ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৭: গদ্য - মানুষ মুহাম্মদ (স.) (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য ছিল -
Ο ক) গৌরবের
Ο খ) অনুপ্রেরণার
Ο গ) আশীর্বাদের
Ο ঘ) অপমানের
সঠিক উত্তর: (ক)
২. মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি বরণীয়। কারণ তিনি -
i. সর্বগুণে গুণান্বিত
ii. ত্যাগে মহিমান্বিত
iii. কল্যাণ কামনায় স্বচ্ছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
Ο ক) হযরত ফাতিমা (রা)
Ο খ) হযরত আবুবকর (রা)
Ο গ) হযরত আলী (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (খ)
৪. “হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল” - এখানে ‘আঁধার ঘনাইয়া আসিল’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) দিন শেষ হয়ে এলো
Ο খ) রাতের আগমন ঘটল
Ο গ) শোক বিহবল হয়ে পড়ল
Ο ঘ) আনন্দে উদ্বেল হলো
সঠিক উত্তর: (গ)
৫. বহুলোক কেন জমায়েত হন?
Ο ক) যুদ্ধে যাবার প্রস্তুতি নিতে
Ο খ) রসুলুল্লাহর পীড়ার খবর শুনে
Ο গ) রসুলুল্রাহর নিমন্ত্রণ পেয়ে
Ο ঘ) রসুলুল্লাহর বক্তৃতা শুনতে
সঠিক উত্তর: (খ)
৬. হযরত মুহম্মদ (স) কিসের আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন?
Ο ক) মানুষের পক্ষে যা আচরণীয়
Ο খ) সত্যের পথে যা অর্জিত
Ο গ) ইসলামের পথে যা মহান
Ο ঘ) ধর্মের পথে যা আচরণীয়
সঠিক উত্তর: (ক)
৭. ‘শিথিল অঙ্গ মাটিতে লুটাইল’ - কার?
Ο ক) হযরত আবুবকরের
Ο খ) হযরত আয়েশার
Ο গ) হযরত ওমরের
Ο ঘ) হযরত ওসমানের
সঠিক উত্তর: (গ)
৮. ‘আল-আমিন’ কথাটির অর্থ কী?
Ο ক) প্রতিনিধি
Ο খ) সত্যবাদী
Ο গ) শেষ পয়গম্বর
Ο ঘ) বিশ্বাসী
সঠিক উত্তর: (ঘ)
৯. ‘তিনি রাসুল কিন্তু তিনি মানুষ’ - একথা বৃদ্ধ আবুবকর কাদের বুঝিয়েছেন?
Ο ক) বিধর্মীগনকে
Ο খ) মূর্ছিত মুসলিমকে
Ο গ) হযরত ওমর (রা) কে
Ο ঘ) পৌত্তলিকগণকে
সঠিক উত্তর: (খ)
১০. “বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী” - হযরত মুহম্মদ (স) - এর লাবণ্যের বর্ণনা দিতে গিয়ে কে একথা বলেছিলেন?
Ο ক) হযরত খাদিজা
Ο খ) উম্মে মা’বদ
Ο গ) হযরত আয়েশা
Ο ঘ) আবু মা’বদ
সঠিক উত্তর: (খ)
১১. ‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য’ - মহানবি (স) এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁর -
i. অকপট সত্যভাষ্য
ii. নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতাবোধ
iii. নিজের অকিঞ্চিৎকরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. হযরত মুহম্মদ (স) - এর সহধর্মিনী হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) বিবি খাদিজা
Ο খ) রাবেয়া বসরী
Ο গ) বিবি সবুরা
Ο ঘ) বিবি তাহেরা
সঠিক উত্তর: (ক)
১৩. ‘কিন্তু তিনি মানুষ’ - হযরত মুহম্মদ (স) সম্পর্কে এই কথাটি কার?
Ο ক) মহামতি আবুবকরের
Ο খ) বীরবাহু উমরের
Ο গ) বিয়োগবিধুরা আয়েশার
Ο ঘ) উম্ম মা’বদ এর
সঠিক উত্তর: (ক)
১৪. হযরতের মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন কে?
Ο ক) ফাতেমা (রা)
Ο খ) হযরত আবুবকর (রা)
Ο গ) আয়েশা (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
সঠিক উত্তর: (গ)
১৫. ইসলামের প্রথম খলিফা হচ্ছেন -
Ο ক) হযরত আবুবকর
Ο খ) হযরত ওমর
Ο গ) হযরত আলী
Ο ঘ) হযরত ওসমান
সঠিক উত্তর: (ক)
১৬. ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (স) - এর সাথে হযরত আবুবকরের সম্পর্ক -
Ο ক) কিয়ৎ ঘনিষ্ঠতা
Ο খ) মোটামুটি ঘনিষ্ঠতা
Ο গ) সারাজীবনের বিশ্বস্ত সহচর
Ο ঘ) ঘনিষ্ঠহীন আত্মীয়তা
সঠিক উত্তর: (গ)
১৭. হযরত (স) - এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?
Ο ক) বক্তৃতায় বাধা পেয়ে
Ο খ) রাগে উত্তেজিত হয়ে
Ο গ) অন্ধের কথা শুনে
Ο ঘ) অন্যায় সহ্য করতে না পেরে
সঠিক উত্তর: (ক)
১৮. ‘রুধির ধারা’ শব্দের অর্থ কী?
Ο ক) রক্তের ধারা
Ο খ) ঝরনাধারা
Ο গ) মরুঝড়
Ο ঘ) নদীর স্রোত
সঠিক উত্তর: (ক)
১৯. হযরত মুহম্মদ (স) প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন?
Ο ক) ক্ষমা
Ο খ) কল্যাণ
Ο গ) সাহায্য
Ο ঘ) করুণা
সঠিক উত্তর: (ক)
২০. কোন লেখকের জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ?
Ο ক) মীর মশাররফ হোসেন
Ο খ) মোহাম্মদ ওয়াজেদ আলী
Ο গ) এয়াকুব আলী চৌধুরী
Ο ঘ) মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর: (খ)
২১. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) মরুভাস্কর
Ο খ) প্রলয় শিখা
Ο গ) মাটির পৃথিবী
Ο ঘ) বনি আদম
সঠিক উত্তর: (ক)
২২. সকলের জন্য অবধারিত হলো -
Ο ক) ইহলোক
Ο খ) পরলোক
Ο গ) অমরতা
Ο ঘ) স্বর্গবাস
সঠিক উত্তর: (খ)
২৩. মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Ο ক) দৈনিক মোহাম্মদী
Ο খ) দৈনিক আজাদ
Ο গ) দৈনিক ইনকিলাব
Ο ঘ) দৈনিক ইত্তেফাক
সঠিক উত্তর: (ক)
২৪. কোনটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ নয়?
Ο ক) মরুভাস্কর
Ο খ) স্মার্ণা-নন্দিনী
Ο গ) পাঞ্জেরি
Ο ঘ) সৈয়দ আহমদ
সঠিক উত্তর: (গ)
২৫. মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন?
Ο ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৯৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)
২৬. হযরত মুহম্মদ (স) এর রূপ, গুণ ও সততা কাকে আকর্ষণ করেছিল?
Ο ক) বিবি আয়েশাকে
Ο খ) বিবি খাদিজাকে
Ο গ) বিবি উম্মে হানীকে
Ο ঘ) হযরত ওমরকে
সঠিক উত্তর: (খ)
২৭. মোহাম্মদ ওয়াজেদ আলী কত খ্রিস্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯৫২ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
Ο খ) ১৯৫৩ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
Ο গ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর
Ο ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৮. বিধর্মীদের কাছে মুহম্মদ (স) ছিলেন -
i. স্বীকৃত, শ্রদ্ধেয়, মার্জিত
ii. স্মরণীয়, বরণীয়, পূজনীয়
iii. উপহসিত, অবহেলিত, অস্বীকৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন -
Ο ক) ৬ নভেম্বর
Ο খ) ৮ নভেম্বর
Ο গ) ১০ নভেম্বর
Ο ঘ) ১২ নভেম্বর
সঠিক উত্তর: (খ)
৩০. মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে গ্রহণ করেন -
Ο ক) শিক্ষকতাকে
Ο খ) ব্যবসায়কে
Ο গ) কোর্টের চাকরিকে
Ο ঘ) সাংবাদিকতাকে
সঠিক উত্তর: (ঘ)
৩১. “শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুশয্যার পাশে উপস্থিত ছিলেন” - কথাটির সমর্থনে নিচের কোনটি গ্রহণযোগ্য?
Ο ক) হযরম ওমর (রা)
Ο খ) হযরত আবুবকর (রা)
Ο গ) হযরত ওসমান (রা)
Ο ঘ) হযরত বেলাল (রা)
সঠিক উত্তর: (খ)
৩২. ‘স্থিতধী’ অর্থ কী?
Ο ক) স্থির বুদ্ধিসম্পন্ন
Ο খ) এক জায়গায় স্থির থাকা
Ο গ) শুভ বুদ্ধিসম্পন্ন
Ο ঘ) এক জায়গায় স্থির না থাকা
সঠিক উত্তর: (ক)
৩৩. বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় ছিল মহানবি (স) এর -
i. সাধনা
ii. ত্যাগ
iii. কল্যাণচিন্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. “আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।” এ উক্তি প্রমাণ করে হযরত ছিলেন -
i. নিরহংকারী মানুষ
ii. আপনাকে তুচ্ছভাবাপন্ন ব্যক্তি
iii. মানুষের মন জয়ে পটু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫. বিবি আয়েশার বুকে শোকের মাতম উঠল কেন?
Ο ক) ছেলের মৃত্যুতে
Ο খ) বোনের মৃত্যুতে
Ο গ) স্বামীর মৃত্যুতে
Ο ঘ) বাবার মৃত্যুতে
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
Ο ক) মহানবির ধর্ম প্রচার
Ο খ) মহানবির মানবীয় গুণাবলি
Ο গ) মহানবির পারিবারিক জীবন
Ο ঘ) মহানবির ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
৩৭. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে লেখক হযরত মুহম্মদ (স) - এর রূপলাবণ্য ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
Ο ক) সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ
Ο খ) বেঁটে প্রকৃতির
Ο গ) খুব লম্বা
Ο ঘ) খুব স্বাস্থ্যবান
সঠিক উত্তর: (ক)
৩৮. আঘাতে জর্জরিত হযরত মুহম্মদ (স) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?
Ο ক) পৌত্তলিকদের জন্য
Ο খ) মুনাফিকদের জন্য
Ο গ) ইহুদিদের জন্য
Ο ঘ) নাসারাদের জন্য
সঠিক উত্তর: (ক)
৩৯. ছাগীদুগ্ধ দিয়ে কে হযরত মুহম্মদ (স) - এর তৃষ্ণা দূর করেন?
Ο ক) খাদিজা
Ο খ) আয়েশা
Ο গ) উম্মে মা’বদ
Ο ঘ) আবু মা’বদ
সঠিক উত্তর: (গ)
৪০. ‘অহর্নিশি’ শব্দের অর্থ কী?
Ο ক) দিনরাত্রি
Ο খ) নিশীথ রাত
Ο গ) অন্ধকার
Ο ঘ) সন্ধিক্ষণ
সঠিক উত্তর: (ক)
৪১. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে ব্যবহৃত ‘ধনসম্পদ’ শব্দটির গঠন প্রক্রিযা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) দ্বিগু সমাস
Ο খ) দ্বন্ধ সমাস
Ο গ) তৎপুরুষ সমাস
Ο ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: (খ)
৪২. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’ এ উক্তিতে ফুটে উঠেছে -
i. উদারতা
ii. মহানুভবতা
iii. সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. মহানবি (স) পাপীদের ভালোবাসতেন, কারণ তারা -
Ο ক) অজ্ঞ
Ο খ) সরল
Ο গ) অনুতপ্ত
Ο ঘ) বিপন্ন
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘এমন সময় একটি লোক তাঁহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল’ - ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে উল্লিখিত লোকটি কার ভয়ে কাঁপতেছিল?
Ο ক) হযরত আবুবকর (রা)
Ο খ) হযরত ওমর (রা)
Ο গ) হযরত ওসমান (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
সঠিক উত্তর: (গ)
৪৫. মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
Ο ক) বিষাদসিন্ধু
Ο খ) বিষের বাঁশি
Ο গ) স্মার্ণানন্দিনী
Ο ঘ) মেঘমল্লার
সঠিক উত্তর: (গ)
৪৬. কী বেশে মহানবি (স) মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন?
Ο ক) নিঃস্ব কাঙালের বেশে
Ο খ) নিতান্ত সাধারণ বেশে
Ο গ) সুভ্র সন্তের বেশে
Ο ঘ) অভিজাত নাগরিক বেশে
সঠিক উত্তর: (ক)
৪৭. সহজ-সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য?
Ο ক) মীর মশাররফ হোসেন
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) আবু ইসহাক
Ο ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী
সঠিক উত্তর: (ঘ)
৪৮. যারা আল্লাহর উপাসক তাদের কী জানা উচিত?
Ο ক) রাসুলুল্লাহ অমর
Ο খ) রাসুলুল্লাহ প্রথম নবি
Ο গ) আল্লাহ অমর
Ο ঘ) রাসুলুল্লাহ প্রকৃত যোদ্ধা
সঠিক উত্তর: (গ)
৪৯. সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র হয়ে উঠেছিল -
Ο ক) সুন্দর
Ο খ) আদর্শ
Ο গ) কোমল
Ο ঘ) মধুময়
সঠিক উত্তর: (ঘ)
৫০. হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যু সংবাদ হযরত ওমর (রা) কীভাবে গ্রহণ করেছিলেন?
Ο ক) ধারবাহিকভাবে
Ο খ) উত্তেজিতভাবে
Ο গ) কান্নায় ভেঙে পড়ে
Ο ঘ) স্বাভাবিকভাবে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য ছিল -
Ο ক) গৌরবের
Ο খ) অনুপ্রেরণার
Ο গ) আশীর্বাদের
Ο ঘ) অপমানের
সঠিক উত্তর: (ক)
২. মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি বরণীয়। কারণ তিনি -
i. সর্বগুণে গুণান্বিত
ii. ত্যাগে মহিমান্বিত
iii. কল্যাণ কামনায় স্বচ্ছ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩. কে শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?
Ο ক) হযরত ফাতিমা (রা)
Ο খ) হযরত আবুবকর (রা)
Ο গ) হযরত আলী (রা)
Ο ঘ) হযরত উমর (রা)
সঠিক উত্তর: (খ)
৪. “হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল” - এখানে ‘আঁধার ঘনাইয়া আসিল’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) দিন শেষ হয়ে এলো
Ο খ) রাতের আগমন ঘটল
Ο গ) শোক বিহবল হয়ে পড়ল
Ο ঘ) আনন্দে উদ্বেল হলো
সঠিক উত্তর: (গ)
৫. বহুলোক কেন জমায়েত হন?
Ο ক) যুদ্ধে যাবার প্রস্তুতি নিতে
Ο খ) রসুলুল্লাহর পীড়ার খবর শুনে
Ο গ) রসুলুল্রাহর নিমন্ত্রণ পেয়ে
Ο ঘ) রসুলুল্লাহর বক্তৃতা শুনতে
সঠিক উত্তর: (খ)
৬. হযরত মুহম্মদ (স) কিসের আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন?
Ο ক) মানুষের পক্ষে যা আচরণীয়
Ο খ) সত্যের পথে যা অর্জিত
Ο গ) ইসলামের পথে যা মহান
Ο ঘ) ধর্মের পথে যা আচরণীয়
সঠিক উত্তর: (ক)
৭. ‘শিথিল অঙ্গ মাটিতে লুটাইল’ - কার?
Ο ক) হযরত আবুবকরের
Ο খ) হযরত আয়েশার
Ο গ) হযরত ওমরের
Ο ঘ) হযরত ওসমানের
সঠিক উত্তর: (গ)
৮. ‘আল-আমিন’ কথাটির অর্থ কী?
Ο ক) প্রতিনিধি
Ο খ) সত্যবাদী
Ο গ) শেষ পয়গম্বর
Ο ঘ) বিশ্বাসী
সঠিক উত্তর: (ঘ)
৯. ‘তিনি রাসুল কিন্তু তিনি মানুষ’ - একথা বৃদ্ধ আবুবকর কাদের বুঝিয়েছেন?
Ο ক) বিধর্মীগনকে
Ο খ) মূর্ছিত মুসলিমকে
Ο গ) হযরত ওমর (রা) কে
Ο ঘ) পৌত্তলিকগণকে
সঠিক উত্তর: (খ)
১০. “বড় সুন্দর, বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী” - হযরত মুহম্মদ (স) - এর লাবণ্যের বর্ণনা দিতে গিয়ে কে একথা বলেছিলেন?
Ο ক) হযরত খাদিজা
Ο খ) উম্মে মা’বদ
Ο গ) হযরত আয়েশা
Ο ঘ) আবু মা’বদ
সঠিক উত্তর: (খ)
১১. ‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য’ - মহানবি (স) এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁর -
i. অকপট সত্যভাষ্য
ii. নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতাবোধ
iii. নিজের অকিঞ্চিৎকরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. হযরত মুহম্মদ (স) - এর সহধর্মিনী হিসেবে নিচের কোন নামটি সমর্থনযোগ্য?
Ο ক) বিবি খাদিজা
Ο খ) রাবেয়া বসরী
Ο গ) বিবি সবুরা
Ο ঘ) বিবি তাহেরা
সঠিক উত্তর: (ক)
১৩. ‘কিন্তু তিনি মানুষ’ - হযরত মুহম্মদ (স) সম্পর্কে এই কথাটি কার?
Ο ক) মহামতি আবুবকরের
Ο খ) বীরবাহু উমরের
Ο গ) বিয়োগবিধুরা আয়েশার
Ο ঘ) উম্ম মা’বদ এর
সঠিক উত্তর: (ক)
১৪. হযরতের মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন কে?
Ο ক) ফাতেমা (রা)
Ο খ) হযরত আবুবকর (রা)
Ο গ) আয়েশা (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
সঠিক উত্তর: (গ)
১৫. ইসলামের প্রথম খলিফা হচ্ছেন -
Ο ক) হযরত আবুবকর
Ο খ) হযরত ওমর
Ο গ) হযরত আলী
Ο ঘ) হযরত ওসমান
সঠিক উত্তর: (ক)
১৬. ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (স) - এর সাথে হযরত আবুবকরের সম্পর্ক -
Ο ক) কিয়ৎ ঘনিষ্ঠতা
Ο খ) মোটামুটি ঘনিষ্ঠতা
Ο গ) সারাজীবনের বিশ্বস্ত সহচর
Ο ঘ) ঘনিষ্ঠহীন আত্মীয়তা
সঠিক উত্তর: (গ)
১৭. হযরত (স) - এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?
Ο ক) বক্তৃতায় বাধা পেয়ে
Ο খ) রাগে উত্তেজিত হয়ে
Ο গ) অন্ধের কথা শুনে
Ο ঘ) অন্যায় সহ্য করতে না পেরে
সঠিক উত্তর: (ক)
১৮. ‘রুধির ধারা’ শব্দের অর্থ কী?
Ο ক) রক্তের ধারা
Ο খ) ঝরনাধারা
Ο গ) মরুঝড়
Ο ঘ) নদীর স্রোত
সঠিক উত্তর: (ক)
১৯. হযরত মুহম্মদ (স) প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন?
Ο ক) ক্ষমা
Ο খ) কল্যাণ
Ο গ) সাহায্য
Ο ঘ) করুণা
সঠিক উত্তর: (ক)
২০. কোন লেখকের জন্মস্থান সাতক্ষীরা জেলার বাঁশদহ?
Ο ক) মীর মশাররফ হোসেন
Ο খ) মোহাম্মদ ওয়াজেদ আলী
Ο গ) এয়াকুব আলী চৌধুরী
Ο ঘ) মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর: (খ)
২১. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ο ক) মরুভাস্কর
Ο খ) প্রলয় শিখা
Ο গ) মাটির পৃথিবী
Ο ঘ) বনি আদম
সঠিক উত্তর: (ক)
২২. সকলের জন্য অবধারিত হলো -
Ο ক) ইহলোক
Ο খ) পরলোক
Ο গ) অমরতা
Ο ঘ) স্বর্গবাস
সঠিক উত্তর: (খ)
২৩. মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
Ο ক) দৈনিক মোহাম্মদী
Ο খ) দৈনিক আজাদ
Ο গ) দৈনিক ইনকিলাব
Ο ঘ) দৈনিক ইত্তেফাক
সঠিক উত্তর: (ক)
২৪. কোনটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ নয়?
Ο ক) মরুভাস্কর
Ο খ) স্মার্ণা-নন্দিনী
Ο গ) পাঞ্জেরি
Ο ঘ) সৈয়দ আহমদ
সঠিক উত্তর: (গ)
২৫. মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন?
Ο ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
Ο গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৫৯৩ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর: (খ)
২৬. হযরত মুহম্মদ (স) এর রূপ, গুণ ও সততা কাকে আকর্ষণ করেছিল?
Ο ক) বিবি আয়েশাকে
Ο খ) বিবি খাদিজাকে
Ο গ) বিবি উম্মে হানীকে
Ο ঘ) হযরত ওমরকে
সঠিক উত্তর: (খ)
২৭. মোহাম্মদ ওয়াজেদ আলী কত খ্রিস্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) ১৯৫২ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
Ο খ) ১৯৫৩ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
Ο গ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর
Ο ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর
সঠিক উত্তর: (ঘ)
২৮. বিধর্মীদের কাছে মুহম্মদ (স) ছিলেন -
i. স্বীকৃত, শ্রদ্ধেয়, মার্জিত
ii. স্মরণীয়, বরণীয়, পূজনীয়
iii. উপহসিত, অবহেলিত, অস্বীকৃত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৯. মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন -
Ο ক) ৬ নভেম্বর
Ο খ) ৮ নভেম্বর
Ο গ) ১০ নভেম্বর
Ο ঘ) ১২ নভেম্বর
সঠিক উত্তর: (খ)
৩০. মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে গ্রহণ করেন -
Ο ক) শিক্ষকতাকে
Ο খ) ব্যবসায়কে
Ο গ) কোর্টের চাকরিকে
Ο ঘ) সাংবাদিকতাকে
সঠিক উত্তর: (ঘ)
৩১. “শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যুশয্যার পাশে উপস্থিত ছিলেন” - কথাটির সমর্থনে নিচের কোনটি গ্রহণযোগ্য?
Ο ক) হযরম ওমর (রা)
Ο খ) হযরত আবুবকর (রা)
Ο গ) হযরত ওসমান (রা)
Ο ঘ) হযরত বেলাল (রা)
সঠিক উত্তর: (খ)
৩২. ‘স্থিতধী’ অর্থ কী?
Ο ক) স্থির বুদ্ধিসম্পন্ন
Ο খ) এক জায়গায় স্থির থাকা
Ο গ) শুভ বুদ্ধিসম্পন্ন
Ο ঘ) এক জায়গায় স্থির না থাকা
সঠিক উত্তর: (ক)
৩৩. বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় ছিল মহানবি (স) এর -
i. সাধনা
ii. ত্যাগ
iii. কল্যাণচিন্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪. “আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই।” এ উক্তি প্রমাণ করে হযরত ছিলেন -
i. নিরহংকারী মানুষ
ii. আপনাকে তুচ্ছভাবাপন্ন ব্যক্তি
iii. মানুষের মন জয়ে পটু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩৫. বিবি আয়েশার বুকে শোকের মাতম উঠল কেন?
Ο ক) ছেলের মৃত্যুতে
Ο খ) বোনের মৃত্যুতে
Ο গ) স্বামীর মৃত্যুতে
Ο ঘ) বাবার মৃত্যুতে
সঠিক উত্তর: (গ)
৩৬. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কী?
Ο ক) মহানবির ধর্ম প্রচার
Ο খ) মহানবির মানবীয় গুণাবলি
Ο গ) মহানবির পারিবারিক জীবন
Ο ঘ) মহানবির ক্ষমতা
সঠিক উত্তর: (খ)
৩৭. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে লেখক হযরত মুহম্মদ (স) - এর রূপলাবণ্য ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
Ο ক) সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ
Ο খ) বেঁটে প্রকৃতির
Ο গ) খুব লম্বা
Ο ঘ) খুব স্বাস্থ্যবান
সঠিক উত্তর: (ক)
৩৮. আঘাতে জর্জরিত হযরত মুহম্মদ (স) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?
Ο ক) পৌত্তলিকদের জন্য
Ο খ) মুনাফিকদের জন্য
Ο গ) ইহুদিদের জন্য
Ο ঘ) নাসারাদের জন্য
সঠিক উত্তর: (ক)
৩৯. ছাগীদুগ্ধ দিয়ে কে হযরত মুহম্মদ (স) - এর তৃষ্ণা দূর করেন?
Ο ক) খাদিজা
Ο খ) আয়েশা
Ο গ) উম্মে মা’বদ
Ο ঘ) আবু মা’বদ
সঠিক উত্তর: (গ)
৪০. ‘অহর্নিশি’ শব্দের অর্থ কী?
Ο ক) দিনরাত্রি
Ο খ) নিশীথ রাত
Ο গ) অন্ধকার
Ο ঘ) সন্ধিক্ষণ
সঠিক উত্তর: (ক)
৪১. ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে ব্যবহৃত ‘ধনসম্পদ’ শব্দটির গঠন প্রক্রিযা হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
Ο ক) দ্বিগু সমাস
Ο খ) দ্বন্ধ সমাস
Ο গ) তৎপুরুষ সমাস
Ο ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: (খ)
৪২. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’ এ উক্তিতে ফুটে উঠেছে -
i. উদারতা
ii. মহানুভবতা
iii. সহিষ্ণুতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৩. মহানবি (স) পাপীদের ভালোবাসতেন, কারণ তারা -
Ο ক) অজ্ঞ
Ο খ) সরল
Ο গ) অনুতপ্ত
Ο ঘ) বিপন্ন
সঠিক উত্তর: (ক)
৪৪. ‘এমন সময় একটি লোক তাঁহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল’ - ‘মানুষ মুহম্মদ (স)’ প্রবন্ধে উল্লিখিত লোকটি কার ভয়ে কাঁপতেছিল?
Ο ক) হযরত আবুবকর (রা)
Ο খ) হযরত ওমর (রা)
Ο গ) হযরত ওসমান (রা)
Ο ঘ) হযরত আলী (রা)
সঠিক উত্তর: (গ)
৪৫. মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ কোনটি?
Ο ক) বিষাদসিন্ধু
Ο খ) বিষের বাঁশি
Ο গ) স্মার্ণানন্দিনী
Ο ঘ) মেঘমল্লার
সঠিক উত্তর: (গ)
৪৬. কী বেশে মহানবি (স) মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন?
Ο ক) নিঃস্ব কাঙালের বেশে
Ο খ) নিতান্ত সাধারণ বেশে
Ο গ) সুভ্র সন্তের বেশে
Ο ঘ) অভিজাত নাগরিক বেশে
সঠিক উত্তর: (ক)
৪৭. সহজ-সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য?
Ο ক) মীর মশাররফ হোসেন
Ο খ) কাজী নজরুল ইসলাম
Ο গ) আবু ইসহাক
Ο ঘ) মোহাম্মদ ওয়াজেদ আলী
সঠিক উত্তর: (ঘ)
৪৮. যারা আল্লাহর উপাসক তাদের কী জানা উচিত?
Ο ক) রাসুলুল্লাহ অমর
Ο খ) রাসুলুল্লাহ প্রথম নবি
Ο গ) আল্লাহ অমর
Ο ঘ) রাসুলুল্লাহ প্রকৃত যোদ্ধা
সঠিক উত্তর: (গ)
৪৯. সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র হয়ে উঠেছিল -
Ο ক) সুন্দর
Ο খ) আদর্শ
Ο গ) কোমল
Ο ঘ) মধুময়
সঠিক উত্তর: (ঘ)
৫০. হযরত মুহাম্মদ (স)-এর মৃত্যু সংবাদ হযরত ওমর (রা) কীভাবে গ্রহণ করেছিলেন?
Ο ক) ধারবাহিকভাবে
Ο খ) উত্তেজিতভাবে
Ο গ) কান্নায় ভেঙে পড়ে
Ο ঘ) স্বাভাবিকভাবে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla1