ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় - ২য় পরিচ্ছেদ: বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ব্যাকরণের কাজ কী?
Ο ক) ভালো বক্তা তৈরি করা Ο খ) ভালো অভিনেতা তৈরি করা Ο গ) দ্রুত লেখা শেখনো Ο ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
২. বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়?
Ο ক) দু প্রকার Ο খ) তিন প্রকার Ο গ) চার প্রকার Ο ঘ) পাঁচ প্রকার
৩. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
Ο ক) বাগধারার Ο খ) অঙ্গ-প্রত্যঙ্গের Ο গ) বাগযন্ত্রের Ο ঘ) চক্ষু ও কর্ণের
৪. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে?
Ο ক) ধ্বনিতত্ত্ব অংশে Ο খ) রূপতত্ত্ব অংশে Ο গ) বাক্যতত্ত্ব অংশে Ο ঘ) অভিধানতত্ত্ব অংশে
৫. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী?
Ο ক) ব্যাকরণ পাঠের ফলে ভাষার কাল নির্ণয় করা যায় Ο খ) ব্যাকরণ মানুষকে রুচিশীল করে Ο গ) ব্যাকরণ পাঠ করে ভাষায় বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা যায় Ο ঘ) চরিত্রবান হওয়া যায়
৬. রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো –
Ο ক) সন্ধি, ণত্ব-বিধান, পদ Ο খ) শব্দ গঠন, পদ পরিবর্তন Ο গ) পদক্রম, পদ পরিবর্তন Ο ঘ) ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
৭. সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?
Ο ক) দুটি Ο খ) তিনটি Ο গ) চারটি Ο ঘ) পাঁচটি
৮. ‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) রূপতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
৯. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না?
Ο ক) অব্যয় Ο খ) সর্বনাম Ο গ) ক্রিয়া Ο ঘ) বিশেষণ
১০. ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
Ο ক) ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব Ο গ) রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব Ο ঘ) বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
১১. প্রকৃতি কয় প্রকার?
Ο ক) তিন প্রকার Ο খ) চার প্রকার Ο গ) দুই প্রকার Ο ঘ) পাঁচ প্রকার
১২. রূপতত্ত্বের অপর নাম কী?
Ο ক) বাক্যতত্ত্ব Ο খ) শব্দতত্ত্ব Ο গ) ধ্বনিতত্ত্ব Ο ঘ) পদক্রম
১৩. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Ο ক) বাক্যতত্ত্বে Ο খ) শব্দতত্ত্বে Ο গ) ধ্বনিতত্ত্বে Ο ঘ) ভাষাতত্ত্বে
১৪. ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয় –
Ο ক) বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান Ο খ) শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয় Ο গ) বাক্য প্রকরণ, বাক্য, বাগধারা ইত্যাদি Ο ঘ) ওপরের সব কয়টি
১৫. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
Ο ক) বাক্যতত্ত্বে Ο খ) রূপতত্ত্বে Ο গ) শব্দতত্ত্বে Ο ঘ) ধ্বনিতত্ত্বে
১৬. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) ভাষাতত্ত্বের Ο খ) রূপতত্ত্বের Ο গ) ধ্বনিতত্ত্বের Ο ঘ) বাক্যতত্ত্বের
১৭. শব্দমূল কোনটি?
Ο ক) নাম প্রকৃতি Ο খ) প্রত্যয় Ο গ) বিভক্তি Ο ঘ) ক্রিয়া বিভক্তি
১৮. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
Ο ক) বিশেষভাবে বিভাজন Ο খ) বিশেষভাবে বিশ্লেষণ Ο গ) বিশেষভাবে বিয়োজন Ο ঘ) বিশেষভাবে সংযোজন
১৯. ব্যাকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয় –
Ο ক) বাক্য, বাক্য, প্রকরণ, বাগধারা ইত্যাদি Ο খ) বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান ইত্যাদি Ο গ) শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদক পরিবর্তন Ο ঘ) উপরের কোনোটিই নয়
২০. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
Ο ক) গৌড়ীয় ব্যাকরণ Ο খ) মাগধীয় ব্যকরণ Ο গ) মাতৃভাষার ব্যাকরণ Ο ঘ) ভাষা ও ব্যাকরণ
২১. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Ο ক) ধ্বনিতত্ত্বে Ο খ) রূপতত্ত্বে Ο গ) বাক্যতত্ত্বে Ο ঘ) অর্থতত্ত্বে
২২. ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে?
Ο ক) ধ্বনি Ο খ) বর্ণ Ο গ) অক্ষর Ο ঘ) কার
২৩. ণত্ব বিধান ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে?
Ο ক) শব্দতত্ত্বে Ο খ) ধ্বনিতত্ত্বে Ο গ) বাক্যতত্ত্বে Ο ঘ) পদক্রমে
২৪. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
Ο ক) সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান Ο খ) বাক্য গঠন ও উচ্চারণ Ο গ) সন্ধি, উপসর্গ ও প্রত্যয় Ο ঘ) বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
২৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
Ο ক) ধ্বনিমূল Ο খ) শব্দমূল Ο গ) রূপ Ο ঘ) রূপমূল
২৬. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
Ο ক) উইলিয়াম কেরী Ο খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ Ο গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় Ο ঘ) মি. এন. বি. হ্যালহেড
২৭. ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) রূপতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব Ο গ) পদক্রম Ο ঘ) বাক্য প্রকরণ
২৮. বাক্যতত্ত্বের অপর নাম কী?
Ο ক) রূপতত্ত্ব Ο খ) শব্দতত্ত্ব Ο গ) ধ্বনিতত্ত্ব Ο ঘ) পদক্রম
২৯. কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
Ο ক) বাগধারা Ο খ) সমাস Ο গ) কারক Ο ঘ) সন্ধি
৩০. ‘ধাতুরূপ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Ο ক) ধ্বনিতত্ত্বে Ο খ) রূপতত্ত্বে Ο গ) বাক্যতত্ত্বে Ο ঘ) ছন্দতত্ত্বে
৩১. সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Ο ক) শব্দতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
৩২. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) রূপতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) ছন্দতত্ত্ব
৩৩. ‘গৌড়ীয় ব্যাকরণ’ কোনটি?
Ο ক) এন. বি. হ্যালহেড রচিত ব্যাকরণ Ο খ) ড. সুনীতিকুমার রচিত বাংলা ব্যাকরণ Ο গ) রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণ
৩৪. কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
Ο ক) ধ্বনি Ο খ) কারক Ο গ) ছন্দ Ο ঘ) বাক্য
৩৫. ‘পদ-প্রকরণ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) রূপতত্ত্বের Ο খ) ধ্বনিতত্ত্বের Ο গ) বাক্যতত্ত্বের Ο ঘ) অর্থতত্ত্বের
৩৬. এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
Ο ক) রূপ Ο খ) বাক্য Ο গ) অর্থ Ο ঘ) শব্দ
৩৭. শব্দতত্ত্বের অপর নাম কী?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) রূপতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
৩৮. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
Ο ক) ভাষার সংবিধান Ο খ) ভাষার সংযোজন Ο গ) ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান Ο ঘ) বিশেষভাবে বিশ্লেষণ
৩৯. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) প্রবন্ধ রচনা Ο গ) ভাব-সম্প্রসারণ Ο ঘ) বিরচন
৪০. বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
Ο ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় Ο খ) রাজা রামমোহন রায় Ο গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ Ο ঘ) ড. এনামুল হক
৪১. ণত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) রূপতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
১. (ঘ) ২. (ক) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক) ১১. (গ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (গ) ২০. (ক)
২১. (ক) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (ক)
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ব্যাকরণের কাজ কী?
Ο ক) ভালো বক্তা তৈরি করা Ο খ) ভালো অভিনেতা তৈরি করা Ο গ) দ্রুত লেখা শেখনো Ο ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
২. বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়?
Ο ক) দু প্রকার Ο খ) তিন প্রকার Ο গ) চার প্রকার Ο ঘ) পাঁচ প্রকার
৩. ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?
Ο ক) বাগধারার Ο খ) অঙ্গ-প্রত্যঙ্গের Ο গ) বাগযন্ত্রের Ο ঘ) চক্ষু ও কর্ণের
৪. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে?
Ο ক) ধ্বনিতত্ত্ব অংশে Ο খ) রূপতত্ত্ব অংশে Ο গ) বাক্যতত্ত্ব অংশে Ο ঘ) অভিধানতত্ত্ব অংশে
৫. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী?
Ο ক) ব্যাকরণ পাঠের ফলে ভাষার কাল নির্ণয় করা যায় Ο খ) ব্যাকরণ মানুষকে রুচিশীল করে Ο গ) ব্যাকরণ পাঠ করে ভাষায় বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা যায় Ο ঘ) চরিত্রবান হওয়া যায়
৬. রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো –
Ο ক) সন্ধি, ণত্ব-বিধান, পদ Ο খ) শব্দ গঠন, পদ পরিবর্তন Ο গ) পদক্রম, পদ পরিবর্তন Ο ঘ) ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান
৭. সব ভাষারই ব্যাকরণে প্রধানত কয়টি বিষয়ের আলোচনা করা হয়?
Ο ক) দুটি Ο খ) তিনটি Ο গ) চারটি Ο ঘ) পাঁচটি
৮. ‘বচন, লিঙ্গ, সমাস’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) রূপতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
৯. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না?
Ο ক) অব্যয় Ο খ) সর্বনাম Ο গ) ক্রিয়া Ο ঘ) বিশেষণ
১০. ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কী কী?
Ο ক) ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব Ο গ) রূপতত্ত্ব, পদক্রম, ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব Ο ঘ) বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব
১১. প্রকৃতি কয় প্রকার?
Ο ক) তিন প্রকার Ο খ) চার প্রকার Ο গ) দুই প্রকার Ο ঘ) পাঁচ প্রকার
১২. রূপতত্ত্বের অপর নাম কী?
Ο ক) বাক্যতত্ত্ব Ο খ) শব্দতত্ত্ব Ο গ) ধ্বনিতত্ত্ব Ο ঘ) পদক্রম
১৩. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Ο ক) বাক্যতত্ত্বে Ο খ) শব্দতত্ত্বে Ο গ) ধ্বনিতত্ত্বে Ο ঘ) ভাষাতত্ত্বে
১৪. ব্যাকরণের ‘ধ্বনিতত্ত্ব’ অংশে আলোচিত হয় –
Ο ক) বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান Ο খ) শব্দ, পদ, লিঙ্গ, বচন, কারক, সমাস, প্রত্যয় Ο গ) বাক্য প্রকরণ, বাক্য, বাগধারা ইত্যাদি Ο ঘ) ওপরের সব কয়টি
১৫. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
Ο ক) বাক্যতত্ত্বে Ο খ) রূপতত্ত্বে Ο গ) শব্দতত্ত্বে Ο ঘ) ধ্বনিতত্ত্বে
১৬. ‘বচন ও লিঙ্গ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) ভাষাতত্ত্বের Ο খ) রূপতত্ত্বের Ο গ) ধ্বনিতত্ত্বের Ο ঘ) বাক্যতত্ত্বের
১৭. শব্দমূল কোনটি?
Ο ক) নাম প্রকৃতি Ο খ) প্রত্যয় Ο গ) বিভক্তি Ο ঘ) ক্রিয়া বিভক্তি
১৮. ‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
Ο ক) বিশেষভাবে বিভাজন Ο খ) বিশেষভাবে বিশ্লেষণ Ο গ) বিশেষভাবে বিয়োজন Ο ঘ) বিশেষভাবে সংযোজন
১৯. ব্যাকরণের ‘রূপতত্ত্ব’ অংশে আলোচিত হয় –
Ο ক) বাক্য, বাক্য, প্রকরণ, বাগধারা ইত্যাদি Ο খ) বর্ণ, সন্ধি, ণত্ব বিধান, ষত্ব বিধান ইত্যাদি Ο গ) শব্দ প্রকরণ, পদ প্রকরণ, লিঙ্গ, বচন, শব্দরূপ, ক্রিয়ার কাল, পুরুষ, ধাতুরূপ, পদক পরিবর্তন Ο ঘ) উপরের কোনোটিই নয়
২০. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
Ο ক) গৌড়ীয় ব্যাকরণ Ο খ) মাগধীয় ব্যকরণ Ο গ) মাতৃভাষার ব্যাকরণ Ο ঘ) ভাষা ও ব্যাকরণ
২১. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Ο ক) ধ্বনিতত্ত্বে Ο খ) রূপতত্ত্বে Ο গ) বাক্যতত্ত্বে Ο ঘ) অর্থতত্ত্বে
২২. ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে?
Ο ক) ধ্বনি Ο খ) বর্ণ Ο গ) অক্ষর Ο ঘ) কার
২৩. ণত্ব বিধান ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়ে থাকে?
Ο ক) শব্দতত্ত্বে Ο খ) ধ্বনিতত্ত্বে Ο গ) বাক্যতত্ত্বে Ο ঘ) পদক্রমে
২৪. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কী কী?
Ο ক) সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান Ο খ) বাক্য গঠন ও উচ্চারণ Ο গ) সন্ধি, উপসর্গ ও প্রত্যয় Ο ঘ) বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
২৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
Ο ক) ধ্বনিমূল Ο খ) শব্দমূল Ο গ) রূপ Ο ঘ) রূপমূল
২৬. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
Ο ক) উইলিয়াম কেরী Ο খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ Ο গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় Ο ঘ) মি. এন. বি. হ্যালহেড
২৭. ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) রূপতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব Ο গ) পদক্রম Ο ঘ) বাক্য প্রকরণ
২৮. বাক্যতত্ত্বের অপর নাম কী?
Ο ক) রূপতত্ত্ব Ο খ) শব্দতত্ত্ব Ο গ) ধ্বনিতত্ত্ব Ο ঘ) পদক্রম
২৯. কোন বিষয়টি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়?
Ο ক) বাগধারা Ο খ) সমাস Ο গ) কারক Ο ঘ) সন্ধি
৩০. ‘ধাতুরূপ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Ο ক) ধ্বনিতত্ত্বে Ο খ) রূপতত্ত্বে Ο গ) বাক্যতত্ত্বে Ο ঘ) ছন্দতত্ত্বে
৩১. সমাস ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Ο ক) শব্দতত্ত্ব Ο খ) ধ্বনিতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
৩২. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) রূপতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) ছন্দতত্ত্ব
৩৩. ‘গৌড়ীয় ব্যাকরণ’ কোনটি?
Ο ক) এন. বি. হ্যালহেড রচিত ব্যাকরণ Ο খ) ড. সুনীতিকুমার রচিত বাংলা ব্যাকরণ Ο গ) রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার ব্যাকরণ Ο ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণ
৩৪. কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?
Ο ক) ধ্বনি Ο খ) কারক Ο গ) ছন্দ Ο ঘ) বাক্য
৩৫. ‘পদ-প্রকরণ’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
Ο ক) রূপতত্ত্বের Ο খ) ধ্বনিতত্ত্বের Ο গ) বাক্যতত্ত্বের Ο ঘ) অর্থতত্ত্বের
৩৬. এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কী তৈরি হয়?
Ο ক) রূপ Ο খ) বাক্য Ο গ) অর্থ Ο ঘ) শব্দ
৩৭. শব্দতত্ত্বের অপর নাম কী?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) রূপতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
৩৮. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
Ο ক) ভাষার সংবিধান Ο খ) ভাষার সংযোজন Ο গ) ভাষা সম্বন্ধে বিশেষ জ্ঞান Ο ঘ) বিশেষভাবে বিশ্লেষণ
৩৯. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) প্রবন্ধ রচনা Ο গ) ভাব-সম্প্রসারণ Ο ঘ) বিরচন
৪০. বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন?
Ο ক) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় Ο খ) রাজা রামমোহন রায় Ο গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ Ο ঘ) ড. এনামুল হক
৪১. ণত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
Ο ক) ধ্বনিতত্ত্ব Ο খ) রূপতত্ত্ব Ο গ) বাক্যতত্ত্ব Ο ঘ) অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
১. (ঘ) ২. (ক) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ক) ১১. (গ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (গ) ২০. (ক)
২১. (ক) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2