এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১: গদ্য - পালামৌ (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১: গদ্য - পালামৌ (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌতে অবস্থান করেছিলেন কেন?
Ο ক) সাহিত্যচর্চার উদ্দেশ্যে
Ο খ) চাকরিসূত্রে
Ο গ) শিক্ষালাভের উদ্দেশ্যে
Ο ঘ) জন্মসূত্রে
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘পালামৌ’ রচনার লেখকের কাছে পর্বত তখন কেমন ছিল?
Ο ক) কুৎসিত
Ο খ) ভয়ংকর
Ο গ) প্রস্তরময়
Ο ঘ) বরফাচ্ছন্ন
 সঠিক উত্তর: (গ)

 ৩. কোল যুবতীদের নৃত্যানুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?
Ο ক) দিঘির পাড়ে
Ο খ) নদীর পাড়ে
Ο গ) বটবৃক্ষতলে
Ο ঘ) কদম্ববৃক্ষ তলে
 সঠিক উত্তর: (গ)

 ৪. কুলিদের বাচ্চাগুলোর মধ্যে দুই বৎসর বয়স্ক শিশুটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে হাত পাতল কেন?
Ο ক) অন্যদের দেখাদেখি
Ο খ) দারিদ্রের কারণে
Ο গ) খাদ্যের আশায়
Ο ঘ) লজেন্সের আশায়
 সঠিক উত্তর: (ক)

 ৫. বরাকর নদীর কোন পারে গাড়ি থেমেছিল?
Ο ক) পূর্ব
Ο খ) পশ্চিম
Ο গ) উত্তর
Ο ঘ) দক্ষিণ
 সঠিক উত্তর: (ক)

 ৬. যে পাহাড় দেখে লেখক চমৎকৃত হয়েছিল তার বৈশিষ্ট্য কী?
Ο ক) কালো পাথরে গঠিত
Ο খ) জঙ্গলে পরিপূর্ণ
Ο গ) অখন্ড পাথরে গঠিত
Ο ঘ) সাদা পাথরে গঠিত
 সঠিক উত্তর: (গ)

 ৭. পালামৌ থেকে প্রত্যাগমনের পর বন্ধুরা লেখককে সে বিষয়ে লিখতে বললে তিনি তখন কী করতেন?
Ο ক) এড়িয়ে যেতেন
Ο খ) উড়িয়ে দিতেন
Ο গ) মুচকি হাসতেন
Ο ঘ) উপহাস করতেন
 সঠিক উত্তর: (ক)

 ৮. নৃত্যানুষ্ঠানে যুবতীর সংখ্যা কত ছিল?
Ο ক) প্রায় চল্লিশ জন
Ο খ) প্রায় পঁয়ত্রিশ জন
Ο গ) প্রায় ত্রিশ জন
Ο ঘ) প্রায় বিশ জন
 সঠিক উত্তর: (ক)

 ৯. গল্প করা কোন বয়সের রোগ?
Ο ক) অল্প বয়সের
Ο খ) তরুণ বয়সের
Ο গ) ছাত্রাবস্থায়
Ο ঘ) বৃদ্ধ বয়সের
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. দুই বছরের শিশুটি হাত থেকে পয়সাটি ফেলে দিল কেন?
Ο ক) রাগ করে
Ο খ) অপমানে
Ο গ) বোধের অভাবে
Ο ঘ) দ্বিতীয়বার পয়সা পাওয়ার জন্য
 সঠিক উত্তর: (গ)

 ১১. ‘পালামৌ’তে ব্যবহৃত শব্দ হচ্ছে-
i. বয়ঃক্রম
ii. প্রসন্নতাব্যঞ্জক
iii. সুপক্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১২. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৮৮৬
Ο খ) ১৮৮৭
Ο গ) ১৮৮৯
Ο ঘ) ১৮৯১
 সঠিক উত্তর: (গ)

 ১৩. ‘বঙ্গবাসীদের কেবল মাঠ দেখার অভ্যাস।’ এই পঙ্কক্তি দ্বারা লেখক বুঝিয়েছেন-
i. বঙ্গবাসীরা সমতল ভূমির বাসিন্দা
ii. মাঠই তাদের জীবিকার প্রধান উৎস
iii. তারা পাহাড়ী অঞ্চল সচরাচর দেখে না।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪. লেখকের গাড়ি কোন নদীর পারে থামল?
Ο ক) বরাকর
Ο খ) বরাক
Ο গ) সুরমা
Ο ঘ) দামোদর
 সঠিক উত্তর: (ক)

 ১৫. লেখক পালমৌর গ্রামে কোন বাহনে গিয়েছিলেন?
Ο ক) নৌকায়
Ο খ) ঘোড়া
Ο গ) পালকিতে
Ο ঘ) হাতির পিঠে
 সঠিক উত্তর: (গ)

 ১৬. নিচের কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস?
Ο ক) দামিনী
Ο খ) রামেশ্বরের অদৃষ্ঠ
Ο গ) জালপ্রতাপ চাঁদ
Ο ঘ) পালামৌ
 সঠিক উত্তর: (গ)

 ১৭. পালামৌ কোথায় অবস্থিত?
Ο ক) বিহারে
Ο খ) উড়িষ্যায়
Ο গ) বর্ধমানে
Ο ঘ) আরাকানে
 সঠিক উত্তর: (ক)

 ১৮. কোলদের নৃত্যানুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ο ক) বটবৃক্ষ তলে
Ο খ) অশ্বত্থবৃক্ষ তলে
Ο গ) একশিলা পাহাড়ে
Ο ঘ) খোলা প্রান্তরে
 সঠিক উত্তর: (ক)

 ১৯. বাঘ হত্যার জন্য যাওয়া যুবা কোন গোত্রের লোক ছিল?
Ο ক) ব্রাক্ষণ
Ο খ) ক্ষত্রিয়
Ο গ) বৈশ্য
Ο ঘ) দুধের হাড়ি
 সঠিক উত্তর: (ক)

 ২০. আদিম অবস্থায় সব পুরুষই সাহসী ছিল, কারণ-
Ο ক) সাহসী না হলে বেঁচে থাকা যেত না
Ο খ) তাদের ফলাফল জ্ঞান হয়নি
Ο গ) নারীদের রক্ষার জন্য
Ο ঘ) অন্য গোত্রের সাথে যুদ্ধ করতে হতো
 সঠিক উত্তর: (খ)

 ২১. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় গল্প করাকে বৃদ্ধ বয়সের রোগ বলেছেন কেন?
Ο ক) কউ না শুনলেও গল্প চলতে থাকে বলে
Ο খ) গল্প শুনিয়ে পাগল করে ছাড়ে বলে
Ο গ) গল্পগুলো মানুষকে নিরাসক্ত করে বলে
Ο ঘ) গল্প করে বৃদ্ধদের রোগ সারে বলে
 সঠিক উত্তর: (ক)

 ২২. লেখক কখন ‘পালামৌ’ গিয়েছিলেন?
Ο ক) ছোটবেলায়
Ο খ) যুবক বয়সে
Ο গ) বৃদ্ধ বয়সে
Ο ঘ) কৈশোরে
 সঠিক উত্তর: (খ)

 ২৩. কোনটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রমণোপন্যাস?
Ο ক) মাধবীলতা
Ο খ) রামেশ্বরের অদৃষ্ট
Ο গ) দামিনী
Ο ঘ) পালামৌ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. লেখক পালামৌ যাওয়ার উদ্দেশে কীসে রওয়ানা হলেন?
Ο ক) রেলগাড়িতে
Ο খ) ডাকগাড়িতে
Ο গ) মোটর গাড়িতে
Ο ঘ) মালগাড়িতে
 সঠিক উত্তর: (খ)

 ২৫. নৃত্যে অংশগ্রহণকারী কোল যুবতীদের-
i. মাথায় বনপুষ্প
ii. কর্ণে বনপুষ্প
iii. ওষ্ঠে হাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. কেউ অনুরোধ না করলেও আজ লেখকের পালামৌয়ের বৃত্তান্ত লিখতে বসার কারণ-
i. আজ তাঁর অখন্ড অবসর
ii. গল্প করা বৃদ্ধ বয়সের রোগ
iii. একদা বন্ধুরা অনুরোধ করত, সেকথা ভেবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ‘পালামৌ’ রচনাটি কোন ঢঙে রচিত?
Ο ক) সাবলীল
Ο খ) সিনেম্যাটিক
Ο গ) নাটকীয়
Ο ঘ) কাব্যিক
 সঠিক উত্তর: (খ)

 ২৮. পালামৌর বনে কোন গাছ একেবারেই নেই?
Ο ক) তাল
Ο খ) তমাল
Ο গ) শাল
Ο ঘ) হিন্তাল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. কর্মজীবনে সঞ্জীবচন্দ্র টট্টোপাধ্যায় কী হিসেবে যোগ দান করেন?
Ο ক) শিক্ষক
Ο খ) ডাক্তার
Ο গ) সাংবাদিক
Ο ঘ) ম্যাজিস্ট্রেট
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুদেরকে উপহাস করতে কেন?
Ο ক) অতিরিক্ত বাকপটুতার জন্য
Ο খ) তাঁর কথার অবাধ্য হয়ে চলার জন্য
Ο গ) পালামৌ সম্পর্কে লিখতে বলায়
Ο ঘ) বন্ধুদের কর্মহীনতার কারণে
 সঠিক উত্তর: (গ)

 ৩১. ‘বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে।’- কথাটির দ্বারা কী বোঝায়?
Ο ক) বন্যপ্রাণীর সৌন্দর্য
Ο খ) শিশুসন্তানের সৌন্দর্য
Ο গ) স্ব স্ব স্থানের সৌন্দর্য
Ο ঘ) প্রকৃতিতে প্রাণীর সৌন্দর্য
 সঠিক উত্তর: (গ)

 ৩২. সাতনরী কী?
Ο ক) নদী বিশেষ
Ο খ) কন্ঠহার
Ο গ) খাদ্য বিশেষ
Ο ঘ) কোলদের নেতা
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. ‘মাধবীলতা’ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কী জাতীয় গ্রন্থ?
Ο ক) নাটক
Ο খ) উপন্যাস
Ο গ) গল্প
Ο ঘ) কাব্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. লেখকের কোথায় যাওয়া একান্ত স্থির হলো?
Ο ক) মামার বাড়ি
Ο খ) আফগানিস্তান
Ο গ) পালামৌ
Ο ঘ) কাবুল
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. ‘দুই প্রহর’ বলতে বোঝায়- i. সকাল ii. মধ্যরাত iii. দুপুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. কোল সম্প্রদায়ের মানুষের সংস্কৃতিক উৎসব হলো-
i. ক্রীড়া
ii. নৃত্য
iii. গীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. কোল স্ত্রী লোকেরা চিরযৌবনা কেন?
Ο ক) রূপচর্চার জন্য
Ο খ) প্রকৃতির আশ্রয়ে
Ο গ) শ্রমহেতা
Ο ঘ) বিলাসী জীবনযাপনের জন্য
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. ‘সকলেরই পর্ণ কুটির’ এই পঙক্তি দ্বারা বোঝা যায় কোলরা-
i. দরিদ্র
ii. বিত্তহীন
iii. সংস্কৃতিমনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. নিচের কোন বিষয়টিতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পান্ডিত্য ছিল?
Ο ক) রাজনীতি
Ο খ) ইতিহাস
Ο গ) দর্শন
Ο ঘ) গণিত
 সঠিক উত্তর: (খ)

 ৪০. বরাকর নদীটির আকৃতি কেমন?
Ο ক) বিশাল
Ο খ) অতি বৃহৎ
Ο গ) অতি ক্ষুদ্র
Ο ঘ) মাঝারি আকৃতির
 সঠিক উত্তর: (গ)

 ৪১. ‘পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।’- এ কথা কাদের জন্য প্রযোজ্য?
Ο ক) কোল যুবকদের
Ο খ) কোল নারীদের
Ο গ) কোল পুরুষদের
Ο ঘ) কোল যুবতীদের
 সঠিক উত্তর: (ঘ)

  ৪২. কোলেরা দেখতে কেমন ছিল?
 Ο ক) সুশ্রী
 Ο খ) লম্বা চওড়া
 Ο গ) খর্বাকৃতি
 Ο ঘ) রূপবান
  সঠিক উত্তর: (গ)

 ৪৩. কোল পুরুষদের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) পরিশ্রমী
Ο খ) অলস
Ο গ) রূপবান
Ο ঘ) বলিষ্ঠ
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের –
i. সহোদর
ii. অনুজ
iii. অগ্রজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. ‘পালমৌ’ রচনায় লেখক ফুটিয়ে তুলেছেন-
Ο ক) ভ্রমণের আনন্দ ও শিক্ষা
Ο খ) ভ্রমণের বিলাসিতা
Ο গ) ভ্রমণের ইচ্ছা ও বাস্তবতা
Ο ঘ) ভ্রমণের কৌশল ও করণীয়
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. বাঙালির পক্ষে বড় কঠিন-
i. ফসল উৎপাদন করা
ii. বৃক্ষের উচ্চতা নির্ণয় করা
iii. পর্বতের দূরতা স্থির করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. ‘কলা কাঁদির হিসাব’ বলতে লেখক বুঝিয়েছেন-
i. বড় বড় বিষয়ের প্রতি লক্ষ করা
ii. সূক্ষ্ম বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা
iii. বৃহৎ সূক্ষ্ম উভয় বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. ‘গল্প করা’ এ বয়সের রোগ, কেহ শুনুন বা না শুনুন বৃদ্ধ গল্প করে।’ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় উক্তিটি কার সম্পর্কে করেছেন?
Ο ক) বন্ধুর সম্পর্কে
Ο খ) স্ত্রীর সম্পর্কে
Ο গ) পিতার সম্পর্কে
Ο ঘ) নিজের সম্পর্কে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ‘পালামৌ’ ভ্রমণকাহিনী লিখতে শুরু করেন-
Ο ক) বন্ধু-বান্ধবের অনুরোধে
Ο খ) আত্মীয়-স্বজনের কথায়
Ο গ) স্ত্রীর পীড়াপীড়িতে
Ο ঘ) স্বেচ্ছাপ্রণোদিত হয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. ‘পালামৌ’ গল্পে কোন ভাষারীতি ব্যবহার করা হয়েছে?
Ο ক) মিশ্র
Ο খ) চলিত
Ο গ) সাধু
Ο ঘ) আঞ্চলিক
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Muhammad Abdullah Al Mamun

I am Abdullah Al Mamun. Lecturer of Tejgaon College dept. of Mathematics. Have completed M.S in Mathematics from Chittagong University.

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post