ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি ব্যবসায় উদ্যোগ অধ্যায় - ১ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. সামাজিক পরিবেশের উপাদান হলো -
i. ভোক্তাদের মনোভাব
ii. ব্যাংকিং
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২. মাসুম ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার ধোলাইখালে একটি খাবারের দোকান চালু করেছে। মাসুমের ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
Ο ক) সেবা শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) প্রজনন শিল্প
সঠিক উত্তর: (ক)
৩. গ্যাস উৎপাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) সেবা শিল্প
সঠিক উত্তর: (ঘ)
৪. বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৫. চাহিদার পরিতৃপ্তি পায়-
i.পণ্যের মাধ্যমে
ii. সেবার মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
Ο ক) মূলধন
Ο খ) মানব সম্পদ
Ο গ) প্রযুক্তি
Ο ঘ) সরকারি নীতিমালা
সঠিক উত্তর: (ক)
৭. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৮. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্তনির্ভরতা থেকে মুক্ত করতে পারলে কোনটি অর্জন সম্ভব হবে?
i. শিল্প বাণিজ্যের অগ্রসরতা
ii. গবেষণায় সৃজনশীলতা
iii. ব্যবসায় বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত-
i. ভাগিরথী নদীর মাধ্যমে
ii. তিস্তা নদীর মাধ্যমে
iii. সরস্বতী খালের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হলো-
i. ভূপ্রকৃতি, জলবায়ু ও নদনদী
ii. পাহাড় ও বনভূমি
iii. জাতি, ধর্ম ও শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. চট্টগ্রামের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণ হলো-
i. সমুদ্রবন্দর
ii. মসলিন কাপড়
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২. পণ্য বিনিময় সংক্রান্ত কাজের অন্তর্ভূক্ত-
i. ক্রয়
ii. বিক্রয়
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩. শিল্পবিপ্লব শুরু হয় কখন?
Ο ক) সপ্তদশ শতকের শেষের দিকে
Ο খ) অষ্টাদশ শতকের শেষের দিকে
Ο গ) অষ্টাদশ শতকের প্রথম দিকে
Ο ঘ) সপ্তদশ শতকের প্রথম দিকে
সঠিক উত্তর: (খ)
১৪. কোনগুলো ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান-
Ο ক) ভূমি ও প্রাকৃতিক সম্পদ
Ο খ) সরকার ও সার্বভৌমত্ব
Ο গ) শিক্ষা ও সংস্কৃতি
Ο ঘ) অর্থ ও ঋণ ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
১৫. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) প্রত্যক্ষ বিনিময়
সঠিক উত্তর: (গ)
১৬. জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
Ο ক) মংলা
Ο খ) কক্সবাজার
Ο গ) চট্টগ্রাম
Ο ঘ) পটুয়াখালী
সঠিক উত্তর: (গ)
১৭. সঞ্চয় ও বিনিয়োগ কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক পরিবেশ
Ο খ) আইনগত পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)
১৮. পৌর মেয়র হিসেবে মি. সাইফুল তার পৌরবাসীদের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করতে চান। এক্ষেত্রে তিনি কোনটিকে প্রাধান্য দেবেন?
Ο ক) নিষ্কাশন শিল্পকে
Ο খ) সেবা শিল্পকে
Ο গ) নির্মাণ শিল্পকে
Ο ঘ) উৎপাদন শিল্পকে
সঠিক উত্তর: (খ)
১৯. আমাদের দেশে কীসের ফলে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব?
Ο ক) মূলধন
Ο খ) জনসংখ্যা
Ο গ) নদী
Ο ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (গ)
২০. কোনটি আইনগত পরিবেশের উপাদান?
Ο ক) আইন-শৃঙ্খলা
Ο খ) সরকারি নীতিমালা
Ο গ) মানব সম্পদ
Ο ঘ) পরিবেশ সংরক্ষণ
সঠিক উত্তর: (ঘ)
২১. বাংলদেশ কৃষিপ্রধান দেশে পরিণত হওয়ার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটির ভূমিকা বেশি?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) সামাজিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
২২. বিমার মাধ্যমে-
Ο ক) লেনদেনের ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর হয়
Ο খ) অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর হয়
Ο গ) জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়
Ο ঘ) কালগত প্রতিবন্ধকতা দূর হয়
সঠিক উত্তর: (ক)
২৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
Ο ক) ৫ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৭ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (খ)
২৪. ঢাকার মিরপুরের বাসিন্দা সালেহা বেগম বংশানুক্রমিকভাবে বেনারসি হাউসের পরিচালনাকারী। এটি কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতি পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) অর্থনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (খ)
২৫. শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে প্রয়োজন হয়-
i. দক্ষতাসম্পন্ন কর্মী
ii. উন্নত যন্ত্রপাতি
iii. প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. ভূমি কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
২৭. শিক্ষা ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ঘ)
২৮. বাংলাদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে কেমন?
i. উদার
ii. পরিশ্রমী
iii. সৃজনশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. এ অঞ্চলের বাণিজ্য খ্যাতি কোন দেশে পৌঁছেছিল?
Ο ক) আমেরিকা
Ο খ) অস্ট্রেলিয়া
Ο গ) ইউরোপ
Ο ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ)
৩০. এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং এর কোন যুগে প্রচলন ঘটে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৩১. বাণিজ্য ব্যবসায়ের কোন ধরণের শাখা?
Ο ক) পণ্য বন্টনকারী
Ο খ) পণ্য উৎপাদনকারী
Ο গ) পণ্য প্রচারকারী
Ο ঘ) পণ্য সংরক্ষণকারী
সঠিক উত্তর: (ক)
৩২. সপ্তগ্রাম বন্দরটি কোন এলাকায় অবস্থিত ছিল?
Ο ক) পূর্ববঙ্গে
Ο খ) পশ্চিমবঙ্গে
Ο গ) উত্তরবঙ্গে
Ο ঘ) দক্ষিণবঙ্গে
সঠিক উত্তর: (খ)
৩৩. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে উন্নতি করে টিকে থাকার জন্যে প্রয়োজন-
i.প্রাকৃতিক উপাদান
ii. অর্থনৈতিক উপাদান
iii. সামাজিক উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে কী বলে?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সেবা শিল্প
Ο গ) নিষ্কাশন শিল্প
Ο ঘ) প্রজনন শিল্প
সঠিক উত্তর: (গ)
৩৫. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায় কিসের দ্বারা প্রভাবিত হয়?
Ο ক) সমাজ
Ο খ) পরিবেশ
Ο গ) ব্যবসায়
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (খ)
৩৬. কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
Ο ক) অর্থনৈতিক পরিবেশের ওপর
Ο খ) সামাজিক পরিবেশের ওপর
Ο গ) ব্যবসায়িক পরিবেশের ওপর
Ο ঘ) বাণিজ্যিক পরিবেশের ওপর
সঠিক উত্তর: (গ)
৩৭. খনিজ শিল্প কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (খ)
৩৮. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্য
Ο গ) আধুনিক
Ο ঘ) প্রাগৈতিহাসিক
সঠিক উত্তর: (গ)
৩৯. যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নিচের কোনটি?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) ব্যবসায়-বাণিজ্য
Ο গ) সঞ্চয়
Ο ঘ) সম্পদের ব্যবহার
সঠিক উত্তর: (খ)
৪০. ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য ও সেবা বন্টনের কার্যাবলিকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (গ)
৪১. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ কী?
Ο ক) এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা
Ο খ) যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌছানো
Ο গ) এক স্থানের পণ্য অন্য স্থানে সময়মতো প্রেরণের ব্যবস্থা
Ο ঘ) পণ্যকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা
সঠিক উত্তর: (ক)
৪২. বাণিজ্য কোন ধরণের বাঁধা দূর করে?
i. অর্থ ও ঝুঁকিগত
ii. স্থান ও কালগত
iii. স্বত্ব ও তথ্যগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) আইনগত
সঠিক উত্তর: (গ)
৪৪. চাহিদা ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে যে ধরণের কর্মকান্ডের আওতা বাড়তে থাকে তা হলো-
i.পশু শিকার
ii. খাদ্যশস্য উৎপাদন
iii. পণ্য বিনিময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. বাংলাদেশে কীভাবে ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়?
Ο ক) শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও হরতাল পরিহার করে
Ο খ) শিল্পোন্নত দেশেগুলোর ন্যায় শিল্পবন্ধব আইন প্রণয়ন করে
Ο গ) শ্রমিক অসন্তোষ রোধে কঠোর ব্যবস্থা নিলে
Ο ঘ) আইন করে হরতাল নিষিদ্ধকরণের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৪৬. বাণিজ্য বিষয়ে এ অঞ্চলের প্রতিযোগিতা চলত-
i. তাম্রলিপ্তর সাথে
ii. সপ্তগ্রামের সাথে
iii. ইউরোপের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭. মি. শফিক বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, খেলনা ও সোফা তৈরী করেন। এটির মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন শাখার কাজ করেন?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) পরোক্ষ সেবা
সঠিক উত্তর: (ক)
৪৮. Agora ঢাকার অভিজাত খুচরা ব্যবসায়ের স্টোর। এটি সমগ্র বাংলাদেশ থেকে বিশিষ্ট পণ্যগুলো বিভিন্ন সময়ে সংগ্রহ করে। যেমন: শীতকালে উৎপন্ন হওয়া টমেটো বর্ষাকালে কুমিল্লা থেকে নিয়ে আসে। এক্ষেত্রে Agora ক্রেতার জন্যে যেসব উপযোগ সৃষ্টি করে-
i. সময়গত
ii. রূপগত
iii. স্থানগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৯. শিক্ষার্থীদের বাবার হাঁস-মুরগীর খামার কোন ধরণের কাজের অন্তর্ভূক্ত?
Ο ক) উৎপাদন
Ο খ) প্রক্রিয়াজাতকরণ
Ο গ) প্রমিতকরণ
Ο ঘ) পর্যায়িতকরণ
সঠিক উত্তর: (ক)
৫০. শিল্প বিকাশে সহায়ক হলো-
i. খনিজ কয়লা
ii. চুনাপাথর
iii. কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. সামাজিক পরিবেশের উপাদান হলো -
i. ভোক্তাদের মনোভাব
ii. ব্যাংকিং
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২. মাসুম ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে ঢাকার ধোলাইখালে একটি খাবারের দোকান চালু করেছে। মাসুমের ব্যবসায়টি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভূক্ত?
Ο ক) সেবা শিল্প
Ο খ) নির্মাণ শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) প্রজনন শিল্প
সঠিক উত্তর: (ক)
৩. গ্যাস উৎপাদন ও বিতরণ কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) উৎপাদন শিল্প
Ο ঘ) সেবা শিল্প
সঠিক উত্তর: (ঘ)
৪. বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন হয় কখন?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৫. চাহিদার পরিতৃপ্তি পায়-
i.পণ্যের মাধ্যমে
ii. সেবার মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬. কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
Ο ক) মূলধন
Ο খ) মানব সম্পদ
Ο গ) প্রযুক্তি
Ο ঘ) সরকারি নীতিমালা
সঠিক উত্তর: (ক)
৭. আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৮. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে মুখস্তনির্ভরতা থেকে মুক্ত করতে পারলে কোনটি অর্জন সম্ভব হবে?
i. শিল্প বাণিজ্যের অগ্রসরতা
ii. গবেষণায় সৃজনশীলতা
iii. ব্যবসায় বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত-
i. ভাগিরথী নদীর মাধ্যমে
ii. তিস্তা নদীর মাধ্যমে
iii. সরস্বতী খালের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১০. পরিবেশের পারিপার্শ্বিক উপাদান হলো-
i. ভূপ্রকৃতি, জলবায়ু ও নদনদী
ii. পাহাড় ও বনভূমি
iii. জাতি, ধর্ম ও শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১১. চট্টগ্রামের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণ হলো-
i. সমুদ্রবন্দর
ii. মসলিন কাপড়
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১২. পণ্য বিনিময় সংক্রান্ত কাজের অন্তর্ভূক্ত-
i. ক্রয়
ii. বিক্রয়
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩. শিল্পবিপ্লব শুরু হয় কখন?
Ο ক) সপ্তদশ শতকের শেষের দিকে
Ο খ) অষ্টাদশ শতকের শেষের দিকে
Ο গ) অষ্টাদশ শতকের প্রথম দিকে
Ο ঘ) সপ্তদশ শতকের প্রথম দিকে
সঠিক উত্তর: (খ)
১৪. কোনগুলো ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান-
Ο ক) ভূমি ও প্রাকৃতিক সম্পদ
Ο খ) সরকার ও সার্বভৌমত্ব
Ο গ) শিক্ষা ও সংস্কৃতি
Ο ঘ) অর্থ ও ঋণ ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
১৫. আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা কোনটি?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) প্রত্যক্ষ বিনিময়
সঠিক উত্তর: (গ)
১৬. জাহাজ নির্মাণ শিল্পের জন্য বাংলাদেশের কোন স্থানটির নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
Ο ক) মংলা
Ο খ) কক্সবাজার
Ο গ) চট্টগ্রাম
Ο ঘ) পটুয়াখালী
সঠিক উত্তর: (গ)
১৭. সঞ্চয় ও বিনিয়োগ কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক পরিবেশ
Ο খ) আইনগত পরিবেশ
Ο গ) রাজনৈতিক পরিবেশ
Ο ঘ) অর্থনৈতিক পরিবেশ
সঠিক উত্তর: (ঘ)
১৮. পৌর মেয়র হিসেবে মি. সাইফুল তার পৌরবাসীদের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করতে চান। এক্ষেত্রে তিনি কোনটিকে প্রাধান্য দেবেন?
Ο ক) নিষ্কাশন শিল্পকে
Ο খ) সেবা শিল্পকে
Ο গ) নির্মাণ শিল্পকে
Ο ঘ) উৎপাদন শিল্পকে
সঠিক উত্তর: (খ)
১৯. আমাদের দেশে কীসের ফলে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব?
Ο ক) মূলধন
Ο খ) জনসংখ্যা
Ο গ) নদী
Ο ঘ) সমুদ্র
সঠিক উত্তর: (গ)
২০. কোনটি আইনগত পরিবেশের উপাদান?
Ο ক) আইন-শৃঙ্খলা
Ο খ) সরকারি নীতিমালা
Ο গ) মানব সম্পদ
Ο ঘ) পরিবেশ সংরক্ষণ
সঠিক উত্তর: (ঘ)
২১. বাংলদেশ কৃষিপ্রধান দেশে পরিণত হওয়ার পেছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানটির ভূমিকা বেশি?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) সামাজিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
২২. বিমার মাধ্যমে-
Ο ক) লেনদেনের ঝুঁকিসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর হয়
Ο খ) অর্থসংস্থানগত প্রতিবন্ধকতা দূর হয়
Ο গ) জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর হয়
Ο ঘ) কালগত প্রতিবন্ধকতা দূর হয়
সঠিক উত্তর: (ক)
২৩. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?
Ο ক) ৫ টি
Ο খ) ৩ টি
Ο গ) ৭ টি
Ο ঘ) ৪ টি
সঠিক উত্তর: (খ)
২৪. ঢাকার মিরপুরের বাসিন্দা সালেহা বেগম বংশানুক্রমিকভাবে বেনারসি হাউসের পরিচালনাকারী। এটি কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতি পরিবেশ
Ο খ) সামাজিক পরিবেশ
Ο গ) অর্থনৈতিক পরিবেশ
Ο ঘ) আইনগত পরিবেশ
সঠিক উত্তর: (খ)
২৫. শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতিতে প্রয়োজন হয়-
i. দক্ষতাসম্পন্ন কর্মী
ii. উন্নত যন্ত্রপাতি
iii. প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. ভূমি কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ক)
২৭. শিক্ষা ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান?
Ο ক) প্রাকৃতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) সামাজিক
সঠিক উত্তর: (ঘ)
২৮. বাংলাদেশের মানুষ জাতিগত, ঐতিহ্যগত এবং সাংস্কৃতিকভাবে কেমন?
i. উদার
ii. পরিশ্রমী
iii. সৃজনশীল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯. এ অঞ্চলের বাণিজ্য খ্যাতি কোন দেশে পৌঁছেছিল?
Ο ক) আমেরিকা
Ο খ) অস্ট্রেলিয়া
Ο গ) ইউরোপ
Ο ঘ) আফ্রিকা
সঠিক উত্তর: (গ)
৩০. এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিং এর কোন যুগে প্রচলন ঘটে?
Ο ক) প্রাচীন যুগে
Ο খ) মধ্যযুগে
Ο গ) আধুনিক যুগে
Ο ঘ) অত্যাধুনিক যুগে
সঠিক উত্তর: (গ)
৩১. বাণিজ্য ব্যবসায়ের কোন ধরণের শাখা?
Ο ক) পণ্য বন্টনকারী
Ο খ) পণ্য উৎপাদনকারী
Ο গ) পণ্য প্রচারকারী
Ο ঘ) পণ্য সংরক্ষণকারী
সঠিক উত্তর: (ক)
৩২. সপ্তগ্রাম বন্দরটি কোন এলাকায় অবস্থিত ছিল?
Ο ক) পূর্ববঙ্গে
Ο খ) পশ্চিমবঙ্গে
Ο গ) উত্তরবঙ্গে
Ο ঘ) দক্ষিণবঙ্গে
সঠিক উত্তর: (খ)
৩৩. বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে উন্নতি করে টিকে থাকার জন্যে প্রয়োজন-
i.প্রাকৃতিক উপাদান
ii. অর্থনৈতিক উপাদান
iii. সামাজিক উপাদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে কী বলে?
Ο ক) উৎপাদন শিল্প
Ο খ) সেবা শিল্প
Ο গ) নিষ্কাশন শিল্প
Ο ঘ) প্রজনন শিল্প
সঠিক উত্তর: (গ)
৩৫. মানুষের জীবনধারা, আচার-আচরণ, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায় কিসের দ্বারা প্রভাবিত হয়?
Ο ক) সমাজ
Ο খ) পরিবেশ
Ο গ) ব্যবসায়
Ο ঘ) বাণিজ্য
সঠিক উত্তর: (খ)
৩৬. কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
Ο ক) অর্থনৈতিক পরিবেশের ওপর
Ο খ) সামাজিক পরিবেশের ওপর
Ο গ) ব্যবসায়িক পরিবেশের ওপর
Ο ঘ) বাণিজ্যিক পরিবেশের ওপর
সঠিক উত্তর: (গ)
৩৭. খনিজ শিল্প কোন শিল্পের অন্তর্গত?
Ο ক) প্রজনন শিল্প
Ο খ) নিষ্কাশন শিল্প
Ο গ) নির্মাণ শিল্প
Ο ঘ) উৎপাদন শিল্প
সঠিক উত্তর: (খ)
৩৮. বিমা ব্যবস্থার প্রচলন ঘটে কোন যুগে?
Ο ক) প্রাচীন
Ο খ) মধ্য
Ο গ) আধুনিক
Ο ঘ) প্রাগৈতিহাসিক
সঠিক উত্তর: (গ)
৩৯. যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার নিচের কোনটি?
Ο ক) আত্মকর্মসংস্থান
Ο খ) ব্যবসায়-বাণিজ্য
Ο গ) সঞ্চয়
Ο ঘ) সম্পদের ব্যবহার
সঠিক উত্তর: (খ)
৪০. ক্রেতা বা ভোক্তাদের নিকট পণ্য ও সেবা বন্টনের কার্যাবলিকে কী বলে?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিল্প
Ο গ) বাণিজ্য
Ο ঘ) প্রত্যক্ষ সেবা
সঠিক উত্তর: (গ)
৪১. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ কী?
Ο ক) এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা
Ο খ) যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌছানো
Ο গ) এক স্থানের পণ্য অন্য স্থানে সময়মতো প্রেরণের ব্যবস্থা
Ο ঘ) পণ্যকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা
সঠিক উত্তর: (ক)
৪২. বাণিজ্য কোন ধরণের বাঁধা দূর করে?
i. অর্থ ও ঝুঁকিগত
ii. স্থান ও কালগত
iii. স্বত্ব ও তথ্যগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. আইন-শৃঙ্খলা কোন পরিবেশের উপাদান?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) আইনগত
সঠিক উত্তর: (গ)
৪৪. চাহিদা ও অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে যে ধরণের কর্মকান্ডের আওতা বাড়তে থাকে তা হলো-
i.পশু শিকার
ii. খাদ্যশস্য উৎপাদন
iii. পণ্য বিনিময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫. বাংলাদেশে কীভাবে ব্যবসায়ের জন্য রাজনৈতিক পরিবেশ উন্নত করা যায়?
Ο ক) শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও হরতাল পরিহার করে
Ο খ) শিল্পোন্নত দেশেগুলোর ন্যায় শিল্পবন্ধব আইন প্রণয়ন করে
Ο গ) শ্রমিক অসন্তোষ রোধে কঠোর ব্যবস্থা নিলে
Ο ঘ) আইন করে হরতাল নিষিদ্ধকরণের মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৪৬. বাণিজ্য বিষয়ে এ অঞ্চলের প্রতিযোগিতা চলত-
i. তাম্রলিপ্তর সাথে
ii. সপ্তগ্রামের সাথে
iii. ইউরোপের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৭. মি. শফিক বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি, খেলনা ও সোফা তৈরী করেন। এটির মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন শাখার কাজ করেন?
Ο ক) শিল্প
Ο খ) বাণিজ্য
Ο গ) প্রত্যক্ষ সেবা
Ο ঘ) পরোক্ষ সেবা
সঠিক উত্তর: (ক)
৪৮. Agora ঢাকার অভিজাত খুচরা ব্যবসায়ের স্টোর। এটি সমগ্র বাংলাদেশ থেকে বিশিষ্ট পণ্যগুলো বিভিন্ন সময়ে সংগ্রহ করে। যেমন: শীতকালে উৎপন্ন হওয়া টমেটো বর্ষাকালে কুমিল্লা থেকে নিয়ে আসে। এক্ষেত্রে Agora ক্রেতার জন্যে যেসব উপযোগ সৃষ্টি করে-
i. সময়গত
ii. রূপগত
iii. স্থানগত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৪৯. শিক্ষার্থীদের বাবার হাঁস-মুরগীর খামার কোন ধরণের কাজের অন্তর্ভূক্ত?
Ο ক) উৎপাদন
Ο খ) প্রক্রিয়াজাতকরণ
Ο গ) প্রমিতকরণ
Ο ঘ) পর্যায়িতকরণ
সঠিক উত্তর: (ক)
৫০. শিল্প বিকাশে সহায়ক হলো-
i. খনিজ কয়লা
ii. চুনাপাথর
iii. কঠিন শিলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC BEntrep