জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১ম : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস (১)

ওয়েব স্কুল বিডি : শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান বিষয়ের অধ্যায় - ১ : প্রাণিজগতের(১) থেকে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো -

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)

জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১ম : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

১. কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
Ο ক) একাইনোডার্মাটা
Ο খ) অ্যানেলিডা
Ο গ) আর্থ্রোপোডা
Ο ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (ক)

http://www.webschoolbd.com/
২. নিচের কোন প্রাণীর ক্ষেত্রে উপ পর্ব লিখতে হয়?
Ο ক) কুনোব্যাঙ
Ο খ) আরশোলা
Ο গ) তারামাছ
Ο ঘ) স্পঞ্জিলা
সঠিক উত্তর: (ক)

৩. প্রাণীর বিভিন্নতা কিসের ওপর নির্ভর করে?
Ο ক) তাপমাত্রা
Ο খ) আবহাওয়া
Ο গ) জলবায়ু
Ο ঘ) পরিবেশের বৈচিত্র্য
 সঠিক উত্তর: (ঘ)

৪. মানুষের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) কোনোটিই সঠিক নয়
সঠিক উত্তর: (গ)

৫. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?
Ο ক) অ্যানেলিডা
Ο খ) নেমাটোডা
Ο গ) নিডারিয়া
Ο ঘ) পরিফেরা
সঠিক উত্তর: (ক)

৬. নিচের কোনটির দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত?
Ο ক) ফিতা কৃমি
Ο খ) যকৃত কৃমি
Ο গ) কেঁচো কৃমি
Ο ঘ) তারামাছ
সঠিক উত্তর: (গ)

৭. কোন শ্রেণির দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত?
Ο ক) যকৃতকৃমি
Ο খ) জোঁক
Ο গ) হাইড্রা
Ο ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (গ)

৮. ফিতাকৃমির কোন অঙ্গ রেচন ক্রিয়া সম্পাদন করে?
Ο ক) শিখা কোষ
Ο খ) দেহ প্রাচীর
Ο গ) পৌস্টিকনালী
Ο ঘ) নেফ্রিডিয়া
সঠিক উত্তর: (ক)

৯. কোন প্রাণীর একটোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ নিডোব্লাস্ট কোষ থাকে?
Ο ক) তারামাছ
Ο খ) হাইড্রা
Ο গ) স্কাইফা
Ο ঘ) ফিতাকৃমি
সঠিক উত্তর: (খ)

১০. বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়?
Ο ক) বাংলা বা ইংরেজি
Ο খ) ল্যাটিন বা উর্দু
Ο গ) ল্যাটিন বা গ্রিক
Ο ঘ) ল্যাটিন বা ইংরেজি
সঠিক উত্তর: (ঘ)

১১. একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে কোনটি?
Ο ক) হিমোসিল
Ο খ) সিলোম
Ο গ) ফুসফুস
Ο ঘ) সিলেন্টরন
সঠিক উত্তর: (ঘ)

১২. রেচন অঙ্গনামক শিখাকোষ কোন প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য?
Ο ক) যকৃত কৃমি
Ο খ) তারামাছ
Ο গ) ওবেলিয়া
Ο ঘ) জেলিফিস
সঠিক উত্তর: (ক)

 ১৩. কোন প্রাণী পেশিবহুল পা দিয়ে চলাচল করে?
Ο ক) আরশোলা
Ο খ) শামুক
Ο গ) জোঁক
Ο ঘ) স্পঞ্জিলা
সঠিক উত্তর: (খ)

১৪. কোন পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী?
Ο ক) প্রোটোজোয়া
Ο খ) পরিফেরা
Ο গ) নোমাটোডা
Ο ঘ) অ্যানেলিডা
সঠিক উত্তর: (খ)

১৫. কোন পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকৃতির হয়?
Ο ক) পরিফেরা
Ο খ) নিডারিয়া
Ο গ) অ্যানেলিডা
Ο ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (খ)

১৬. দ্বিপদ নামকরণে কোন অংশটি অন্তর্ভুক্ত?
Ο ক) পর্ব
Ο খ) শ্রেণি
Ο গ) গণ
Ο ঘ) বর্গ
সঠিক উত্তর: (গ)

১৭. প্রজাপতি কোন ধরনের প্রাণী?
Ο ক) সন্ধিপদী
Ο খ) দেহত্বক কাঁটাযুক্ত
Ο গ) একলিঙ্গী
Ο ঘ) সংবহনতন্ত্রবিহীন
সঠিক উত্তর: (ক)

১৮. অ্যানিম্যালিয়া জগতকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
Ο ক) ৫
Ο খ) ৭
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (গ)

১৯. নেফ্রিডিয়া কী ধরনের কাজ সম্পাদন করে?
Ο ক) পরিবহন
Ο খ) পরিপাক
Ο গ) রেচন
Ο ঘ) শ্বসন
সঠিক উত্তর: (গ)

২০. পেশিবহুল পা কোন প্রাণীটির বৈশিষ্ট্য?
Ο ক) শামুক
Ο খ) চিংড়ি
Ο গ) মানুষ
Ο ঘ) কুমির
সঠিক উত্তর: (ক)

»  অধ্যায় - ১ম : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস (৫১- ১০০)

২১. গোলাকৃমির বৈশিষ্ট্য-
i. এদের দেহ নলাকার
ii. এরা একলিঙ্গযুক্ত
iii. এরা অধিকাংশই পরজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. শ্রেণিবিন্যাসের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন-
i. জন রে
ii. অ্যারিস্টটল
iii. ক্যারোলাস লিনিয়াস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৩. কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) জন রে
Ο গ) থিওফ্রাস্টস
Ο ঘ) ক্যারোলাস লিনিয়াস
সঠিক উত্তর: (ঘ)

২৪. নেমাটোডা পর্বের মুক্তজীবী প্রাণীরা কোথায় বাস করে?
Ο ক) পানিতে
Ο খ) রক্তে
Ο গ) অন্ত্রে
Ο ঘ) আকাশে
সঠিক উত্তর: (ক)

২৫. নিডোরাস্টের কাজ কী?
Ο ক) শিকার ধরা
Ο খ) আত্মরক্ষা
Ο গ) চলন
Ο ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (ঘ)

২৬. প্রকৃতির লাঙল কোনটি?
Ο ক) বানর
Ο খ) কেঁচো
Ο গ) ঝিনুক
Ο ঘ) পাখি
সঠিক উত্তর: (খ)

২৭. কোন বৈশিষ্ট্যের কারণে কোন প্রাণীকে একাইনোডার্মাটা পর্বের সদস্য হিসেবে চিহ্নিত করবে?
Ο ক) দেহ সমান তিনটি ভাগে বিভক্ত
Ο খ) এদের দেহত্বক কাঁটাযুক্ত
Ο গ) এদের সিলোম বর্তমান
Ο ঘ) এরা সকলেই সামুদ্রিক
সঠিক উত্তর: (খ)

২৮. কোন পর্বের প্রাণীদের দেহ নলাকার?
Ο ক) নেমাটোডা
Ο খ) কর্ডাটা
Ο গ) আর্থ্রোপোডা
Ο ঘ) নিডারিয়া
সঠিক উত্তর: (ক)

২৯. 'সিটার' সাহায্যে চলে নিচের কোন প্রাণী?
Ο ক) হাইড্রা
Ο খ) জোঁক
Ο গ) শামুক
Ο ঘ) আরশোলা
সঠিক উত্তর: (খ)

৩০. কোনটির সাহায্যে স্পনজিলার দেহে খাদ্য ও অক্সিজেন প্রবেশ করে?
Ο ক) ছিদ্রপথ
Ο খ) সিলেন্টেরন
Ο গ) চোষক
Ο ঘ) নিডোব্লাস্ট
সঠিক উত্তর: (ক)

৩১. নিডোব্লাস্ট কোষ যে কাজে অংশ নেয়-
i. শিকার ধরা
ii. চলাচল
iii. আত্মরক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২. ফিতাকৃমির বৈশিষ্ট্য-
i. দেহ চ্যাপ্টা
ii. দেহে চোষক থাকে
iii. শিখাকোষ অনুপস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৩. কোন পর্বের প্রাণীদের দেহ নলাকার ও খন্ডায়িত?
Ο ক) পরিফেরা
Ο খ) নিডারিয়া
Ο গ) অ্যানেলিডা
Ο ঘ) মলাস্কা
সঠিক উত্তর: (গ)

৩৪. কেচোকৃমি কোন পর্বের অন্তর্গত?
Ο ক) প্লাটিহেলমিনথিস
Ο খ) নেমাটোডা
Ο গ) প্রোটোজোয়া
Ο ঘ) পরিফেরা
সঠিক উত্তর: (খ)

৩৫. নিডারিয়া পর্বের প্রাণীগুলো-
i. অধিকাংশ সামুদ্রিক
ii. পানিতে কাঠ, পাতার সাথে দেহকে আটকে রাখে
iii. অধিকাংশ প্রজাতি অন্তঃপরজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৬. পরিফেরা পর্বের প্রাণীদের-
i. অধিকাংশ সামুদ্রিক
ii. কিছু কিছু স্বাদু পানিতে পাওয়া যায়
iii. স্বভাব সাধারণত একাকী থাকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৭. প্রাণিজগতে এ পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত?
Ο ক) ১২ লক্ষ
Ο খ) ১৫ লক্ষ
Ο গ) ১৮ লক্ষ
Ο ঘ) ২০ লক্ষ
সঠিক উত্তর: (খ)

৩৮. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা-
i. অন্তঃপরজীবী হিসেবে বাস করে
ii. লবণাক্ত পানিতে বাস করে
iii. ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৯. শিখাকোষ এর কাজ কী?
Ο ক) শ্বসন
Ο খ) পরিপাক
Ο গ) রেচন
Ο ঘ) শিকার ধরা
সঠিক উত্তর: (গ)

৪০.কোন শ্রেণির প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলে?
Ο ক) মৎসকুল
Ο খ) পক্ষীকুল
Ο গ) উভচর
Ο ঘ) সরীসৃপ
সঠিক উত্তর: (ঘ)

৪১. হাইড্রার দেহ গহ্বরকে কী বলে?
Ο ক) সিলেন্টেরন
Ο খ) এক্টোডার্ম
Ο গ) এন্ডোডার্ম
Ο ঘ) নিডোব্লাস্ট
সঠিক উত্তর: (ক)

৪২. জোঁক কোন পর্বের প্রাণী?
Ο ক) নেমাটোডা
Ο খ) অ্যানেলিডা
Ο গ) পরিফেরা
Ο ঘ) প্লাটিহেলমিনথিস
সঠিক উত্তর: (খ)

৪৩. প্রাণী শনাক্তকরণের সর্বোত্তম উপায় কোনটি?
Ο ক) বৈজ্ঞানিক নাম
Ο খ) গণ নাম
Ο গ) পর্ব নাম
Ο ঘ) শ্রেণিগত নাম
সঠিক উত্তর: (ক)

৪৪. এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি?
Ο ক) সিলোম
Ο খ) ট্রাকিয়া
Ο গ) নিডোব্লাস্ট
Ο ঘ) হিমোসিল
সঠিক উত্তর: (গ)

৪৫. নিচের কোন প্রাণীটির মেরুদন্ড নেই?
Ο ক) অ্যামিবার
Ο খ) তারামাছ
Ο গ) তেলাপোকা
Ο ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (ঘ)

৪৬. দ্বিপদ নামকরনের আরেক নাম কী?
Ο ক) শ্রেণিবিন্যাস
Ο খ) বৈজ্ঞানিক নামকরণ
Ο গ) প্রজাতি
Ο ঘ) পর্ব
সঠিক উত্তর: (খ)

৪৭. সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র নেই কোন প্রাণীর?
Ο ক) স্কাইফা
Ο খ) হাঙর
Ο গ) আরশোলা
Ο ঘ) পিঁপড়া
সঠিক উত্তর: (ক)

৪৮. পরিফেরা পর্বের প্রাণীরা কী নামে পরিচিত?
Ο ক) স্পঞ্জ
Ο খ) সাইকন
Ο গ) স্কাইফা
Ο ঘ) স্পনজিলা
সঠিক উত্তর: (ক)

৪৯. স্কাইফা কোন পর্বের অন্তর্ভুক্ত?
Ο ক) মলাস্কা
Ο খ) আর্থ্রোপোডা
Ο গ) অসটিকথিস
Ο ঘ) পরিফেরা
সঠিক উত্তর: (ঘ)

৫০. বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?
Ο ক) ল্যাটিন
Ο খ) বাংলা
Ο গ) হিন্দি
Ο ঘ) স্প্যানিশ
সঠিক উত্তর: (ক)

»  অধ্যায় - ১ম : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস (৫১- ১০০)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post