ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ২য় অধ্যায় - ২য় পরিচ্ছেদ: ধ্বনির পরিবর্তন(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
Ο ক) অভিশ্রুতি Ο খ) বিষমীভবন Ο গ) স্বরলোপ Ο ঘ) অন্তর্হতি
২. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
Ο ক) বিপ্রকর্ষ Ο খ) ধ্বনি বিপর্যয় Ο গ) অভিশ্রুতি Ο ঘ) অপিনিহিতি
৩. মাছুয়া > মেছা – কোন নিয়ম?
Ο ক) অভিশ্রুতি Ο খ) অপশ্রুতি Ο গ) অন্তর্হতি Ο ঘ) সম্প্রকর্ষ
৪. ঝম + ঝম > ঝমাঝম – এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
Ο ক) অপিনিহিতি Ο খ) অসমীকরণ Ο গ) বিষমীভবন Ο ঘ) সমীভবন
৫. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় –
Ο ক) অপিনিহিতি Ο খ) অসমীকরণ Ο গ) স্বরসঙ্গতি Ο ঘ) অন্ত্যস্বরাগম
৬. কোনটি স্বরাগমের উদাহরণ?
Ο ক) পিরীতি Ο খ) বিলিতি Ο গ) বসতি Ο ঘ) উড়নি
৭. কোনগুলো আদি স্বরাগম?
Ο ক) স্নেহ > সিনহে, দর্শন > দরিশন Ο খ) রত্ন > রতন, ধর্ম > ধরম Ο গ) স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল Ο ঘ) গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
৮. দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
Ο ক) বিষমীভবন Ο খ) সমীভবন Ο গ) স্বরসংগতি Ο ঘ) সম্প্রকর্ষ
৯. ‘আলাহিদা > আলাদা’ কীসের উদাহরণ?
Ο ক) ব্যঞ্জনচ্যুতি Ο খ) ব্যঞ্জন বিকৃতি Ο গ) সমীভবন Ο ঘ) অন্তর্হতি
১০. মধ্য স্বরাগম – এর অপর নাম কী?
Ο ক) অসমীকরণ Ο খ) বিষমীভবন Ο গ) বিপ্রকর্ষ Ο ঘ) সমীভবন
১১. ধ্বনি বিপর্যয় – এর উদাহরণ কোনটি?
Ο ক) মুড়া > মুড়ো Ο খ) বাকস > বাসক Ο গ) মোজা > মুজো Ο ঘ) দেশি > দিশি
১২. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Ο ক) কবাট > কপাট Ο খ) লাফ > ফাল Ο গ) ফাল্গুন > ফাগুন Ο ঘ) শরীর > শরীল
১৩. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় – এরূপ স্বরধ্বনিকে কী বলে?
Ο ক) মৌলিক স্বর Ο খ) যৌগিক স্বর Ο গ) সাধিত স্বর Ο ঘ) অল্প স্বর
১৪. বিষমীভবনের উদাহরণ কোনটি?
Ο ক) গ্রাম > গেরাম Ο খ) বিলাতি > বিলিতি Ο গ) ধোবা > ধোপা Ο ঘ) লাল > নাল
১৫. স্বরলোপের উদাহরণ কোনগুলো?
Ο ক) বাক্য > বাইক্য, সত > সইত্য Ο খ) শরীর > শরীল, লাল > নাল Ο গ) বসতি > বসতি, জানালা > জানলা Ο ঘ) কবাট > কপাট, ধোবা > ধোপা
১৬. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
Ο ক) বিলাতি > বিলিতি Ο খ) দেশি > দিশি Ο গ) বাক্য > বাইক্য Ο ঘ) মুলা > মুলো
১৭. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
Ο ক) সমীভবন Ο খ) অসমীকরণ Ο গ) মধ্যস্বর লোপ Ο ঘ) পরাগত সমীভবন
১৮. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
Ο ক) নামধাতু Ο খ) অন্তর্হতি Ο গ) অভিশ্রুতি Ο ঘ) যোগরূঢ় শব্দ
১৯. কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
Ο ক) আইজ Ο খ) রতন Ο গ) ইস্কুল Ο ঘ) সত্যি
২০. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Ο ক) স্বরলোপ Ο খ) সমীকরণ Ο গ) অন্তস্বরলোপ Ο ঘ) স্বরসংগতি
২১. উৎ + মুখ > উন্মুখ কিসের উদাহরণ?
Ο ক) প্রগত Ο খ) মধ্যগত Ο গ) অন্যোন্য Ο ঘ) পরাগত
২২. কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
Ο ক) পক্ব > পকক, পদ্ম > পদ্দ Ο খ) পাকা > পাক্কা, সকাল > সক্কাল Ο গ) জন্ম > জন্ম, কাঁদনা > কান্না Ο ঘ) রাধনা > রান্না, গৃহিণী > গিন্নী
২৩. বউ দিদি > বউদি, বড়দাদা > বড়দা কোন ধরনের নিয়মে পরিবর্তিত হয়েছে?
Ο ক) ব্যঞ্জনচ্যুতি Ο খ) ব্যঞ্জন বিকৃতি Ο গ) বিষমীভবন Ο ঘ) সমীভবন
২৪. কোনটি অন্তর্হতির উদাহরণ?
Ο ক) ফালগুন > ফাগুন Ο খ) বৌদিদি > বৌদি Ο গ) কবাট > কপাট Ο ঘ) রিক্সা > রিসকা
২৫. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে – এমন উদাহরণ নিচের কোনটি?
Ο ক) আশা > আশ Ο খ) জানালা > জানলা Ο গ) বিলাতি > বিলিতি Ο ঘ) চক্র > চকক
২৬. রিকসা > রিসকা – কিসের উদাহরণ?
Ο ক) ব্যঞ্জন বিকৃতি Ο খ) ধ্বনি বিপর্যয় Ο গ) বিষমীভবন Ο ঘ) বিপ্রকর্ষ
২৭. স্বরভক্তির অপর নাম কী?
Ο ক) বিপ্রকর্ষ Ο খ) অভিশ্রুতি Ο গ) অন্ত্যস্বরাগম Ο ঘ) অপিনিহিতি
২৮. চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঙ’ থাকলে এর উচ্চারণ বৈশিষ্ট্য কী রকম থাকে?
Ο ক) হারিয়ে যায় Ο খ) বজায় থাকে Ο গ) জীবন্ত থাকে Ο ঘ) সহজ হয়
২৯. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
Ο ক) সমীভবন Ο খ) ব্যঞ্জন বিকৃতি Ο গ) ব্যঞ্জনদ্বিত্বতা Ο ঘ) বিষমীভবন
৩০. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) আজি > আইজ Ο খ) পিশাচ > পিচাশ Ο গ) পাকা > পাক্কা Ο ঘ) স্কুল > ইস্কুর
৩১. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
Ο ক) প্রগত Ο খ) পরাগত Ο গ) মধ্যগত Ο ঘ) অন্যান্য
৩২. ‘শরীর > শরীল’ – ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
Ο ক) সমীভবন Ο খ) অন্তর্হতি Ο গ) ব্যঞ্জনচ্যুতি Ο ঘ) বিষমীভবন
৩৩. ‘পুরোহিত > পুরুত’ কিসের উদাহরণ?
Ο ক) ব্যঞ্জনচ্যুতি Ο খ) হ-কার লোপ Ο গ) অন্তর্হতি Ο ঘ) ব্যঞ্জন বিকৃতি
৩৪. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
Ο ক) রত্ন> রতন; ভ্রুভুরু Ο খ) সত্য> সইত্য Ο গ) বিলাত > বিলিতি Ο ঘ) ধপধপ > ধপাধপ
৩৫. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
Ο ক) আদি স্বরসংগতি Ο খ) পরাগত স্বরসংগতি Ο গ) প্রগত স্বরসংগতি Ο ঘ) মধ্য স্বরসংগতি
৩৬. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?
Ο ক) বিলিতি Ο খ) মুড়ো Ο গ) শিকে Ο ঘ) মুজো
৩৭. শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Ο ক) অপিনিহিতি Ο খ) অসমীকরণ Ο গ) ধ্বনি বিপর্যয় Ο ঘ) বিষমীভবন
৩৮. ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস – এগুলো কিসের উদাহরণ?
Ο ক) অপিনিহিতি Ο খ) স্বরসংগতি Ο গ) স্বরাগম Ο ঘ) সমীভবন
৩৯. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
Ο ক) আদি স্বরাগম Ο খ) স্বরলোপ Ο গ) মধ্য স্বরাগম Ο ঘ) অন্ত্যস্বরাগম
৪০. Prothesis – অর্থ হলো –
Ο ক) মধ্যস্বরাগম Ο খ) আদি স্বরাগম Ο গ) অন্ত্যস্বরাগম Ο ঘ) অপিনিহিতি
৪১. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
Ο ক) পরাগত Ο খ) সম্প্রকর্ষ Ο গ) স্বরসংগতি Ο ঘ) অন্ত্যস্বরাগম
সঠিক উত্তর:
১. (ঘ) ২. (ঘ) ৩. (ক) ৪. (খ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (খ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ঘ)
২১. (ঘ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে তাকে কী বলে?
Ο ক) অভিশ্রুতি Ο খ) বিষমীভবন Ο গ) স্বরলোপ Ο ঘ) অন্তর্হতি
২. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে?
Ο ক) বিপ্রকর্ষ Ο খ) ধ্বনি বিপর্যয় Ο গ) অভিশ্রুতি Ο ঘ) অপিনিহিতি
৩. মাছুয়া > মেছা – কোন নিয়ম?
Ο ক) অভিশ্রুতি Ο খ) অপশ্রুতি Ο গ) অন্তর্হতি Ο ঘ) সম্প্রকর্ষ
৪. ঝম + ঝম > ঝমাঝম – এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
Ο ক) অপিনিহিতি Ο খ) অসমীকরণ Ο গ) বিষমীভবন Ο ঘ) সমীভবন
৫. কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে বলা হয় –
Ο ক) অপিনিহিতি Ο খ) অসমীকরণ Ο গ) স্বরসঙ্গতি Ο ঘ) অন্ত্যস্বরাগম
৬. কোনটি স্বরাগমের উদাহরণ?
Ο ক) পিরীতি Ο খ) বিলিতি Ο গ) বসতি Ο ঘ) উড়নি
৭. কোনগুলো আদি স্বরাগম?
Ο ক) স্নেহ > সিনহে, দর্শন > দরিশন Ο খ) রত্ন > রতন, ধর্ম > ধরম Ο গ) স্ত্রী > ইস্ত্রী, স্কুল > ইস্কুল Ο ঘ) গ্রাম > গেরাম, প্রেক > পেরেক
৮. দ্রুত উচ্চারণের জন্যে শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলে?
Ο ক) বিষমীভবন Ο খ) সমীভবন Ο গ) স্বরসংগতি Ο ঘ) সম্প্রকর্ষ
৯. ‘আলাহিদা > আলাদা’ কীসের উদাহরণ?
Ο ক) ব্যঞ্জনচ্যুতি Ο খ) ব্যঞ্জন বিকৃতি Ο গ) সমীভবন Ο ঘ) অন্তর্হতি
১০. মধ্য স্বরাগম – এর অপর নাম কী?
Ο ক) অসমীকরণ Ο খ) বিষমীভবন Ο গ) বিপ্রকর্ষ Ο ঘ) সমীভবন
১১. ধ্বনি বিপর্যয় – এর উদাহরণ কোনটি?
Ο ক) মুড়া > মুড়ো Ο খ) বাকস > বাসক Ο গ) মোজা > মুজো Ο ঘ) দেশি > দিশি
১২. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
Ο ক) কবাট > কপাট Ο খ) লাফ > ফাল Ο গ) ফাল্গুন > ফাগুন Ο ঘ) শরীর > শরীল
১৩. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় – এরূপ স্বরধ্বনিকে কী বলে?
Ο ক) মৌলিক স্বর Ο খ) যৌগিক স্বর Ο গ) সাধিত স্বর Ο ঘ) অল্প স্বর
১৪. বিষমীভবনের উদাহরণ কোনটি?
Ο ক) গ্রাম > গেরাম Ο খ) বিলাতি > বিলিতি Ο গ) ধোবা > ধোপা Ο ঘ) লাল > নাল
১৫. স্বরলোপের উদাহরণ কোনগুলো?
Ο ক) বাক্য > বাইক্য, সত > সইত্য Ο খ) শরীর > শরীল, লাল > নাল Ο গ) বসতি > বসতি, জানালা > জানলা Ο ঘ) কবাট > কপাট, ধোবা > ধোপা
১৬. কোনটি প্রগত স্বরসংগতির উদাহরণ?
Ο ক) বিলাতি > বিলিতি Ο খ) দেশি > দিশি Ο গ) বাক্য > বাইক্য Ο ঘ) মুলা > মুলো
১৭. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
Ο ক) সমীভবন Ο খ) অসমীকরণ Ο গ) মধ্যস্বর লোপ Ο ঘ) পরাগত সমীভবন
১৮. অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
Ο ক) নামধাতু Ο খ) অন্তর্হতি Ο গ) অভিশ্রুতি Ο ঘ) যোগরূঢ় শব্দ
১৯. কোনটি আদি স্বরাগমের উদাহরণ?
Ο ক) আইজ Ο খ) রতন Ο গ) ইস্কুল Ο ঘ) সত্যি
২০. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Ο ক) স্বরলোপ Ο খ) সমীকরণ Ο গ) অন্তস্বরলোপ Ο ঘ) স্বরসংগতি
২১. উৎ + মুখ > উন্মুখ কিসের উদাহরণ?
Ο ক) প্রগত Ο খ) মধ্যগত Ο গ) অন্যোন্য Ο ঘ) পরাগত
২২. কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
Ο ক) পক্ব > পকক, পদ্ম > পদ্দ Ο খ) পাকা > পাক্কা, সকাল > সক্কাল Ο গ) জন্ম > জন্ম, কাঁদনা > কান্না Ο ঘ) রাধনা > রান্না, গৃহিণী > গিন্নী
২৩. বউ দিদি > বউদি, বড়দাদা > বড়দা কোন ধরনের নিয়মে পরিবর্তিত হয়েছে?
Ο ক) ব্যঞ্জনচ্যুতি Ο খ) ব্যঞ্জন বিকৃতি Ο গ) বিষমীভবন Ο ঘ) সমীভবন
২৪. কোনটি অন্তর্হতির উদাহরণ?
Ο ক) ফালগুন > ফাগুন Ο খ) বৌদিদি > বৌদি Ο গ) কবাট > কপাট Ο ঘ) রিক্সা > রিসকা
২৫. পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে – এমন উদাহরণ নিচের কোনটি?
Ο ক) আশা > আশ Ο খ) জানালা > জানলা Ο গ) বিলাতি > বিলিতি Ο ঘ) চক্র > চকক
২৬. রিকসা > রিসকা – কিসের উদাহরণ?
Ο ক) ব্যঞ্জন বিকৃতি Ο খ) ধ্বনি বিপর্যয় Ο গ) বিষমীভবন Ο ঘ) বিপ্রকর্ষ
২৭. স্বরভক্তির অপর নাম কী?
Ο ক) বিপ্রকর্ষ Ο খ) অভিশ্রুতি Ο গ) অন্ত্যস্বরাগম Ο ঘ) অপিনিহিতি
২৮. চ-বর্গীয় ধ্বনির আগে ‘ঙ’ থাকলে এর উচ্চারণ বৈশিষ্ট্য কী রকম থাকে?
Ο ক) হারিয়ে যায় Ο খ) বজায় থাকে Ο গ) জীবন্ত থাকে Ο ঘ) সহজ হয়
২৯. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
Ο ক) সমীভবন Ο খ) ব্যঞ্জন বিকৃতি Ο গ) ব্যঞ্জনদ্বিত্বতা Ο ঘ) বিষমীভবন
৩০. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) আজি > আইজ Ο খ) পিশাচ > পিচাশ Ο গ) পাকা > পাক্কা Ο ঘ) স্কুল > ইস্কুর
৩১. ‘লগ্ন > লগগ’ কোন সমীভবন?
Ο ক) প্রগত Ο খ) পরাগত Ο গ) মধ্যগত Ο ঘ) অন্যান্য
৩২. ‘শরীর > শরীল’ – ধ্বনির পরিবর্তনে এটি কিসের উদাহরণ?
Ο ক) সমীভবন Ο খ) অন্তর্হতি Ο গ) ব্যঞ্জনচ্যুতি Ο ঘ) বিষমীভবন
৩৩. ‘পুরোহিত > পুরুত’ কিসের উদাহরণ?
Ο ক) ব্যঞ্জনচ্যুতি Ο খ) হ-কার লোপ Ο গ) অন্তর্হতি Ο ঘ) ব্যঞ্জন বিকৃতি
৩৪. কোনটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষের উদাহরণ?
Ο ক) রত্ন> রতন; ভ্রুভুরু Ο খ) সত্য> সইত্য Ο গ) বিলাত > বিলিতি Ο ঘ) ধপধপ > ধপাধপ
৩৫. আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে কোন স্বরসংগতি বলে?
Ο ক) আদি স্বরসংগতি Ο খ) পরাগত স্বরসংগতি Ο গ) প্রগত স্বরসংগতি Ο ঘ) মধ্য স্বরসংগতি
৩৬. কোন শব্দটি অন্যোন্য স্বরসংগতির উদাহরণ?
Ο ক) বিলিতি Ο খ) মুড়ো Ο গ) শিকে Ο ঘ) মুজো
৩৭. শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Ο ক) অপিনিহিতি Ο খ) অসমীকরণ Ο গ) ধ্বনি বিপর্যয় Ο ঘ) বিষমীভবন
৩৮. ক্লেশ > কিলেশ, প্রীতি > পিরীতি, গ্লাস > গেলাস – এগুলো কিসের উদাহরণ?
Ο ক) অপিনিহিতি Ο খ) স্বরসংগতি Ο গ) স্বরাগম Ο ঘ) সমীভবন
৩৯. স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
Ο ক) আদি স্বরাগম Ο খ) স্বরলোপ Ο গ) মধ্য স্বরাগম Ο ঘ) অন্ত্যস্বরাগম
৪০. Prothesis – অর্থ হলো –
Ο ক) মধ্যস্বরাগম Ο খ) আদি স্বরাগম Ο গ) অন্ত্যস্বরাগম Ο ঘ) অপিনিহিতি
৪১. একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কী বলে?
Ο ক) পরাগত Ο খ) সম্প্রকর্ষ Ο গ) স্বরসংগতি Ο ঘ) অন্ত্যস্বরাগম
সঠিক উত্তর:
১. (ঘ) ২. (ঘ) ৩. (ক) ৪. (খ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (খ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ঘ)
২১. (ঘ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2