ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি গণিত অধ্যায় - ১৪.৩: প্রতিসমতা এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. রেখা প্রতিসমতাকে কী বলা হয়?
Ο ক) প্রতিফলন প্রতিসমতা
Ο খ) প্রতিসরণ প্রতিসমতা
Ο গ) আয়না প্রতিসমতা
Ο ঘ) লেন্স প্রতিসমতা
সঠিক উত্তর: (ক)
২. সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
৩. ষড়ভুজের ছয় কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 5400
Ο খ) 7200
Ο গ) 8400
Ο ঘ) 9600
সঠিক উত্তর: (খ)
৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রতিসমতা একটি প্রয়োজনীয় জ্যামিতিক ধারণা
ii. সুষম পঞ্চভুজে 4টি প্রতিসম ত্রিভুজ বিদ্যমান
iii. S বর্ণটির রেখা প্রতিসমতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫. কোনটির মধ্য প্রতিসমতা নেই?
Ο ক) মৌচাক
Ο খ) চেয়ার
Ο গ) ফুল
Ο ঘ) কলম
সঠিক উত্তর: (ঘ)
৬. সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা বিদ্যমান?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 6
সঠিক উত্তর: (ঘ)
৭. রেখা প্রতিসমতা ক্ষেত্রে প্রতিসাম্য বস্তুর স্থির সরলরেখার সংখ্যা কত?
Ο ক) 10
Ο খ) 20
Ο গ) 30
Ο ঘ) অসংখ্য
সঠিক উত্তর: (ঘ)
৮. কোনটি সুষম চতুর্ভুজ?
Ο ক) রম্বস
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) সামান্তরিক
Ο ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
৯. সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)
১০. রেখা প্রতিসমতার ক্ষেত্রে প্রতিসাম্য বস্তুর স্থির বিন্দুর সংখ্যা কত?
Ο ক) 10
Ο খ) 20
Ο গ) 30
Ο ঘ) অসংখ্য
সঠিক উত্তর: (ঘ)
১১. চারটি প্রতিসাম্য রেখা আছে কোনটির?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) সামান্তরিক
Ο গ) রম্বস
Ο ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
১২. প্রতিসমতা একটি প্রয়োজনী জ্যামিতিক ধারণা যা কোথায় থাকে?
Ο ক) প্রকৃতি
Ο খ) কৃত্রিমভাবে তৈরি করে
Ο গ) বইয়ে
Ο ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৩. তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটির?
Ο ক) ত্রিভুজ
Ο খ) সমবাহু ত্রিভুজ
Ο গ) সমকোণী ত্রিভুজ
Ο ঘ) বিষমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর: (খ)
১৪. কতকগুরো রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?
Ο ক) ত্রিভুজ
Ο খ) চতুর্ভুজ
Ο গ) বহুভুজ
Ο ঘ) রেখা
সঠিক উত্তর: (গ)
১৫. সুষম পঞ্চভুজের পাঁচকোণের সমষ্টি কত?
Ο ক) 3600
Ο খ) 3800
Ο গ) 5400
Ο ঘ) 6000
সঠিক উত্তর: (গ)
১৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর পর 2টি সমান্তরাল সরলরেখায় প্রতিফলন চলনের সমতুল্য
ii. প্রতিসমতার ধারণার সাথে আয়নার প্রতিফলনের সম্পর্ক রয়েছে
iii. B বর্ণটির রেখা প্রতিসাম্যতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. দুইটি পরস্পরচ্ছেদী প্রতিসাম্য রেখার মধ্যবর্তী কোণের পরিমাপ θ হলে ঐ রেখার পর পর প্রতিফলনে উৎপন্ন জ্যামিতিক চিত্রের কোণ কত হবে?
Ο ক) θ
Ο খ) 2θ
Ο গ) 3θ
Ο ঘ) 4θ
সঠিক উত্তর: (খ)
১৮. শিল্পী, কারিগর, ডিজাইনার, সুতাররা কী ব্যবহার করেন?
Ο ক) জ্যামিতি
Ο খ) প্রতিসমতা
Ο গ) ত্রিভুজ
Ο ঘ) বৃত্ত
সঠিক উত্তর: (খ)
১৯. i. প্রতিসমতা একটি জ্যামিতিক ধারণা
ii. শিল্পী কারিগর ডিজাইনার, সুতার প্রতিসমতা ব্যবহার করেন
iii. গাছের পাতা, ফুল, মৌচাক, ঘরবাড়ি, টেবিল, চেয়ার সব কিছুর মধ্যে প্রতিসমতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. সবচেয়ে কম সংখ্যক রেখা দ্বারা আবদ্ধ বহুভুজ কোনটি?
Ο ক) ত্রিভুজ
Ο খ) চতুর্ভুজ
Ο গ) পঞ্চভুজ
Ο ঘ) ষড়ভুজ
সঠিক উত্তর: (ক)
২১. i. পাঁচটি প্রতিসাম্য রেখা সুষম পঞ্চভুজের
ii. প্রতিসমতা হল জ্যামিতিক ধারণা
iii. শুধু চিত্রের ভাঁজকে প্রতিসমতা বলা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক সুষম বহুভুজ একটি প্রতিসম চিত্র
ii. D বর্ণটির রেখা প্রতিসাম্যতা বিদ্যমান
iii. প্রতিফলনে কোনো স্থির বিন্দু নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
২৩. i. বহুভুজ কতকগুলো রেকাদ্বারা আবদ্ধ চিত্র
ii. প্রতিসাম্যের একক আছে
iii. প্রতিসাম্য একটি ভ্গ্নাংশ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪. প্রত্যেক সুষম বহুভুজ একটি-
Ο ক) প্রতিসম চিত্র
Ο খ) বর্গচিত্র
Ο গ) আয়তচিত্র
Ο ঘ) রম্বস চিত্র
সঠিক উত্তর: (ক)
২৫. রেখা প্রতিসাম্য বস্তুর কোণ পরিমাপের জন্য কোনটি সত্য?
Ο ক) দ্বিগুণ হয়
Ο খ) তিনগুণ হয়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) অর্ধেক হয়
সঠিক উত্তর: (গ)
২৬. i. চার বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হল বর্গক্ষেত্র
ii. বর্গক্ষেত্রের চারটি প্রতিসাম্য রেখা আছে
iii. আয়তক্ষেত্রের ২টি প্রতিসাম্য রেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. বর্গক্ষেত্রের কয়টি প্রতিসাম্য রেখা রয়েছে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ঘ)
২৮. সুষম পঞ্চভুজের পাঁচকোণের সমষ্টি কত?
Ο ক) 1000
Ο খ) 1020
Ο গ) 1080
Ο ঘ) 1200
সঠিক উত্তর: (গ)
২৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রতিসাম্য রেখা নির্ণয়ে কাল্পনিক আয়না অবস্থান রেখার সাহায্য নেওয়া হয়
ii. বৃত্তের প্রতিসাম্য রেখার সংখ্যা মোট 4টি
iii. একটি বিন্দুর প্রতিবিম্বের সংখ্যা 1টি বিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. রেখা প্রতিসমতাকে কী বলা হয়?
Ο ক) প্রতিফলন প্রতিসমতা
Ο খ) প্রতিসরণ প্রতিসমতা
Ο গ) আয়না প্রতিসমতা
Ο ঘ) লেন্স প্রতিসমতা
সঠিক উত্তর: (ক)
২. সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টি?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
৩. ষড়ভুজের ছয় কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 5400
Ο খ) 7200
Ο গ) 8400
Ο ঘ) 9600
সঠিক উত্তর: (খ)
৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রতিসমতা একটি প্রয়োজনীয় জ্যামিতিক ধারণা
ii. সুষম পঞ্চভুজে 4টি প্রতিসম ত্রিভুজ বিদ্যমান
iii. S বর্ণটির রেখা প্রতিসমতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৫. কোনটির মধ্য প্রতিসমতা নেই?
Ο ক) মৌচাক
Ο খ) চেয়ার
Ο গ) ফুল
Ο ঘ) কলম
সঠিক উত্তর: (ঘ)
৬. সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা বিদ্যমান?
Ο ক) 2
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 6
সঠিক উত্তর: (ঘ)
৭. রেখা প্রতিসমতা ক্ষেত্রে প্রতিসাম্য বস্তুর স্থির সরলরেখার সংখ্যা কত?
Ο ক) 10
Ο খ) 20
Ο গ) 30
Ο ঘ) অসংখ্য
সঠিক উত্তর: (ঘ)
৮. কোনটি সুষম চতুর্ভুজ?
Ο ক) রম্বস
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) সামান্তরিক
Ο ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
৯. সুষম ষড়ভুজের কয়টি প্রতিসাম্য রেখা আছে?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
সঠিক উত্তর: (গ)
১০. রেখা প্রতিসমতার ক্ষেত্রে প্রতিসাম্য বস্তুর স্থির বিন্দুর সংখ্যা কত?
Ο ক) 10
Ο খ) 20
Ο গ) 30
Ο ঘ) অসংখ্য
সঠিক উত্তর: (ঘ)
১১. চারটি প্রতিসাম্য রেখা আছে কোনটির?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) সামান্তরিক
Ο গ) রম্বস
Ο ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর: (ঘ)
১২. প্রতিসমতা একটি প্রয়োজনী জ্যামিতিক ধারণা যা কোথায় থাকে?
Ο ক) প্রকৃতি
Ο খ) কৃত্রিমভাবে তৈরি করে
Ο গ) বইয়ে
Ο ঘ) উপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
১৩. তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোনটির?
Ο ক) ত্রিভুজ
Ο খ) সমবাহু ত্রিভুজ
Ο গ) সমকোণী ত্রিভুজ
Ο ঘ) বিষমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর: (খ)
১৪. কতকগুরো রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কী বলে?
Ο ক) ত্রিভুজ
Ο খ) চতুর্ভুজ
Ο গ) বহুভুজ
Ο ঘ) রেখা
সঠিক উত্তর: (গ)
১৫. সুষম পঞ্চভুজের পাঁচকোণের সমষ্টি কত?
Ο ক) 3600
Ο খ) 3800
Ο গ) 5400
Ο ঘ) 6000
সঠিক উত্তর: (গ)
১৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পর পর 2টি সমান্তরাল সরলরেখায় প্রতিফলন চলনের সমতুল্য
ii. প্রতিসমতার ধারণার সাথে আয়নার প্রতিফলনের সম্পর্ক রয়েছে
iii. B বর্ণটির রেখা প্রতিসাম্যতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৭. দুইটি পরস্পরচ্ছেদী প্রতিসাম্য রেখার মধ্যবর্তী কোণের পরিমাপ θ হলে ঐ রেখার পর পর প্রতিফলনে উৎপন্ন জ্যামিতিক চিত্রের কোণ কত হবে?
Ο ক) θ
Ο খ) 2θ
Ο গ) 3θ
Ο ঘ) 4θ
সঠিক উত্তর: (খ)
১৮. শিল্পী, কারিগর, ডিজাইনার, সুতাররা কী ব্যবহার করেন?
Ο ক) জ্যামিতি
Ο খ) প্রতিসমতা
Ο গ) ত্রিভুজ
Ο ঘ) বৃত্ত
সঠিক উত্তর: (খ)
১৯. i. প্রতিসমতা একটি জ্যামিতিক ধারণা
ii. শিল্পী কারিগর ডিজাইনার, সুতার প্রতিসমতা ব্যবহার করেন
iii. গাছের পাতা, ফুল, মৌচাক, ঘরবাড়ি, টেবিল, চেয়ার সব কিছুর মধ্যে প্রতিসমতা বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. সবচেয়ে কম সংখ্যক রেখা দ্বারা আবদ্ধ বহুভুজ কোনটি?
Ο ক) ত্রিভুজ
Ο খ) চতুর্ভুজ
Ο গ) পঞ্চভুজ
Ο ঘ) ষড়ভুজ
সঠিক উত্তর: (ক)
২১. i. পাঁচটি প্রতিসাম্য রেখা সুষম পঞ্চভুজের
ii. প্রতিসমতা হল জ্যামিতিক ধারণা
iii. শুধু চিত্রের ভাঁজকে প্রতিসমতা বলা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
২২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক সুষম বহুভুজ একটি প্রতিসম চিত্র
ii. D বর্ণটির রেখা প্রতিসাম্যতা বিদ্যমান
iii. প্রতিফলনে কোনো স্থির বিন্দু নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
২৩. i. বহুভুজ কতকগুলো রেকাদ্বারা আবদ্ধ চিত্র
ii. প্রতিসাম্যের একক আছে
iii. প্রতিসাম্য একটি ভ্গ্নাংশ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
২৪. প্রত্যেক সুষম বহুভুজ একটি-
Ο ক) প্রতিসম চিত্র
Ο খ) বর্গচিত্র
Ο গ) আয়তচিত্র
Ο ঘ) রম্বস চিত্র
সঠিক উত্তর: (ক)
২৫. রেখা প্রতিসাম্য বস্তুর কোণ পরিমাপের জন্য কোনটি সত্য?
Ο ক) দ্বিগুণ হয়
Ο খ) তিনগুণ হয়
Ο গ) অপরিবর্তিত থাকে
Ο ঘ) অর্ধেক হয়
সঠিক উত্তর: (গ)
২৬. i. চার বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হল বর্গক্ষেত্র
ii. বর্গক্ষেত্রের চারটি প্রতিসাম্য রেখা আছে
iii. আয়তক্ষেত্রের ২টি প্রতিসাম্য রেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৭. বর্গক্ষেত্রের কয়টি প্রতিসাম্য রেখা রয়েছে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ঘ)
২৮. সুষম পঞ্চভুজের পাঁচকোণের সমষ্টি কত?
Ο ক) 1000
Ο খ) 1020
Ο গ) 1080
Ο ঘ) 1200
সঠিক উত্তর: (গ)
২৯. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রতিসাম্য রেখা নির্ণয়ে কাল্পনিক আয়না অবস্থান রেখার সাহায্য নেওয়া হয়
ii. বৃত্তের প্রতিসাম্য রেখার সংখ্যা মোট 4টি
iii. একটি বিন্দুর প্রতিবিম্বের সংখ্যা 1টি বিন্দু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Math