SSC bangla Suggestion-2016

বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন
সেটঃ (গ)                মান : ৬০
ক অংশ : গদ্য

১। ১০ বছরের মা মরা মেয়ে
রোকেয়া গৃহকর্মীর কাজ করে
নিজের এবং অসুস্থ বাবার অন্ন
সংস্থান করে। চিকিত্সার অভাবে
রোকেয়াকে ছেড়ে এক দিন বাবা
ইহধাম ত্যাগ করেন। দাফন-কাফনের
খরচ এবং কবরের জায়গা না থাকায়
রোকেয়া গাঁয়ের মোড়লের

সহযোগিতা চেয়ে খালি হাতে
ফিরে আসে। অনন্যোপায় হয়ে
বাবার মৃতদেহের পাশে বসে
কাঁদতে থাকে। প্রতিবেশী জয়নাল
এ খবর পেয়ে রোকেয়ার পাশে এসে
দাঁড়ায় এবং যাবতীয় ব্যবস্থা করে।
ক) কাঙালির মা তফাতে একটা উঁচু
ঢিপির মধ্যে দাঁড়িয়ে প্রথম থেকে
শেষ পর্যন্ত উত্সুক আগ্রহে চোখ মেলে
কী দেখতে লাগল? ১
খ) বড় বাড়ির গৃহিণীর মৃত্যুকে কোনো
শোকের ব্যাপার বলে মনে হলো না
কেন? ২
গ) উদ্দীপকের জয়নাল এবং ‘অভাগীর
স্বর্গ’ গল্পের অধর রায় একে অপরের
বিপরীত—ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে ফুটে ওঠা বিষয়টি
ছাড়াও ‘অভাগীর স্বর্গ’ গল্পে
অন্যান্য বিষয়ের আলোচনা রয়েছে
—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪
২। দারিদ্র্যের কারণে নিলুফা
বেশি পড়াশোনা করতে পারেনি।
এসএসসি পাস করে একটি
হাসপাতালে চতুর্থ শ্রেণির
কর্মচারী হিসেবে কাজ করছে।
কাজের প্রতি তার দায়িত্বশীলতা
দেখে প্রতিষ্ঠানের প্রায় সবাই
তার প্রশংসা করে। তবে
মাঝেমধ্যে কটু কথা শুনলে তার মনে
খুব দুঃখ লাগে।
ক) মমতাদি তার মাইনে কত টাকা
হবে বলে আশা করেছিল? ১
খ) লেখক জীবনময় লেনটাকে
‘যমালয়ের পথ’ বলে মনে করেছেন
কেন? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকের নিলুফা ও ‘মমতাদি’
গল্পের মমতাদি চরিত্রের সাদৃশ্যপূর্ণ
দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ) ‘‘উদ্দীপকের বিষয়বস্তু ‘মমতাদি’
গল্পের সামগ্রিক ভাব ধারণ করে
না’’—যুক্তি সহকারে উক্তিটি
ব্যাখ্যা করো। ৪
৩। চৈত্রের শেষে ব্যবসায়ী আতিক
সাহেবের মন আনন্দে ভরে ওঠে। নতুন
বছরকে স্বাগত জানাতে তিনি উন্মুখ
হয়ে থাকেন, যাতে পুরনো হিসাব-
নিকাশ চুকিয়ে নব উদ্যমে ব্যবসায়িক
কাজকর্ম চালাতে পারেন। তিনি
মনে করেন, নববর্ষ বাঙালির ঐতিহ্য,
সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
ক) ‘প্রত্যক্ষ অভিঘাত’ শব্দটি ‘পয়লা
বৈশাখ’ রচনায় কোন প্রসঙ্গে ব্যবহূত
হয়েছে? ১
খ) নববর্ষ উদ্যাপনের ক্ষেত্রে কোন
মৌলিক ঐক্যটি আমাদের চোখে
পড়ে? ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকটি ‘পয়লা বৈশাখ’
প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে?
ব্যাখ্যা করো। ৩
ঘ) ‘নববর্ষ বাঙালির ঐতিহ্য, সুখ-
শান্তি ও সমৃদ্ধির প্রতীক’ এ বিষয়ে
তোমার নিজস্ব অভিমত ব্যাখ্যা
করো।

খ অংশ : পদ্য
৪। নামাজের ঘরে মোমবাতি
মানে, দরগায় মানে দান,
ছেলেরে তাহার ভালো কোরে
দাও, কাঁদে জননীর প্রাণ।
ভালো করে দাও আল্লা রাসুল,
ভালো কোরে দাও পীর,
কহিতে কহিতে মুখখানি ভাসে
বহিয়া নয়ন নীর।
ক) শব্দ, ছন্দ, অলংকার ব্যবহার ও
উচ্চমানের কাজ নির্মাণে
ভারতচন্দ্র রায় গুণাকরের কিসের
পরিচয় পাওয়া যায়? ১
খ) দেবী অন্নপূর্ণা কেন ঈশ্বরী
পাটুনীকে শেষ পর্যন্ত তাঁর প্রকৃত
পরিচয় দিলেন? ২
গ) উদ্দীপকের জননীর সাথে ‘আমার
সন্তান’ কবিতার প্রেক্ষাপট ভিন্ন—
উক্তিটি বিশ্লেষণ করো। ৩
ঘ) মিল থাকলেও উদ্দীপক ও ‘আমার
সন্তান’ কবিতার প্রেক্ষাপট ভিন্ন—
উক্তিটি বিশ্লেষণ করো। ৪
৫। দৃষ্টিপ্রতিবন্ধী ফুলবানুর ইচ্ছা ছিল
লেখাপড়া শিখে স্বনির্ভর হবে।
বাবার সহযোগিতায় সে ব্রেইল
পদ্ধতিতে লেখাপড়া শিখে
পরবর্তী সময় সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত
হয়। দৃষ্টিপ্রতিবন্ধী হলেও তার অদম্য
ইচ্ছার কাছে হার মেনেছে
অন্ধত্বের অভিশাপ।
ক) যতীন্দ্রমোহন বাগচী কত সালে
জন্মগ্রহণ করেন? ১
খ) জ্যৈষ্ঠ আসতে অনেক দেরি—
কথাটা শুনে অন্ধবধূ অবাক হলো কেন?

গ) উদ্দীপকের সঙ্গে ‘অন্ধবধূ’ কবিতার
কোন অংশটি সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা
করো। ৩
ঘ) উদ্দীপকের ফুলবানু এবং ‘অন্ধবধূ’
কবিতার অন্ধবধূটির চরিত্র সম্পূর্ণ
আলাদা মূল্যায়ণ করো। ৪
৬। ভাষার দাবিকে ভূ-লুণ্ঠিত করার
জন্য পশ্চিম পাকিস্তানের
শাসকগোষ্ঠী ১৯৫২ সালের ২১
ফেব্রুয়ারি তারিখে পূর্ব বাংলায়
১৪৪ ধারা জারি করে। কিন্তু এ
দেশের ছাত্রসমাজ প্রতিবাদমুখর
হয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বর
থেকে মিছিল বের করে। মিছিলে
পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও
গুলি চালালে সালাম, বরকত,
রফিকসহ অনেকে শহীদ হন। অবশেষে
সর্বস্তরের জনগণ এ আন্দোলনে
ঝাঁপিয়ে পড়ে।
ক) কবি শামসুর রাহমান তাঁর কবিতার
বিষয় ও উপাদানে কী ছিলেন? ১
খ) স্বাধীনতার জন্যে থুত্থুরে বুড়ো,
মোল্লা বাড়ির বিধবা আর অনাথ
কিশোরী—কে কিভাবে অপেক্ষা
করছে। ব্যাখ্যা করো। ২
গ) উদ্দীপকে ‘তোমাকে পাওয়ার
জন্যে, হে স্বাধীনতা’ কবিতার
কোন দিকটি ফুটে উঠেছে—ব্যাখ্যা
করো। ৩
ঘ) উদ্দীপকটি ‘তোমাকে পাওয়ার
জন্যে, হে স্বাধীনতা’ কবিতার
খণ্ডাংশের ভাবকে ধারণ করেছে
মাত্র’—মন্তব্যটির যথার্থতা যাচাই
করো। ৪
-
For free membership in Web School BD just click the link and submit the form to get free class,seminar and suggestion.
http://bit.ly/1SiA0gI
আরো আপডেট পেতে registration করুন।

Muhammad Abdullah Al Mamun

I am Abdullah Al Mamun. Lecturer of Tejgaon College dept. of Mathematics. Have completed M.S in Mathematics from Chittagong University.

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post