এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি সাধারণ বিজ্ঞান অধ্যায়- ২: জীবনের জন্য পানি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. পানির ঘনত্ব, কিসের উপর নির্ভরশীল?
Ο ক)চাপ
Ο খ)তাপ
Ο গ)তাপমাত্রা
Ο ঘ)আয়তন
সঠিক উত্তর: (গ)

২.পৃথিবীতে লবণাক্ত পানির পরিমাণ শতকরা কতভাগ?
Ο ক)৯৭
Ο খ)৭৯
Ο গ)৭৫
Ο ঘ)৯০
সঠিক উত্তর: (ক)

৩.গৃহস্থালীর বর্জ্য পদার্থ সাধারণত কতদিন পর পচতে থাকে?
Ο ক)১-২ দিন
Ο খ)২-৩ দিন
Ο গ)১-৩ দিন
Ο ঘ)২-৪ দিন
সঠিক উত্তর: (ক)

৪.মানবদেহে শতকরা কত ভাগ পানি থাকে?
Ο ক)৫০-৮০ ভাগ
Ο খ)৬৫-৭৫ ভাগ
Ο গ)৬০-৮০ ভাগ
Ο ঘ)৬০-৯০ ভাগ
সঠিক উত্তর: (খ)

৫.মরা নদী হচ্ছে-
i. করতোয়া
ii. বিবিয়ানা
iii. শাখা বরাক
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬.কোন পর্দাটি পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না?
Ο ক)গোবর
Ο খ)সীসা
Ο গ)চিনি
Ο ঘ)গ্লুকোজ
সঠিক উত্তর: (খ)

৭.কোন তারিখে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের কনভেনশন অনুষ্ঠিত হয়?
Ο ক)২১ আগস্ট
Ο খ)২১ মে
Ο গ ২৫ জুলাই
Ο ঘ)২৫ সেপ্টেম্বর
সঠিক উত্তর: (খ)

৮.বৈশ্বিক উষ্ণতার ফলে-
i. বায়ুমন্ডলের তাপমাত্রা বেড়ে যায়
ii. বৃষ্টিপাতের পরিমাণ ও ধরন পরিবর্তন হয়
iii. মিঠাপানির উৎস লবণাক্ত বেড়ে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯.সাধারণত নদ-নদীর পানি কী প্রকৃতির হয়?
Ο ক)অম্লীয়
Ο খ)ক্ষারীয়
Ο গ)নিরপেক্ষ
Ο ঘ)উভধর্মী
সঠিক উত্তর: (খ)

১০.চৌকোণাকার, সরু বা তির্যক কোষ প্রান্ত বিশিষ্ট কোষ টিস্যুর বৈশিষ্ট্য?
Ο ক)প্যারেনকাইমা
Ο খ)কোলেনকাইমা
Ο গ)স্ক্লেরেনকাইমা
Ο ঘ)কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)

১১.নিম্নের কোন দেশটি ভৌগোলিক কারণে বন্যাপ্রবণ একটি দেশ?
Ο ক)ফ্রান্স
Ο খ)যুক্তরাষ্ট্র
Ο গ)বাংলাদেশ
Ο ঘ)কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)

১২.পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কোনটি?
Ο ক)জলজ উদ্ভিদ
Ο খ)জলজ প্রাণী
Ο গ)স্থলজ উদ্ভিদ
Ο ঘ)স্থলজ প্রাণী
সঠিক উত্তর: (ক)

১৩.যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় ঐ তাপমাত্রাকে কী বলে?
Ο ক)স্ফুটনাঙ্ক
Ο খ)গলনাঙ্ক
Ο গ)পাতন
Ο ঘ)পরিস্রাবণ
সঠিক উত্তর: (ক)

১৪.পৃথিবী পৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত?
Ο ক)৭০
Ο খ)৭৫
Ο গ)৮০
Ο ঘ)৯০
সঠিক উত্তর: (খ)

১৫.ইউরোনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন-
i. তেজস্ক্রিয় পদার্থ
ii. জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী
iii. শ্বাস-প্রশ্বাস জনিত রোগ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৬.পানিবাহিত রোগসমূহ-
i. টাইফয়েড
ii. কলেরা
iii. আমাশয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭.জলজ উদ্ভিদ জন্মাতো না কোনটি না থাকলে?
Ο ক)লবণ
Ο খ)পানি
Ο গ)এসিড
Ο ঘ)ক্ষার
সঠিক উত্তর: (খ)

১৮.আব্বাস বাসা-বাড়িতে সহজে ও কম খরচে পানি বিশুদ্ধ করতে চায়। এক্ষেত্রে গ্রহণ করতে হবে-
i. ১৫-২০ মিনিট পানি স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়
ii. পানি পাওয়া ব্যায়বহুল
iii. সহজে ও সাশ্রয়ী মূল্য খাবার পানি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)i
Ο খ)ii
Ο গ)iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১৯.পানি দূষণের কারণ-
i. নর্দমার আবর্জনা
ii. শিল্পের আবর্জনা
iii. তেজস্ক্রিয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০.কোনটি পানির বিশুদ্ধতা পরিমাপে মানদন্ড নয়?
Ο ক)পানির গভীরতা
Ο খ)পানির লবণাক্ততা
Ο গ)তাপমাত্রা
Ο ঘ)pH
সঠিক উত্তর: (ক)

২১.কত সালে গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়?
Ο ক)১৯৭৫
Ο খ)১৯৭৭
Ο গ)১৯৮৫
Ο ঘ)১৯৮৭
সঠিক উত্তর: (খ)

২২.পানিতে pH এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে-
i. খনিজ পদার্থ বেরিয়ে যায়
ii. অ্যামোনিয়া নিঃসৃত হয়
iii. ক্যালসিয়াম বের হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৩.কোনটি পানির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে?
Ο ক)মৃত শ্যাওলা
Ο খ)জীবিত শ্যাওলা
Ο গ)পানিতে দ্রবীভূত লবণ
Ο ঘ)পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ
সঠিক উত্তর: (ক)

২৪.আবাদি জমির চারপাশে কী করে পানির দূষণ প্রতিরোধ করা যায়?
Ο ক)পুকুর খনন
Ο খ)শিল্প কারখানা স্থাপন
Ο গ)ইটের ভাটা স্থাপন
Ο ঘ)উপরের সবকটি
সঠিক উত্তর: (ক)

২৫.বর্জ্য পদার্থ কতদিনের মধ্যে পচতে শুরু করে?
Ο ক)১-২ দিন
Ο খ)৪-৬ দিন
Ο গ)২-৩ দিন
Ο ঘ)৩-৪ দিন
সঠিক উত্তর: (ক)

২৬.পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যায় কীভাবে?
Ο ক)পানির তাপমাত্রা বাড়িয়ে
Ο খ)পানির তাপমাত্রা কমিয়ে
Ο গ)পানিতে ফসফরাস যুক্ত করে
Ο ঘ)পানিতে জলজ প্রাণীর সংখ্যা বাড়িয়ে
সঠিক উত্তর: (খ)

২৭.পানিতে অ্যামোনিয়া যোগ করলে কোন উৎপন্ন হয়?
Ο ক)H
Ο খ)NH3
Ο গ NH4
Ο ঘ)CI
সঠিক উত্তর: (গ)

২৮.বরফ আকারের পানির উৎস হলো-
i. হিমবাহ
ii. গভীর সমুদ্র
iii. তুষার স্রোত
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

২৯.পানিতে কোনটির উপস্থিতির কারণে মস্তিষ্ক বিকল হয়ে যায়?
Ο ক)পারদ
Ο খআর্সেনিক
Ο গ)সিসা
Ο ঘ)সিজিয়াম
সঠিক উত্তর: (গ)

৩০.জলজ উদ্ভিদ কোন উপায়ে বংশবিস্তার করে?
Ο ক)জলজ
Ο খ)অঙ্গজ
Ο গ)বায়ু মাধ্যমে
Ο ঘ)সবগুলো
সঠিক উত্তর: (খ)

৩১.তাপমাত্রা-
i. পানির একটি গুরুত্বপূর্ণ মানদন্ড
ii. পানিতে স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়
iii. পানিতে স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে জলজ প্রাণীর শারীরবৃত্তীয় কাজে সমস্যার সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২.পানিতে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে কোন আয়নটি উৎপন্ন হয়?
Ο ক)H2O
Ο খ)NH4
Ο গ)OH
Ο ঘ)CI
সঠিক উত্তর: (ক)

৩৩.কততম সম্মেলন হেলসিংকিতে আন্তজার্তিক আইন সমিতি আন্তজার্তিক নদীগুলোর পানির ব্যবহার নিয়ে রিপোর্ট গ্রহণ করেন?
Ο ক)৫৫তম
Ο খ)৫২তম
Ο গ)৫১তম
Ο ঘ)৫০তম
সঠিক উত্তর: (খ)

৩৪.১ সি.সি পানির ভর কত?
Ο ক)১০০০ গ্রাম
Ο খ)১০০ গ্রাম
Ο গ)১ মিলিগ্রাম
Ο ঘ)১ গ্রাম
সঠিক উত্তর: (ঘ)

৩৫.১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার?
Ο ক)৫০ মিলিগ্রাম
Ο খ)৪০ মিলিগ্রাম
Ο গ)৫ মিলিগ্রাম
Ο ঘ)১০ মিলিগ্রাম
সঠিক উত্তর: (গ)

৩৬.তাপমাত্রা বেড়ে গেলে বাংলাদেশের কত অংশ বঙ্গোপসাগরের নিচের চলে যাওয়ার সম্ভাবনা আছে?
Ο ক)১/৪
Ο খ)৩/২
Ο গ)১/৩
Ο ঘ)৩/৪
সঠিক উত্তর: (গ)

৩৭.বয়লারের ক্ষয় সাধনকারী পানি-
i. কৃষিকাজের অনুপযোগী
ii. প্রচুর লবণযুক্ত পানি
iii. সামুদ্রিক পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮.জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কান্ড খুব নরম
ii. শুধু মূলরোম দিয়ে পানি শোষণ করে
iii. অঙ্গজ উপায়ে বংশবিস্তার করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩৯.পানিতে তেজস্ক্রিয় পদার্থ আসতে পারে-
i. লঞ্চ, স্টামার থেকে ফেলা বর্জ্যের মাধ্যমে
ii. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানার বর্জ্যে
iii. পারমাণবিক অস্ত্র তৈরির কারখানার বর্জ্যে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪০.নদ-নদীর পানি কিরূপ হয়?
Ο ক)এসিডিক
Ο খ)ক্ষারীয়
Ο গ)নিরপেক্ষ
Ο ঘ)সামান্য এসিডিক
সঠিক উত্তর: (খ)

৪১.বৃষ্টি হলে নদীর পানি কোন পদার্থ দ্বারা দূষণ কম হয়?
Ο ক)সোডিয়াম
Ο খ)ক্যালসিয়াম
Ο গ)আয়রন
Ο ঘ)ফসফরাস
সঠিক উত্তর: (ঘ)

৪২.পানির বিশেষ ধর্ম হলো এটি-
i. বেশিরভাগ অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
ii. অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
iii. জৈব ও অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪৩.ভূ-পৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে কোথায় প্রবেশ করে?
Ο ক)বায়ুমন্ডলে
Ο খ)পুকুরে
Ο গ)নদীতে
Ο ঘ)ডোবায়
সঠিক উত্তর: (ক)

৪৪.জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশের কত অংশ লবণাক্ত পানির নিচে তলিয়ে যেতে পারে?
Ο ক)এক-চতুর্থাংশ
Ο খ)দুই-তৃতীয়াংশ
Ο গ)এক-তৃতীয়াংশ
Ο ঘ)দুই-পঞ্চমাংশ
সঠিক উত্তর: (গ)

৪৫.আধুনিক প্রযুক্তি মাধ্যমের অধিকাংশ পানির অণু কী আকারে থাকে?
Ο ক)পানি
Ο খ)ক্লাস্টার
Ο গ)ডিম্বাকার
Ο ঘ)উপবৃত্তকার
সঠিক উত্তর: (খ)

৪৬.ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে কোন পর্দাটি?
Ο ক)মারকারী
Ο খ)সীসা
Ο গ)আর্সেনিক
Ο ঘ)নিউইয়র্ক
সঠিক উত্তর: (ক)

৪৭.নাব্যতা হ্রাস পাওয়ার কারণ কোনটি?
Ο ক)ঘোলা পানি
Ο খ)বিশুদ্ধ পানি
Ο গ)অবিশুদ্ধ পানি
Ο ঘ)সবগুলো
সঠিক উত্তর: (ক)

৪৮.কত সালে ভারত সরকার গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে?
Ο ক)১৯৭৫
Ο খ)১৯৭৭
Ο গ)১৯৮৫
Ο ঘ)১৯৮৭
সঠিক উত্তর: (ক)

৪৯.আন্তজার্তিক সমঝোতা চুক্তি কোন আন্তজার্তিক প্রতিষ্ঠান তৈরি করে?
Ο ক)ইউনেস্কো
Ο খ)ই্উনিসেফ
Ο গ)জাতিসংঘ
Ο ঘ)ন্যাটো
সঠিক উত্তর: (গ)

৫০. বিশুদ্ধ পানিতে কোনটি যোগ করলে তা তড়িৎ পরিবহন করে?
Ο ক)এসিড
Ο খ)কপার
Ο গ)গন্ধক
Ο ঘ)সাদা বর্ণযুক্ত
সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

1 Comments

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

  1. Thanks Web School BD. When will you publish General Science lecture...

    ReplyDelete
Previous Post Next Post