ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি গণিত অধ্যায় - ১৫: ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে পরিসীমা কত?
Ο ক) 18 মিটার
Ο খ) 24 মিটার
Ο গ) 30 মিটার
Ο ঘ) 36 মিটার
সঠিক উত্তর: (গ)
২. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর অন্তর 36 মিটার এবং অপর বাহুটির 48 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
Ο ক) 50 মিটার
Ο খ) 30 মিটার
Ο গ) 20 মিটার
Ο ঘ) 10 মিটার
সঠিক উত্তর: (ক)
৩. i. চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র।
ii. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি বিভিন্ন রকম।
iii. চতুর্ভুজের কোনো শ্রেণিবিভাগ নেই।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে?
Ο ক) ভূমি
Ο খ) লম্ব
Ο গ) অতিভূজ
Ο ঘ) কোণ
সঠিক উত্তর: (গ)
৫. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 20 সে. মি. ও সে. মি.। এর ক্ষেত্রফল উপর অঙ্কিত বর্গের শতকরা কত অংশ?
Ο ক) 25%
Ο খ) 30%
Ο গ) 20%
Ο ঘ) 35%
সঠিক উত্তর: (ক)
৬. কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের-
Ο ক) অর্ধেক
Ο খ) দ্বিগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (ক)
৭. একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:4:5। এর পরিসীমা 48 মিটার হলে অতিভুজ কত?
Ο ক) 20 মিটার
Ο খ) 22 মিটার
Ο গ) 26 মিটার
Ο ঘ) 85 মিটার
সঠিক উত্তর: (ক)
৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সমকোনী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু
ii. কোন ত্রিভুজে বৃহত্তম বাহুর বর্গ অন্য বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমানহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে
iii. সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Ο ক) দ্বিগুণ
Ο খ) তিনগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর: (গ)
১০. i. দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
ii. দুই কোণ ও এক বাহু
iii. দুই বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১১. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে?
Ο ক) এক রকম
Ο খ) দুই রকম
Ο গ) তিন রকম
Ο ঘ) বিভিন্ন রকম
সঠিক উত্তর: (ঘ)
১২. কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক হলে, এর ক্ষেত্রফল কত?
Ο ক) a2 বর্গ একক
Ο খ) 2a একক
Ο গ) 4a একক
Ο ঘ) 2a2 বর্গ একক
সঠিক উত্তর: (ক)
১৩. নিচের কোন বাহুগুলো একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে?
Ο ক) 4,4,5
Ο খ) 3,4,5
Ο গ) 4,5,6
Ο ঘ) 6,7,8
সঠিক উত্তর: (খ)
১৪. একটি প্রতিজ্ঞা প্রমাণের সময় আরো কিছু সত্য প্রমাণিত হয়। সেই সত্যকে কী বলে?
Ο ক) স্বত:সিদ্ধ
Ο খ) অনুসিদ্ধান্ত
Ο গ) স্বীকার্য
Ο ঘ) প্রমাণ
সঠিক উত্তর: (খ)
১৫. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফলকে নিচের কোন একক হিসেবে লেখা হয়?
Ο ক) ঘন একক
Ο খ) বর্গ একক
Ο গ) একক
Ο ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
১৬. প্রত্যেক সীমাবদ্ধ সমতলক্ষেত্রের নির্দিষ্ট পরিমাপকে কী বলা হয়?
Ο ক) বর্গ
Ο খ) ট্রাপিজিয়াম
Ο গ) ক্ষেত্রফল
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (গ)
১৭. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা (6+62) মিটার। এর অতিভুজের দৈর্ঘ্য কত?
Ο ক) 6 মিটার
Ο খ) 7 মিটার
Ο গ) 8 মিটার
Ο ঘ) 9 মিটার
সঠিক উত্তর: (ক)
১৮. ∆ABC ও ∆DEF সর্বসম হরে কীভাবে লেখা হয়?
Ο ক) ∆ABC = ∆DEF
Ο খ) ∆ABC ≅ ∆DEF
Ο গ) ∆ABC ~ ∆DEF
Ο ঘ) ∆ABC ≈ ∆DEF
সঠিক উত্তর: (খ)
১৯. একটি সামান্তরিকের ভূমি 8 সে.মি ও উচ্চতা 5 সে.মি.। এর ক্ষেত্রফল কত?
Ο ক) 60 বর্গ সে. মি.
Ο খ) 20 বর্গ সে. মি.
Ο গ) 40 বর্গ সে.মি.
Ο ঘ) 30 বর্গ সে.মি.
সঠিক উত্তর: (গ)
২০. একটি মইয়ের দৈর্ঘ্য 13 মিটার । এর শীর্ষ 12 মিটার উঁচু একটি দেয়ালের শীর্ষবিন্দুকে স্পর্শ করে। মইটির গোড়া ও দেয়ালের দূরত্ব কত?
Ο ক) 27 মিটার
Ο খ) 25 মিটার
Ο গ) 5 মিটার
Ο ঘ) 1 মিটার
সঠিক উত্তর: (গ)
২১. কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 5 সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত হবে?
Ο ক) 2.5 সে.মি.
Ο খ) 5 সে.মি
Ο গ) 10 বর্গ সে.মি.
Ο ঘ) 25 বর্গ সে.মি.
সঠিক উত্তর: (ঘ)
২২. কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?
Ο ক) বর্গক্ষেত্র
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) সামান্তরিক
Ο ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: (ক)
২৩. একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকক্ষেত্রসমূহের ক্ষেত্রফল কেমন?
Ο ক) ভগ্নাংশ
Ο খ) বিপরীত
Ο গ) সমান
Ο ঘ) অসমান
সঠিক উত্তর: (গ)
২৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সামান্তরিকের দুইটি কর্ণ আঁকা হলে এটি চারটি সমান ত্রিভুজক্ষেত্রে বিভক্ত হয়
ii. রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সে.মি. এবং 4 সে.মি. হলে এর ক্ষেত্রফল হবে 16 বর্গ সে. মি.
iii. 8 মিটার বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 83 বর্গমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
২৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ওও প্রস্থের অনুপাত 4:3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে ক্ষেত্রফল কত?
Ο ক) 300 বর্গমিটার
Ο খ) 450 বর্গমিটার
Ο গ) 300 বর্গমিটার
Ο ঘ) 130 বর্গমিটার
সঠিক উত্তর: (ক)
২৬. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কী বলে?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) বর্গক্ষেত্র
Ο গ) সামান্তরিক
Ο ঘ) রম্বস
সঠিক উত্তর: (গ)
২৭. ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কী হবে?
Ο ক) সূক্ষ্মকোণী
Ο খ) সমকোণী
Ο গ) স্থূলকোণী
Ο ঘ) সমবাহু
সঠিক উত্তর: (খ)
২৮. সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিক ক্ষেত্রটিকে কয়টি সমান ত্রিভুজক্ষেত্রে বিভক্ত করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (গ)
২৯. একটি সমকোণী ত্রিবুজের ভূমি সংলগ্ন কোণ 300 এবং এর অতিভুজ 20 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত?
Ο ক) 105 মিটার
Ο খ) 103মিটার
Ο গ) 10 মিটার
Ο ঘ) 45 মিটার
সঠিক উত্তর: (খ)
৩০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটি ডথাক্রমে 12 মিটার ও 5 মিটার হলে এর পরিসীমা কত হবে?
Ο ক) 17 মিটার
Ο খ) 18 মিটার
Ο গ) 25 মিটার
Ο ঘ) 30 মিটার
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং ক্ষেত্রফল 30 বর্গমিটার হলে পরিসীমা কত?
Ο ক) 18 মিটার
Ο খ) 24 মিটার
Ο গ) 30 মিটার
Ο ঘ) 36 মিটার
সঠিক উত্তর: (গ)
২. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহুর অন্তর 36 মিটার এবং অপর বাহুটির 48 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
Ο ক) 50 মিটার
Ο খ) 30 মিটার
Ο গ) 20 মিটার
Ο ঘ) 10 মিটার
সঠিক উত্তর: (ক)
৩. i. চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র।
ii. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি বিভিন্ন রকম।
iii. চতুর্ভুজের কোনো শ্রেণিবিভাগ নেই।
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে?
Ο ক) ভূমি
Ο খ) লম্ব
Ο গ) অতিভূজ
Ο ঘ) কোণ
সঠিক উত্তর: (গ)
৫. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 20 সে. মি. ও সে. মি.। এর ক্ষেত্রফল উপর অঙ্কিত বর্গের শতকরা কত অংশ?
Ο ক) 25%
Ο খ) 30%
Ο গ) 20%
Ο ঘ) 35%
সঠিক উত্তর: (ক)
৬. কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের-
Ο ক) অর্ধেক
Ο খ) দ্বিগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) সমান
সঠিক উত্তর: (ক)
৭. একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:4:5। এর পরিসীমা 48 মিটার হলে অতিভুজ কত?
Ο ক) 20 মিটার
Ο খ) 22 মিটার
Ο গ) 26 মিটার
Ο ঘ) 85 মিটার
সঠিক উত্তর: (ক)
৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সমকোনী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু
ii. কোন ত্রিভুজে বৃহত্তম বাহুর বর্গ অন্য বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমানহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে
iii. সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
Ο ক) দ্বিগুণ
Ο খ) তিনগুণ
Ο গ) চারগুণ
Ο ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর: (গ)
১০. i. দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ
ii. দুই কোণ ও এক বাহু
iii. দুই বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
১১. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে?
Ο ক) এক রকম
Ο খ) দুই রকম
Ο গ) তিন রকম
Ο ঘ) বিভিন্ন রকম
সঠিক উত্তর: (ঘ)
১২. কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক হলে, এর ক্ষেত্রফল কত?
Ο ক) a2 বর্গ একক
Ο খ) 2a একক
Ο গ) 4a একক
Ο ঘ) 2a2 বর্গ একক
সঠিক উত্তর: (ক)
১৩. নিচের কোন বাহুগুলো একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে?
Ο ক) 4,4,5
Ο খ) 3,4,5
Ο গ) 4,5,6
Ο ঘ) 6,7,8
সঠিক উত্তর: (খ)
১৪. একটি প্রতিজ্ঞা প্রমাণের সময় আরো কিছু সত্য প্রমাণিত হয়। সেই সত্যকে কী বলে?
Ο ক) স্বত:সিদ্ধ
Ο খ) অনুসিদ্ধান্ত
Ο গ) স্বীকার্য
Ο ঘ) প্রমাণ
সঠিক উত্তর: (খ)
১৫. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফলকে নিচের কোন একক হিসেবে লেখা হয়?
Ο ক) ঘন একক
Ο খ) বর্গ একক
Ο গ) একক
Ο ঘ) উপরের কোনটি নয়
সঠিক উত্তর: (খ)
১৬. প্রত্যেক সীমাবদ্ধ সমতলক্ষেত্রের নির্দিষ্ট পরিমাপকে কী বলা হয়?
Ο ক) বর্গ
Ο খ) ট্রাপিজিয়াম
Ο গ) ক্ষেত্রফল
Ο ঘ) ভর
সঠিক উত্তর: (গ)
১৭. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা (6+62) মিটার। এর অতিভুজের দৈর্ঘ্য কত?
Ο ক) 6 মিটার
Ο খ) 7 মিটার
Ο গ) 8 মিটার
Ο ঘ) 9 মিটার
সঠিক উত্তর: (ক)
১৮. ∆ABC ও ∆DEF সর্বসম হরে কীভাবে লেখা হয়?
Ο ক) ∆ABC = ∆DEF
Ο খ) ∆ABC ≅ ∆DEF
Ο গ) ∆ABC ~ ∆DEF
Ο ঘ) ∆ABC ≈ ∆DEF
সঠিক উত্তর: (খ)
১৯. একটি সামান্তরিকের ভূমি 8 সে.মি ও উচ্চতা 5 সে.মি.। এর ক্ষেত্রফল কত?
Ο ক) 60 বর্গ সে. মি.
Ο খ) 20 বর্গ সে. মি.
Ο গ) 40 বর্গ সে.মি.
Ο ঘ) 30 বর্গ সে.মি.
সঠিক উত্তর: (গ)
২০. একটি মইয়ের দৈর্ঘ্য 13 মিটার । এর শীর্ষ 12 মিটার উঁচু একটি দেয়ালের শীর্ষবিন্দুকে স্পর্শ করে। মইটির গোড়া ও দেয়ালের দূরত্ব কত?
Ο ক) 27 মিটার
Ο খ) 25 মিটার
Ο গ) 5 মিটার
Ο ঘ) 1 মিটার
সঠিক উত্তর: (গ)
২১. কোনো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 5 সে. মি. হলে, এর ক্ষেত্রফল কত হবে?
Ο ক) 2.5 সে.মি.
Ο খ) 5 সে.মি
Ο গ) 10 বর্গ সে.মি.
Ο ঘ) 25 বর্গ সে.মি.
সঠিক উত্তর: (ঘ)
২২. কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?
Ο ক) বর্গক্ষেত্র
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) সামান্তরিক
Ο ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: (ক)
২৩. একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকক্ষেত্রসমূহের ক্ষেত্রফল কেমন?
Ο ক) ভগ্নাংশ
Ο খ) বিপরীত
Ο গ) সমান
Ο ঘ) অসমান
সঠিক উত্তর: (গ)
২৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সামান্তরিকের দুইটি কর্ণ আঁকা হলে এটি চারটি সমান ত্রিভুজক্ষেত্রে বিভক্ত হয়
ii. রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সে.মি. এবং 4 সে.মি. হলে এর ক্ষেত্রফল হবে 16 বর্গ সে. মি.
iii. 8 মিটার বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে 83 বর্গমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
২৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ওও প্রস্থের অনুপাত 4:3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে ক্ষেত্রফল কত?
Ο ক) 300 বর্গমিটার
Ο খ) 450 বর্গমিটার
Ο গ) 300 বর্গমিটার
Ο ঘ) 130 বর্গমিটার
সঠিক উত্তর: (ক)
২৬. যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কী বলে?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) বর্গক্ষেত্র
Ο গ) সামান্তরিক
Ο ঘ) রম্বস
সঠিক উত্তর: (গ)
২৭. ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কী হবে?
Ο ক) সূক্ষ্মকোণী
Ο খ) সমকোণী
Ο গ) স্থূলকোণী
Ο ঘ) সমবাহু
সঠিক উত্তর: (খ)
২৮. সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিক ক্ষেত্রটিকে কয়টি সমান ত্রিভুজক্ষেত্রে বিভক্ত করে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) আটটি
সঠিক উত্তর: (গ)
২৯. একটি সমকোণী ত্রিবুজের ভূমি সংলগ্ন কোণ 300 এবং এর অতিভুজ 20 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত?
Ο ক) 105 মিটার
Ο খ) 103মিটার
Ο গ) 10 মিটার
Ο ঘ) 45 মিটার
সঠিক উত্তর: (খ)
৩০. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটি ডথাক্রমে 12 মিটার ও 5 মিটার হলে এর পরিসীমা কত হবে?
Ο ক) 17 মিটার
Ο খ) 18 মিটার
Ο গ) 25 মিটার
Ο ঘ) 30 মিটার
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Math