জে.এস.সি গণিত অধ্যায়-২ : মুনাফা

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত বিষয়ের অধ্যায় - ২ : মুনাফা এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
Question: একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫.০০ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো? 
সমাধানঃ ৫% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ৫) টাকা বা ৯৫ টাকা।
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০ টাকা।
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০৯৫১০০৯৫ টাকা।
∴ বিক্রয়মূল্য ২৩৭৫.০০ টাকা হলে ক্রয়মূ্ল্য ১০০×২৩৭৫৯৫১০০×২৩৭৫৯৫ টাকা।
                                                                      = ২৫০০ টাকা।
আবার, ৬% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+৬) টাকা বা ১০৬ টাকা।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা।
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬১০০১০৬১০০ টাকা।
∴ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬×২৫০০১০০১০৬×২৫০০১০০ টাকা। =২৬৫০ টাকা।
∴ ডাল ২৬৫০ টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো।
উত্তরঃ ২৬৫০ টাকা।


Question: একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত? 
সমাধানঃ খুচরা বিক্রেতার লাভ হয় ২০%।
খুচরা বিক্রেতার
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা।
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০১২০১০০১২০ টাকা
∴ খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ৫৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৫৭৮১২০১০০×৫৭৮১২০ টাকা =৪৮০
টাকা
যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য
∴ পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = ৪৮৯ টাকা আবার, পাইকারী বিক্রেতার লাভ হয় ২০%।
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা।
পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০১২০১০০১২০ টাকা
∴ পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০×৪৮০১২০১০০×৪৮০১২০ টাকা
 = ৪০০ টাকা ∴ পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য ৪০০ টাকা। উত্তরঃ ৪০০ টাকা।


Question: ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 
সমাধানঃ ১০টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য ৩০১০৩০১০ বা ৩ টাকা।
আবার, ১৫টি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য ৩০১৫৩০১৫ টাকা বা ২ টাকা।
∴ (১+১) বা ২টি কলার ক্রয়মূল্য (৩+২) টাকা বা ৫ টাকা।
∴ ১টি কলার ক্রয়মূল্য ৫২৫২ টাকা বা ২.৫ টাকা।
১২টি কলার বিক্রয়মূল্য ৩০ টাকা।
∴ ১টি কলার বিক্রয়মূল্য ৩০১২৩০১২ টাকা বা ২.৫ টাকা।
দেখা যাচ্ছে, ১টি কলার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান।
অতএব, লাভ বা ক্ষতি কিছুই হবেনা।
উত্তরঃ লাভ বা ক্ষতি কিছুই হবেনা।

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Muhammad Abdullah Al Mamun

I am Abdullah Al Mamun. Lecturer of Tejgaon College dept. of Mathematics. Have completed M.S in Mathematics from Chittagong University.

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post