এস.এস.সি জীববিজ্ঞান বহুনির্বাচনি সাজেশন

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা জে. এস. সি., নবম-দশম একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন তারা এখন থেকে Web School BD নৈর্ব্যক্তিক বিষয়ে মডেল টেস্ট দিতে পারবেন ফ্রি মডেল টেস্ট দাও যতবার খুশি, একদম ফ্রি! সব বিষয়ে রয়েছে এখানে অগণিত মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা এমনকি পুরো সিলেবাস শেষ না হলেও যে কোন একটি চ্যাপ্টার বা নির্দিষ্ট কয়েকটি চ্যাপ্টারের ওপরও আপনি অনলাইনে পরীক্ষা দিতে পারবেন
এখানে প্রতিটি অধ্যায়ের জন্য আমাদের সংগ্রহে আছে শত শত প্রশ্ন (জে. এস. সি., এস. এস. সি. এবং এইচ. এস. সি.’ নতুন নতুন সাবজেক্ট দেওয়ার চেষ্টা করছি আমরা এর মধ্যে যে বিষয়গুলো আপনারা বেশি চাচ্ছেন সেগুলো আগে দেওয়া হবে এরপর সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে)

অনলাইন এক্সাম আরও নতুন নতুন ফিচার আসছে…………

 প্রিয় পরিক্ষারথী ভাইয়েরা ,
কেমন আছেন আশা করি ভাল আছেন,
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম,
SSC 2017 সাজেশন” জীববিজ্ঞান বহুনির্বাচনি সাজেশন”

১.
কচি পাতার রং হালকা হয় কোনটির অভাবে?
Ο ক)লৌহ
Ο খ)বোরন
Ο গ)সালফার
Ο ঘ)তামা
সঠিক উত্তর: (ক)

২.কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি?
Ο ক)ব্যসায় অর্থায়নে
Ο খ)আন্তর্জাতিক অর্থায়নে
Ο গ)পারিবারিক অর্থায়নে
Ο ঘ)সরকারি অর্থায়নে
সঠিক উত্তর: (ঘ)

৩.বৈশিষ্ট্যগুলো কোন রাজ্যে দেখা যায়?
Ο ক)অ্যানিমেলিয়া
Ο খ)প্ল্যান্টি
Ο গ)মনেরা
Ο ঘ)ফানজাই
সঠিক উত্তর: (ঘ)

৪.ক্রমোপ্লাস্ট থাকে-
i. রঙিন ফুল ও পাতায়
ii. পাতা ও মূলে
iii. গাজরের মূলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৫.কোনটি দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে?
Ο ক)ভিটামিন
Ο খ)এনজাইম
Ο গ)হরমোন
Ο ঘ)খনিজ লবণ
সঠিক উত্তর: (ঘ)

৬.আমিষে শতকরা কতভাগ নাইট্রোজেন আছে?
Ο ক)২০ ভাগ
Ο খ)২২ ভাগ
Ο গ)১৬ ভাগ
Ο ঘ)১৫ ভাগ
সঠিক উত্তর: (গ)

৭.পত্রবৃন্তে পাওয়া যায় কোন টিস্যু?
Ο ক)প্যারেনকাইমা
Ο খ)কোলেনকাইমা
Ο গ)স্ক্লেরেনকাইমা
Ο ঘ)স্ক্লেরাইড
সঠিক উত্তর: (খ)

৮.শক্ত, প্রাচীর পুর এবং দুই প্রান্ত সরু কোন কোষের?
Ο ক)প্যারেনকাইমা
Ο খ)কোলেনকাইমা
Ο গ)ফাইবার
Ο ঘ)স্ক্লেরেনকাইমা
সঠিক উত্তর: (গ)

৯.সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু ATP উৎপন্ন করে?
Ο ক)৩০
Ο খ)৩৮
Ο গ)৩২
Ο ঘ)৩৩
সঠিক উত্তর: (খ)

১০.নিউক্লিয়ার ঝিল্লীর ক্ষেত্রে-
i. দ্বিস্তরবিশিষ্ট
ii. রন্ধ্র বিদ্যমান
iii. বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণকারী
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১১.অঙ্গটির বৈশিষ্ট্যি হচ্ছে-
i. ক্লোরোফিল থাকায় এদের সবুজ দেখায়
ii. বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ সংশ্লেষণ ও জমা করে
iii. বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১২.স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কি বলে?
Ο ক)ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল
Ο খ)মেরু অঞ্চল
Ο গ)নিরক্ষীয় অঞ্চল
Ο ঘ)বায়বীয় অঞ্চল
সঠিক উত্তর: (ক)

১৩.ICBN স্বীকৃত শ্রেণিবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় নিম্নরূপ-
Ο ক)Kingdom>Phylum>Class>Order>Family>Genus>Species
Ο খ)Phylum>Class>Order>Family>Genus>Species
Ο গ)Class>Phylum>Order>Family>Genus>Species
Ο ঘ)কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর: (ক)

১৪.কত সালে C4 গতিপথ আবিষ্কৃত হয়?
Ο ক)১৯৯৫ সালে
Ο খ)১৯৭১ সালে
Ο গ)১৯৬৯ সালে
Ο ঘ)১৯৬৬ সালে
সঠিক উত্তর: (ঘ)

১৫.অ্যামাইটোসিস ঘটে কোথায়?
Ο ক)Q
Ο খ)R
Ο গ)S
Ο ঘ)T
সঠিক উত্তর: (গ)

১৬.নিচের কোন জীবটির কোষে সেন্ট্রিওল থাকে?
Ο ক)ছত্রাক
Ο খ)ঈস্ট
Ο গ)ব্যাকটেরিয়া
Ο ঘ)ভাইরাস
সঠিক উত্তর: (ক)

১৭.শরীর ত্বকীয় কোষ কী কাজ করে?
Ο ক)ঘাম নির্গত করে
Ο খ)কাঠামো প্রদান করে
Ο গ)রোগ প্রতিরোধ করে
Ο ঘ)দেহে দৃঢ়তা প্রদান করে
সঠিক উত্তর: (ক)
১৮.কোষের প্রধান কেন্দ্র বলা হয় কোনটিকে?
Ο ক)মাইটোকন্ড্রিয়া
Ο খ)প্লাস্টিড
Ο গ)
নিউক্লিয়াস
Ο ঘ)ক্রোমোসোম
সঠিক উত্তর: (গ)

১৯ সালোকসংশ্লেষণ পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ –
i. পাতাবাহার উদ্ভিদ
ii. ৯৫% ইথাইল অ্যালকোহল
iii. ১% আয়োডিন দ্রবণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২০.অনৈচ্ছিক পেশির কাজ হলো-
i. অন্ত্রের ক্রম সংকোচন
ii. লন নিয়ন্ত্রণ
iii. অভ্যন্তরীন পরিবহনে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)i
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

২১.ভ্রূণ মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কী বলে?
Ο ক)জটিল টিস্যু
Ο খ)পেশি টিস্যু
Ο গ)আবরণী টিস্যু
Ο ঘ)যোজক টিস্যু
সঠিক উত্তর: (খ)

২২.আমাদের খাদ্য তালিকায় শতকরা কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?
Ο ক)১৫ ভাগ
Ο খ)১৬ ভাগ
Ο গ)২০ ভাগ
Ο ঘ)২৫ ভাগ
সঠিক উত্তর: (গ)

২৩.উদ্ভিদকোষে শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত হয় কোথায়?
Ο ক)নিউক্লিয়াসের কাছাকাছি
Ο খ)ক্লোরোপ্লাস্টের কাছাকাছি
Ο গ)কোষ প্রাচীরের কাছাকাছি
Ο ঘ)মাইটোকন্ড্রিয়ার কাছাকাছি
সঠিক উত্তর: (খ)

২৪.উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি?
Ο ক)মাইটোকন্ড্রিয়া
Ο খ)প্লাস্টিড
Ο গ)গলজি বডি
Ο ঘ)নিউক্লিয়াস
সঠিক উত্তর: (খ)

২৫.সাইটোলজিতে নিচের কোন বিষয়টি আলোচনা করা হয়?
Ο ক)জীবের শ্রেণিবিন্যাস
Ο খ)জীব কোষের গঠন
Ο গ)জীবের বিবর্তন
Ο ঘ)টিস্যুর গঠন
সঠিক উত্তর: (খ)

২৬ জীববিজ্ঞানের কোন শাখায় উৎপত্তি ও ক্রোমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?
Ο ক)মরফোলজি
Ο খ)ইকোলজি
Ο গ)ইভোলিউশন
Ο ঘ)সাইকোলজি
সঠিক উত্তর: (গ)

২৭.প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো –
i. বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে
ii. পানি গ্রহণ করে স্ফীত ও খাটো হয়
iii. আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৮.ক্লোরিনের উৎস কোনটি?
Ο ক)মাংস
Ο খ)কলিজা
Ο গ)কঁচুশাক
Ο ঘ)ঢেঁড়স
সঠিক উত্তর: (ক)

২৯.সোনালী আঁশের (পাট) উদ্ভিদতাত্ত্বিক নাম কী?
Ο ক)Labeo rohita
Ο খ)Catla catla
Ο গ)Oryza sativa
Ο ঘ)Corchorus capsularies
সঠিক উত্তর: (ঘ)

৩০.পাতায় শ্বেতসারের উপস্থিতির জন্য তুমি কী ব্যবহার করবে?
Ο ক)ক্লোরিন
Ο খ)আয়োডিন
Ο গ)ম্যাংগানিজ
Ο ঘ)ক্যালসিয়াম
সঠিক উত্তর: (খ)

৩১.দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যু-
i. দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়
ii. উদ্দীপনা পরিবহনে সাহায্য করে
iii. অঙ্গ সঞ্চালন ও চলনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

৩২.তুমি অধিক পরিমাণে পরিশ্রম করলে দ্রুত ক্লান্তি দূর করতে গ্রহণ করবে –
i. শর্করা জাতীয় খাদ্য
ii. প্রোটিন জাতীয় খাদ্য
iii. ফ্যাট জাতীয় খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)i
Ο খ)ii
Ο গ)iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৩৩.ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় –
i. ATP ভেঙ্গে ADP তৈরি হয়
ii. ADP, ATP তে পরিণত হয়
iii. ADP সৌরশক্তি গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)ii ও iii
Ο গ)i ও iii
Ο ঘ)i, ii ও iii
সঠিক উত্তর: (খ)

অনুচ্ছেদটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও:
রফিক সাহেবের বয়স ৫০ বছর। কিছু দিন থেকে রফিক সাহেবের কোমরের পিছনে ব্যথা হচ্ছে। কাঁপুটি দিয়ে জ্বর আসছে। রফিক সাহেব চিকিৎসকের পরামর্শ নিলেন।

৩৪.রফিক সাহেবের শারীরিক সমস্যার কারণ কোনটি?
Ο ক)কিডনিতে পাথর
Ο খ)কিডনিতে পানি
Ο গ)ডায়াবিটিকস
Ο ঘ)পায়ে পানি
সঠিক উত্তর: (ক)

৩৫.রফিক সাহেবের অসুস্থতা থেকে উপশমের উপায় হলো-
i. অতিরিক্ত পরিমাণে পানি পান করা
ii. ডাক্তারের পরামর্শ মতো ঔষধ সেবন করা
iii. বৃক্কে অস্ত্রোপচার করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)i ও ii
Ο খ)i ও iii
Ο গ)ii ও iii
Ο ঘ)i ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post