এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৫: গদ্য - নিরীহ বাঙালি (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৫: গদ্য - নিরীহ বাঙালি (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?
Ο ক) সাহসিকতা
Ο খ) ভীরুতা
Ο গ) স্নিগ্ধতা
Ο ঘ) কঠোরতা
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায় –
i. দুর্বল
ii. অবলা
iii. নিরীহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো –
i. ভালোবেসে
ii. পরিশ্রমে অনীহা
iii. নিজেদের সুবিধায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪. আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?
Ο ক) রসালো
Ο খ) তিতা
Ο গ) পানসে
Ο ঘ) টক
 সঠিক উত্তর: (ক)

 ৫. ‘ভাঙ্গাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?
Ο ক) জীর্ণ কাঁথা
Ο খ) কালিডোর
Ο গ) কুন্তলীন
Ο ঘ) ভগ্ন শূর্প
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো -
Ο ক) ইতিবাচক
Ο খ) নেতিবাচক
Ο গ) হাস্যরসাত্মক
Ο ঘ) প্রশংসাবাচক
 সঠিক উত্তর: (খ)

 ৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে -
i. অলসপ্রিয়তা
ii. পরিশ্রমে অনীহা
iii. বাগাড়ম্বর আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা -
i. সাহিত্য রচনা করেছেন
ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন
iii. উপবৃত্তি প্রদান করেছেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?
Ο ক) পুরুষরা
Ο খ) নারীরা
Ο গ) ধনীরা
Ο ঘ) দরিদ্ররা
 সঠিক উত্তর: (ক)

 ১০. ৯ ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক –
i. জন্মে
ii. মৃত্যুতে
iii. বিবাহে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১১. আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত -
i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা
ii. পাস বিক্রয়
iii. ভিক্ষা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে -
i. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে
ii. সমাজে নারী-পুরুসের বৈষম্য সম্পর্কে
iii. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. ‘বাঙালির গুণের কথা লিখতে হেইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’ - এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?
Ο ক) বৈচিত্র‌্য
Ο খ) মর্যাদা
Ο গ) বৈশিষ্ট্য
Ο ঘ) দোষ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪. দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?
Ο ক) আমেরিকায় ভিক্ষা করব
Ο খ) পরিশ্রম করব
Ο গ) বিশৃঙ্খলার সৃষ্টি করব
Ο ঘ) সেনাবাহিনীতে যোগ দেব
 সঠিক উত্তর: (খ)

 ১৫. স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয় -
i. মুখম্রীর প্রফুল্লতা
ii. মনুষ্যত্ববোধ জাগ্রত করা
iii. সৌন্দর্য বর্ধন করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ১৬. সৌকমুার্য শব্দের অর্থ কী?
Ο ক) সৌন্দর্য
Ο খ) আনন্দ
Ο গ) আকাশ
Ο ঘ) বন
 সঠিক উত্তর: (ক)

 ১৭. বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো - i. সরস ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?
Ο ক) পুঁইশাকের ডাঁটা, সজিনা
Ο খ) ফ্রাইড রাইস, নুডুলস
Ο গ) স্যুপ, চিকেন ফ্রাই
Ο ঘ) রুটি, ডাল
 সঠিক উত্তর: (ক)

 ১৯. নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?
Ο ক) স্নেহময়ী রূপ
Ο খ) কঠোর রূপ
Ο গ) অবলা
Ο ঘ) বন্ধুত্বের রূপ
 সঠিক উত্তর: (গ)

 ২০. বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?
Ο ক) সমাজসংস্কার
Ο খ) নারী জাগরণ
Ο গ) নারী জাতির মূল্যায়ন
Ο ঘ) ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার
 সঠিক উত্তর: (খ)

 ২১. কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?
Ο ক) বড় ভাই
Ο খ) মেজ ভাই
Ο গ) সেজ ভাই
Ο ঘ) ছোট ভাই
 সঠিক উত্তর: (ক)

 ২২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?
Ο ক) বিজ্ঞান বিষয়ক
Ο খ) হাস্যরসাত্মক
Ο গ) তথ্য প্রযুক্তি বিষয়ক
Ο ঘ) নারীর উন্নতি বিষয়ক
 সঠিক উত্তর: (খ)

 ২৩. দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?
Ο ক) না চাইতেই পাওয়া যায় বলে
Ο খ) সহজেই পাওয়া যায় বলে
Ο গ) চাইলেই পাওয়া যায় বলে
Ο ঘ) বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক -
i. অনন্ত মসী
ii. কাগজ
iii. অক্লান্ত লেখক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. লেখকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?
Ο ক) কৃষি
Ο খ) মৃৎশিল্প
Ο গ) তাঁতশিল্প
Ο ঘ) বস্ত্রশিল্প
 সঠিক উত্তর: (ক)

 ২৬. বাঙালির খাদ্যসামগ্রী হলো –
i. ত্রিগুণাত্মক
ii. সুস্বাদু
iii. মধুর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২৭. ‘আজি কালি কোন জিনিষটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?
Ο ক) ভেজালের চাহিদা বেশি বলে
Ο খ) ভেজাল সহজলভ্য বলে
Ο গ) ভেজালের অল্পতা বোঝাতে
Ο ঘ) ভেজাল দ্রব্য সস্তা বলে
 সঠিক উত্তর: (খ)

 ২৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?
Ο ক) আলিবাবা
Ο খ) আলাদিন
Ο গ) সিন্ধবাদ
Ο ঘ) হারুন-অর-রশিদ
 সঠিক উত্তর: (গ)

 ২৯. সমকালীন মুসলমান সমাজের কীসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?
Ο ক) কুসংস্কার
Ο খ) দারিদ্র‌্য
Ο গ) শিক্ষা
Ο ঘ) অর্থনীতি
 সঠিক উত্তর: (ক)

 ৩০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
Ο ক) শিক্ষাকে
Ο খ) ব্যক্তিকে
Ο গ) ব্যক্তিত্বকে
Ο ঘ) মূল্যবোধকে
 সঠিক উত্তর: (ক)

 ৩১. তুহিন শিহাবকে বলল, ‘আমরা সাহসী বীর বাঙালি’। তুহিনের এ বক্তব্যের সঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেনর বক্তব্যের বিরোধিতা হলো, তিনি বাঙালিকে বলেছেন -
Ο ক) ভীতু, কাপুরুষ
Ο খ) দুর্বল, নিরীহ
Ο গ) অলস, কুঁড়ে
Ο ঘ) অসভ্য, বর্বর
 সঠিক উত্তর: (খ)

 ৩২. ‘মস্তিষ্ক উর্বর’ - এর ইংরেজী কী?
Ο ক) Brain culture
Ο খ) Brein culture
Ο গ) Culture of Breain
Ο ঘ) Brain of culture
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা রোকেয়াকে কী শিক্ষায় সাহায্য করেন?
Ο ক) উর্দু
Ο খ) ইংরেজি
Ο গ) বাংলা
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. বেগম রোকেয়া মুসলমান নারীদের অগ্রসর হতে সাহায্য করেছিলেন -
i. কুসংস্কারের পথে
ii. শিক্ষার পথে
iii. সংস্কৃতির পথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম -
Ο ক) ১৮৭০ সালের ৫ জুন
Ο খ) ১৮৭৬ সালের ৯ জুলাই
Ο গ) ১৮৮০ সালের ৯ ডিসেম্বর
Ο ঘ) ১৮৮০ সালের ১১ ডিসেম্বর
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. বাঙালি নারীরা কি পরিধান করে?
Ο ক) পাটের শাড়ি
Ο খ) তাঁতের শাড়ি
Ο গ) জামদানি শাড়ি
Ο ঘ) হাওয়ার শাড়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. পাস বিক্রয়ের মাধ্যমে লাভ করা যায় -
i. বিদেশি ভাষা
ii. অর্ধেক রাজত্ব
iii. এক রাজকুমারী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. রোকেয়ার মতে, বাঙালির গুণের কথা লিখতে গেলে কয়টি উপাদান আবশ্যক?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. আমাদের দোকানে যে সমস্ত বিলাস দ্রব্য বিক্রয়ার্থ মজুদ থাকে -
i. কেশতেল, রোগবর্ধক ঔষধ, বোতাম
ii. পিতলের অলঙ্কার, নকল হীরার আংটি, বোতাম
iii. কেশতেল, নকল হীরার আংটি, বোতাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. বাঙালীর গুণ লিখতে কী প্রয়োজন?
Ο ক) কাগজ ও কলম
Ο খ) অন্ত সময়
Ο গ) অনেক লেখক
Ο ঘ) অনন্ত মসী কাগজ ও অনন্ত লেখক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১. বাঙালি নামটি শুনতে কেমন লাগে?
Ο ক) শ্রুতিমধুর
Ο খ) তিক্ত
Ο গ) অম্ল
Ο ঘ) ঝাল
 সঠিক উত্তর: (ক)

 ৪২. বাঙালি নারীরা সাধারণত কেমন?
Ο ক) সাহসী
Ο খ) লজ্জাবতী
Ο গ) ভীরু
Ο ঘ) ভদ্র
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. পুঁইশাকের ডাঁটা, সজিনা, পুঁটি মাছের ঝোল কেমন?
Ο ক) নীরস
Ο খ) সরস
Ο গ) তিতা
Ο ঘ) মিষ্টি
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. মাদার তেরেসার মৃত্যু দিবস পালন করা কোনটি অপেক্ষা সহজ কাজ?
Ο ক) প্রতিবেশীর দুঃখে ব্যথিত হওয়া
Ο খ) অল্প বিস্তর অর্থ ব্যয়ে খ্যাতি লাভ করা
Ο গ) দুর্ভিক্ষ নিরারণে কাজ করা
Ο ঘ) স্বাস্থ্যরক্ষায় যত্নবান হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?
Ο ক) পরিশ্রম নেই বলে
Ο খ) পরিশ্রম কম বলে
Ο গ) অর্থ ব্যয়ের সম্পর্ক আছে বলে
Ο ঘ) সুস্থতার সম্পর্ক আছে বলে
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাস নিতান্ত সস্তা দরে বিক্রি হলেও কী পাওয়া যাবে?
Ο ক) একটি গাড়ি ও রাজকুমারী
Ο খ) একটি বাড়ি ও রাজকমুারী
Ο গ) একটি রাজকুমারী ও সমুদয় রাজত্ব
Ο ঘ) সম্মানজনক চাকরি
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. রোকেয়া খাবারের বর্ণনা দিয়ে বুঝাতে চেয়েছেন –
i. বাঙালির ভোজনপ্রিয়তা
ii. বাঙালির বেছে বেছে খাওয়া
iii. বাঙালির বেশি খাদ্যের প্রতি অনীহা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আমাদের খাদ্যসামগ্রী কয় গুণাত্মক?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শরীরের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘তৈলঢালা স্নিগ্ধ তনু।’ তাঁর এই বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ রোকেয়া বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে -
i. কুসুমকোমল
ii. অমিয়াসিক্ত
iii. তৈলসিক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৫০. আমরা অন্নোৎপাদনে সচেষ্ট না হয়ে কিসে সচেষ্ট হয়েছি?
Ο ক) মানুষ মারতে
Ο খ) সমাজের উন্নতি করতে
Ο গ) অর্থ অর্জনে
Ο ঘ) মেদ বর্ধনে
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post