এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি হিসাববিজ্ঞান অধ্যায় - ২: লেনদেন (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কী?
Ο ক) লেনদেন
Ο খ) জাবেদা
Ο গ) চালান
Ο ঘ) ক্রয় বহি
সঠিক উত্তর: (ক)

২. ডেবিট নোটের সাহায্যে লেখা হয়-
Ο ক) ক্রয় বই
Ο খ) বিক্রয় বই
Ο গ) ক্রয় ফেরত বই
Ο ঘ) বিক্রয় ফেরত বই
সঠিক উত্তর: (গ)

৩. মাল ক্রয় ও বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল-
Ο ক) চালান
Ο খ) ভাউচার
Ο গ) ক্যাশবহি
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (ক)

৪. হিসাবরক্ষণের মূলভিত্তি কোনটি?
Ο ক) লেনদেন
Ο খ) জাবেদাভুক্তকরণ
Ο গ) খতিয়ানভুক্তকরণ
Ο ঘ) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
সঠিক উত্তর: (ক)

৫. মালিকানা স্বত্ব বলতে কী বোঝায়?
Ο ক) সম্পত্তির ওপর পাওনাদারের অধিকার
Ο খ) সম্পত্তির ওপর মালিকের অধিকার
Ο গ) ক ও খ উভয়ই
Ο ঘ) সম্পত্তির ওপর ভোক্তার অধিকার
সঠিক উত্তর: (খ)

৬. A = L + E সমীকরণটির E উপাদানটি কী নির্দেশ করে?
Ο ক) সম্পদ
Ο খ) মালিকানা স্বত্ব
Ο গ) দায়
Ο ঘ) মুনাফা
সঠিক উত্তর: (খ)

৭. ক্রয় জাবেদার উৎস দলিল কোনটি?
Ο ক) পাওনাদার কর্তৃক প্রেরিত চালানপত্র
Ο খ) দেনাদার কর্তৃক প্রেরিত চালানপ্রত্র
Ο গ) পাওনালিপি
Ο ঘ) ভাউচার
সঠিক উত্তর: (ক)

৮. হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান উপাদান কোনটি?
Ο ক) লেনদেন
Ο খ) দুতরফা দাখিলা
Ο গ) হিসাব
Ο ঘ) জাবেদা
সঠিক উত্তর: (ক)

৯. অবচয় একটি কারবারি লেনদেন, কেননা-
i. এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে
ii. এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
iii. এতে দুটি পক্ষ জড়িত রয়েছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১০. তারকা চিহ্নিত ঘরে টাকার পরিমাণ হবে- হিবাব সমীকরণ উপাদান টাকা উপাদান টাকা দায় ২,০০০ সম্পত্তি ১০,০০০ স্বত্বাধিকার * মোট= ১০,০০০ মোট= ১০,০০০
Ο ক) ৭,০০০
Ο খ) ৮,০০০
Ο গ) ৯,০০০
Ο ঘ) ১০,০০০
সঠিক উত্তর: (খ)

১১. ভাউচার কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)

১২. চালান তৈরি করা হয়-
i. ক্রয় সংক্রান্ত তথ্য জানার জন্য
ii. বিক্রয় তথ্য জানার জন্য
iii. ব্যবসায়ের সার্বিক তথ্য প্রকাশের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৩. নিচে দুইটি উদাহরণ দেওয়া হল-
i. সুনামের অবলোপন ২,০০০ টাকা
ii. যন্ত্রপাতির অবচয় ১,০০০ টাকা এখানে লেনদেনের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
Ο ক) আর্থিক অবস্থার পরিবর্তন
Ο খ) অদৃশ্যমান লেনদেন
Ο গ) দুটি পক্ষ বিদ্যমান
Ο ঘ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
সঠিক উত্তর: (খ)

১৪. প্রতিষ্ঠানে চালান ব্যবহৃত হয়-
Ο ক) ক্রেতা ও বিক্রেতা বাকিতে মাল ক্রয়বিক্রয় করে প্রাথমিকভাবে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে
Ο খ) ক্রেতা ও বিক্রেতা নগদে মাল ক্রয় ও বিক্রয় প্রাথমিকভাবে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করলে
Ο গ) ক্রেতা ও বিক্রেতা বাকি ও নগদ ফল ক্রয়বিক্রয় প্রাথমিকভাবে ক্রয় ও বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করলে
Ο ঘ) চালানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানে ক্রয়বিক্রয়সহ যাবতীয় কার্যাবলি সম্পাদিত হলে
সঠিক উত্তর: (ক)

১৫. ক্যাশমেমো সাধারণত কয় প্রস্থে তৈরি হয়?
Ο ক) এক প্রস্থে
Ο খ) চার প্রস্থে
Ο গ) দুই প্রস্থে
Ο ঘ) তিন প্রস্থে
সঠিক উত্তর: (ঘ)

১৬. কে চালান তৈরি করে?
Ο ক) বিক্রেতা
Ο খ) ক্রেতা
Ο গ) সরকার
Ο ঘ) মধ্যস্থ কারবারি
সঠিক উত্তর: (ক)

১৭. পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
Ο ক) ডেবিট নোট
Ο খ) ডেবিট ভাউচার
Ο গ) চালান
Ο ঘ) ক্রেডিট
সঠিক উত্তর: (গ)

১৮. লেনদেন সর্বদা পরিবর্তন আনে-
Ο ক) মোট সম্পত্তির
Ο খ) মোট দায়ের
Ο গ) মোট মুনাফার
Ο ঘ) আর্থিক অবস্থার
সঠিক উত্তর: (ঘ)

১৯. স্বত্বাধিকার বৃদ্ধি পাবে যখন-
Ο ক) বিনিয়োগের মাধ্যমে
Ο খ) ব্যয়/খরচের মাধ্যমে
Ο গ) আয়/রাজস্বের মাধ্যমে
Ο ঘ) ক + গ
সঠিক উত্তর: (ঘ)

২০. ক্রেডিট ভাউচার-এর সাথে কী কী যুক্ত করে ক্যাশবুক লেখা হয়?
Ο ক) চালানের কপি ও ক্যাশমেমো
Ο খ) ডেবিট নোট
Ο গ) ক্রেডিট নোট
Ο ঘ) ক্যাশমেমো ও বেতন শিট
সঠিক উত্তর: (ক)

২১. “দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না।”-লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে?
Ο ক) দাতা-গ্রহীতা
Ο খ) স্বয়ংসম্পূর্ণতা
Ο গ) পরিপূর্ণতা
Ο ঘ) দ্বৈতসত্তা
সঠিক উত্তর: (ঘ)

২২. প্রত্যেকটি লেনদেনের স্বপক্ষে কী থাকবে?
Ο ক) ভাউচার
Ο খ) ক্যাশমেমো
Ο গ) প্রমাণপত্র
Ο ঘ) চালান
সঠিক উত্তর: (গ)

২৩. ক্যাশবুকের ক্রেডিট দিকে লেখা হয়-
Ο ক) ডেবিট ভাউচার
Ο খ) ক্রেডিট ভাউচার
Ο গ) ডেবিট নোট
Ο ঘ) ক্রেডিট নোট
সঠিক উত্তর: (ক)

২৪. বাকিতে পণ্য বিক্রয় একটি-
Ο ক) আন্ত:লেনদেন
Ο খ) নগদ লেনদেন
Ο গ) অদৃশ্য লেনদেন
Ο ঘ) বহি:লেনদেন
সঠিক উত্তর: (ঘ)

২৫. লেনদেন চিহ্নিতকরণ হিসাবচক্রের কত তম ধাপ?
Ο ক) ১ম ধাপ
Ο খ) ২য় ধাপ
Ο গ) ৩য় ধাপ
Ο ঘ) ৪র্থ ধাপ
সঠিক উত্তর: (ক)

২৬. ব্যক্তিগত অর্থ হারিয়ে গেলে ব্যবসায়ে কী প্রভাব পড়ে?
Ο ক) ব্যবসায়ের কোন ক্ষতি হয়
Ο খ) ব্যবসায়ের সম্পদ হ্রাস পায়
Ο গ) কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হয়
Ο ঘ) কারবারী লেনদেন হয় না
সঠিক উত্তর: (ঘ)

২৭. ডেবিট ও ক্রেডিট নোটে উল্লেখ থাকতে হবে-
i. মালের বিবরণ
ii. ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর
iii. ভুলভ্রান্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৮. ঘটনা কত প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (ক)

২৯. ডেবিট নোট ব্যবহৃত হয়-
Ο ক) ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
Ο খ) ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
Ο গ) নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
Ο ঘ) নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
সঠিক উত্তর: (ক)

৩০. একটি ক্যাশমেমোতে কয়টি ঘর থাকে?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (খ)

৩১. চালান বিক্রেতার নিকট কী নামে গণ্য হয়?
Ο ক) বহি:চালান
Ο খ) আন্ত:চালান
Ο গ) ক্রয় চালান
Ο ঘ) বিক্রয় চালান
সঠিক উত্তর: (ক)

৩২. ভাউচার কে অনুমোদন করেন?
Ο ক) ব্যবস্থাপক
Ο খ) ক্যাশিয়ার
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) বিক্রেতা
সঠিক উত্তর: (ক)

৩৩. ‘আলমারি ক্রয় ১০,০০০ টাকা’ উক্ত ঘটনায় হিসাব সমীকরণের কোন উপাদানকে প্রভাবিত করে?
Ο ক) E উপাদানকে
Ο খ) A উপাদানকে
Ο গ) A এবং E উপাদানকে
Ο ঘ) A এবং L উপাদানকে
সঠিক উত্তর: (খ)

৩৪. কখন চালান বহি উভয়ের নিকট গ্রহণযোগ্য হয়?
Ο ক) বিক্রেতার স্বাক্ষর থাকলে
Ο খ) ক্রেতার স্বাক্ষর থাকলে
Ο গ) ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর না থাকলে
Ο ঘ) ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর থাকলে
সঠিক উত্তর: (ঘ)

৩৫. বাকিতে কলকব্জা ক্রয়ের ফলাফল -
Ο ক) সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
Ο খ) সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο গ) ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
Ο ঘ) দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি
সঠিক উত্তর: (খ)

৩৬. বিক্রয়ের উদ্দেশ্যে ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করলে লিপিবদ্ধ করতে হবে-
i. ডেবিট ভাউচারে
ii. ক্রেডিট ভাউচারে
iii. ডেবিট নোটে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ক)

৩৭. লেনদেন সংক্রান্ত ঘটনা -
Ο ক) সব সময়ই দৃশ্যমান
Ο খ) দৃশ্যমান নাও হতে পারে
Ο গ) কখনই দৃশ্যমান নয়
Ο ঘ) দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে
সঠিক উত্তর: (ঘ)

৩৮. প্রতিটি লেনদেন কী দ্বারা পরিমাপযোগ্য?
Ο ক) চেকে
Ο খ) টাকায়
Ο গ) বিনিময় বিল
Ο ঘ) ব্যাংক ড্রাফটে
সঠিক উত্তর: (খ)

৩৯. বছরের শেষে বকেয়া ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে সেটি চিহ্নিত কর।
Ο ক) সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο খ) দায় বৃদ্ধি, স্বত্বাধিকার হ্রাস
Ο গ) দায় হ্রাস, স্বত্বাধিকার বৃদ্ধি
Ο ঘ) সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস
সঠিক উত্তর: (খ)

৪০. কোনটি লেনদেন নয়?
Ο ক) মায়ের সেবা
Ο খ) কর্মচারীর বেতন প্রদান
Ο গ) আসবাবপত্র ক্রয়
Ο ঘ) ভাড়া প্রদান
সঠিক উত্তর: (ক)

৪১. কোনটি লেনদেনের প্রমাণপত্র?
Ο ক) ক্যাশবই
Ο খ) পাকা বই
Ο গ) ভাউচার
Ο ঘ) খতিয়ান বই
সঠিক উত্তর: (গ)

৪২. লেনদেন বলতে বোঝায় -
Ο ক) দেনা-পাওনা
Ο খ) একটি হিসাব
Ο গ) পণ্য হিসাব
Ο ঘ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা
সঠিক উত্তর: (ঘ)

৪৩. হিসাব সমীকরণকে বর্ধিত করলে পাওয়া যায়-
Ο ক) A = L + (C-R-E+D)
Ο খ) A = L + (C+R-E-D)
Ο গ) A = E+ (C+R-L-D)
Ο ঘ) A = L+(C-D+R+E)
সঠিক উত্তর: (খ)

৪৪. কারবারের Income হলে-
Ο ক) হিসাব সমীকরণের E হ্রাস পায়
Ο খ) হিসাব সমীকরণের E বৃদ্ধি পায়
Ο গ) হিসাব সমীকরণের L হ্রাস পায়
Ο ঘ) হিসাব সমীকরণের L বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (খ)

৪৫. প্রতিটি লেনদেন কোথায় প্রভাব বিস্তার করে?
Ο ক) ব্যবসায়ের আয়তনের
Ο খ) হিসাব সমীকরণে
Ο গ) মালিকানা স্বত্ত্ব বিবরণীতে
Ο ঘ) নগদান বহিতে
সঠিক উত্তর: (খ)

৪৬. ডেবিট ও ক্রেডিট ভাউচারে অবশ্যই - প্রদান করতে হয়।
Ο ক) নোট খসড়া
Ο খ) নোট বই
Ο গ) ধারাবাহিক নম্বর
Ο ঘ) ধারাবাহিক পৃষ্ঠা নম্বর
সঠিক উত্তর: (গ)

৪৭. ‘Give and take’ শব্দের অর্থ কী?
Ο ক) ঘটনা
Ο খ) সেবা
Ο গ) দেওয়া ও নেওয়া
Ο ঘ) ফরমায়েশ
সঠিক উত্তর: (গ)

৪৮. কোনটি স্বত্বাধিকারের বৃদ্ধি ঘটায়?
Ο ক) আয় বা লাভ
Ο খ) ব্যয়
Ο গ) ক্ষতি
Ο ঘ) ব্যয় বা ক্ষতি
সঠিক উত্তর: (ক)

৪৯. কীসের একত্রীকরণের ফলে লেনদেনের সৃষ্টি হয়?
Ο ক) দানকারী ও প্রদানকারী
Ο খ) গ্রহণকারী ও আদানকারী
Ο গ) প্রতিষ্ঠান ও গ্রহণকারী
Ο ঘ) গ্রহণকারী ও প্রদানকারী
সঠিক উত্তর: (ঘ)

৫০. কারবারী লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে কী বলে?
Ο ক) পাওনাদার
Ο খ) ক্রেডিটর
Ο গ) ডেটর
Ο ঘ) ডানপক্ষ
সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post