ক) রূপালী ব্যাংক
Ο খ) এবি ব্যাংক
Ο গ) সোনালী ব্যাংক
Ο ঘ) বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর: (গ)

১৫. মহিলা অধিদপ্তর কোন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে?
Ο ক) যুবক উদ্যোক্তা
Ο খ) ক্ষুদ্র উদ্যোক্তা
Ο গ) নারী উদ্যোক্তা
Ο ঘ) শিল্প উদ্যোক্তা
সঠিক উত্তর: (গ)

১৬. বিটাকের আঞ্চলিক কেন্দ্র কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (গ)

১৭. কোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক?
Ο ক) বিডিবিএল
Ο খ) টিসিবি
Ο গ) বিকেবি
Ο ঘ) ইউসিবিএল
সঠিক উত্তর: (ক)

১৮. বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায় বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে কোনটি?
Ο ক) প্রশিকা
Ο খ) আশা
Ο গ) কোডেক
Ο ঘ) উদ্দীপন
সঠিক উত্তর: (ক)

১৯. ব্র্যাকের সকল কার্যক্রম কোন লক্ষ্য পরিচালিত হচ্ছে-
Ο ক) শিল্প প্রতিষ্ঠায়
Ο খ) উদ্যোক্তা উন্নয়নে
Ο গ) ত্রান বিতরণে
Ο ঘ) পুনর্বাসনে
সঠিক উত্তর: (খ)

২০. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের উদ্দেশ্য হলো-
i. গবেষণা করা
ii. গবেষনায় উৎসাহিত করা
iii. মুনাফা অর্জন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১. প্রশিকা উদ্যোক্তাদের প্রদান করে-
i. ঋণ
ii. প্রশিক্ষণ
iii. সার্টিফিকেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২২. সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা হলো-
i. দিকনির্দেশ না প্রদান
ii. আর্থিক সহায়তা প্রদান
iii. তথ্য সরবরাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. নারী শিল্পাদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে কোন ধরনের সহায়তা প্রদান করা হয়?
Ο ক) উদ্দীপনামূলক
Ο খ) সমর্থনমূলক
Ο গ) সংরক্ষণমূলক
Ο ঘ) আর্থিক
সঠিক উত্তর: (গ)

২৪. উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত হলো-
i. পরামর্শ দান
ii. তথ্য সরবরাহ
iii. প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. ব্র্যাকের ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে-
i. কাপড় বুনন
ii. হাসঁ-মুরগি পালন
iii. ধান ভানা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. জাতীয় শিল্পনীতিতে কয় ধরনের সহায়তা উল্লেখ আছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)

২৭. নকশিকাঁথা উন্নয়নে কাজ করছে কোন সংস্থা?
Ο ক) ব্র্যাক
Ο খ) প্রশিকা
Ο গ) মাইডাস
Ο ঘ) জাগরণী চক্র
সঠিক উত্তর: (ক)

২৮. সংরক্ষণমূলক সহায়তা কোনটি?
Ο ক) ব্যবসায়ের নিবন্ধন
Ο খ) ব্যবসায়ের সম্প্রসারণ
Ο গ) ব্যবসায়ের নতুন পণ্য উৎপাদন
Ο ঘ) নতুন বন্টন প্রণালি উদ্ভাবন
সঠিক উত্তর: (খ)

২৯. নারীদের অংশগ্রহণে যেসব খাত বিশেষ ভূমিকা রাখছে তা হলো-
i. মাইক্রোক্রেডিট কার্যক্রম
ii. পোশাক শিল্প
iii. শিক্ষাখাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩০. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ কখন প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৯৭০ সালে
Ο খ) ১৯৭১ সালে
Ο গ) ১৯৭৩ সালে
Ο ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর: (গ)

৩১. মহিলা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণের মধ্যে রয়েছে-
i. হাঁস-মুরগি ও গবাদি পশুপালন
ii. হস্ত ও বুনন শিল্প
iii. বাটিক ও সেলাইয়ের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. ঋণের মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. চলতি মূলধনের ক্ষেত্রে ১ বৎসর
ii. মেয়াদি ঋণের ক্ষেত্রে ৩-৭ বৎসর
iii. বন্ধকী ঋণের ক্ষেত্রে যেকোনো মেয়াদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৩. সহায়তাকারী প্রতিষ্ঠান প্রধানত কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)

৩৪. ব্যবসায়ের ধরন অনুযায়ী এসএমই খাতে সর্বনিম্ন ঋণসীমা কত?
Ο ক) ১০ হাজার
Ο খ) ৫০ হাজার
Ο গ) ১ লক্ষ
Ο ঘ) ৫ লক্ষ
সঠিক উত্তর: (খ)

৩৫. বেসিক ব্যাংক প্রদত্ত ঋনের খাত হলো-
i. ঔষধ শিল্প
ii. পোশাক শিল্প
iii. পোল্ট্রি শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৬. বেসিক ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
Ο ক) ক্ষুদ্র শিল্পের অর্থায়নে
Ο খ) মাঝারি শিল্পের অর্থায়নে
Ο গ) বৃহদায়তন মূলধন যোগাতে
Ο ঘ) ঋণ নিয়ন্ত্রণ করতে
সঠিক উত্তর: (ক)

৩৭. পূঁজি সংস্থান কোন ধরনের সহায়তা?
Ο ক) উদ্দীপনামূলক সহায়তা
Ο খ) সমর্থনমূলক সহায়তা
Ο গ) সংরক্ষণমূলক সহায়তা
Ο ঘ) সামাজিক সহায়তা
সঠিক উত্তর: (খ)

৩৮. যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ প্রদান করে-
i. শিক্ষিত যুবকদের
ii. স্বল্প শিক্ষিত যুবকদের
iii. শিল্পপতিদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৯. উন্নয়নশীল দেশসমূহের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কোনটির ভূমিকা অনস্বীকার্য?
Ο ক) ক্ষুদ্র ও মাঝারি শিল্প
Ο খ) বৃহদায়তন শিল্প
Ο গ) মৎস্য শিল্প
Ο ঘ) পাট শিল্প
সঠিক উত্তর: (ক)

৪০. টিএমএসএস পরিচালনা করে-
i. দোকান
ii. হাঁস-মুরগির খামার
iii. নার্সারি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪১. মানিক ব্যবসায় প্রকল্পের জন্য সোনালী ব্যাংকের নিকট ঋণ সহায়তা চাইলেন। তিনি সর্বনিম্ন কত টাকা ঋণ পাবেন?
Ο ক) ২০ হাজার টাকা
Ο খ) ৪০ হাজার টাকা
Ο গ) ৫০ হাজার টাকা
Ο ঘ) ৬০ হাজার টাকা
সঠিক উত্তর: (গ)

৪২. শিল্প স্থাপনে সহজে কেউ এগিয়ে আসতে চায় না কেন?
Ο ক) এতে সৃজনশীলতার প্রয়োজন হয়
Ο খ) কাজটি গঠনমূলক বলে
Ο গ) এ কাজে ঝুঁকি নিতে হয় বলে
Ο ঘ) নিজস্ব পুঁজির প্রয়োজন হয়
সঠিক উত্তর: (গ)

৪৩. বর্তমানে ব্র্যাক কতটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে?
Ο ক) ৬টি
Ο খ) ৩৬টি
Ο গ) ৪৬টি
Ο ঘ) ৬৪টি
সঠিক উত্তর: (ঘ)

৪৪. এনজিও-এর অর্থ কী?
Ο ক) সরকারি সংস্থা
Ο খ) বেসরকারি সংস্থা
Ο গ) বিদেশি সংস্থা
Ο ঘ) দেশি সংস্থা
সঠিক উত্তর: (খ)

৪৫. দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অন্তর্ভুক্ত-
i. সিল্ক
ii. জামদানি
iii. নকশিকাঁথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৬. বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন এনজিও?
Ο ক) গ্রামীণ ব্যাংক
Ο খ) ব্র্যাক
Ο গ) প্রশিকা
Ο ঘ) মাইডাস
সঠিক উত্তর: (খ)

৪৭. বিডিবিএল ব্যাংকিং বহির্ভুত কাজ হলো এর বাণিজ্যিক-
i. সরকারি শিল্পে আর্থিক সহায়তা
ii. বেসরকারি শিল্পে আর্থিক সহায়তা
iii. কৃষিভিত্তিক শিল্পে পৃষ্ঠপোষকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৮. বিসিক কোন মন্ত্রণালয়ের অধীন?
Ο ক) বাণিজ্য মন্ত্রণালয়
Ο খ) শিল্প মন্ত্রণালয়
Ο গ) অর্থ মন্ত্রণালয়
Ο ঘ) খাদ্য মন্ত্রণালয়
সঠিক উত্তর: (খ)

৪৯. বিটাককে শক্তিশালী করার লক্ষ্যে কোন সহায়তা প্রয়োজন?
Ο ক) উদ্দীপনামূলক সহায়তা
Ο খ) সমর্থনমূলক সহায়তা
Ο গ) সংরক্ষণমূলক সহায়তা
Ο ঘ) আইনগত সহায়তা
সঠিক উত্তর: (খ)

৫০. বেসিক ব্যাংক ঋণযোগ্য তহবিলের শতকরা কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ?
Ο ক) ২৫ ভাগ
Ο খ) ৫০ ভাগ
Ο গ) ৭৫ ভাগ
Ο ঘ) ১০০ ভাগ
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post