জে.এস.সি গণিত অধ্যায় - ২ : মুনাফা(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ২ : মুনাফা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. মুনাফা-আসল =?
Ο ক) আসল + মুনাফা
Ο খ) আসল - মুনাফা
Ο গ) আসল x মুনাফা
Ο ঘ) আসল/মুনাফা
সঠিক উত্তর: (ক)

৫২. প্রতি বছর শুদু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, তাকে কী বলে?
Ο ক) সময়
Ο খ) মুনাফা-আসল
Ο গ) আসল
Ο ঘ) সরল মুনাফা
সঠিক উত্তর: (ঘ)

৫৩. মুনাফা-ক্ষতির ক্ষেত্রে,
i. মুনাফা = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
ii. ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
iii. মুনাফা = বিক্রয়মূল্য + ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৫৪. চক্রবৃদ্ধি মূলধন ৭৮৭৩২ টাকা এবং প্রারম্ভিক মূলধন ৬২৫০০ টাকা হরে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
Ο ক) ১৫৩২৩২
Ο খ) ১৬২০০
Ο গ) ১৬২৩২
Ο ঘ) ১৬৩০০
সঠিক উত্তর: (গ)

৫৫. ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
Ο ক) ৮০ টাকা
Ο খ) ৮২ টাকা
Ο গ) ৮৪ টাকা
Ο ঘ) ৮৬ টাকা
সঠিক উত্তর: (গ)

৫৬. বার্ষিক ১০% মুনাফায় ১০০ টাকায়-
i. ১ম বছরান্তে সরল মুনাফা ১০ টাকা।
ii. ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১২১ টাকা
iii. ২য বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য ১ টাকা। নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. মুনাফা = ?
Ο ক) বিক্রয়মূল্য / ক্রয়মূল্য
Ο খ) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
Ο গ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
Ο ঘ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
সঠিক উত্তর: (খ)

৫৮. একটি বইয়ের ক্রয়মূল্য ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১৩৫ টাকা হলে লাভ কত?
Ο ক) ১০ টাকা
Ο খ) ৩৫ টাকা
Ο গ) ২৫ টাকা
Ο ঘ) ১০০ টাকা
সঠিক উত্তর: (ক)

৫৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. I = Pnr
ii. A = P -I
iii. লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬০. একটি চেয়ারের ক্রয়মূল্য ৫৮০ টাকা এবং বিক্রয়মূল্য ৫৭০ টাকা হলে, কত টাকা ক্ষতি হবে?
Ο ক) ৫ টাকা
Ο খ) ১০ টাকা
Ο গ) ৫০ টাকা
Ο ঘ) ১৫০ টাকা
সঠিক উত্তর: (খ)

৬১. ১০.৫% মুনাফায় ২০০০ টাকার ৫ বছরে মুনাফা-আসল কত টাকা হবে?
Ο ক) ২৮০০
Ο খ) ৩০০০
Ο গ) ৩০৫০
Ο ঘ) ৩২৫০
সঠিক উত্তর: (গ)

৬২. শতকরা শব্দের অর্থ কী?
Ο ক) প্রতি হাজারে
Ο খ) প্রতি শতে
Ο গ) প্রতি দুইশতে
Ο ঘ) হাজার প্রতি
সঠিক উত্তর: (খ)

৬৩. আসল ৪০০০ টাকা এবং মুনাফা ২৮০ টাকা হলে, মুনাফা-আসল কত?
Ο ক) ৪৩৭২০ টাকা
Ο খ) ৩৮২০ টাকা
Ο গ) ৪২০০ টাকা
Ο ঘ) ৪২৮০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

৬৪. একটি দ্রব্য ৭০০ টকায় ক্রয় করে ৮০ টাকা লাভে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত টাকা?
Ο ক) ৬২০
Ο খ) ৮৯০
Ο গ) ৭৮০
Ο ঘ) ৮৮০
সঠিক উত্তর: (গ)

৬৫. কিছু আম ৮৪০ টাকায় ক্র করে ৮২০ টাকায় বিক্রয় করলে-
Ο ক) ২০ টাকা রাভ হবে
Ο খ) ২০ টাকা ক্ষতি হবে
Ο গ) ৮২০ টাকা লাভ হবে
Ο ঘ) ৮৪০ টাকা ক্ষতি হবে
সঠিক উত্তর: (খ)

৬৬. বার্ষিক ১২% মুনাফা কত বছরে ১০০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
Ο ক) ৬ বছর
Ο খ) ৪ বছর
Ο গ) ৮ বছর
Ο ঘ) ৯ বছর
সঠিক উত্তর: (খ)

৬৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. A = P + I
ii. n =I/Pr
iii. ক্ষতি = বিক্রয়মূল্য>ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

৬৮. ৫% হার মুনাফায় কত বছরে ৫০০০ টাকার মুনাফা ২৫০ টাকা হবে?
Ο ক) ১ বছর
Ο খ) ২ বছর
Ο গ) ৩ বছর
Ο ঘ) ৪ বছর
সঠিক উত্তর: (ক)

৬৯. ২০০০ এর ৯% = কত?
Ο ক) ২
Ο খ) ১৮
Ο গ) ১৮০
Ο ঘ) ২০০৯
সঠিক উত্তর: (গ)

৭০. ২০০০ টাকা ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২০% মুনাফা হবে?
Ο ক) ২৫০০ টাকা
Ο খ) ২২০০ টাকা
Ο গ) ২৪০০ টাকা
Ο ঘ) ৩০০০ টাকা
সঠিক উত্তর: (গ)

৭১. ১০% চক্রবৃদ্ধি মুনাফা ৩০০০ টাকায় ২ বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন = কত?
Ο ক) ২০০০(১ + ১০%)২
Ο খ) ৩০০০(১ + ১০%)১
Ο গ) ৩০০০ (১ + ১০%)২
Ο ঘ) ৪০০০(১ + ১০%)২
সঠিক উত্তর: (গ)

৭২. মুনাফার হার ১০% হলে, ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
Ο ক) ১০০
Ο খ) ১০৫
Ο গ) ৬০০
Ο ঘ) ৬০৫
সঠিক উত্তর: (খ)

৭৩. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
Ο ক) ১০%
Ο খ) ১৫%
Ο গ) ১২%
Ο ঘ) ৮%
সঠিক উত্তর: (ক)

৭৪. নিচের সূত্রগুলো লক্ষ করা:
i. I = Pnr
ii. A = P + I
iii. A = P(I + m) নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৫. কোনো পণ্যের প্রকৃত খরচ নির্ধারণে আনুষঙ্গিক খরচের সাথে পণ্যের ক্রয়মূল্য কী করতে হয়?
Ο ক) যোগ
Ο খ) বিয়োগ
Ο গ) গুণ
Ο ঘ) ভাগ
সঠিক উত্তর: (ক)

৭৬. বিনিয়োগ কি?
Ο ক) দোকান ভাড়া
Ο খ) পরিবহন খরচ
Ο গ) প্রকৃত খরচ
Ο ঘ) আনুষঙ্গিক খরচ
সঠিক উত্তর: (গ)

৭৭. মুনাফার হার ৫% হলে ২০০ টাকায়-
i. মুনাফা ১০ টাকা।
ii. মুনাফা-আসল ২১০ টাকা।
iii. মুনাফা-আসল ও আসলের পার্থক্য মুনাফার সমান। নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৭৮. ৫% মুনাফায় ৫০০ টাকার ২ বছরের মুনাফা-আসল কত হবে?
Ο ক) ২৫০ টাকা
Ο খ) ৫৫০ টাকা
Ο গ) ৩০০ টাকা
Ο ঘ) ৬০০ টাকা
সঠিক উত্তর: (খ)

৭৯. একটি পণ্য ৪২০ টাকায় বিক্রয় করায় ৫% লাভ হলো। পণ্যটির ক্রয়মূল্য কত?
Ο ক) ২৪০ টাকা
Ο খ) ৪০০ টাকা
Ο গ) ৪১০ টাকা
Ο ঘ) ৪৪১ টাকা
সঠিক উত্তর: (খ)

৮০. ২০% বার্ষিক মুনাফায় কত টাকা জমা রাখলে ১ বছর পর মুনাফাসহ ৩৬০ টাকা হবে?
Ο ক) ২০০
Ο খ) ২৫০
Ο গ) ৩০০
Ο ঘ) ৩৫০
সঠিক উত্তর: (গ)

৮১. একটি মুরগি ২০০ টাকায় ক্র করে ২৩০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে?
Ο ক) ১৫ টাকা লাভ
Ο খ) ১৫ টাকা ক্ষতি
Ο গ) ৩০ টাকা লাভ
Ο ঘ) ৩০ টাকা ক্ষতি
সঠিক উত্তর: (গ)

৮২. সুশীল কুমার বার্ষিক ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখলেন। ১ম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?
Ο ক) ৩২০
Ο খ) ৩১০
Ο গ) ৩০০
Ο ঘ) ২৮০
সঠিক উত্তর: (গ)

৮৩. একজন দোকানদার প্রতিটি ডিম ১০ টাকায় ক্রয় করে, ১ ডজন ডিম ১১৫ টাকায় বিক্রয় করলে, তার কত টাকা ক্ষতি হবে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (ক)

৮৪. মুনাফার হার ২% বৃদ্ধি পাওয়ায় ৪ বছরে ১২৮ টাকা বাড়ে। মূলধন কত টাকা?
Ο ক) ১৪০০
Ο খ) ১৬০০
Ο গ) ১৮০০
Ο ঘ) ২২০০
সঠিক উত্তর: (খ)

৮৫. শতকরা বার্ষিক ৮ টাকা মুনাফায় ৪০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
Ο ক) ২৪ টাকা
Ο খ) ৩২ টাকা
Ο গ) ৯৬ টাকা
Ο ঘ) ১০৮ টাকা
সঠিক উত্তর: (গ)

৮৬. যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, তা হচ্ছে-
Ο ক) মুনাফা
Ο খ) মুনাফার হার
Ο গ) সময়কাল
Ο ঘ) আসল
সঠিক উত্তর: (গ)

৮৭. ৫% হার মুনাফায় ১০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
Ο ক) ১২ টাকা
Ο খ) ১৫ টাকা
Ο গ) ২০ টাকা
Ο ঘ) ১০ টাকা
সঠিক উত্তর: (খ)

৮৮. শতকরা বার্ষিক ৪% মুনাফায় কত টাকা ১০ বছরের মুনাফা-আসলে ৪৯০ টাকা হবে?
Ο ক) ৩০০ টাকা
Ο খ) ৩৫০ টাকা
Ο গ) ১৪০ টাকা
Ο ঘ) ৩২০ টাকা
সঠিক উত্তর: (খ)

৮৯. মুনাফা বা ক্ষতি নিচের কোনটি উপর নির্ভর করে?
Ο ক) ক্রয়মূল্য
Ο খ) বিক্রয়মূল্য
Ο গ) আনুষঙ্গিক খরচ
Ο ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)

৯০. বিক্রয়মূল্য< ক্রয়মূল্য হলে নিচের কোনটি ঘটে?
Ο ক) মুনাফা
Ο খ) ক্ষতি
Ο গ) সমান সমান
Ο ঘ) ঋণ
সঠিক উত্তর: (খ)

৯১. একই হারে আরও ২ বছর পর মোট মুনাফা কত টাকা?
Ο ক) ৩৪০০
Ο খ) ৩২০০
Ο গ) ৩২০০
Ο ঘ) ৩০০০
সঠিক উত্তর: (ক)

৯২. ১০০ টাকার ৪০% = কত টাকা?
Ο ক) ১০ টাকা
Ο খ) ৪০ টাকা
Ο গ) ১০০ টাকা
Ο ঘ) ১৪০ টাকা
সঠিক উত্তর: (খ)

৯৩. একটি প্যান্ট ৪০০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
Ο ক) ৩৭৫ টাকা
Ο খ) ৪২৫ টাকা
Ο গ) ৪২৯ টাকা
Ο ঘ) ৫০০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

৯৪. শতকরা কত মুনাফায় ৬০০ টাকার ১ বছরের মুনাফা ৩০ টাকা হবে?
Ο ক) ৩%
Ο খ) ৪%
Ο গ) ৫%
Ο ঘ) ৬%
সঠিক উত্তর: (গ)

৯৫. একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। ক্রয়মূল্য কত?
Ο ক) ১০০০ টাকা
Ο খ) ৮০০ টাকা
Ο গ) ১২৫০ টাকা
Ο ঘ) ১১০০ টাকা
সঠিক উত্তর: (ক)

৯৬. বার্ষিক ১০% সরল মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের সরল মুনাফা কত?
Ο ক) ১২০ টাকা
Ο খ) ২৪০ টাকা
Ο গ) ৩৬০ টাকা
Ο ঘ) ৪৮০ টাকা
সঠিক উত্তর: (ঘ)

নিচের তথ্যের আলোকে চারটি প্রশ্নের উত্তর দাও: কোনো আমানতকারী ১০০০ টাকা ব্যাংকে জমা রাখেন এবং ব্যাংক তাকে চক্রবৃদ্ধি মুনাফায় বার্ষিক ১২% মুনাফা দেয়।

৯৭. ১ বছর পর তার মুনাফা কত টাকা হবে?
Ο ক) ১২০
Ο খ) ১০০
Ο গ) ৯০
Ο ঘ) ৮০
সঠিক উত্তর: (ক)

৯৮. ১ বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) ১০০০
Ο খ) ১০২০
Ο গ) ১১০০
Ο ঘ) ১১২০
সঠিক উত্তর: (ঘ)

৯৯. ২য় বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে?
Ο ক) ১১০.৪০
Ο খ) ১২০.৪০
Ο গ) ১৩৪.৪০
Ο ঘ) ১৪০.৪০
সঠিক উত্তর: (গ)

১০০. ২য় বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত টাকা?
Ο ক) ১১৫৪.৪০
Ο খ) ১২৫৪.৪০
Ο গ) ১৩০০.০০
Ο ঘ) ১৩৪০.৪০
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post