ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৭: গ্যাসীয় বিনিময় (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. রক্ত ফুসফুস থেকে কী শোষণ করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন ডাই অক্সাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
২. কোষ রসের অপর নাম কী?
Ο ক) রক্তরস
Ο খ) লসিকা
Ο গ) প্লাজমা
Ο ঘ) কোষনির্যাস
সঠিক উত্তর: (খ)
৩. পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া কী উৎপন্ন হয়?
Ο ক) দেহকোষে
Ο খ) জননকোষে
Ο গ) স্নায়ুকোষে
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
৪. কোন রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (খ)
৫. কত বয়সের মধ্যে শিশুকে যক্ষ্মা রোগের টিকা দিতে হয়?
Ο ক) ছয় মাস
Ο খ) এক বছর
Ο গ) দেড় বছর
Ο ঘ) দুই বছর
সঠিক উত্তর: (খ)
৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
Ο ক) অভিস্রবণ
Ο খ) ব্যাপন
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (খ)
৭. শ্বসনতন্ত্রের কোন অঙ্গটি দেখতে প্রসারিত ছাতার মতো?
Ο ক) গলবিল
Ο খ) ফুসফুস
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (ঘ)
৮. কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে-
i. খাদ্য জারণ বিক্রিয়ার কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়
ii. এর লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে
iii. কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত?
Ο ক) পেরিটোনিয়াম
Ο খ) পেরিকার্ডিয়াম
Ο গ) প্লুরা
Ο ঘ) মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (গ)
১০. ফুসফুসের বায়ুথলিগুলো কীভাবে অবস্থান করে?
Ο ক) জালকের মত
Ο খ) থলির মত
Ο গ) মৌচাকের মত
Ο ঘ) লম্বালম্বিভাবে
সঠিক উত্তর: (গ)
১১. উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে-
i. প্রস্বেদন প্রক্রিয়ায়
ii. শ্বসন প্রক্রিয়ায়
iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ-
i. ভগ্ন স্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামন্দা
ii. হাঁপানী, ঘনঘন জ্বর আসা
iii. বুকে,পিঠে ব্যথা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩. যে প্রক্রিয়ায় অক্সিজেন (O2) গৃহীত ত্যাগ করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রশ্বাস কার্য
Ο খ) নিঃশ্বাস কার্য
Ο গ) শ্বাস কার্য
Ο ঘ) বিনিময় কার্য
সঠিক উত্তর: (গ)
১৪. নিউমোনিয়া রোগের ক্ষেত্রে প্রযোজ্য-
i. হাম ও ব্রংকাইটিস থেকে ঠান্ডা লেগে হয়
ii. এটি ব্যাকটেরিয়ারঘটিত রোগ
iii. শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. শ্বসনতন্ত্রের গঠন হলো- i. নাসিকা ii. গলবিল iii. মস্তিষ্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল- i. ব্রংকাইটিস ii. টিউমার iii. ক্যান্সার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭. Tuberculosis রোগ নির্ণয় করা যায় কীভাবে?
Ο ক) X-ray test করে
Ο খ) E.C.G test করে
Ο গ) HBs (Ag) test করে
Ο ঘ) HIV test করে
সঠিক উত্তর: (ক)
১৮. কোন ব্যাকটেরিয়া যক্ষ্মা সৃষ্টির জন্য দায়ী?
Ο ক) Mycobacterium tuberculosis
Ο খ) Micrococcus denitrificans
Ο গ) Pseudomonas sp
Ο ঘ) Salmonella typhosa
সঠিক উত্তর: (ক)
১৯. বেশি করে পানি পান করানো উচিত কোন রোগ প্রতিকারে?
Ο ক) হাঁপানি
Ο খ) যক্ষ্মা
Ο গ) ক্যান্সার
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ঘ)
২০. উদ্ভিদে দিন-রাত কী গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন ডাই অক্সাইড
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)
২১. যক্ষ্মা কোন ধরনের রোগ?
Ο ক) পানিবাহিত সংক্রমাক রোগ
Ο খ) খাদ্যবাহিত সংক্রামক রোগ
Ο গ) বায়ুবাহিত সংক্রামক রোগ
Ο ঘ) রক্তবাহিত সংক্রামক রোগ
সঠিক উত্তর: (গ)
২২. শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পাদনের পর উদ্ভিদ পরিবেশে কী ছেড়ে দেয়?
Ο ক) পানি
Ο খ) খনিজ লবণ
Ο গ) গ্যাস
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (গ)
২৩. অক্সিজেন ও খাদ্য উপাদানের মধ্যে বিক্রিয়ার ফলে-
i. কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়
ii. ভিটামিন উৎপন্ন হয়
iii. পানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪. মধ্যচ্ছদা প্রসারিত হলো যা ঘটে তা হলো-
i. এটি উপরের দিকে ওঠে
ii. এটি নিচের দিকে নামে
iii. বক্ষগহ্বর স্বাভাবিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫. অক্সিহিমোগ্লোবিন কী?
Ο ক) অক্সাইড ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
Ο খ) অ্যাসিটিলিন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
Ο গ) অক্সিজেন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
Ο ঘ) কার্বন ও হিমোগ্লোবিনের অস্থায়ী যৌগ
সঠিক উত্তর: (গ)
২৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
Ο ক) অভিস্রবণ
Ο খ) প্রস্বেদন
Ο গ) ব্যাপন
Ο ঘ) রস উত্তোলন
সঠিক উত্তর: (গ)
২৭. গ্যাসীয় বিনিময় বলতে কী বুঝায়?
Ο ক) অক্সিজেন ও হাইড্রোজেন বিনিময়
Ο খ) কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন বিনিময়
Ο গ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়
Ο ঘ) অক্সিজেন ও কার্বন মনোক্সইডের বিনিময়
সঠিক উত্তর: (গ)
২৮. কার্বন ডাইঅক্সাইড কোন যৌগরূপে রক্তে বাহিত হয়?
Ο ক) হিমোগ্লোবিন
Ο খ) অক্সি-হিমোগ্লোবিন
Ο গ) বাইকার্বনেট
Ο ঘ) সোডিয়াম বাইকার্বনেট
সঠিক উত্তর: (গ)
২৯. মানুষের ফুসফুস কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) দুইটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৩০. কোন দুটির অবিরাম নির্গমনের ফলে প্রাণী বেঁচে থাকে?
Ο ক) O2 ও CO2
Ο খ) N2 ও H2
Ο গ) O2 ও N2
Ο ঘ) H2 ও CO2
সঠিক উত্তর: (ক)
৩১. স্বরযন্ত্রের দুই ধরনের দুটি পেশিকে কী বলে?
Ο ক) অ্যালভিওলাস
Ο খ) ভোকালকর্ড
Ο গ) উপজিহ্বা
Ο ঘ) আলজিহ্বা
সঠিক উত্তর: (খ)
৩২. পরিবেশের সাথে উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অঙ্গ দুটির নাম কী?
Ο ক) স্টোমাটা ও লেন্টিসেল
Ο খ) কান্ডেল বাকল ও মূল
Ο গ) মূল ও মূলরোম
Ο ঘ) বর্ধিষ্ণু অঞ্চল ও পাতা
সঠিক উত্তর: (ক)
৩৩. লসিকার পরিবহনকালে O2 লসিকায় প্রবেশ করে কোথা থেকে?
Ο ক) লোহিত কণিকা
Ο খ) শ্বেতকণিকা
Ο গ) অণুচক্রিকা
Ο ঘ) রক্তরস
সঠিক উত্তর: (ঘ)
৩৪. রাতের বেলা উদ্ভিদে-
i. কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
ii. অক্সিজেন উৎপন্ন হয়
iii. শ্বসন প্রক্রিয়া চালু থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫. ব্রংকাইটিস রোগ যেভাবে প্রতিরোধ করা যায় তা হলো-
i. ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা
ii. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. বায়ু থেকে উদ্ভিদের গ্যাস সংগ্রহকারী অঙ্গ কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩৭. নিঃশ্বাসের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কেমন হয়?
Ο ক) আর্দ্র ও শীতল
Ο খ) গরম ও আর্দ্র
Ο গ) শুষ্ক ও আর্দ্র
Ο ঘ) ঠান্ডা ও গরম
সঠিক উত্তর: (গ)
৩৮. অস্বাভাবিক কোষবিভাজনের ফল-
Ο ক) ক্যান্সার
Ο খ) ডায়ারিয়া
Ο গ) হৃপিকংফ
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ক)
৩৯. নিচের কোনটি সংকোচনের পরে পুনরায় প্রসারণ ঘটে?
Ο ক) পিঞ্জরাস্থির মাংসপেশী ও মধ্যচ্ছদা
Ο খ) পিঞ্জরের মাংসপেশী ও মধ্যচ্ছদা
Ο গ) পেটের মাংসপেশি ও মধ্যচ্ছদা
Ο ঘ) পাকস্থলীর মাংসপেশী ও মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (ক)
৪০. যক্ষ্মা শব্দের ইংরেজি রূপ কোনটি?
Ο ক) Pneumonia
Ο খ) Asthma
Ο গ) Bronchitis
Ο ঘ) Tuberculosis
সঠিক উত্তর: (ঘ)
৪১. নাসিকার পরের অঙ্গটির নাম কী?
Ο ক) স্বরযন্ত্র
Ο খ) গলবিল
Ο গ) ব্রংকাস
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (খ)
৪২. জীবাণুবাহিত রোগ নয় কোনটি?
Ο ক) যক্ষ্মা
Ο খ) হাম
Ο গ) হাঁপানি
Ο ঘ) ইনফ্লুয়েঞ্জা
সঠিক উত্তর: (গ)
৪৩. উদ্ভিদ জীবনে গ্যাস বিনিময়ের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (ক)
৪৪. উদ্ভিদ কয়টি অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে গ্যাস সংগ্রহ করে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৪৫. শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে কী বলে?
Ο ক) হাঁপানী
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (খ)
৪৬. ধুমপানের কারণে যে সব রোগ হয়- i. যক্ষ্মা ii. ব্রংকাইটিস iii. ক্যান্সার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. ফুসফুসের ভিতরের বায়ুচাপ বাইরের চেয়ে বেশি হলে-
i. কার্বন ডাই-অক্সাইড বাইরে নির্গত হয়
ii. জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে নির্গত হয়
iii. বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৮. হাঁপানী প্রতিকার করা যায়-
i. গুল, সাদা পাত ব্যবহার করে
ii. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করে
iii. পশুর লোম, কৃত্রিম আঁশ থেকে দূরে থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৯. কোন ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়?
Ο ক) নিউমোকক্কাস
Ο খ) ব্যাসিলাস
Ο গ) মাইকোব্যকটেরিয়াম
Ο ঘ) টিউবারকুলোসিস
সঠিক উত্তর: (ক)
৫০. হাঁপানির সম্ভাব্য কারণ-
i. এলার্জি জাতীয় খাবার গ্রহণ
ii. ধুলাবালির সংস্পর্শ
iii. প্রশ্বাসে ধোঁয়াযুক্ত বায়ু গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. রক্ত ফুসফুস থেকে কী শোষণ করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন ডাই অক্সাইড
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
২. কোষ রসের অপর নাম কী?
Ο ক) রক্তরস
Ο খ) লসিকা
Ο গ) প্লাজমা
Ο ঘ) কোষনির্যাস
সঠিক উত্তর: (খ)
৩. পরিপাককৃত খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া কী উৎপন্ন হয়?
Ο ক) দেহকোষে
Ο খ) জননকোষে
Ο গ) স্নায়ুকোষে
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (ক)
৪. কোন রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি?
Ο ক) হাঁপানী
Ο খ) যক্ষ্মা
Ο গ) ব্রংকাইটিস
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (খ)
৫. কত বয়সের মধ্যে শিশুকে যক্ষ্মা রোগের টিকা দিতে হয়?
Ο ক) ছয় মাস
Ο খ) এক বছর
Ο গ) দেড় বছর
Ο ঘ) দুই বছর
সঠিক উত্তর: (খ)
৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
Ο ক) অভিস্রবণ
Ο খ) ব্যাপন
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) ইমবাইবিশন
সঠিক উত্তর: (খ)
৭. শ্বসনতন্ত্রের কোন অঙ্গটি দেখতে প্রসারিত ছাতার মতো?
Ο ক) গলবিল
Ο খ) ফুসফুস
Ο গ) স্বরযন্ত্র
Ο ঘ) মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (ঘ)
৮. কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে-
i. খাদ্য জারণ বিক্রিয়ার কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়
ii. এর লসিকা থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে
iii. কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত?
Ο ক) পেরিটোনিয়াম
Ο খ) পেরিকার্ডিয়াম
Ο গ) প্লুরা
Ο ঘ) মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (গ)
১০. ফুসফুসের বায়ুথলিগুলো কীভাবে অবস্থান করে?
Ο ক) জালকের মত
Ο খ) থলির মত
Ο গ) মৌচাকের মত
Ο ঘ) লম্বালম্বিভাবে
সঠিক উত্তর: (গ)
১১. উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে-
i. প্রস্বেদন প্রক্রিয়ায়
ii. শ্বসন প্রক্রিয়ায়
iii. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১২. ফুসফুসে ক্যান্সার রোগের লক্ষণ-
i. ভগ্ন স্বর, ওজন হ্রাস এবং ক্ষুধামন্দা
ii. হাঁপানী, ঘনঘন জ্বর আসা
iii. বুকে,পিঠে ব্যথা হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৩. যে প্রক্রিয়ায় অক্সিজেন (O2) গৃহীত ত্যাগ করা হয় তাকে কী বলে?
Ο ক) প্রশ্বাস কার্য
Ο খ) নিঃশ্বাস কার্য
Ο গ) শ্বাস কার্য
Ο ঘ) বিনিময় কার্য
সঠিক উত্তর: (গ)
১৪. নিউমোনিয়া রোগের ক্ষেত্রে প্রযোজ্য-
i. হাম ও ব্রংকাইটিস থেকে ঠান্ডা লেগে হয়
ii. এটি ব্যাকটেরিয়ারঘটিত রোগ
iii. শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৫. শ্বসনতন্ত্রের গঠন হলো- i. নাসিকা ii. গলবিল iii. মস্তিষ্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. অস্বাভাবিক কোষ বিভাজনের ফসল- i. ব্রংকাইটিস ii. টিউমার iii. ক্যান্সার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৭. Tuberculosis রোগ নির্ণয় করা যায় কীভাবে?
Ο ক) X-ray test করে
Ο খ) E.C.G test করে
Ο গ) HBs (Ag) test করে
Ο ঘ) HIV test করে
সঠিক উত্তর: (ক)
১৮. কোন ব্যাকটেরিয়া যক্ষ্মা সৃষ্টির জন্য দায়ী?
Ο ক) Mycobacterium tuberculosis
Ο খ) Micrococcus denitrificans
Ο গ) Pseudomonas sp
Ο ঘ) Salmonella typhosa
সঠিক উত্তর: (ক)
১৯. বেশি করে পানি পান করানো উচিত কোন রোগ প্রতিকারে?
Ο ক) হাঁপানি
Ο খ) যক্ষ্মা
Ο গ) ক্যান্সার
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ঘ)
২০. উদ্ভিদে দিন-রাত কী গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) হাইড্রোজেন
Ο গ) কার্বন ডাই অক্সাইড
Ο ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর: (গ)
২১. যক্ষ্মা কোন ধরনের রোগ?
Ο ক) পানিবাহিত সংক্রমাক রোগ
Ο খ) খাদ্যবাহিত সংক্রামক রোগ
Ο গ) বায়ুবাহিত সংক্রামক রোগ
Ο ঘ) রক্তবাহিত সংক্রামক রোগ
সঠিক উত্তর: (গ)
২২. শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পাদনের পর উদ্ভিদ পরিবেশে কী ছেড়ে দেয়?
Ο ক) পানি
Ο খ) খনিজ লবণ
Ο গ) গ্যাস
Ο ঘ) জলীয় বাষ্প
সঠিক উত্তর: (গ)
২৩. অক্সিজেন ও খাদ্য উপাদানের মধ্যে বিক্রিয়ার ফলে-
i. কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়
ii. ভিটামিন উৎপন্ন হয়
iii. পানি উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪. মধ্যচ্ছদা প্রসারিত হলো যা ঘটে তা হলো-
i. এটি উপরের দিকে ওঠে
ii. এটি নিচের দিকে নামে
iii. বক্ষগহ্বর স্বাভাবিক হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৫. অক্সিহিমোগ্লোবিন কী?
Ο ক) অক্সাইড ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
Ο খ) অ্যাসিটিলিন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
Ο গ) অক্সিজেন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
Ο ঘ) কার্বন ও হিমোগ্লোবিনের অস্থায়ী যৌগ
সঠিক উত্তর: (গ)
২৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
Ο ক) অভিস্রবণ
Ο খ) প্রস্বেদন
Ο গ) ব্যাপন
Ο ঘ) রস উত্তোলন
সঠিক উত্তর: (গ)
২৭. গ্যাসীয় বিনিময় বলতে কী বুঝায়?
Ο ক) অক্সিজেন ও হাইড্রোজেন বিনিময়
Ο খ) কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন বিনিময়
Ο গ) অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়
Ο ঘ) অক্সিজেন ও কার্বন মনোক্সইডের বিনিময়
সঠিক উত্তর: (গ)
২৮. কার্বন ডাইঅক্সাইড কোন যৌগরূপে রক্তে বাহিত হয়?
Ο ক) হিমোগ্লোবিন
Ο খ) অক্সি-হিমোগ্লোবিন
Ο গ) বাইকার্বনেট
Ο ঘ) সোডিয়াম বাইকার্বনেট
সঠিক উত্তর: (গ)
২৯. মানুষের ফুসফুস কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) দুইটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৩০. কোন দুটির অবিরাম নির্গমনের ফলে প্রাণী বেঁচে থাকে?
Ο ক) O2 ও CO2
Ο খ) N2 ও H2
Ο গ) O2 ও N2
Ο ঘ) H2 ও CO2
সঠিক উত্তর: (ক)
৩১. স্বরযন্ত্রের দুই ধরনের দুটি পেশিকে কী বলে?
Ο ক) অ্যালভিওলাস
Ο খ) ভোকালকর্ড
Ο গ) উপজিহ্বা
Ο ঘ) আলজিহ্বা
সঠিক উত্তর: (খ)
৩২. পরিবেশের সাথে উদ্ভিদের গ্যাস বিনিময়কারী অঙ্গ দুটির নাম কী?
Ο ক) স্টোমাটা ও লেন্টিসেল
Ο খ) কান্ডেল বাকল ও মূল
Ο গ) মূল ও মূলরোম
Ο ঘ) বর্ধিষ্ণু অঞ্চল ও পাতা
সঠিক উত্তর: (ক)
৩৩. লসিকার পরিবহনকালে O2 লসিকায় প্রবেশ করে কোথা থেকে?
Ο ক) লোহিত কণিকা
Ο খ) শ্বেতকণিকা
Ο গ) অণুচক্রিকা
Ο ঘ) রক্তরস
সঠিক উত্তর: (ঘ)
৩৪. রাতের বেলা উদ্ভিদে-
i. কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
ii. অক্সিজেন উৎপন্ন হয়
iii. শ্বসন প্রক্রিয়া চালু থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩৫. ব্রংকাইটিস রোগ যেভাবে প্রতিরোধ করা যায় তা হলো-
i. ধুলাবালি ও ধোঁয়াপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকা
ii. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা
iii. নিয়মিত ব্যায়াম করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৬. বায়ু থেকে উদ্ভিদের গ্যাস সংগ্রহকারী অঙ্গ কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৩৭. নিঃশ্বাসের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কেমন হয়?
Ο ক) আর্দ্র ও শীতল
Ο খ) গরম ও আর্দ্র
Ο গ) শুষ্ক ও আর্দ্র
Ο ঘ) ঠান্ডা ও গরম
সঠিক উত্তর: (গ)
৩৮. অস্বাভাবিক কোষবিভাজনের ফল-
Ο ক) ক্যান্সার
Ο খ) ডায়ারিয়া
Ο গ) হৃপিকংফ
Ο ঘ) নিউমোনিয়া
সঠিক উত্তর: (ক)
৩৯. নিচের কোনটি সংকোচনের পরে পুনরায় প্রসারণ ঘটে?
Ο ক) পিঞ্জরাস্থির মাংসপেশী ও মধ্যচ্ছদা
Ο খ) পিঞ্জরের মাংসপেশী ও মধ্যচ্ছদা
Ο গ) পেটের মাংসপেশি ও মধ্যচ্ছদা
Ο ঘ) পাকস্থলীর মাংসপেশী ও মধ্যচ্ছদা
সঠিক উত্তর: (ক)
৪০. যক্ষ্মা শব্দের ইংরেজি রূপ কোনটি?
Ο ক) Pneumonia
Ο খ) Asthma
Ο গ) Bronchitis
Ο ঘ) Tuberculosis
সঠিক উত্তর: (ঘ)
৪১. নাসিকার পরের অঙ্গটির নাম কী?
Ο ক) স্বরযন্ত্র
Ο খ) গলবিল
Ο গ) ব্রংকাস
Ο ঘ) ফুসফুস
সঠিক উত্তর: (খ)
৪২. জীবাণুবাহিত রোগ নয় কোনটি?
Ο ক) যক্ষ্মা
Ο খ) হাম
Ο গ) হাঁপানি
Ο ঘ) ইনফ্লুয়েঞ্জা
সঠিক উত্তর: (গ)
৪৩. উদ্ভিদ জীবনে গ্যাস বিনিময়ের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (ক)
৪৪. উদ্ভিদ কয়টি অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে গ্যাস সংগ্রহ করে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৪৫. শ্বাসনালির ভিতরে আবৃত ঝিল্লীতে ব্যাকটেরিয়া সংক্রমণকে কী বলে?
Ο ক) হাঁপানী
Ο খ) ব্রংকাইটিস
Ο গ) নিউমোনিয়া
Ο ঘ) যক্ষ্মা
সঠিক উত্তর: (খ)
৪৬. ধুমপানের কারণে যে সব রোগ হয়- i. যক্ষ্মা ii. ব্রংকাইটিস iii. ক্যান্সার নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. ফুসফুসের ভিতরের বায়ুচাপ বাইরের চেয়ে বেশি হলে-
i. কার্বন ডাই-অক্সাইড বাইরে নির্গত হয়
ii. জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে নির্গত হয়
iii. বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৮. হাঁপানী প্রতিকার করা যায়-
i. গুল, সাদা পাত ব্যবহার করে
ii. আলো বাতাসপূর্ণ গৃহে বাস করে
iii. পশুর লোম, কৃত্রিম আঁশ থেকে দূরে থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৯. কোন ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়?
Ο ক) নিউমোকক্কাস
Ο খ) ব্যাসিলাস
Ο গ) মাইকোব্যকটেরিয়াম
Ο ঘ) টিউবারকুলোসিস
সঠিক উত্তর: (ক)
৫০. হাঁপানির সম্ভাব্য কারণ-
i. এলার্জি জাতীয় খাবার গ্রহণ
ii. ধুলাবালির সংস্পর্শ
iii. প্রশ্বাসে ধোঁয়াযুক্ত বায়ু গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology