ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ২য় অধ্যায় - ১ম পরিচ্ছেদ: ধ্বনিতত্ত্ব(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
Ο ক) ত বর্গ Ο খ) ট বর্গ Ο গ) চ বর্গ Ο ঘ) ক বর্গ
২. বাংলা লিপির উৎস কী?
Ο ক) আরবিলিপি Ο খ) সংস্কৃতলিপি Ο গ) ব্রাহ্মীলিপি Ο ঘ) চীনালিপি
৩. ‘ঝ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
Ο ক) ওষ্ঠ Ο খ) কন্ঠ Ο গ) মূর্ধা Ο ঘ) তালু
৪. নিচের কোন ফলাটি শব্দের প্রথম বর্ণে থাকলে উচ্চারণ হয় না?
Ο ক) য-ফলা Ο খ) ম-ফলা Ο গ) র-ফলা Ο ঘ) ল-ফলা
৫. য, র, ল, ব – এ চারটি বর্ণকে বলে –
Ο ক) স্পর্শ বর্ণ Ο খ) উষ্ম বর্ণ Ο গ) অন্তঃস্থ বর্ণ Ο ঘ) তালব্য বর্ণ
৬. অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি?
Ο ক) ট Ο খ) ব Ο গ) ফ Ο ঘ) ধ
৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
Ο ক) ১০টি Ο খ) ১২টি Ο গ) ১৩টি Ο ঘ) ১১টি
৮. কোন ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়?
Ο ক) অ Ο খ) এ Ο গ) ঈ Ο ঘ) ঐ
৯. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
Ο ক) শেষে Ο খ) মধ্যে Ο গ) আদিতে Ο ঘ) আদি-অন্তে
১০. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
Ο ক) বিবৃত হয় Ο খ) প্রকৃত হয় Ο গ) সংবৃত হয় Ο ঘ) অপ্রকৃত হয়
১১. বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে –
Ο ক) ৩২, ৮, ১০ Ο খ) ৩২, ৭, ১১ Ο গ) ৩০, ৮, ১২ Ο ঘ) ৩২, ৭, ৯
১২. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
Ο ক) ৭টি Ο খ) ৬টি Ο গ) ৫টি Ο ঘ) ৪টি
১৩. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
Ο ক) চ ছ জ ঝ ঞ Ο খ) ট ঠ ড ঢ ণ Ο গ) ত থ দ ধ ন Ο ঘ) প ফ ব ভ ম
১৪. উষ্মবর্ণের ‘শ’ বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণস্থান কোথায়?
Ο ক) ওষ্ঠে Ο খ) জিহ্বায় Ο গ) দন্তমূলে Ο ঘ) পশ্চাৎ দন্তমূলে
১৫. তাড়নজাত ধ্বনি কোনটি?
Ο ক) ব, ল Ο খ) র, ভ Ο গ) ত, খ Ο ঘ) ড়, ঢ়
১৬. নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হযেছে?
Ο ক) তৃণ Ο খ) মৌন Ο গ) অতি/করুণ/অতুল Ο ঘ) অমানিশা
১৭. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
Ο ক) বত্রিশটি Ο খ) দশটি Ο গ) আটটি Ο ঘ) এগারটি
১৮. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
Ο ক) ত্ + ন্ Ο খ) ত্ + ণ Ο গ) ত্ + ম Ο ঘ) ত্ + ত
১৯. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় – এরূপ স্বরধ্বনিকে কী বলে?
Ο ক) মৌলিক স্বর Ο খ) যৌগিক স্বর Ο গ) সাধিত স্বর Ο ঘ) অল্প স্বর
২০. নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
Ο ক) ক, ঙ Ο খ) ক, খ Ο গ) চ, জ Ο ঘ) খ, ঝ
২১. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়?
Ο ক) লুপ্ত হয় Ο খ) বজায় থাকে Ο গ) দ্বিত্ব হয় Ο ঘ) উহ্য থাকে
২২. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
Ο ক) কন্ঠ্যধ্বনি Ο খ) স্বরধ্বনি Ο গ) ব্যঞ্জনধ্বনি Ο ঘ) ইংরেজি ধ্বনি
২৩. ভাষার মূল উপাদান কী?
Ο ক) অক্ষর Ο খ) ধ্বনি Ο গ) বর্ণ Ο ঘ) শব্দ
২৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) আ-কার Ο খ) ই-কার Ο গ) ঈ-কার Ο ঘ) কার
২৫. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো –
Ο ক) অঘোষ ধ্বনি Ο খ) ঘোষধ্বনি Ο গ) অল্পপ্রাণ ধ্বনি Ο ঘ) মহাপ্রাণ ধ্বনি
২৬. শ, ষ, স, হ – এ চারটি বর্ণের নাম কী?
Ο ক) উষ্ম বর্ণ Ο খ) বর্গীয় বর্ণ Ο গ) কন্ঠ্য বর্ণ Ο ঘ) পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
২৭. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
Ο ক) ৩টি Ο খ) ৪টি Ο গ) ৫টি Ο ঘ) ৭টি
২৮. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
Ο ক) ঐ Ο খ) ঋ Ο গ) ঈ Ο ঘ) অ
২৯. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
Ο ক) অল্পপ্রাণ ধ্বনি Ο খ) অঘোষ ধ্বনি Ο গ) মহাপ্রাণ ধ্বনি Ο ঘ) শ্বাস ধ্বনি
৩০. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে?
Ο ক) ঘোষধ্বনি Ο খ) অঘোষ ধ্বনি Ο গ) উষ্মধ্বনি Ο ঘ) পার্শ্ব ধ্বনি
৩১. উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই Ο খ) তিন Ο গ) চার Ο ঘ) পাঁচ
৩২. শ, ষ, স, হ – এই চারটি কোন ধরনের ধ্বনি?
Ο ক) উষ্ম Ο খ) অন্তঃস্থ Ο গ) পার্শ্বিক Ο ঘ) তাড়নজাত
৩৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
Ο ক) এগারটি Ο খ) পঁচিশটি Ο গ) চল্লিশটি Ο ঘ) পঞ্চাশটি
৩৪. স্পর্শ ও উষ্মবর্ণের মাঝামাঝি বর্ণকে কী বলা হয়?
Ο ক) অন্তঃস্থ বর্ণ Ο খ) তাড়নজাত বর্ণ Ο গ) অনুনাসিক বর্ণ Ο ঘ) অঘোষ বর্ণ
৩৫. ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণের নাম –
Ο ক) স্পৃষ্ট ধ্বনি Ο খ) অন্তঃস্থ ধ্বনি Ο গ) পার্শ্বিক Ο ঘ) জিহ্বামূলীয় ধ্বনি
৩৬. বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Ο ক) ১৩টি Ο খ) ১১টি Ο গ) ৪৯টি Ο ঘ) ৩৯টি
৩৭. স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
Ο ক) স্বরধ্বনি যখন ব্যাঞ্জনধ্বনির সাথে যুক্ত হয় Ο খ) স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় Ο গ) ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে Ο ঘ) ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে
৩৮. সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?
Ο ক) বিবৃত Ο খ) অস্বাভাবিক Ο গ) অপ্রকৃত Ο ঘ) স্বাভাবিক
৩৯. একাক্ষর শব্দের ‘ই’ এবং ‘ঈ’ দুটোই কোন ধ্বনি?
Ο ক) হ্রস্ব স্বর Ο খ) দীর্ঘ হয় Ο গ) হ্রস্ব ও দীর্ঘ হয় Ο ঘ) প্রান্তিক হয়
৪০. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন – এর উচ্চারণ কেমন হয়?
Ο ক) সংবৃত Ο খ) বিবৃত Ο গ) দ্বিত্ব Ο ঘ) দ্রুত
৪১. খন্ড ত (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?
Ο ক) ‘খ’ বর্ণের Ο খ) ‘দ’ বর্ণের Ο গ) ‘ত’ বর্ণের Ο ঘ) ‘ধ’ বর্ণের
৪২. ‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
Ο ক) জিহ্বামূল Ο খ) অগ্রতালু Ο গ) পশ্চাৎ দন্তমূল Ο ঘ) অগ্র দন্তমূল
৪৩. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ কীরূপ হয়?
Ο ক) বিবৃত Ο খ) অসংবৃত Ο গ) বিস্তৃত Ο ঘ) সংবৃত
৪৪. কয়টি ব্যাঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
Ο ক) ৬টি Ο খ) ৭টি Ο গ) ৮টি Ο ঘ) ৯টি
৪৫. বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?
Ο ক) ৪টি Ο খ) ৫টি Ο গ) ৬টি Ο ঘ) ৭টি
৪৬. ‘ক্ষ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক) ক্ + ষ Ο খ) ষ্ + ক Ο গ) হ্ + ম Ο ঘ) ষ্ + ণ
৪৭. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
Ο ক) মূর্ধন্যধ্বনি Ο খ) দন্ত্যধ্বনি Ο গ) কন্ঠ্যধ্বনি Ο ঘ) তালব্য ধ্বনি
৪৮. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
Ο ক) ঙ্ + গ = ঙ্ঘ Ο খ) হ্ + ণ = হ্ন Ο গ) জ্ + ঞ = ঞ্জ Ο ঘ) ক্ + ষ = ক্ষ
৪৯. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
Ο ক) খঞ্জ Ο খ) জ্ঞান Ο গ) বিজ্ঞান Ο ঘ) সংজ্ঞা
৫০. অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
Ο ক) ৪টি Ο খ) ৬টি Ο গ) ১টি Ο ঘ) ২টি
সঠিক উত্তর:
১. (খ) ২. (গ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (গ) ৬. (গ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (গ) ১০. (গ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ঘ)
২৬. (ক) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
Ο ক) ত বর্গ Ο খ) ট বর্গ Ο গ) চ বর্গ Ο ঘ) ক বর্গ
২. বাংলা লিপির উৎস কী?
Ο ক) আরবিলিপি Ο খ) সংস্কৃতলিপি Ο গ) ব্রাহ্মীলিপি Ο ঘ) চীনালিপি
৩. ‘ঝ’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
Ο ক) ওষ্ঠ Ο খ) কন্ঠ Ο গ) মূর্ধা Ο ঘ) তালু
৪. নিচের কোন ফলাটি শব্দের প্রথম বর্ণে থাকলে উচ্চারণ হয় না?
Ο ক) য-ফলা Ο খ) ম-ফলা Ο গ) র-ফলা Ο ঘ) ল-ফলা
৫. য, র, ল, ব – এ চারটি বর্ণকে বলে –
Ο ক) স্পর্শ বর্ণ Ο খ) উষ্ম বর্ণ Ο গ) অন্তঃস্থ বর্ণ Ο ঘ) তালব্য বর্ণ
৬. অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য বর্ণ কোনটি?
Ο ক) ট Ο খ) ব Ο গ) ফ Ο ঘ) ধ
৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
Ο ক) ১০টি Ο খ) ১২টি Ο গ) ১৩টি Ο ঘ) ১১টি
৮. কোন ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়?
Ο ক) অ Ο খ) এ Ο গ) ঈ Ο ঘ) ঐ
৯. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
Ο ক) শেষে Ο খ) মধ্যে Ο গ) আদিতে Ο ঘ) আদি-অন্তে
১০. তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত ‘অ’ কী হয়?
Ο ক) বিবৃত হয় Ο খ) প্রকৃত হয় Ο গ) সংবৃত হয় Ο ঘ) অপ্রকৃত হয়
১১. বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে –
Ο ক) ৩২, ৮, ১০ Ο খ) ৩২, ৭, ১১ Ο গ) ৩০, ৮, ১২ Ο ঘ) ৩২, ৭, ৯
১২. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?
Ο ক) ৭টি Ο খ) ৬টি Ο গ) ৫টি Ο ঘ) ৪টি
১৩. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
Ο ক) চ ছ জ ঝ ঞ Ο খ) ট ঠ ড ঢ ণ Ο গ) ত থ দ ধ ন Ο ঘ) প ফ ব ভ ম
১৪. উষ্মবর্ণের ‘শ’ বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণস্থান কোথায়?
Ο ক) ওষ্ঠে Ο খ) জিহ্বায় Ο গ) দন্তমূলে Ο ঘ) পশ্চাৎ দন্তমূলে
১৫. তাড়নজাত ধ্বনি কোনটি?
Ο ক) ব, ল Ο খ) র, ভ Ο গ) ত, খ Ο ঘ) ড়, ঢ়
১৬. নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হযেছে?
Ο ক) তৃণ Ο খ) মৌন Ο গ) অতি/করুণ/অতুল Ο ঘ) অমানিশা
১৭. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?
Ο ক) বত্রিশটি Ο খ) দশটি Ο গ) আটটি Ο ঘ) এগারটি
১৮. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
Ο ক) ত্ + ন্ Ο খ) ত্ + ণ Ο গ) ত্ + ম Ο ঘ) ত্ + ত
১৯. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয় – এরূপ স্বরধ্বনিকে কী বলে?
Ο ক) মৌলিক স্বর Ο খ) যৌগিক স্বর Ο গ) সাধিত স্বর Ο ঘ) অল্প স্বর
২০. নিচের কোন বর্ণদ্বয় মহাপ্রাণ ধ্বনির উদাহরণ?
Ο ক) ক, ঙ Ο খ) ক, খ Ο গ) চ, জ Ο ঘ) খ, ঝ
২১. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কী হয়?
Ο ক) লুপ্ত হয় Ο খ) বজায় থাকে Ο গ) দ্বিত্ব হয় Ο ঘ) উহ্য থাকে
২২. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?
Ο ক) কন্ঠ্যধ্বনি Ο খ) স্বরধ্বনি Ο গ) ব্যঞ্জনধ্বনি Ο ঘ) ইংরেজি ধ্বনি
২৩. ভাষার মূল উপাদান কী?
Ο ক) অক্ষর Ο খ) ধ্বনি Ο গ) বর্ণ Ο ঘ) শব্দ
২৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Ο ক) আ-কার Ο খ) ই-কার Ο গ) ঈ-কার Ο ঘ) কার
২৫. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো –
Ο ক) অঘোষ ধ্বনি Ο খ) ঘোষধ্বনি Ο গ) অল্পপ্রাণ ধ্বনি Ο ঘ) মহাপ্রাণ ধ্বনি
২৬. শ, ষ, স, হ – এ চারটি বর্ণের নাম কী?
Ο ক) উষ্ম বর্ণ Ο খ) বর্গীয় বর্ণ Ο গ) কন্ঠ্য বর্ণ Ο ঘ) পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ
২৭. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
Ο ক) ৩টি Ο খ) ৪টি Ο গ) ৫টি Ο ঘ) ৭টি
২৮. যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি?
Ο ক) ঐ Ο খ) ঋ Ο গ) ঈ Ο ঘ) অ
২৯. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
Ο ক) অল্পপ্রাণ ধ্বনি Ο খ) অঘোষ ধ্বনি Ο গ) মহাপ্রাণ ধ্বনি Ο ঘ) শ্বাস ধ্বনি
৩০. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কী বলে?
Ο ক) ঘোষধ্বনি Ο খ) অঘোষ ধ্বনি Ο গ) উষ্মধ্বনি Ο ঘ) পার্শ্ব ধ্বনি
৩১. উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলোকে প্রথমত কত ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই Ο খ) তিন Ο গ) চার Ο ঘ) পাঁচ
৩২. শ, ষ, স, হ – এই চারটি কোন ধরনের ধ্বনি?
Ο ক) উষ্ম Ο খ) অন্তঃস্থ Ο গ) পার্শ্বিক Ο ঘ) তাড়নজাত
৩৩. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
Ο ক) এগারটি Ο খ) পঁচিশটি Ο গ) চল্লিশটি Ο ঘ) পঞ্চাশটি
৩৪. স্পর্শ ও উষ্মবর্ণের মাঝামাঝি বর্ণকে কী বলা হয়?
Ο ক) অন্তঃস্থ বর্ণ Ο খ) তাড়নজাত বর্ণ Ο গ) অনুনাসিক বর্ণ Ο ঘ) অঘোষ বর্ণ
৩৫. ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণের নাম –
Ο ক) স্পৃষ্ট ধ্বনি Ο খ) অন্তঃস্থ ধ্বনি Ο গ) পার্শ্বিক Ο ঘ) জিহ্বামূলীয় ধ্বনি
৩৬. বাংলা বর্ণমালায় ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
Ο ক) ১৩টি Ο খ) ১১টি Ο গ) ৪৯টি Ο ঘ) ৩৯টি
৩৭. স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
Ο ক) স্বরধ্বনি যখন ব্যাঞ্জনধ্বনির সাথে যুক্ত হয় Ο খ) স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় Ο গ) ব্যঞ্জনবর্ণের পূর্বে ব্যবহৃত হলে Ο ঘ) ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহৃত হলে
৩৮. সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?
Ο ক) বিবৃত Ο খ) অস্বাভাবিক Ο গ) অপ্রকৃত Ο ঘ) স্বাভাবিক
৩৯. একাক্ষর শব্দের ‘ই’ এবং ‘ঈ’ দুটোই কোন ধ্বনি?
Ο ক) হ্রস্ব স্বর Ο খ) দীর্ঘ হয় Ο গ) হ্রস্ব ও দীর্ঘ হয় Ο ঘ) প্রান্তিক হয়
৪০. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন – এর উচ্চারণ কেমন হয়?
Ο ক) সংবৃত Ο খ) বিবৃত Ο গ) দ্বিত্ব Ο ঘ) দ্রুত
৪১. খন্ড ত (ৎ) প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খন্ড রূপ?
Ο ক) ‘খ’ বর্ণের Ο খ) ‘দ’ বর্ণের Ο গ) ‘ত’ বর্ণের Ο ঘ) ‘ধ’ বর্ণের
৪২. ‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
Ο ক) জিহ্বামূল Ο খ) অগ্রতালু Ο গ) পশ্চাৎ দন্তমূল Ο ঘ) অগ্র দন্তমূল
৪৩. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ কীরূপ হয়?
Ο ক) বিবৃত Ο খ) অসংবৃত Ο গ) বিস্তৃত Ο ঘ) সংবৃত
৪৪. কয়টি ব্যাঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
Ο ক) ৬টি Ο খ) ৭টি Ο গ) ৮টি Ο ঘ) ৯টি
৪৫. বাংলা বর্ণমালায় অনুনাসিক বর্ণ কয়টি?
Ο ক) ৪টি Ο খ) ৫টি Ο গ) ৬টি Ο ঘ) ৭টি
৪৬. ‘ক্ষ’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Ο ক) ক্ + ষ Ο খ) ষ্ + ক Ο গ) হ্ + ম Ο ঘ) ষ্ + ণ
৪৭. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?
Ο ক) মূর্ধন্যধ্বনি Ο খ) দন্ত্যধ্বনি Ο গ) কন্ঠ্যধ্বনি Ο ঘ) তালব্য ধ্বনি
৪৮. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?
Ο ক) ঙ্ + গ = ঙ্ঘ Ο খ) হ্ + ণ = হ্ন Ο গ) জ্ + ঞ = ঞ্জ Ο ঘ) ক্ + ষ = ক্ষ
৪৯. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
Ο ক) খঞ্জ Ο খ) জ্ঞান Ο গ) বিজ্ঞান Ο ঘ) সংজ্ঞা
৫০. অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?
Ο ক) ৪টি Ο খ) ৬টি Ο গ) ১টি Ο ঘ) ২টি
সঠিক উত্তর:
১. (খ) ২. (গ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (গ) ৬. (গ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (গ) ১০. (গ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (গ) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ঘ)
২৬. (ক) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ঘ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2