ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ১ম অধ্যায় - ১ম পরিচ্ছেদ: ভাষা(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘হারিকিরি’ শব্দের অর্থ –
Ο ক) হারানো Ο খ) রিক্সা Ο গ) আত্মহত্যা Ο ঘ) আত্মরক্ষা
২. সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
Ο ক) বিশেষ্য ও বিশেষণ Ο খ) সর্বনাম ও ক্রিয়া Ο গ) বিশেষ্য ও ক্রিয়া Ο ঘ) ক্রিয়া ও বিশেষণ
৩. ‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
Ο ক) কথ্য রীতি Ο খ) আঞ্চলিক রীতি Ο গ) আধুনিক রীতি Ο ঘ) সাধু রীতি
৪. নিচের কোনটি ফরাসি শব্দ?
Ο ক) হরতাল Ο খ) পাদ্রি Ο গ) তোপ Ο ঘ) কুপন
৫. নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ?
Ο ক) হরতাল Ο খ) পাউরুটি Ο গ) তুরুপ Ο ঘ) রেস্তোরাঁ
৬. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
Ο ক) ইংরেজি + আরবি Ο খ) ইংরেজি + ফারসি Ο গ) ইংরেজি + বাংলা Ο ঘ) ইংরেজি + হিন্দি
৭. ভাষা কী?
Ο ক) উচ্চারণের প্রতীক Ο খ) কন্ঠের উচ্চারণ Ο গ) ভাব প্রকাশের মাধ্যম Ο ঘ) ধ্বনির সমষ্টি
৮. বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে কোনটি অন্তরায় হতে পারে?
Ο ক) যদি প্রত্যেকে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি Ο খ) প্রত্যেকে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে Ο গ) আঞ্চলিক ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে Ο ঘ) আঞ্চলিক ভাষাকে তুচ্ছজ্ঞান করলে
৯. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
Ο ক) প্রাচীন যুগে Ο খ) মধ্যযুগে Ο গ) ইংরেজ আগমনের পরে Ο ঘ) স্বাধীনতা যুদ্ধের পরে
১০. ‘ভবন’ কোন শ্রেণির শব্দ?
Ο ক) পারিভাষিক শব্দ Ο খ) যৌগিক শব্দ Ο গ) তৎসম শব্দ Ο ঘ) তদ্ভব শব্দ
১১. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Ο ক) সূর্য Ο খ) সুনাম Ο গ) জবান Ο ঘ) জ্যোছনা
১২. মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
Ο ক) অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে Ο খ) কন্ঠধ্বনির সাহায্যে Ο গ) চিত্রাঙ্কনের সাহায্যে Ο ঘ) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
১৩. এক অক্ষর বিশিষ্ট সব সময় –
Ο ক) হ্রস্ব হয় Ο খ) হ্রস্ব হয় না Ο গ) দীর্ঘ হয় Ο ঘ) দীর্ঘ হয় না
১৪. উপভাষার আর এক নাম কী?
Ο ক) দেশীয় ভাষা Ο খ) মূল ভাষা Ο গ) আঞ্চলিক ভাষা Ο ঘ) বাংলা ভাষা
১৫. নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য?
Ο ক) তৎসম শব্দবহুল Ο খ) অপরিবর্তনীয় Ο গ) পদবিন্যাস সুনিয়ন্ত্রিত Ο ঘ) তদ্ভব শব্দবহুল
১৬. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
Ο ক) কুরআন Ο খ) রোযা/যাকাত Ο গ) নালিশ Ο ঘ) ঈদ
১৭. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
Ο ক) মুখবিবর ও জিহ্বা Ο খ) কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা Ο গ) দন্ত ও ওষ্ঠ Ο ঘ) মুঞবিবর, জিহ্বা ও ওষ্ঠ
১৮. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আভিজাত্যপূর্ণ Ο খ) পদবিন্যাস সুনির্দিষ্ট Ο গ) কৃত্রিমতাবর্জিত Ο ঘ) কাঠামো অপরিবর্তনীয়
১৯. কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না?
Ο ক) দেশি Ο খ) তদ্ভব Ο গ) অর্ধতৎসম Ο ঘ) তৎসম
২০. ‘পকেটমার’ শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে?
Ο ক) ইংরেজি+ফার্সি Ο খ) ইংরেজি+তৎসম Ο গ) ইংরেজি+বাংলা Ο ঘ) ইংরেজি+আরবি
২১. নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?
Ο ক) বোষ্টম Ο খ) দেশ Ο গ) গঞ্জ Ο ঘ) কেচ্ছা
২২. কোনটি বিদেশি শব্দ নয়?
Ο ক) পত্র Ο খ) দোয়াত Ο গ) কলেজ Ο ঘ) আইন
২৩. ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
Ο ক) মনের সাহায্যে Ο খ) অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে Ο গ) ঠোঁটের সাহায্যে Ο ঘ) বাগযন্ত্রের সাহায্যে
২৪. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
Ο ক) লেখ্য Ο খ) কথ্য Ο গ) আঞ্চলিক Ο ঘ) উপভাষা
২৫. ‘হরতন’, ‘রুইতন’ শব্দগুলো কোন ভাষার শব্দ?
Ο ক) ওলন্দাজ Ο খ) পর্তুগিজ Ο গ) ফরাসি Ο ঘ) জাপানি
২৬. সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’ এর প্রাকৃত রূপ কোনটি?
Ο ক) চম্মকার Ο খ) চম্মকর Ο গ) চম্মআর Ο ঘ) চম্মার
২৭. তদ্ভব কোন ধরনের শব্দ?
Ο ক) পারিভাষিক Ο খ) সংস্কৃত Ο গ) হিন্দি Ο ঘ) আঞ্চলিক
২৮. ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
Ο ক) এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে Ο খ) এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে Ο গ) এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে Ο ঘ) এ রীতি পরিবর্তনশীল বলে
২৯. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ?
Ο ক) কিতাব Ο খ) পেনসিল Ο গ) হাকিম Ο ঘ) আনারস
৩০. নিচের কোনটি মুন্ডারী ভাষার শব্দ?
Ο ক) চাকু Ο খ) চিনি Ο গ) চুলা Ο ঘ) চাকর
৩১. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
Ο ক) দেশ ও কালভেদে Ο খ) দেশ, কাল ও ব্যক্তিভেদে Ο গ) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে Ο ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে
৩২. কোন শব্দে ‘ষ’ – এর ব্যবহার হয় না?
Ο ক) বিদেশি Ο খ) তৎসম Ο গ) দেশি Ο ঘ) তদ্ভব
৩৩. কোনটি পর্তুগিজ শব্দ?
Ο ক) বালতি Ο খ) দারোগা Ο গ) চাহিদা Ο ঘ) নালিশ
৩৪. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
Ο ক) গুরুগম্ভীর Ο খ) কৃত্রিম Ο গ) পরিবর্তনশীল Ο ঘ) তৎসম শব্দবহুল
৩৫. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
Ο ক) তিনটি Ο খ) চারটি Ο গ) পাঁচটি Ο ঘ) ছয়টি
৩৬. মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
Ο ক) ধ্বনি Ο খ) শব্দ Ο গ) বাক্য Ο ঘ) ভাষা
৩৭. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
Ο ক) ইংরেজি-ফারসি Ο খ) ইংরেজি-আরবি Ο গ) ইংরেজি-সংস্কৃত Ο ঘ) বাংলা-আরবি
৩৮. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
Ο ক) তৎসম শব্দ Ο খ) তদ্ভব শব্দ Ο গ) অর্ধতৎসম শব্দ Ο ঘ) দেশি শব্দ
৩৯. পুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল। কোন রীতির বাক্য?
Ο ক) চরিত রীতি Ο খ) সাধুরীতি Ο গ) আঞ্চলিক কথ্য রীতি Ο ঘ) প্রমিত রীতি
৪০. বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে কী বলে?
Ο ক) দেশি শব্দ Ο খ) সংকর শব্দ Ο গ) মুন্ডারি শব্দ Ο ঘ) পারিভাষিক শব্দ
৪১. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) বুন Ο খ) বুনো Ο গ) বন Ο ঘ) বূন
৪২. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি Ο খ) ফারসি Ο গ) পর্তুগিজ Ο ঘ) ফরাসি
৪৩. সাধু ভাষারীতির বাক্য কোনটি?
Ο ক) জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ Ο খ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে Ο গ) ধান কাটা হল সারা Ο ঘ) দেখে এলাম তারে
৪৪. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
Ο ক) পালি Ο খ) হিন্দি Ο গ) উড়িয়া Ο ঘ) বঙ্গকামরূপী
৪৫. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ?
Ο ক) তুলা, সহিত Ο খ) জুতো, মাথা Ο গ) পড়িল, দেখে Ο ঘ) বুনো, তুলো
৪৬. ‘তৎসম’ অর্থ ‘তার সমান’ – এই ‘তার’ কিসের?
Ο ক) বাংলার Ο খ) প্রাকৃতের Ο গ) সংস্কৃতের Ο ঘ) ইংরেজির
৪৭. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
Ο ক) শব্দ Ο খ) বাক্য Ο গ) পদ Ο ঘ) অক্ষর
৪৮. নিচের কোনটি তৎসম শব্দ?
Ο ক) চন্দ্র/ধর্ম Ο খ) গিন্নী Ο গ) ডিঙ্গা Ο ঘ) ঈমান
৪৯. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি –
Ο ক) শব্দ Ο খ) বর্ণ Ο গ) অর্থ Ο ঘ) ভাষা
৫০. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
Ο ক) হরতাল Ο খ) লুঙ্গি Ο গ) রিক্সা Ο ঘ) চাকু
সঠিক উত্তর:
১. (গ) ২. (খ) ৩. (ঘ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (গ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (গ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ক)
২৬. (গ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. ‘হারিকিরি’ শব্দের অর্থ –
Ο ক) হারানো Ο খ) রিক্সা Ο গ) আত্মহত্যা Ο ঘ) আত্মরক্ষা
২. সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
Ο ক) বিশেষ্য ও বিশেষণ Ο খ) সর্বনাম ও ক্রিয়া Ο গ) বিশেষ্য ও ক্রিয়া Ο ঘ) ক্রিয়া ও বিশেষণ
৩. ‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
Ο ক) কথ্য রীতি Ο খ) আঞ্চলিক রীতি Ο গ) আধুনিক রীতি Ο ঘ) সাধু রীতি
৪. নিচের কোনটি ফরাসি শব্দ?
Ο ক) হরতাল Ο খ) পাদ্রি Ο গ) তোপ Ο ঘ) কুপন
৫. নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ?
Ο ক) হরতাল Ο খ) পাউরুটি Ο গ) তুরুপ Ο ঘ) রেস্তোরাঁ
৬. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
Ο ক) ইংরেজি + আরবি Ο খ) ইংরেজি + ফারসি Ο গ) ইংরেজি + বাংলা Ο ঘ) ইংরেজি + হিন্দি
৭. ভাষা কী?
Ο ক) উচ্চারণের প্রতীক Ο খ) কন্ঠের উচ্চারণ Ο গ) ভাব প্রকাশের মাধ্যম Ο ঘ) ধ্বনির সমষ্টি
৮. বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানে কোনটি অন্তরায় হতে পারে?
Ο ক) যদি প্রত্যেকে আমরা আঞ্চলিক ভাষা পছন্দ করি Ο খ) প্রত্যেকে আঞ্চলিক ভাষাকে সর্বজনীন স্বীকৃতি দিলে Ο গ) আঞ্চলিক ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ হলে Ο ঘ) আঞ্চলিক ভাষাকে তুচ্ছজ্ঞান করলে
৯. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?
Ο ক) প্রাচীন যুগে Ο খ) মধ্যযুগে Ο গ) ইংরেজ আগমনের পরে Ο ঘ) স্বাধীনতা যুদ্ধের পরে
১০. ‘ভবন’ কোন শ্রেণির শব্দ?
Ο ক) পারিভাষিক শব্দ Ο খ) যৌগিক শব্দ Ο গ) তৎসম শব্দ Ο ঘ) তদ্ভব শব্দ
১১. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Ο ক) সূর্য Ο খ) সুনাম Ο গ) জবান Ο ঘ) জ্যোছনা
১২. মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
Ο ক) অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে Ο খ) কন্ঠধ্বনির সাহায্যে Ο গ) চিত্রাঙ্কনের সাহায্যে Ο ঘ) ঘোষ ও অঘোষ ধ্বনির সাহায্যে
১৩. এক অক্ষর বিশিষ্ট সব সময় –
Ο ক) হ্রস্ব হয় Ο খ) হ্রস্ব হয় না Ο গ) দীর্ঘ হয় Ο ঘ) দীর্ঘ হয় না
১৪. উপভাষার আর এক নাম কী?
Ο ক) দেশীয় ভাষা Ο খ) মূল ভাষা Ο গ) আঞ্চলিক ভাষা Ο ঘ) বাংলা ভাষা
১৫. নিচের কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য?
Ο ক) তৎসম শব্দবহুল Ο খ) অপরিবর্তনীয় Ο গ) পদবিন্যাস সুনিয়ন্ত্রিত Ο ঘ) তদ্ভব শব্দবহুল
১৬. কোনটি ধর্মসংক্রান্ত ফারসি শব্দ?
Ο ক) কুরআন Ο খ) রোযা/যাকাত Ο গ) নালিশ Ο ঘ) ঈদ
১৭. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি?
Ο ক) মুখবিবর ও জিহ্বা Ο খ) কন্ঠ, ওষ্ঠ ও জিহ্বা Ο গ) দন্ত ও ওষ্ঠ Ο ঘ) মুঞবিবর, জিহ্বা ও ওষ্ঠ
১৮. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) আভিজাত্যপূর্ণ Ο খ) পদবিন্যাস সুনির্দিষ্ট Ο গ) কৃত্রিমতাবর্জিত Ο ঘ) কাঠামো অপরিবর্তনীয়
১৯. কোন প্রকার শব্দগুলোর মূল নির্ধারণ করা যায় না?
Ο ক) দেশি Ο খ) তদ্ভব Ο গ) অর্ধতৎসম Ο ঘ) তৎসম
২০. ‘পকেটমার’ শব্দে কোন কোন ভাষার শব্দ রয়েছে?
Ο ক) ইংরেজি+ফার্সি Ο খ) ইংরেজি+তৎসম Ο গ) ইংরেজি+বাংলা Ο ঘ) ইংরেজি+আরবি
২১. নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ?
Ο ক) বোষ্টম Ο খ) দেশ Ο গ) গঞ্জ Ο ঘ) কেচ্ছা
২২. কোনটি বিদেশি শব্দ নয়?
Ο ক) পত্র Ο খ) দোয়াত Ο গ) কলেজ Ο ঘ) আইন
২৩. ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?
Ο ক) মনের সাহায্যে Ο খ) অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে Ο গ) ঠোঁটের সাহায্যে Ο ঘ) বাগযন্ত্রের সাহায্যে
২৪. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে?
Ο ক) লেখ্য Ο খ) কথ্য Ο গ) আঞ্চলিক Ο ঘ) উপভাষা
২৫. ‘হরতন’, ‘রুইতন’ শব্দগুলো কোন ভাষার শব্দ?
Ο ক) ওলন্দাজ Ο খ) পর্তুগিজ Ο গ) ফরাসি Ο ঘ) জাপানি
২৬. সংস্কৃত ‘চর্মকার’ শব্দটির তদ্ভব ‘চামার’ এর প্রাকৃত রূপ কোনটি?
Ο ক) চম্মকার Ο খ) চম্মকর Ο গ) চম্মআর Ο ঘ) চম্মার
২৭. তদ্ভব কোন ধরনের শব্দ?
Ο ক) পারিভাষিক Ο খ) সংস্কৃত Ο গ) হিন্দি Ο ঘ) আঞ্চলিক
২৮. ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন?
Ο ক) এ রীতি কৃত্রিমতাবর্জিত বলে Ο খ) এ রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে Ο গ) এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে Ο ঘ) এ রীতি পরিবর্তনশীল বলে
২৯. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ?
Ο ক) কিতাব Ο খ) পেনসিল Ο গ) হাকিম Ο ঘ) আনারস
৩০. নিচের কোনটি মুন্ডারী ভাষার শব্দ?
Ο ক) চাকু Ο খ) চিনি Ο গ) চুলা Ο ঘ) চাকর
৩১. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?
Ο ক) দেশ ও কালভেদে Ο খ) দেশ, কাল ও ব্যক্তিভেদে Ο গ) কাল, পরিবেশ ও ব্যক্তিভেদে Ο ঘ) দেশ, কাল ও পরিবেশভেদে
৩২. কোন শব্দে ‘ষ’ – এর ব্যবহার হয় না?
Ο ক) বিদেশি Ο খ) তৎসম Ο গ) দেশি Ο ঘ) তদ্ভব
৩৩. কোনটি পর্তুগিজ শব্দ?
Ο ক) বালতি Ο খ) দারোগা Ο গ) চাহিদা Ο ঘ) নালিশ
৩৪. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
Ο ক) গুরুগম্ভীর Ο খ) কৃত্রিম Ο গ) পরিবর্তনশীল Ο ঘ) তৎসম শব্দবহুল
৩৫. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
Ο ক) তিনটি Ο খ) চারটি Ο গ) পাঁচটি Ο ঘ) ছয়টি
৩৬. মানুষের কন্ঠ নিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?
Ο ক) ধ্বনি Ο খ) শব্দ Ο গ) বাক্য Ο ঘ) ভাষা
৩৭. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
Ο ক) ইংরেজি-ফারসি Ο খ) ইংরেজি-আরবি Ο গ) ইংরেজি-সংস্কৃত Ο ঘ) বাংলা-আরবি
৩৮. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী?
Ο ক) তৎসম শব্দ Ο খ) তদ্ভব শব্দ Ο গ) অর্ধতৎসম শব্দ Ο ঘ) দেশি শব্দ
৩৯. পুল পেরিয়ে সামনে একটি বাঁশ বাগান পড়ল। কোন রীতির বাক্য?
Ο ক) চরিত রীতি Ο খ) সাধুরীতি Ο গ) আঞ্চলিক কথ্য রীতি Ο ঘ) প্রমিত রীতি
৪০. বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে কী বলে?
Ο ক) দেশি শব্দ Ο খ) সংকর শব্দ Ο গ) মুন্ডারি শব্দ Ο ঘ) পারিভাষিক শব্দ
৪১. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
Ο ক) বুন Ο খ) বুনো Ο গ) বন Ο ঘ) বূন
৪২. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?
Ο ক) আরবি Ο খ) ফারসি Ο গ) পর্তুগিজ Ο ঘ) ফরাসি
৪৩. সাধু ভাষারীতির বাক্য কোনটি?
Ο ক) জননী-জন্মভূমি স্বর্গাপেক্ষা শ্রেষ্ঠ Ο খ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে Ο গ) ধান কাটা হল সারা Ο ঘ) দেখে এলাম তারে
৪৪. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়?
Ο ক) পালি Ο খ) হিন্দি Ο গ) উড়িয়া Ο ঘ) বঙ্গকামরূপী
৪৫. কোন শব্দগুচ্ছ সাধুভাষার উদাহরণ?
Ο ক) তুলা, সহিত Ο খ) জুতো, মাথা Ο গ) পড়িল, দেখে Ο ঘ) বুনো, তুলো
৪৬. ‘তৎসম’ অর্থ ‘তার সমান’ – এই ‘তার’ কিসের?
Ο ক) বাংলার Ο খ) প্রাকৃতের Ο গ) সংস্কৃতের Ο ঘ) ইংরেজির
৪৭. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?
Ο ক) শব্দ Ο খ) বাক্য Ο গ) পদ Ο ঘ) অক্ষর
৪৮. নিচের কোনটি তৎসম শব্দ?
Ο ক) চন্দ্র/ধর্ম Ο খ) গিন্নী Ο গ) ডিঙ্গা Ο ঘ) ঈমান
৪৯. এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম-শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি –
Ο ক) শব্দ Ο খ) বর্ণ Ο গ) অর্থ Ο ঘ) ভাষা
৫০. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি?
Ο ক) হরতাল Ο খ) লুঙ্গি Ο গ) রিক্সা Ο ঘ) চাকু
সঠিক উত্তর:
১. (গ) ২. (খ) ৩. (ঘ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (খ) ৯. (গ) ১০. (গ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (ঘ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (গ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ক)
২৬. (গ) ২৭. (ক) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2