এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৬: গদ্য - আম আঁটির ভেঁপু (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৬: গদ্য - আম আঁটির ভেঁপু (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. অপুর পিস্তলের দাম কত ছিল?
Ο ক) দু পয়সা
Ο খ) চার পয়সা
Ο গ) পাঁচ পয়সা
Ο ঘ) সাত পয়সা
 সঠিক উত্তর: (ক)

 ২. মাতবর গোছের লোকটি হরিহরকে দেখে কী করল?
Ο ক) ইশারা করল
Ο খ) চেঁচিয়ে উঠল
Ο গ) জড়িয়ে ধরল
Ο ঘ) দন্ডবৎ হলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পারে নি কারণ -
i. আমে মুখ ভর্তি ছিল
ii. তাদের ইচ্ছা ছিল না
iii. উত্তরের সুযোগ ছিল না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪. হরিহরের রোয়াকের ভাঙা জায়গায় কোন গাছের বন গজিয়েছে?
Ο ক) বিছুটি কালমেঘ
Ο খ) কন্টিকারি
Ο গ) শিয়ালকাঁটা
Ο ঘ) নলখাগড়া
 সঠিক উত্তর: (ক)

 ৫. ‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহর একটু পরে কী করল?
Ο ক) লাঠি নিয়ে দুর্গাকে খুঁজতে গেল
Ο খ) অপুর ঘরে গেল
Ο গ) গোসল করতে গেল
Ο ঘ) খেতে বসল
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. সর্বজয়া ক্ষার কাঁচতে কোথায় গেছে?
Ο ক) ইঁদারায়
Ο খ) কলতলায়
Ο গ) ঘাটে
Ο ঘ) খালে
 সঠিক উত্তর: (গ)

 ৭. ‘গরাদে’ শব্দের অর্থ কী?
Ο ক) জানালার সিক
Ο খ) দরজার সিক
Ο গ) চালের বাঁশ
Ο ঘ) বেড়ার বাঁশ
 সঠিক উত্তর: (ক)

 ৮. কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার লাভ করেন?
Ο ক) পথের পাঁচালী
Ο খ) আরণ্যক
Ο গ) ইছামতি
Ο ঘ) দৃষ্টিপ্রদীপ
 সঠিক উত্তর: (গ)

 ৯. কোন কলেজ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আই.এ পাস করেন?
Ο ক) স্কটিশ কলেজ
Ο খ) বিদ্যাসাগর কলেজ
Ο গ) হিন্দু কলেজ
Ο ঘ) রিপন কলেজ
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. পটলিদের ডোবার ধারের আমগাছটার গুটি কখন ঝরে পড়ে?
Ο ক) সুর্যোদয়ের সময়
Ο খ) সকালের রোদে
Ο গ) দুপুরের রোদে
Ο ঘ) সূর্যাস্তের সময়
 সঠিক উত্তর: (গ)

 ১১. হরিহর রায়ের বাড়ির জানালা কপাট কী দিয়ে বাঁধা?
Ο ক) শক্ত তার দিয়ে
Ο খ) শক্ত জাল দিয়ে
Ο গ) পাটের দড়ি দিয়ে
Ο ঘ) নারিকেলের দড়ি দিয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. জীবনানন্দ দাশ গ্রামবাংলার প্রকৃতিকে তাঁর কবিতায় অসাধারণভাবে তুলে ধরেছেন। একই প্রবণতা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্যে। তাঁদের উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য -
i. প্রকৃতিপ্রেম
ii. দেশপ্রেম
iii. নিসর্গপ্রেম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. পিজরাপোলের আসামির ন্যায় পড়ে আছে -
Ο ক) কাঠের ঘোড়া
Ο খ) নাটা ফল
Ο গ) টিনের বাঁশি
Ο ঘ) খাপরা
 সঠিক উত্তর: (ক)

 ১৪. ‘ওতে খেলো হয়ে যেতে হয়’ বলতে হরিহর বোঝাতে চেয়েছে -
i. ব্যক্তিত্ব হালকা হয়ে যায়
ii. বলার সঙ্গে সঙ্গে রাজি হতে নেই
iii. সহজে কোনো কথায় রাজি হতে নেই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৫. অনেকদিন হরিহর রায়ের বাড়িটি -
Ο ক) রং করা হয় নি
Ο খ) চাল দেওয়া হয় নি
Ο গ) মেরামত করা হয় নি
Ο ঘ) বেড়া দেওয়া হয় নি
 সঠিক উত্তর: (গ)

 ১৬. দুর্গাদের বাড়ির চারদিকে কী?
Ο ক) ধানক্ষেত
Ο খ) পাটখেত
Ο গ) জঙ্গল
Ο ঘ) জলাশয়
 সঠিক উত্তর: (গ)

 ১৭. গঙ্গা-যমুনা খেলায় ব্যবহার করা হয়-
Ο ক) মার্বেল
Ο খ) লাঠি
Ο গ) খাপরা
Ο ঘ) নাটা ফল
 সঠিক উত্তর: (গ)

 ১৮. সদগোপেরা হরিহরের পায়ের ধুলো নিতে চায়, কারণ হরিহর -
i. আত্মীয় হওয়ায়
ii. উঁচু জাতের হওয়ায়
iii. শ্রদ্ধার পাত্র হওয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯. অপু কার অজ্ঞাতসারে কড়িগুলো চুরি করেছিল?
Ο ক) বাবার
Ο খ) বোনের
Ο গ) ঠাকুরের
Ο ঘ) মায়ের
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে?
Ο ক) বাটি
Ο খ) মসলা
Ο গ) পেঁয়াজ
Ο ঘ) লঙ্কা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. অপু ও দুর্গার মা তক্তার উপর কী রেখে দেয়?
Ο ক) তেল
Ο খ) লঙ্কা
Ο গ) মসলা
Ο ঘ) ক্ষার
 সঠিক উত্তর: (খ)

 ২২. বিভূতিভূষণের উপন্যাসে ফুটে উঠেছে -
i. প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপরেখা
ii. নাগরিক জীবনের দুঃখ-কষ্ট
iii. মানুষের সহজ-সরল জীবনচিত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ‘তুই অতগুলো খাবি দিদি?’ এ উক্তির মধ্য দিয়ে অপু কী বোঝাতে চেয়েছে?
Ο ক) দুর্গা অনেক বেশি খাচ্ছে
Ο খ) দুর্গা তাকে কম দিয়েছে
Ο গ) অপুর মনে খাবার ইচ্ছা তীব্র
Ο ঘ) অপু নিজেকে বঞ্চিত ভেবেছে
 সঠিক উত্তর: (খ)

 ২৪. অপুর কাঠের ঘোড়াটি কী অবস্থায় ছিল?
Ο ক) রং-ওঠা
Ο খ) চকচকে
Ο গ) নতুন
Ο ঘ) ভাঙ্গা
 সঠিক উত্তর: (ক)

 ২৫. হরিহর অনেকদিন বাড়ি মেরামত করতে পারেনি যে কারণে -
i. অর্থের অভাবে
ii. ইচ্ছার অভাবে
iii. মিস্ত্রির অভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬. দুর্গা কী ভেবে আবার বাড়ির বাইরে চলে গেল?
Ο ক) রড়া ফলের বিচি কুড়াবে বলে
Ο খ) আম তলায় আম কুড়াবে বলে
Ο গ) বাড়িতে ভালো লাগে না
Ο ঘ) প্রকৃতির মধ্যে থাকতে চায় বলে
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহরের ক্ষেত্রে যে বিষয়টি সমর্থনযোগ্য -
i. দরিদ্র
ii. উচ্চবংশীয়
iii. অকর্মা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘রোয়াক’ শব্দের অর্থ হলো -
Ο ক) বারান্দা
Ο খ) দরজা
Ο গ) উঠান
Ο ঘ) জানালা
 সঠিক উত্তর: (ক)

 ২৯. মাতবর লোকটি হরিহরকে ভাবে -
Ο ক) পিতৃতুল্য
Ο খ) দেবতুল্য
Ο গ) ভ্রাতৃতুল্য
Ο ঘ) গুরুতুল্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. দুর্গার চেহারার বৈশিষ্ট্য হলো -
i. দুর্গার রং কালো
ii. মুখের গড়ন মন্দ নয়
iii. মাথার চুল রুক্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩১. কার অজ্ঞাতসারে অপু কড়িগুলো নিয়েছিল?
Ο ক) বাবার
Ο খ) মায়ের
Ο গ) দিদির
Ο ঘ) প্রতিবেশির
 সঠিক উত্তর: (খ)

 ৩২. সর্বজয়া হরিহরকে দশঘরায় গিয়ে বসবাস করতে অনুপ্রাণিত করেছে। কারণ -
i. হরিহরের অভাব দূর হবে
ii. হরিহর আর্থিক সুবিধা পাবে
iii. হরিহর সম্মানের অধিকারী হবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩. অপুর দাঁত টক হয়েছে কী খেয়ে?
Ο ক) তেঁতুল
Ο খ) জলপাই
Ο গ) কামরাঙ্গা
Ο ঘ) আম
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. হরিহর যে মাতবর গোছের লোকের কথা বলেছে তার গোলার সংখ্যা কত?
Ο ক) তিন-চারটা
Ο খ) চার-পাঁচটা
Ο গ) পাঁচ-ছয়টা
Ο ঘ) সাত-আটটা
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. ‘চুপড়ি’ শব্দের অর্থ হলো -
Ο ক) ছোট থাল
Ο খ) ছোট ঝুড়ি
Ο গ) ছোট গামলা
Ο ঘ) ছোট ঘট
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. দুর্গা আঁচলের খুঁট খুলে কী বের করেছিল?
Ο ক) লাল ফলের বিচি
Ο খ) বৈচি ফলের বিচি
Ο গ) রড়া ফলের বিচি
Ο ঘ) তেলাকুচের বিচি
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
Ο ক) ময়লা লেগে থাকায়
Ο খ) আম কুচি লেগে থাকায়
Ο গ) নুনের গুঁড়া লেগে থাকায়
Ο ঘ) লঙ্কার গুঁড়া লেগে থাকায়
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. রায়বাড়ি থেকে হরিহর কত টাকা বেতন পায়?
Ο ক) ছয় টাকা
Ο খ) সাত টাকা
Ο গ) আট টাকা
Ο ঘ) নয় টাকা
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. দুর্গার বয়স কত?
Ο ক) নয়-দশ বছর
Ο খ) দশ-এগারো বছর
Ο গ) এগারো-বারো বছর
Ο ঘ) বারো-তেরো বছর
 সঠিক উত্তর: (খ)

 ৪০. দুর্গা পটলিদের বাগানে সিঁদুরকৌটার তলার আম কুড়িয়ে এনেছিল -
i. নিজেদের গাছ নেই বলে
ii. আম খাওয়ার লোভে
iii. অন্যের সর্বনাশের আশায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪১. ‘আম আঁটির ভেঁপু’ গল্পের মাতবর গোছের লোকটার জাত কী?
Ο ক) সদগোপ
Ο খ) দুলে
Ο গ) মেথর
Ο ঘ) কর্মকার
 সঠিক উত্তর: (ক)

 ৪২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন?
Ο ক) ৪ঠা সেপ্টেম্বর
Ο খ) ৩রা সেপ্টেম্বর
Ο গ) ২রা সেপ্টেম্বর
Ο ঘ) ১লা সেপ্টেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. হরিহর মজুমদার মশায়ের সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল কী নিয়ে?
Ο ক) অপুর পড়াশোনার বিষয়ে
Ο খ) দুর্গার বিয়ের বিষয়ে
Ο গ) নিজের অভাবের বিষযে
Ο ঘ) অন্যত্র বসবাসের বিষয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. দুর্গার রোয়াকে দাঁড়ানো অসম্ভব ছিল কেন?
Ο ক) মা দেখতে পাবে বলে
Ο খ) পায়ে ব্যথার কারণে
Ο গ) প্রচন্ড রোদের কারণে
Ο ঘ) সময় কম ছিল বলে
 সঠিক উত্তর: (গ)

 ৪৫. সর্বজয়ার মনে সংসার ত্যাগের ইচ্ছা জাগে কেন?
Ο ক) অভাবের কারণে
Ο খ) নিরাপত্তাহীনতার কারণে
Ο গ) অবিশ্বাসের কারণে
Ο ঘ) অসন্তোষের কারণে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. অপুর মহামূল্যবান সম্পত্তি হচ্ছে -
Ο ক) কাঠের ঘোড়া
Ο খ) নাটা ফল
Ο গ) টিনের বাঁশি
Ο ঘ) খাপরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রান্স পাস করেন?
Ο ক) বনগ্রাম
Ο খ) চৌদ্দগ্রাম
Ο গ) বনপাড়া
Ο ঘ) মুরারিপুর
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. ‘মৌরীফুল’ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের -
Ο ক) উপন্যাস
Ο খ) নাটক
Ο গ) গল্পগ্রন্থ
Ο ঘ) প্রবন্ধ
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. দুর্গা কী দেখতে বাইরে থেকে এসে বাড়ির ভেতরে উঁকি দিল?
Ο ক) দরজা খোলা আছে কি না
Ο খ) মা বাবা বাড়িতে আছে কি না
Ο গ) অপু দাঁড়িয়ে আছে কি না
Ο ঘ) কেউ তাকে দেখছে কি না
 সঠিক উত্তর: (খ)

 ৫০. দুর্গার বয়স প্রমাণ করে দুর্গা - i. কিশোরী ii. তরুণী iii. বৃদ্ধা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post