এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৩: গদ্য - বই পড়া (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ৩: গদ্য - বই পড়া (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. স্কুল-কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, শুধু তাই নয়, অনেক স্থলে কী?
Ο ক) ক্ষতিকর
Ο খ) বেমানান
Ο গ) অসঙ্গতিপূর্ণ
Ο ঘ) মারাত্মক
 সঠিক উত্তর: (ঘ)

 ২. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায়?
Ο ক) বরিশাল
Ο খ) পাবনা
Ο গ) বীরভূম
Ο ঘ) দিনাজপুর
 সঠিক উত্তর: (খ)

 ৩. ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের মতে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা -
Ο ক) ডাক্তার-হাসপাতালের চাইতে একটু বেশি
Ο খ) কবি-সাহিত্যিকের চাইতে একটু বেশি
Ο গ) স্কুল-কলেজের চাইতে একটু বেশি
Ο ঘ) রাজনীতি-অর্থনতির চাইতে একটু বেশি
 সঠিক উত্তর: (গ)

 ৪. ‘প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’ কীভাবে?
Ο ক) স্কুল-কলেজের মাধ্যমে
Ο খ) শিক্ষকের কল্যাণে
Ο গ) লাইব্রেরির বদান্যতায়
Ο ঘ) সামাজিক শিক্ষায়
 সঠিক উত্তর: (গ)

 ৫. স্কুল-কলেজ যে অপকার করছে তার প্রতিকারের ভার লেখক দিয়েছেন -
i. শিক্ষকের ওপর
ii. অভিভাবকের ওপর
iii. লাইব্রেরির ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬. জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্যটি কী?
Ο ক) পরোক্ষ
Ο খ) প্রত্যক্ষ
Ο গ) চাক্ষুষ
Ο ঘ) ধ্রুব
 সঠিক উত্তর: (খ)

 ৭. ‘বই পড়া’ প্রবন্ধটি প্রমথ চৌধুরী কোথায় পাঠ করেছিলেন?
Ο ক) একটি লাইব্রেরির উদ্বোধনী ভাষণে
Ο খ) একটি লাইব্রেরির বার্ষিক সভায়
Ο গ) একটি গোলটেবিল বৈঠকে
Ο ঘ) একটি জনসভায়
 সঠিক উত্তর: (খ)

 ৮. ‘জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ’ - এখানে ‘মন সাপেক্ষ’ অর্থ কী?
Ο ক) মনের আনন্দ
Ο খ) মনের কামনা
Ο গ) মননের চর্চা
Ο ঘ) মনের কল্পনা
 সঠিক উত্তর: (গ)

 ৯. সাহিত্যচর্চার উপায় নেই -
Ο ক) বই পড়া ছাড়া
Ο খ) শিক্ষক ছাড়া
Ο গ) লাইব্রেরি ছাড়া
Ο ঘ) পত্র-পত্রিকা ছাড়া
 সঠিক উত্তর: (ক)

 ১০. প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ হলো -
i. রায়তের কথা
ii. চার-ইয়ারি কথা
iii. সনেট পঞ্চাশৎ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. কোন সাময়িকপত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে?
Ο ক) কল্লোল
Ο খ) আঙুর
Ο গ) সমকাল
Ο ঘ) সবুজ পত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. আমাদের বিশ্বাস শিক্ষা দূর করবে আমাদের -
i. শোকতাপ
ii. গায়ের জ্বালা
iii. চোখের জল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?
Ο ক) সপ্তদশ
Ο খ) অষ্টাদশ
Ο গ) ঊনবিংশ
Ο ঘ) বিংশ
 সঠিক উত্তর: (গ)

 ১৪. ‘বই পড়া’ প্রবন্ধের লেককের মতে - মুসলমান ধর্মে মানবজাতির ২টি ভাগ হলো -
Ο ক) নারী-পুরুষ
Ο খ) কাফের-ঈমানদার
Ο গ) কেতাবি-অকেতাবি
Ο ঘ) হানাফী-আহলে সুন্নাহ
 সঠিক উত্তর: (গ)

 ১৫. ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।’ - যে বিষয়টি স্পষ্ট করতে লেখক এ বাক্যটির অবতারণা করেছেন -
Ο ক) ইংরেজ সভ্যতার দোষ নেই, দোষ বাঙালির রুচির
Ο খ) বাঙালি জাতির স্বাস্থ্য খারাপ
Ο গ) ব্যাধিমাত্রই সংক্রামক নয়
Ο ঘ) সকল ব্যাধিই সংক্রামক
 সঠিক উত্তর: (ক)

 ১৬. মনগঙ্গার তোলা জল কোনটি?
Ο ক) ধর্মীয় শাস্ত্র
Ο খ) সাহিত্যিক রচনা
Ο গ) দর্শন-বিজ্ঞান
Ο ঘ) গবেষণা গ্রন্থ
 সঠিক উত্তর: (গ)

 ১৭. আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী -
i. ছাত্র-শিক্ষকের সম্পর্ক দাতা-গ্রহীতার
ii. ছাত্র-শিক্ষকের সম্পর্ক আত্মিক
iii. ছাত্র-শিক্ষক সম্পর্ক একেবারেই বাহ্যিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. লেখকের মতে সাহিত্যচর্চা হচ্ছে -
i. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ
ii. শখের সর্বপ্রধান অঙ্গ
iii. আনন্দের সর্বপ্রধান অঙ্গ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৯. আমরা ভারতীয়রা সংস্পর্শে এসেছিলাম -
Ο ক) পারস্য সভ্যতার
Ο খ) রোমান সভ্যতার
Ο গ) মিশরীয় সভ্যতার
Ο ঘ) ইংরেজি সভ্যতার
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. মনের সন্তোষ নেই -
Ο ক) যে কাজ স্বেচ্ছায় করা যায় না
Ο খ) যে কাজে সময় বেশি লাগে
Ο গ) যে কাজে টাকা পাওয়ার সম্ভাবনা কম
Ο ঘ) যে কাজে অত্যন্ত সময় লাগে
 সঠিক উত্তর: (ক)

 ২১. ‘বই পড়া’ প্রবন্ধটির রচয়িতা কে?
Ο ক) প্রমথ চৌধুরী
Ο খ) অমিয় চক্রবর্তী
Ο গ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 সঠিক উত্তর: (ক)

 ২২. ‘নজির’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Ο ক) উদাহরণ
Ο খ) আরজি
Ο গ) ভূমিকা
Ο ঘ) নথি
 সঠিক উত্তর: (ক)

 ২৩. মনের দাবি রক্ষা না করলে -
Ο ক) লোকে মন্দ বলে
Ο খ) কবি হওয়া যায় না
Ο গ) আত্মা বাঁচে না
Ο ঘ) দেহ বাঁচে না
 সঠিক উত্তর: (গ)

 ২৪. লেখক প্রমথ চৌধুরীর মতে লাইব্রেরির সার্থকতা -
i. হাসপাতালের চেয়ে কিছু কম নয়
ii. স্কুল-কলেজের চেয়ে একটু কম
iii. স্কুল-কলেজের চেয়ে একটু বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ২৫. প্রমথ চৌধুরী কত সালে এমএ ডিগ্রি লাভ করেন?
Ο ক) ১৮৮৮
Ο খ) ১৮৮৯
Ο গ) ১৮৯০
Ο ঘ) ১৮৯২
 সঠিক উত্তর:

 ২৬. বিদ্যালয়ে মাস্টার মশাইরা -
Ο ক) জ্ঞান দেন
Ο খ) বিদ্যা দেন
Ο গ) বুদ্ধি নেদ
Ο ঘ) নোট দেন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. ‘আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতার কথাটা একেবারেই ভুলে যাই।’ - এখানে ‘দাতা ও গ্রহীতা’ বলতে বোঝানো হয়েছে -
Ο ক) লেখক ও পাঠককে
Ο খ) জ্ঞানী ও মূর্খকে
Ο গ) শিক্ষক ও ছাত্রকে
Ο ঘ) মহাজন ও খাতককে
 সঠিক উত্তর: (গ)

 ২৮. প্রমথ চৌধুররি মতে মানুষের মনকে সরল, সচল ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে কার ওপর ন্যস্ত?
Ο ক) লাইব্রেরির ওপর
Ο খ) সাহিত্যের ওপর
Ο গ) শিক্ষিত লোকের ওপর
Ο ঘ) সমাজসেবার ওপর
 সঠিক উত্তর: (খ)

 ২৯. ‘ভাঁড়েও ভবানী’ - কথাটির অর্থ কী?
Ο ক) প্রাচুর্য
Ο খ) পরিশ্রমী
Ο গ) সিক্ত
Ο ঘ) রিক্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি কীসের ওপর পড়ে রয়েছে?
Ο ক) শিক্ষাদানের ওপর
Ο খ) অর্থের ওপর
Ο গ) সাহিত্যের ওপর
Ο ঘ) সমাজসেবার ওপর
 সঠিক উত্তর: (খ)

 ৩১. কোন মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয় না?
Ο ক) আত্মার
Ο খ) দেহের
Ο গ) মানুষের
Ο ঘ) পশুর
 সঠিক উত্তর: (ক)

 ৩২. ‘আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনে।’ এর কারণ হচ্ছে -
i. জাত হিসেবে আমরা শৌখিন নই
ii. বই পড়া শখটি মানুষের জন্য কল্যাণকর নয়
iii. আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. ‘এক্ষেত্রে দাতাকর্ণেরও অভাব নেই।’ লেখক ‘দাতাকর্ণ’ বলতে বুঝিয়েছেন -
i. এক পৌরাণিক চরিত্রকে
ii. দেশের শিক্ষকদের
iii. দানবীরদের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ দুটির ঐক্য রয়েছে নিম্নোক্ত যে বিবেচনায় -
i. জ্ঞানচর্চা
ii. সাহিত্যচর্চা
iii. গণতন্ত্রের মুক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি?
Ο ক) খবরের কাগজ পড়া
Ο খ) লাইব্রেরি গড়ে তোলা
Ο গ) সাহিত্যচর্চা
Ο ঘ) অনুশীলন
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. ‘যে জাতি যত নিরানন্দ সে জাতি তত ---।’
Ο ক) দুর্বল
Ο খ) নিগৃহীত
Ο গ) অবহেলিত
Ο ঘ) নির্জীব
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. ‘গতাসু’ শব্দটির অর্থ কী?
Ο ক) মৃত
Ο খ) অর্ধমৃত
Ο গ) গতানুগতিক
Ο ঘ) আনুভূমিক
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. সাহিত্যচর্চাকে লেখক শিক্ষার কীরূপ অঙ্গ মনে করেন?
Ο ক) সর্বপ্রধান
Ο খ) সর্বশ্রেষ্ঠ
Ο গ) সর্বাধিক
Ο ঘ) সর্বময়
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. কীসের দ্বারা গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?
Ο ক) ব্যবসায়
Ο খ) শিক্ষা
Ο গ) উপাসনা
Ο ঘ) খেলাধুলা
 সঠিক উত্তর: (খ)

 ৪০. প্রমথ চৌধুরী বিলাত থেকে ফিরে এসে যোগদান করেন -
i. আইন পেশায়
ii. অধ্যাপনায়
iii. ব্যবসায়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (খ)

 ৪১. লেখক প্রমথ চৌধুরীর মতে শিক্ষক হচ্ছেন -
i. মানুষ গড়ার কারিগর
ii. জাতির বিবেক
iii. উত্তরসাধক মাত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৪২. দর্শনের চর্চা করা যায় কোথায়?
Ο ক) ঘরে
Ο খ) জাদুঘরে
Ο গ) লাইব্রেরিতে
Ο ঘ) গুহায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. ‘বই পড়া’ প্রবন্ধে কোন দেশের নাম উল্লেখ আছে?
Ο ক) ফ্রান্স
Ο খ) আর্জেন্টিনা
Ο গ) জার্মানি
Ο ঘ) রাশিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. 'France was saved by her idlers' - ‘বই পড়া’ প্রবন্ধে এ উদ্ধৃতিটির উল্লেখ করে লেখক তৎকালীন ফ্রান্সের যে সমস্যার কথা তুলে ধরেছেন -
i. স্কুল পালানো ছেলের দল ভারী ছিল
ii. পাশ না করা ছেলেদের দল ভারী ছিল
iii. ফরাসি শিক্ষা পদ্ধতি বেয়াড়া ছিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. “আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে।” - এ অংশটি কোন প্রবন্ধের?
Ο ক) বই পড়া
Ο খ) পল্লিসাহিত্য
Ο গ) শিক্ষা ও মনুষ্যত্ব
Ο ঘ) জাগো গো ভগিনী
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
Ο ক) বই পড়া
Ο খ) সাহিত্য পাঠ
Ο গ) বিদ্যার সাধনা
Ο ঘ) উদরপূর্তি
 সঠিক উত্তর: (ক)

 ৪৭. কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়?
Ο ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ο খ) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο গ) প্রমথ চৌধুরী
Ο ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. লাইব্রেরি কীসের জন্য দরকার?
Ο ক) সাহিত্যচর্চার জন্য
Ο খ) বিজ্ঞানচর্চার জন্য
Ο গ) ধর্মচর্চার জন্য
Ο ঘ) নীতিচর্চার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা না বুঝলেও যা বুঝে তা নির্দেশ করতে নিচের কোন যুক্তিটি গ্রহণযোগ্য?
Ο ক) শুধু অর্থের সার্থকতা
Ο খ) শুধু অর্থের বিশালতা
Ο গ) ব্যাখ্যার বিশালতা
Ο ঘ) বিশ্লেষণের বিশালতা
 সঠিক উত্তর: (ক)

 ৫০. আমাদের শিক্ষিত সমাজের নেতিবাচক মনোভাব হলো -
i. তারা কোনো বই কিনেন না
ii. তারা পেশাগত প্রয়োজন ছাড়া বই কিনেন না
iii. ব্যবহারিত উপযোগ পূরণের জন্য বই কিনেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post