১৩তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু ৬ মার্চ

ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৬ এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু ৬ মার্চ থেকে। শেষ তারিখ ৩ এপ্রিল। ইতিপূর্বে নিবন্ধন উত্তীর্ণরাও ত্রয়োদশ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আগের মতোই ২০ জেলায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) কয়েকটি দৈনিক সংবাদপত্রে নিবন্ধন পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
http://www.webschoolbd.com/
পরীক্ষার তারিখ:
প্রিলিমিনারি (স্কুল) তারিখ : ৬-৫-২০১৬, সময়: সকাল ১০টা থেকে ১১টা
প্রিলিমিনারি (কলেজ) তারিখ: ৭-৫-২০১৬, সময়: সকাল ১০টা থেকে ১১টা
লিখিত পরীক্ষা (স্কুল) তারিখ: ১২-৮-২০১৬, সময়: সকাল ৯টা থেকে ১২টা
লিখিত পরীক্ষা (কলেজ) তারিখ: ১৩-৮-২০১৬, সময়: সকাল ৯টা থেকে ১২টা

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post