এস.এস.সি গণিত অধ্যায় - ৭.১: ত্রিভুজ অঙ্কন

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি গণিত অধ্যায় - ৭.১: ত্রিভুজ অঙ্কন এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি কী?
Ο ক) বিষমবাহু
Ο খ) সমদ্বিবাহু
Ο গ) সমবাহু
Ο ঘ) সমকোণী
সঠিক উত্তর: (গ)

২. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
Ο ক) 600
Ο খ) 900
Ο গ) 1800
Ο ঘ) 3600
সঠিক উত্তর: (ক)

৩. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় কী?
Ο ক) স্থূলকোণ
Ο খ) সূক্ষ্মকোণ
Ο গ) সমকোণ
Ο ঘ) সরলকোণ
সঠিক উত্তর: (খ)

৪. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কী?
Ο ক) সমকোণ
Ο খ) সূক্ষ্মকোণ
Ο গ) স্থূলকোণ
Ο ঘ) সরলকোণ
সঠিক উত্তর: (খ)

৫. কোনো ত্রিভুজের দুইটি বাহু ও একটি বাহুর বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ আঁকা যাবে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)

৬. একটি সমকোণী ত্রিভূজের সমকোণ ছাড়া অন্য কোণ দুইটি কী?
Ο ক) সরলকোণ
Ο খ) সূক্ষ্মকোণ
Ο গ) পূরক কোণ
Ο ঘ) সন্নিহিত কোণ
সঠিক উত্তর: (খ)

৭. i. চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায়
ii. একটি বাহু ও দুইটি স্থূলকোণ দেওয়া থাকলে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়
iii. একটি বাহু ও অতিভুজ দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আঁকা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)

৮. একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন?
Ο ক) 2
Ο খ) 4
Ο গ) 6
Ο ঘ) 8
সঠিক উত্তর: (ক)

৯. স্থূলকোণী ত্রিভুজের কয়টি কোণ স্থূলকোণ?
Ο ক) একটি কোণ স্থূলকোণ
Ο খ) দুইটি কোণ স্থূলকোণ
Ο গ) তিনটি কোণ স্থূলকোণ
Ο ঘ) সবগুলো কোণ স্থূলকোণ
সঠিক উত্তর: (ক)

১০. i. ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 x ভূমি x উচ্চতা
ii. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় স্থূলকোণ
iii. ত্রিভুজের তিন কোণের সমষ্টি 1800
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১. ত্রিভুজের শির:কোণের সমদ্বিখন্ডিত রেখা ভূমিকে সমদ্বিখন্ডিত করলে ত্রিভুজটি কী?
Ο ক) স্থূলকোণী
Ο খ) সমকোণী
Ο গ) সমবাহু
Ο ঘ) সমদ্বিবাহু
সঠিক উত্তর: (খ)

১২. i. ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ
ii. একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে
iii. একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

১৩. i. ত্রিভুজে তিনটি সূক্ষ্মকোণ থাকতে পারে
ii. ত্রিভুজে দুইটি সমকোণ থাকতে পারে
iii. ত্রিভুজে একটি স্থূলকোণ থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (খ)

১৪. তিনটি বাহু ও কয়টি কর্ণের মান জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)

১৫. একটি ত্রিভুজের কয়টি কোণ থাকে?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)

১৬. i. সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি সূক্ষ্মকোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁক যায়
ii. ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকলে বিভিন্ন আয়তনের অসংখ্য ত্রিভুজ আঁকা যায়
iii. ত্রিভুজ আঁকার জন্য ছয়টি অঙ্গের প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) iii
Ο ঘ) ii
সঠিক উত্তর: (ক)

১৭. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে. মি. 7 সে. মি. ও 10 সে. মি. হলে অঙ্কিত ত্রিভুজটি কিরূপ হবে?
Ο ক) সমকোণী
Ο খ) সমদ্বিবাহু
Ο গ) বিষমবাহু
Ο ঘ) সমবাহু
সঠিক উত্তর: (গ)

১৮. ত্রিভুজের প্রতিটি কোণের মান 600 এবং একটি বাহু 5 সে. মি. হলে তা অনুসারে অঙ্কিত ত্রিভুজটি কিরুপ হবে?
Ο ক) সমকোণী
Ο খ) স্থূলকোণী
Ο গ) সমদ্বিবাহু
Ο ঘ) সমবাহু
সঠিক উত্তর: (ঘ)

১৯. i. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 600
ii. সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান
iii. বাহুভেদে ত্রিভুজ দুই প্রকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

২০. প্রত্যেক ত্রিভুজের-
i. কোণ তিনটি
ii. বাহু তিনটি
iii. মধ্যমা দুইটি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)

২১. ΔABC এ ∠A = 2∠B এবং ∠C =300 হলে ∠B এর মান কত?
Ο ক) 900
Ο খ) 600
Ο গ) 500
Ο ঘ) 450
সঠিক উত্তর: (গ)

২২. যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে কী বলে?
Ο ক) বিষমবাহু ত্রিভুজ
Ο খ) সমদ্বিবাহ ত্রিভুজ
Ο গ) সমবাহু ত্রিভুজ
Ο ঘ) সমকোণী ত্রিভুজ
সঠিক উত্তর: (খ)

২৩. স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের সংখ্যা কয়টি?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (ক)

২৪. সমবাহু ΔABC এর পরিসীমা 12 সে. মি. AB এর দৈর্ঘ্য কত সে.মি.?
Ο ক) 3
Ο খ) 4
Ο গ) 5
Ο ঘ) 6
সঠিক উত্তর: (খ)

২৫. ΔABC তে AB = AC এবং ∠A = 300 ∠B = কত
Ο ক) 300
Ο খ) 450
Ο গ) 750
Ο ঘ) 900
সঠিক উত্তর: (গ)

২৬. একটি ত্রিভুজের ২টি কোণ 600 ও 450 হরে অপর কোণটি কত হবে?
Ο ক) 600
Ο খ) 450
Ο গ) 700
Ο ঘ) 750
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post