এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২: গদ্য - দেনাপাওনা (১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ১ম পত্র অধ্যায় - ২: গদ্য - দেনাপাওনা (১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com
১. ‘কিছুতেই টাকার জোগাড় আর হয় না’ কীসের টাকা?
Ο ক) সংসার খরচের টাকা
Ο খ) পণের টাকা
Ο গ) ঋণের টাকা
Ο ঘ) বিয়ের খরচের টাকা
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘দেনাপাওনা’ গল্পের জীবনপ্রবাহে নিম্নলিখিত চিত্র পাওয়া যায় -
i. রক্ষণশীলতা
ii. ধর্মীয় গোড়ামি
iii. যৌতুক প্রথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. রায় বাহাদুর বর সভাস্থ করতে চাইলেন না কেন?
Ο ক) পণের টাকা বাকি থাকায়
Ο খ) কণের অশোভন আচরণে
Ο গ) লগ্ন পরিবর্তন হয়ে যাওয়ায়
Ο ঘ) যৌতুক দিতে অস্বীকার করায়
 সঠিক উত্তর: (ক)

 ৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন?
Ο ক) বাল্যকালে
Ο খ) মধ্য বয়সে
Ο গ) পরিণত বয়সে
Ο ঘ) বৃদ্ধ বয়সে
 সঠিক উত্তর: (ক)

 ৫. ‘দেনাপাওনা’ গল্পে রামসুন্দর মিত্রের রায়বাহাদুরের সাথে সম্পর্ক করার কারণ কী?
Ο ক) মস্ত এক রায়বাহাদুর
Ο খ) রাজা-মহারাজা
Ο গ) বনেদি ঘর
Ο ঘ) পাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট
 সঠিক উত্তর: (গ)

 ৬. জেলার মধ্যে রায়চৌধুরীদের কিসের লোকবিখ্যাত প্রতিপত্তি আছে?
Ο ক) অন্ত্যেষ্টিক্রিয়ায়
Ο খ) প্রতিমা বিসর্জনে
Ο গ) অতিথি আপ্যায়নে
Ο ঘ) বনেদী বংশের
 সঠিক উত্তর: (খ)

 ৭. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার অন্ত্যেষ্টিক্রিয়াকে কার বিসর্জনের সাথে তুলনা করা যায়?
Ο ক) সীতা
Ο খ) সরস্বতী
Ο গ) প্রতিমা
Ο ঘ) লক্ষ্মী
 সঠিক উত্তর: (গ)

 ৮. ‘দেনাপাওনা’ গল্পে কে ঘরে দ্বার দিয়ে অশ্রু বিসর্জন করে?
Ο ক) নিরূপমা
Ο খ) নিরূপমার মা
Ο গ) রামসুন্দর মিত্র
Ο ঘ) রায় বাহাদুরের স্ত্রী
 সঠিক উত্তর: (ক)

 ৯. রবীন্দ্রনাথকে বিশ্বকপি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য -
Ο ক) আধুনিক রুচিবোধসম্পন্ন সাহিত্য
Ο খ) নোবেল পুরস্কার প্রাপ্তি
Ο গ) আন্তর্জাতিক দৃষ্টিসম্পন্ন
Ο ঘ) বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্য
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন?
Ο ক) ১৯৩৩ খ্রিস্টাব্দে
Ο খ) ১৯২৩ খ্রিস্টাব্দে
Ο গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
Ο ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
 সঠিক উত্তর: (গ)

 ১১. রামসুন্দর প্রথমবার কত টাকা নিয়ে বেহাইর কাছে এসেছিলেন?
Ο ক) তিন হাজার টাকা
Ο খ) দুই হাজার টাকা
Ο গ) পাঁচ হাজার টাকা
Ο ঘ) চার হাজার টাকা
 সঠিক উত্তর: (ক)

 ১২. ‘পঞ্জর’ শব্দের অর্থ কী?
Ο ক) পুঁজি
Ο খ) পিঞ্জর
Ο গ) পাঁজর
Ο ঘ) খাঁচা
 সঠিক উত্তর: (গ)

 ১৩. ‘দেনাপাওনা’ গল্পে সময়কালে কে উপস্থিত হলো না?
Ο ক) ঋণদাতা মহাজন
Ο খ) কনের মাতুল
Ο গ) বরের পিতা
Ο ঘ) বর স্বয়ং
 সঠিক উত্তর: (ক)

 ১৪. নিরূপমার বাবার নাম কী?
Ο ক) রামসুন্দর
Ο খ) রায়বাহাদুর
Ο গ) হরমোহন
Ο ঘ) রাধামাধব
 সঠিক উত্তর: (ক)

 ১৫. নিরূপমার অধীর হয়ে ওঠার কারণ হলো -
i. বাপের বাড়ি যাওয়ার আকাঙ্ক্ষা
ii. ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেওয়া
iii. শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহী হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৬. নিরূপমার শবদাহে এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেহ কখনও দেখে নাই। - এ ধরনের আয়োজনের পেছনে রায়বাবুদের কী উদ্দেশ্য ছিল?
Ο ক) খ্যাতির মোহ
Ο খ) রুচিবোধ
Ο গ) ধর্মীয় বোধ
Ο ঘ) উদারতা
 সঠিক উত্তর: (ক)

 ১৭. বাঙালি হিন্দুসমাজের পটভূমিতে ‘দেনাপাওনা’ গল্পে লোভী, স্বার্থপর ও সুবিধাবাদী চরিত্রের প্রতীক -
i. নিরূপমার শ্বশুর
ii. নিরূপমার শাশুড়ি
iii. নিরূপমার স্বামী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ১৮. সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে চান না কে?
Ο ক) রামসুন্দর
Ο খ) নবীনমাধব
Ο গ) হরমোহন
Ο ঘ) রায়বাহাদুর
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. নিরূপমা নামটিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) বাঙালিত্বের ঠমক
Ο খ) নিরূপমার জ্যেষ্ঠ ভ্রাতার
Ο গ) ঠাকুর-দেবতার উক্তি
Ο ঘ) বাপ-মায়ের আদর
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. কার কাছে বাপের অপরাধের অনুতাপ গোপন করা যেত না?
Ο ক) শাশুড়ির
Ο খ) শ্বশুরের
Ο গ) মেয়ের
Ο ঘ) প্রতিবেশীর
 সঠিক উত্তর: (গ)

 ২১. রামসুন্দর গোপন রাখলেন -
i. বাড়ি বিক্রয়ের কথা
ii. ছেলেদের গৃহহীন করার কথা
iii. নিরূপমার বাড়িতে যাওয়ার কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ২২. ‘থাক, বেহাই, ওতে আমার কাজ নেই’ - কিসের বিষয়ে বলেছিলেন?
Ο ক) পূজার
Ο খ) পীড়ার
Ο গ) যত্নের
Ο ঘ) টাকার
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. ‘সরোদনে’ শব্দের অর্থ কী?
Ο ক) রোদের সাথে
Ο খ) হেসে হেসে
Ο গ) কেঁদে কেঁদে
Ο ঘ) রাগের সাথে
 সঠিক উত্তর: (গ)

 ২৪. নিরূপমার চিতায় কোন কাঠ ব্যবহার করা হয়েছিল?
Ο ক) কাঁঠাল কাঠ
Ο খ) চন্দন কাঠ
Ο গ) সেগুন কাঠ
Ο ঘ) সুন্দরী কাঠ
 সঠিক উত্তর: (খ)

 ২৫. ‘নিত্যক্রিয়া’ শব্দ দ্বারা বোঝায় -
Ο ক) নৃত্যের কাজ
Ο খ) প্রতিদিনের কাজ
Ο গ) ভোরের কাজ
Ο ঘ) প্রত্যুষের কাজ
 সঠিক উত্তর: (খ)

 ২৬. ‘দেনাপাওনা’ গল্পে বরপক্ষ কত টাকা পণ চেয়েছিল?
Ο ক) পাঁচ হাজার
Ο খ) দশ হাজার
Ο গ) পনের হাজার
Ο ঘ) বিশ হাজার
 সঠিক উত্তর: (খ)

 ২৭. ভানুসিংহ কার ছদ্মনাম?
Ο ক) রবীন্দ্রনাথ ঠাকুর
Ο খ) প্রমথ চৌধুরী
Ο গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ο ঘ) গোলাম মোস্তফা
 সঠিক উত্তর: (ক)

 ২৮. বিশেষত কার আক্রোশ আর কিছুতেই মেটে না?
Ο ক) পিতার
Ο খ) বরের
Ο গ) শ্বশুরের
Ο ঘ) শাশুড়ির
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. ‘বাঘের জন্য বাঘিনী ছিল’ - উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
Ο ক) হিন্দু সমাজের স্বরূপ
Ο খ) বহুবিবাহের ইঙ্গিত
Ο গ) বাঙালির সংস্কার
Ο ঘ) সামন্তবাদের ধারণা
 সঠিক উত্তর: (খ)

 ৩০. ‘দেনাপাওনা’ গল্পে বিবাহসভায় একটা তুমুল যোগাযোগ বেধে গেল কেন?
Ο ক) কনে মূর্ছা যাওয়ায়
Ο খ) পণের টাকা হাতে না পাওয়ায়
Ο গ) বর বিয়ে করতে অস্বীকার করায়
Ο ঘ) বিয়েবাড়ির খানাপিনা ভালো না হওয়ায়
 সঠিক উত্তর: (খ)

 ৩১. ‘দেনাপাওনা’ গল্পে নিরূপমার পিতার নাম কী?
Ο ক) রায়বাহাদুর প্রতাপচন্দ্র চৌধুরী
Ο খ) শ্যামসুন্দর লাহিড়ী
Ο গ) রামসুন্দর মিত্র
Ο ঘ) সীতানাথ বসাক
 সঠিক উত্তর: (গ)

 ৩২. নিরূপমা নামটি কেমন?
Ο ক) সরল
Ο খ) কঠিন
Ο গ) শৌখিন
Ο ঘ) জটিল
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Ο ক) মানসী
Ο খ) বনফুল
Ο গ) সোনার তরী
Ο ঘ) বলাকা
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. নিরূপমা ছিলেন শ্বশুরবাড়ির -
Ο ক) ছোট বউ
Ο খ) বড় বউ
Ο গ) সেজ বউ
Ο ঘ) মেঝ বউ
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. রামসুন্দরের জ্যেষ্ঠপুত্র হরমোহনের কয় ছেলে
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) দুই
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ কে ছিলেন?
Ο ক) জ্যোতিরিন্দ্রনাথ
Ο খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
Ο গ) অশ্বিনীকুমার ঠাকুর
Ο ঘ) প্রিন্স দ্বারকনাথ ঠাকুর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. নিত্যক্রিয়া বলতে বোঝানো হয়েছে -
i. দৈনন্দিন কর্ম
ii. মাসিক কর্ম
iii. প্রতিদিনের কাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. ‘দেনাপাওনা’ গল্পের প্রেক্ষাপট কোনটি?
Ο ক) ঊনিশ শতকের বাঙালি সমাজ
Ο খ) বিংশ শতাব্দীর হিন্দু সমাজ
Ο গ) বিশ শতকের বাঙালি হিন্দু সমাজ
Ο ঘ) ঊনিশ শতকের ভারতীয় সমাজ
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. ‘তোদের জন্য কি আমি নরকবাসী হব।’ - রামসুন্দর কাকে বলেছিল?
Ο ক) হরমোহনকে
Ο খ) নিরূপমাকে
Ο গ) রাধামাধবকে
Ο ঘ) নবীন মাধবকে
 সঠিক উত্তর: (ক)

 ৪০. নিরূপমা কোন মাসে মাথার পাশের দরজা খোলা রাখত?
Ο ক) বৈশাখ
Ο খ) ফাল্গুন
Ο গ) কার্তিক
Ο ঘ) অগ্রহায়ণ
 সঠিক উত্তর: (গ)

 ৪১. কীসের মধ্য দিয়ে ‘দেনাপাওনা’ গল্পের কাহিনী শেষ হয়
Ο ক) অন্ত্যেষ্টিক্রিয়ার আড়ম্বরের
Ο খ) শ্রাদ্ধ উপলক্ষে কিঞ্চিৎ ঋণের
Ο গ) হাতে হাতে বিশ হাজার টাকা পণের সংবাদ
Ο ঘ) নিরূপমার আত্মবিসর্জন
 সঠিক উত্তর: (গ)

 ৪২. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হলো -
i. ঘরে বাইরে, শেষের কবিতা
ii. গোরা, নৌকাডুবি
iii. রাজা, ডাকঘর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. রামসুন্দর সম্পূর্ণ টাকা এনেও না দিয়ে ফিরে যাওয়ার খবরটি নিরূপমার শাশুড়িকে জানাল কে?
Ο ক) ভৃত্য
Ο খ) দাসী
Ο গ) দ্বাররক্ষী
Ο ঘ) নিরূ
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. সাহিত্যের কোন শাখাটি ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বচ্ছন্দ বিচরণ ছিল?
Ο ক) মহাকাব্য
Ο খ) ভ্রমণকাহিনী
Ο গ) নাটক
Ο ঘ) প্রহসন
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. রামসুন্দরের কী পরিমাণ টাকা বাকি রইল?
Ο ক) হাজার পাঁচ-ছয়
Ο খ) হাজার ছয়-সাত
Ο গ) হাজার সাত-আট
Ο ঘ) হাজার চার-পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. ‘দেনাপাওনা’ গল্পে পাত্র কিছুতেই মনের মতন হয় না কার?
Ο ক) নিরূপমার পিতার
Ο খ) নিরূপমার জ্যেষ্ঠ ভ্রাতার
Ο গ) নিরূপমার
Ο ঘ) নিরূপমার মায়ের
 সঠিক উত্তর: (ক)

 ৪৭. ‘দেনাপাওনা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত?
Ο ক) কৈশোরক
Ο খ) গল্পগুচ্ছ
Ο গ) ভগ্নহৃদয়
Ο ঘ) বৌঠাকুরানীর হাট
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. রামসুন্দর রায় বাহাদুরের হাতে-পায়ে ধরলেন কেন?
Ο ক) বিয়ে সম্পন্ন করার জন্য
Ο খ) পণের টাকা কমানোর জন্য
Ο গ) পণের টাকা মওকুফ করার জন্য
Ο ঘ) উত্তেজনা থামানোর জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. ‘হতোদ্যম’ শব্দের অর্থ কী?
Ο ক) হত্যায় উদ্যত
Ο খ) উদ্যমহীন
Ο গ) হতবুদ্ধি
Ο ঘ) উদ্যমী
 সঠিক উত্তর: (খ)

 ৫০. ‘তারা কি আর আমাকে আসতে দেবে না, বাবা? এ উক্তিতে প্রকাশ পেয়েছে নিরূপমার -
i. ভয়
ii. আশঙ্কা
iii. উৎকন্ঠা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd

বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post