ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি জীববিজ্ঞান অধ্যায় - ৩: কোষ বিভাজন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. যৌন জননক্ষম বহুকোষী জীবের সূচনা ঘটে –
i. জাইগোট থেকে
ii. নিষিক্ত ডিম্বাণু থেকে
iii. নিষিক্ত ডিম্বক থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২. মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে –
i. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
ii. বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. প্রোফেজ দশা দীর্ঘস্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (গ)
৪. প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
Ο ক) উদ্ভিদ কোষে
Ο খ) প্রাণী কোষে
Ο গ) আদি কোষে
Ο ঘ) প্রকৃত কোষে
সঠিক উত্তর: (খ)
৫. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
Ο ক) ইন্টারফেজ
Ο খ) প্রোফেজ
Ο গ) প্রো-মেটাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)
৬. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
৭. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
Ο ক) কুন্ডলিত
Ο খ) প্যাঁচানো
Ο গ) লম্বালম্বি
Ο ঘ) আনুভূমিক
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোন জীবে অ্যামাইটোসিস ঘটে?
Ο ক) নস্টক
Ο খ) আমগাছ
Ο গ) বটগাছ
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (ক)
৯. কোষের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন বিভাজন প্রক্রিয়া?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)
১০. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
Ο ক) এক বার
Ο খ) দুই বার
Ο গ) তিন বার
Ο ঘ) চার বার
সঠিক উত্তর: (ক)
১১. মাইটোসিস ঘটে –
i. প্রাণীর দেহ কোষে
ii. উদ্ভিদের ভাজক টিস্যুতে
iii. উদ্ভিদের সকল টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়?
Ο ক) নিউক্লিয়াসের বিভাজন
Ο খ) নিউক্লিওয়ালসের বিভাজন
Ο গ) ক্রোমোজোম বিভাজন
Ο ঘ) দেহকোষীয় বিভাজন
সঠিক উত্তর: (ক)
১৩. প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
১৪. বহুকোষী জীব হলো – i. অ্যামিবা ii. মানুষ iii. বটগাছ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫. মেটাফেজ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য –
i. ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়
ii. সেন্ট্রোমিয়ার দুইটি খন্ডে বিভক্ত
iii. দুটি ক্রোমাটিড স্পষ্ট হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. অ্যামাইটোসিস কোষ বিভাজনে –
i. দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়
ii. ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়
iii. পাঁচটি পর্যায় দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭. মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৮. অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য –
i. কোষের নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত
ii. দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে
iii. দুইটি অপত্য কোষের সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. অঙ্গজ জনন সাধিত হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)
২০. প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমোটিড উৎপন্ন করে?
Ο ক) তিনটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২১. কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
২২. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয়ে যায় মাইটোসিসের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)
২৩. মাইটোসিস ঘটে –
i. কান্ড ও মূলের অগ্রভাগে
ii. ভ্রূণমুকুল ও ভ্রূণমূলে
iii. বর্ধনশীল পাতা ও মুকুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)
২৫. স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয় –
i. স্পিন্ডল তন্তু
ii. ক্রোমোজোমাল তন্তু
iii. আকর্ষণ তন্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. স্পিন্ডল যন্ত্রের দু’মেরুর মধ্যবর্তী অংশ হলো –
i. ইকুয়েটর
ii. বিষুবীয় অঞ্চল
iii. নিরক্ষীয় অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের –
Ο ক) সমান
Ο খ) দ্বিগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)
২৮. প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো –
i. বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে
ii. পানি গ্রহণ করে স্ফীত ও খাটো হয়
iii. আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
Ο ক) স্পিন্ডল
Ο খ) ট্রাকশন
Ο গ) অ্যাস্টার
Ο ঘ) আকর্ষণ
সঠিক উত্তর: (গ)
৩০. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় কোন বিভাজনের ফলে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
৩১. জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)
৩২. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বানু মিলিত হয়ে কি তৈরি হয়?
Ο ক) জীবদেহ
Ο খ) জাইগোট
Ο গ) কোষদেহ
Ο ঘ) সজীব কোষ
সঠিক উত্তর: (খ)
৩৩. অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোষ বিভাজনের কোন ধাপের পরিসমাপ্তি ঘটে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
৩৪. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কোথায়?
Ο ক) জননকোষে
Ο খ) দেহকোষে
Ο গ) স্নায়ুকোষে
Ο ঘ) অপত্যকোষে
সঠিক উত্তর: (খ)
৩৫. অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে সকল গঠনাকৃতি ধারণ করে তাহলো –
i. মেটাসেন্ট্রিক
ii. সাবমেটা সেন্ট্রিক
iii. অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. মসের জাইগোটে মিয়োসিস হলে কয়টি রেণু উৎপন্ন হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৩৭. অপত্য কোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় কোন কোষ বিভাজনের ফলে?
Ο ক) মিয়োসিস
Ο খ) দেহকোষ
Ο গ) মাইটোসিস
Ο ঘ) জননকোষ
সঠিক উত্তর: (গ)
৩৮. বহুকোষী জীব হলো –
i. মানুষ, আমগাছ
ii. অ্যামিবা, জামগাছ
iii. বটগাছ, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯. নিচের কোন পর্যায়ে কোষটি দু ভাগ হয়ে যায়?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্যাফাইটিন
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
৪০. সাইটোকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) সাইটোপ্লাজম
Ο গ) প্রোটোপ্লাজম
Ο ঘ) এন্ডোপ্লাজম
সঠিক উত্তর: (খ)
৪১. অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?
Ο ক) অপত্য ক্রোমোজোম
Ο খ) মাতৃকা ক্রোমোজোম
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (ক)
৪২. স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে সঠিক বিবরণ –
i. দুই মেরুযুক্ত
ii. তন্তুময়
iii. প্রোটিনের তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. মিয়োসিসের কারণে কোষে –
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪. কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে?
Ο ক) মেটাফেজ
Ο খ) টেলোফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
৪৫. প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
৪৬. মস ও ফার্নের রেণু সংগ্রহের জন্য অভিযান চালাতে হবে কোথায়?
Ο ক) ছায়াযুক্ত স্থানে
Ο খ) জলাশয়ে
Ο গ) গাছের ফোকরে
Ο ঘ) পাহাড়ের চূড়ায়
সঠিক উত্তর: (ক)
৪৭. অপত্য কোষ গঠন ও গুণাগুণ মাতৃকোষানুরূপ হয় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
৪৮. একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?
Ο ক) সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে
Ο খ) একটি মাত্র কোষ সরল বলে
Ο গ) শুক্রাণু ও ডিম্বাণু এককোষী বলে
Ο ঘ) একটি কোষে কোষ বিভাজন সুবিধাজনক বলে
সঠিক উত্তর: (ক)
৪৯. টেলোফেজ পর্যায়ের শেষে –
i. দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. কোষপ্লেট তৈরি হয়
iii. স্পিন্ডল তন্তু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. ‘ক্রোমোজোম নৃত্য’ কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
Ο ক) অ্যানাফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) প্রোফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. যৌন জননক্ষম বহুকোষী জীবের সূচনা ঘটে –
i. জাইগোট থেকে
ii. নিষিক্ত ডিম্বাণু থেকে
iii. নিষিক্ত ডিম্বক থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২. মিয়োসিস কোষ বিভাজনের বেলায় ঘটে –
i. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়
ii. বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. প্রোফেজ দশা দীর্ঘস্থায়ী হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (গ)
৪. প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
Ο ক) উদ্ভিদ কোষে
Ο খ) প্রাণী কোষে
Ο গ) আদি কোষে
Ο ঘ) প্রকৃত কোষে
সঠিক উত্তর: (খ)
৫. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
Ο ক) ইন্টারফেজ
Ο খ) প্রোফেজ
Ο গ) প্রো-মেটাফেজ
Ο ঘ) মেটাফেজ
সঠিক উত্তর: (ক)
৬. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) অ্যানাফেজ
সঠিক উত্তর: (গ)
৭. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
Ο ক) কুন্ডলিত
Ο খ) প্যাঁচানো
Ο গ) লম্বালম্বি
Ο ঘ) আনুভূমিক
সঠিক উত্তর: (ক)
৮. নিচের কোন জীবে অ্যামাইটোসিস ঘটে?
Ο ক) নস্টক
Ο খ) আমগাছ
Ο গ) বটগাছ
Ο ঘ) মানুষ
সঠিক উত্তর: (ক)
৯. কোষের সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোন বিভাজন প্রক্রিয়া?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) মাইটোসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)
১০. মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কতবার বিভক্ত হয়?
Ο ক) এক বার
Ο খ) দুই বার
Ο গ) তিন বার
Ο ঘ) চার বার
সঠিক উত্তর: (ক)
১১. মাইটোসিস ঘটে –
i. প্রাণীর দেহ কোষে
ii. উদ্ভিদের ভাজক টিস্যুতে
iii. উদ্ভিদের সকল টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১২. নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়?
Ο ক) নিউক্লিয়াসের বিভাজন
Ο খ) নিউক্লিওয়ালসের বিভাজন
Ο গ) ক্রোমোজোম বিভাজন
Ο ঘ) দেহকোষীয় বিভাজন
সঠিক উত্তর: (ক)
১৩. প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
১৪. বহুকোষী জীব হলো – i. অ্যামিবা ii. মানুষ iii. বটগাছ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
১৫. মেটাফেজ ধাপের ক্ষেত্রে প্রযোজ্য –
i. ক্রোমোজোম সর্বাধিক মোটা ও খাটো হয়
ii. সেন্ট্রোমিয়ার দুইটি খন্ডে বিভক্ত
iii. দুটি ক্রোমাটিড স্পষ্ট হয় না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৬. অ্যামাইটোসিস কোষ বিভাজনে –
i. দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়
ii. ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়
iii. পাঁচটি পর্যায় দেখা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৭. মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
১৮. অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য –
i. কোষের নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত
ii. দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে
iii. দুইটি অপত্য কোষের সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৯. অঙ্গজ জনন সাধিত হয় কোন প্রক্রিয়ায়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (খ)
২০. প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমোটিড উৎপন্ন করে?
Ο ক) তিনটি
Ο খ) দুইটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
২১. কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
২২. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয়ে যায় মাইটোসিসের কোন ধাপে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) এনাফেজ
সঠিক উত্তর: (ঘ)
২৩. মাইটোসিস ঘটে –
i. কান্ড ও মূলের অগ্রভাগে
ii. ভ্রূণমুকুল ও ভ্রূণমূলে
iii. বর্ধনশীল পাতা ও মুকুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪. নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) কোনটি নয়
সঠিক উত্তর: (গ)
২৫. স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে বলা হয় –
i. স্পিন্ডল তন্তু
ii. ক্রোমোজোমাল তন্তু
iii. আকর্ষণ তন্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৬. স্পিন্ডল যন্ত্রের দু’মেরুর মধ্যবর্তী অংশ হলো –
i. ইকুয়েটর
ii. বিষুবীয় অঞ্চল
iii. নিরক্ষীয় অঞ্চল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৭. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের –
Ο ক) সমান
Ο খ) দ্বিগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) অর্ধেক
সঠিক উত্তর: (ঘ)
২৮. প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো –
i. বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে
ii. পানি গ্রহণ করে স্ফীত ও খাটো হয়
iii. আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
Ο ক) স্পিন্ডল
Ο খ) ট্রাকশন
Ο গ) অ্যাস্টার
Ο ঘ) আকর্ষণ
সঠিক উত্তর: (গ)
৩০. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় কোন বিভাজনের ফলে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
৩১. জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (ঘ)
৩২. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বানু মিলিত হয়ে কি তৈরি হয়?
Ο ক) জীবদেহ
Ο খ) জাইগোট
Ο গ) কোষদেহ
Ο ঘ) সজীব কোষ
সঠিক উত্তর: (খ)
৩৩. অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোষ বিভাজনের কোন ধাপের পরিসমাপ্তি ঘটে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (গ)
৩৪. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কোথায়?
Ο ক) জননকোষে
Ο খ) দেহকোষে
Ο গ) স্নায়ুকোষে
Ο ঘ) অপত্যকোষে
সঠিক উত্তর: (খ)
৩৫. অ্যানাফেজে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে সকল গঠনাকৃতি ধারণ করে তাহলো –
i. মেটাসেন্ট্রিক
ii. সাবমেটা সেন্ট্রিক
iii. অ্যাক্রোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৬. মসের জাইগোটে মিয়োসিস হলে কয়টি রেণু উৎপন্ন হয়?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৩৭. অপত্য কোষ একই বৈশিষ্ট্য সম্পন্ন হয় কোন কোষ বিভাজনের ফলে?
Ο ক) মিয়োসিস
Ο খ) দেহকোষ
Ο গ) মাইটোসিস
Ο ঘ) জননকোষ
সঠিক উত্তর: (গ)
৩৮. বহুকোষী জীব হলো –
i. মানুষ, আমগাছ
ii. অ্যামিবা, জামগাছ
iii. বটগাছ, ব্যাকটেরিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৯. নিচের কোন পর্যায়ে কোষটি দু ভাগ হয়ে যায়?
Ο ক) মেটাফেজ
Ο খ) অ্যানাফেজ
Ο গ) প্যাফাইটিন
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ঘ)
৪০. সাইটোকাইনেসিস বলতে কোনটির বিভাজনকে বুঝায়?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) সাইটোপ্লাজম
Ο গ) প্রোটোপ্লাজম
Ο ঘ) এন্ডোপ্লাজম
সঠিক উত্তর: (খ)
৪১. অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?
Ο ক) অপত্য ক্রোমোজোম
Ο খ) মাতৃকা ক্রোমোজোম
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) সেন্ট্রোমিয়ার
সঠিক উত্তর: (ক)
৪২. স্পিন্ডল যন্ত্রের ক্ষেত্রে সঠিক বিবরণ –
i. দুই মেরুযুক্ত
ii. তন্তুময়
iii. প্রোটিনের তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. মিয়োসিসের কারণে কোষে –
i. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ঘটে
ii. হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট তৈরি হয়
iii. গুণাগুণের স্থিতিশীলতা বজায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৪. কোন পর্যায়ে নিউক্লিয়াসের পুন:আবির্ভাব ঘটে?
Ο ক) মেটাফেজ
Ο খ) টেলোফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) ডায়াকাইনেসিস
সঠিক উত্তর: (খ)
৪৫. প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
৪৬. মস ও ফার্নের রেণু সংগ্রহের জন্য অভিযান চালাতে হবে কোথায়?
Ο ক) ছায়াযুক্ত স্থানে
Ο খ) জলাশয়ে
Ο গ) গাছের ফোকরে
Ο ঘ) পাহাড়ের চূড়ায়
সঠিক উত্তর: (ক)
৪৭. অপত্য কোষ গঠন ও গুণাগুণ মাতৃকোষানুরূপ হয় কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
৪৮. একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?
Ο ক) সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে
Ο খ) একটি মাত্র কোষ সরল বলে
Ο গ) শুক্রাণু ও ডিম্বাণু এককোষী বলে
Ο ঘ) একটি কোষে কোষ বিভাজন সুবিধাজনক বলে
সঠিক উত্তর: (ক)
৪৯. টেলোফেজ পর্যায়ের শেষে –
i. দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. কোষপ্লেট তৈরি হয়
iii. স্পিন্ডল তন্তু তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫০. ‘ক্রোমোজোম নৃত্য’ কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
Ο ক) অ্যানাফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) প্রোফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Biology