জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১: বাঙালির বাংলা(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ১: বাঙালির বাংলা(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

 ১. জড়তা মানবকে কোথায় নিয়ে যায়?
Ο ক) অমসৃণ পথে
Ο খ) ভ্রান্তির পথে
Ο গ) মৃত্যুর পঁথে
Ο ঘ) অনিশ্চয়তার পথে
 সঠিক উত্তর: (গ)

http://www.webschoolbd.com/
২. তমগুণের ক্ষমতাকে ধ্বংস করতে পারে-
Ο ক) চন্দ্রনামের আগ্নেয়গিরি
Ο খ) ক্ষত্রিয়ের শক্তি
Ο গ) জ্ঞান শক্তি
Ο ঘ) প্রেম শক্তি
সঠিক উত্তর: (খ)

৩. জড়তা মানবকে অমৃতের পানে, আনন্দের পথে যেতে দেয় না কেন?
Ο ক) জড়ত্বিই অবিদ্যা বলে
Ο খ) দিব্যশক্তিকে জাগ্রত করে বলে
Ο গ) সঠিক পথে নিয়ে যায় বলে
Ο ঘ) বিশ্ববিজয়ী ব্রক্ষশক্তি আছে বলে
সঠিক উত্তর: (ক)

৪. কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গ্রন্থ-
i. অগ্নিবীণা
ii. বিষের বাঁশী
iii. সাম্যবাদী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫. বাংলার সুবর্ণ রেখার বালিতে পানিতে কী আছে?
Ο ক) মাছ
Ο খ) মহিষ
Ο গ) স্বর্ণরেণু
Ο ঘ) ঐশ্বর্য
সঠিক উত্তর: (গ)

 ৬. কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
Ο ক) ১৯১৮ সালে
Ο খ) ১৯১৯ সালে
Ο গ) ১৯২০ সালে
Ο ঘ) ১৯২১ সালে
সঠিক উত্তর: (খ)

৭. নজরুল কোথায় ফিরে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন?
Ο ক) ঢাকায়
Ο খ) লন্ডনে
Ο গ) কলকাতায়
Ο ঘ) নিজ গ্রামে
সঠিক উত্তর: (গ)

৮. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
Ο ক) ধূমকেতু
Ο খ) নবযুগ
Ο গ) লাঙল
Ο ঘ) আঙুর
সঠিক উত্তর: (খ)

 ৯. পৃথিবীর শেষ্ঠতম গিরি-
Ο ক) আল্পস
Ο খ) হিমালয়
Ο গ) আন্দিজ
Ο ঘ) এলবুর্জ
সঠিক উত্তর: (খ)

১০. তম বা অন্ধকারকে শাসন করতে পারে-
Ο ক) রজোগুণ
Ο খ) সাত্ত্বিকতা
Ο গ) কর্মবিমুখতা
Ο ঘ) মৃত্যুভয়
সঠিক উত্তর: (ক)

১১. নিচের কোনটি সর্ব ঐশীশক্তির পীঠস্থান?
Ο ক) বাংলা
Ο খ) জাপান
Ο গ) বার্মা
Ο ঘ) নেপাল
 সঠিক উত্তর: (ক)

 ১২. দিব্যতেজ কোনটি?
Ο ক) প্রেমশক্তি
Ο খ) কর্মশক্তি
Ο গ) জ্ঞানশক্তি
Ο ঘ) ক্ষাত্রশক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. তমকে শাসন করতে পারে কে?
Ο ক) রজগুণ
Ο খ) দিব্যগুণ
Ο গ) অলসতা
Ο ঘ) অবিদ্যা
সঠিক উত্তর: (ক)

১৪. বাংলাদেশের জাতীয় কবির নাম কী?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) জসীমউদ্‌দীন
Ο গ) কাজী নজরুল ইসলাম
Ο ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর: (গ)

১৫. বাংলায় রয়েছে লক্ষ লক্ষ যোগী মুনি ঋষি তপস্বীর-
 i. পীঠস্থান
ii. সমাধি
iii. দরগা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬. ইসলামি গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন কে?
Ο ক) লালন শাহ
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) জসীমউদ্‌দীন
Ο ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর: (খ)

১৭. সহস্র ফকির দরবেশ অলি-গাজির কী পরম পবিত্র?
Ο ক) সমাধি
Ο খ) দরগা
Ο গ) পীঠস্থান
Ο ঘ) আবাস
সঠিক উত্তর: (খ)

১৮. পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াত কে?
Ο ক) বাঙালিরা
Ο খ) জাপানিরা
Ο গ) ইতাপলীয়রা
Ο ঘ) মিশরীয়রা
সঠিক উত্তর: (ক)

১৯. ক্ষাত্রশক্তি না জাগলে কোন শক্তি কোনো কাজে লাগে না?
Ο ক) জ্ঞানশক্তি
Ο খ) কর্মশক্তি
Ο গ) দিব্যশক্তি
Ο ঘ) দিব্যশক্তি
 সঠিক উত্তর: (গ)

২০. ‘বিজলী’ পত্রিকাটির ধরন কেমন?
Ο ক) দৈনিক
Ο খ) সাপ্তাহিক
Ο গ) মাসিক
Ο ঘ) ত্রৈমাসিক
 সঠিক উত্তর: (খ)

২১. বাংলার মাঠে মাঠে চড়ে বেড়ায়-
 i. ধেনু
ii. ছাগ
iii. মহিষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২২. সব বাঙালি কোন কথাটি বলতে পারলে অসাধ্য সাধিত হবে বলে প্রাবন্ধিক মনে করেন?
Ο ক) জয় বাংলা
Ο খ) বাঙালির বাংলা
Ο গ) আমাদের বাংলা
Ο ঘ) পবিত্র বাংলা
সঠিক উত্তর: (খ)

২৩. আমাদের বাংলা নিত্য মহিমাময়ী, নিত্য সুন্দর ছাড়াও কী?
Ο ক) নিত্য সংগ্রামী
Ο খ) নিত্য উপবাসী
Ο গ) নিত্য পবিত্র
Ο ঘ) নিত্য ঐশ্বর্যময়ী
সঠিক উত্তর: (গ)

২৪. বাংলার কোনটি কখনও ফুরাবে না?
Ο ক) জল
Ο খ) স্বর্ণরেণু
Ο গ) মাছ
Ο ঘ) কয়লা
সঠিক উত্তর: (ঘ)

২৫. ঐশীশক্তি বলতে বোঝায়-
i. ঐশ্বরিক শক্তি
ii. ঈশ্বরপ্রদত্ত শক্তি
iii. অসীম ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৬. বাঙালির বৈশিষ্ট্যে লক্ষণীয়-
i. জড়ত্ব ও কর্ম-বিমুখতা
ii. আলস্য ও মৃত্যুভয়
iii. তন্দ্রা ও নিন্দ্রা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৭. বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত কে?
Ο ক) কাজী নজরুল ইসলাম
Ο খ) সুকান্ত ভট্টাচার্য
Ο গ) আহসান হাবীব
Ο ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর: (ক)

২৮. বাঙলার শিয়ারে প্রহরীর মতো জেগে আছে কে?
Ο ক) হিমালয়
Ο খ) মুনি-ঋষি
Ο গ) স্নিগ্ধ চাঁদ
Ο ঘ) তীব্র সূর্য
সঠিক উত্তর: (ক)

২৯. সত্ত্বগুণের প্রধান শত্রু হলো-
Ο ক) ঐশীশক্তি
Ο খ) রজোগুণ
Ο গ) দিব্যশক্তি
Ο ঘ) তমগুণ
সঠিক উত্তর: (ঘ)

৩০. বাংলার শিয়রে গিরি হিমালয় কিসের মতো জেগে আছে?
Ο ক) প্রহরীর মতো
Ο খ) স্তম্ভের মতো
Ο গ) বীরের মতো
Ο ঘ) দারোয়ানের মতো
সঠিক উত্তর: (ক)

৩১. ‘ধেনু’ বলতে বোঝায়-
Ο ক) গরু
Ο খ) মহিষ
Ο গ) ছাগল
Ο ঘ) কুকুর
সঠিক উত্তর: (ক)

৩২. ‘বাঙালির বাংলা প্রবন্ধে বর্ণিত বাংলার আকাশ কেমন?
Ο ক) নিত্য প্রসন্ন
Ο খ) নীলাচ্ছন্ন
Ο গ) মেঘাচ্ছন্ন
Ο ঘ) ধোঁয়াচ্ছন্ন
সঠিক উত্তর: (ক)

৩৩. তমকে শাসন করতে পারে কে?
Ο ক) রজোগুণ
Ο খ) সত্ত্বগুণ
Ο গ) তমোগুণ
Ο ঘ) সদ্‌গুণ
সঠিক উত্তর: (ক)

৩৪. কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
Ο ক) বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে
Ο খ) ময়মনসিংহ জেলার দরিরামপুর গ্রামে
Ο গ) বর্ধমান জেলার কড়ুই গ্রামে
Ο ঘ) ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামে
সঠিক উত্তর: (ক)

৩৫. কাজী নজরুল ইসলাম বাঙালির মস্তিষ্ক ও হৃদয়কে কেমন বলেছেন?
Ο ক) ব্রহ্মময়
Ο খ) সুন্দরময়
Ο গ) পাষাণময়
Ο ঘ) আবেগময়
সঠিক উত্তর: (ক)

৩৬. বাঙালি তামসিকতায় আচ্ছন্ন হয়ে কোন শক্তিকে হারিয়ে ফেলেছে?
Ο ক) জ্ঞানশক্তি
Ο খ) প্রেমশক্তি
Ο গ) দিব্যশক্তি
Ο ঘ) চেতনাশক্তি
সঠিক উত্তর: (ঘ)

৩৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
Ο ক) ধূমকেতু
Ο খ) নবযুগ
Ο গ) লাঙল
Ο ঘ) আঙুর
সঠিক উত্তর: (খ)

৩৮. কোনটি সর্ব দৈবশক্তির লীলানিকেতন?
Ο ক) হিমালয়
Ο খ) মহালয়
Ο গ) সেবালয়
Ο ঘ) দেবালয়
সঠিক উত্তর: (ক)

৩৯. সত্ত্বগুণের প্রধান শত্রু কোনটি?
Ο ক) তমোগুণ
Ο খ) রজোগুণ
Ο গ) দিব্যগুণ
Ο ঘ) সদ্‌গুণ
সঠিক উত্তর: (ক)

৪০. সাহিত্য পত্রিকা ‘বিজলী’একটি-
Ο ক) সাপ্তাহিক
Ο খ) পাক্ষিক
Ο গ) মাসিক
Ο ঘ) ত্রৈমাসিক
সঠিক উত্তর: (ক)

৪১. ‘তিমির’ শব্দের অর্থ-
Ο ক) অন্ধকার
Ο খ) নির্জীব
Ο গ) অগ্নি
Ο ঘ) বেদি
সঠিক উত্তর: (ক)

৪২. কাজী নজরুল ইসলামের ‘চক্রবাক’ কী ধরনের গ্রন্থ?
Ο ক) কাব্যগ্রন্থ
Ο খ) উপন্যাস
Ο গ) গল্পগ্রন্থ
Ο ঘ) নাট্যগ্রন্থ
সঠিক উত্তর: (ক)

৪৩. ঐশীশক্তি বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) পবিত্র শক্তি
Ο খ) ঈশ্বর প্রদত্ত শক্তি
Ο গ) সমরশক্তি
Ο ঘ) অপশক্তি
সঠিক উত্তর: (খ)

৪৪. যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন নজরুল ইসলাম কোন ক্লাস পাস করেন?
Ο ক) অষ্টম
Ο খ) নবম
Ο গ) দশম
Ο ঘ) একাদশ
সঠিক উত্তর: (গ)

৪৫. বাঙালির দেব ও মন কিরূপ?
Ο ক) বহ্মময়
Ο খ) অবিশ্বাস্য
Ο গ) পাষাণময়
Ο ঘ) ত্রিগুণান্বিত
সঠিক উত্তর: (গ)

৪৬. প্রথম মহাযুদ্ধ শুরু হলে কাজী নজরুল ইসলাম কোথায় যোগদান করেন?
Ο ক) বাঙালি পল্টনে
Ο খ) পাকিস্তানি পল্টনে
Ο গ) আফগান পল্টনে
Ο ঘ) কলকাতা পল্টনে
সঠিক উত্তর: (ক)

৪৭. মানুষকে ভ্রান্তির পথে নিয়ে যায়-
Ο ক) দিব্যদৃষ্টি
Ο খ) অবিদ্যা
Ο গ) অবিশ্বাস
Ο ঘ) আত্মত্যাগ
সঠিক উত্তর: (খ)

৪৮. প্রত্যেক মানুষ কয়টি গুণসম্পন্ন?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)

৪৯. বাংলার সূর্য অতি তীব্র দহনে-
Ο ক) দাহন করে না
Ο খ) দাহন করে
Ο গ) সতেজ করে
Ο ঘ) জ্বালা ধরায়
সঠিক উত্তর: (ক)

৫০. কীর্তন হচ্ছে-
i. গুণ বর্ণনা
ii. সংকীর্তন
iii. দেবদেবীর মহিমা প্রচারমূলক সংগীত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post