জে.এস.সি গণিত অধ্যায় - ৭ : সেট(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ৭ : সেট(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. x, A সেটের উপাদান। এর গাণিতিক প্রকাশ কোনটি?
Ο ক) A ∈ x
Ο খ) A ∉ x
Ο গ) x ∉ A
Ο ঘ) x ∈ A
সঠিক উত্তর: (ঘ)

৫২. নিচের কোনটি সসীম সেট?
Ο ক) A = {0, 1, 2, ...}
Ο খ) B = { a, b, c,...z}
Ο গ) C = {2, 4, 6, ...}
Ο ঘ) D = { 1, 3, 5, ...}
সঠিক উত্তর: (খ)

৫৩. U = {1,2,3,4}, A = {2,4} হলে-
i. U = A
ii. Ac = {1, 3}
iii. A ∩ U = A নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৫৪. সেটের উপাদানগুলোকে কোন প্রতীকের সাহায্যে লিখতে হয়?
Ο ক) []
Ο খ) {}
Ο গ) ()
Ο ঘ) ভেনচিত্রের
সঠিক উত্তর: (খ)

৫৫. A = {ধান, পাট} এবং B = {আলু, সবজি} তবে A ∩ B = কত?
Ο ক) Ø
Ο খ) {ধান}
Ο গ) আলু
Ο ঘ) পাট
সঠিক উত্তর: (ক)

৫৬. i. অসীম সেটের কোন উপাদান নেই
ii. স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট
iii. আকাশের তারকারাজির সেট একটি অসীম সেট নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৫৭. পূরক সেট নিচের কোন সেটটির উপসেট?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (গ)

৫৮. 6এর গুণনীয়কগুলোকে সেট আকারে লিখলে নিচের কোনটি হয়?
Ο ক) {1, 2, 3, 4}
Ο খ) {1, 2, 3, 6}
Ο গ) {1, 2, 4, 6}
Ο ঘ) {2, 3, 6}
সঠিক উত্তর:

৫৯. সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ঐ সেটটিকে কি বলা হবে?
Ο ক) সার্বিক সেট
Ο খ) ছেদ সেট
Ο গ) সংযোগ সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (ক)

৬০. নিচেটর তথ্যগুলো লক্ষ কর:
i. প্রথম তিনটি বিজোড় সংখ্যার সেট {1, 3, 7}
ii. প্রথম তিনটি মৌলিক সংখ্যার সেট {2, 3, 5}
iii. প্রথম তিনটি জোড় সংখ্যার সেট {2, 4, 6} নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)

৬১. A এর একটি সেট AC হলে সেটটিকে বলা হবে-
Ο ক) ছেদ সেট
Ο খ) নিশ্ছেদ সেট
Ο গ) পূরক ছেদ
Ο ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর: (গ)

৬২. A = {2,3,4} সেটটির কয়টি উপসেট হতে পারে?
Ο ক) 8টি
Ο খ) 6টি
Ο গ) 7টি
Ο ঘ) 10টি
সঠিক উত্তর: (ক)

৬৩. সেটের প্রত্যেক সদস্যকে সেটের কি বলা হয়?
Ο ক) উপাদান
Ο খ) সংযোগ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) উপসেট
সঠিক উত্তর: (ক)

৬৪. A = {a, b, c} হলে নিচের কোনটি A এর উপসেট?
Ο ক) {a, c, d}
Ο খ) {a, b, c}
Ο গ) {a, d}
Ο ঘ) {a, b, e}
সঠিক উত্তর: (খ)

৬৫. কোন সেটে কোনো উপাদান নেই?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) সসীম সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) পূরক সেট
সঠিক উত্তর: (ক)

৬৬. স্বাভাবিক সংখ্যার সেট [N এর উপসেট কয়টি?
Ο ক) একটি
Ο খ) 2টি
Ο গ) অসংখ্য
Ο ঘ) উপসেট নেই
সঠিক উত্তর: (গ)

৬৭. {4,5,6,........} সেটটি একটি?
Ο ক) সসীম সেট
Ο খ) অসীম সেট
Ο গ) ছেদ সেট
Ο ঘ) নিশ্চেদ সেট
সঠিক উত্তর: (খ)

৬৮. আকাশের তারকারাজির সেট একটি-
Ο ক) সসীম সেট
Ο খ) অসীম সেট
Ο গ) নিশ্ছেদ সেট
Ο ঘ) ফাঁকা সেট
সঠিক উত্তর: (খ)

৬৯. নিচের কোনটি A = {b, c} এর একটি উপসেট?
Ο ক) {a, b}
Ο খ) {a, c}
Ο গ) {b}
Ο ঘ) {a}
সঠিক উত্তর: (গ)

৭০. U = {1,2,3,4} এবং C = {1,3} হলে U ∩ C হবে?
Ο ক) {2, 4}
Ο খ) {1, 3}
Ο গ) {3, 4}
Ο ঘ) {1, 4}
সঠিক উত্তর: (খ)

৭১. একটি সেটের উপাদান সংখ্যা 50 সেই সেটটি কোন সেট?
Ο ক) অসীম সেট
Ο খ) সসীম সেট
Ο গ) ছেদ সেট
Ο ঘ) নিশ্ছেদ সেট
সঠিক উত্তর: (খ)

৭২. নিচের কতকগুলো সেট গঠন করা হলো-
i. A = [a, b, c]
ii. A = {1, 2, 3}
iii. A = {গোলাপ, শাপলা} নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (খ)

৭৩. A = {1, 4, 7} এবং B = {2, 4} হলে, A ∩ B = কত?
Ο ক) {1, 4}
Ο খ) {4, 7}
Ο গ) {4}
Ο ঘ) {1, 7}
সঠিক উত্তর: (গ)

৭৪. যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে কোন সেট বলে?
Ο ক) ছেদ সেট
Ο খ) নিশ্চেদ সেট
Ο গ) সার্বিক সেট
Ο ঘ) সংযোগ সেট
সঠিক উত্তর: (খ)

৭৫. জন ভেন যে চিত্রের সাহায্যে সেট প্রকাশ করেছেন তার নাম কী/
Ο ক) রেখাচিত্র
Ο খ) সেটচিত্র
Ο গ) ভেনচিত্র
Ο ঘ) উপচিত্র
সঠিক উত্তর: (গ)

৭৬. বাস্তব জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলে?
Ο ক) রেখা
Ο খ) সেট
Ο গ) সেটের উপাদান
Ο ঘ) ভেনচিত্র
সঠিক উত্তর: (খ)

৭৭. দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে কোন সেট গঠিত হয়?
Ο ক) ছেদ সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) পূরক সেট
Ο ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর: (ক)

৭৮. U = {1, 3, 5, 6} এবং B = {2, 5} হলে, B' কি হবে?
Ο ক) {1, 3, 5}
Ο খ) {1, 2, 5}
Ο গ) {1, 5, 6}
Ο ঘ) {1, 3, 6}
সঠিক উত্তর: (ঘ)

৭৯. B = {2, a} এবং C = {a, b} হলে B U C কত?
Ο ক) {2, b}
Ο খ) {2, a}
Ο গ) {2, a, b}
Ο ঘ) {a}
সঠিক উত্তর: (গ)

৮০. সার্বিক সেটকে কোন প্রতীক দ্বারা সূচিত করা হয়?
Ο ক) U
Ο খ) ∩
Ο গ) Ø
Ο ঘ) ⊂
সঠিক উত্তর: (ক)

৮১. নিচের কোন সেটটি সসীম সেট?
Ο ক) {1,2,3,4,...........}
Ο খ) {3,5,7,.............}
Ο গ) {2,4,6,..........}
Ο ঘ) {1,2,3,4}
সঠিক উত্তর: (ঘ)

৮২. A = {1, 2, 3}, B = {2, 3}, C = {1,3,5} তবে B' কি হবে?
Ο ক) {1, 3, 4}
Ο খ) {2, 4}
Ο গ) {1, 2, 5}
Ο ঘ) {1, 4, 5}
সঠিক উত্তর: (খ)

৮৩. নিচের কোনটি 5 এর চারটি গুণিতকের সেট?
Ο ক) {5,10,15,20}
Ο খ) {5,10,16,20}
Ο গ) {5,12,15,20}
Ο ঘ) {5,8,13,20,}
সঠিক উত্তর: (ক)

৮৪. U = {1, 2, 3, 4, 5} এবং A = {1, 3, 5} হলে AC এর মান নিচের কোনটি?
Ο ক) {1, 2, 4}
Ο খ) {2, 4}
Ο গ) {1, 4, 5}
Ο ঘ) {2, 3, 5}
সঠিক উত্তর: (খ)

৮৫. U = {2, 3, 4, 5} এবং A = {2, 4} হলে AC নিচের কোনটি হবে?
Ο ক) {3, 5}
Ο খ) {2, 4, 5}
Ο গ) {3, 4, 5}
Ο ঘ) {2, 4}
সঠিক উত্তর: (ক)

৮৬. A = {2, 3, 5, 7} এখানে A একটি?
Ο ক) সসীম সেট
Ο খ) ফাঁকা সেট
Ο গ) নিশ্ছেদ সেট
Ο ঘ) ছেদ সেট
সঠিক উত্তর: (ক)

৮৭. ‘ : ’ চিহ্ন দ্বারা নিচের কোনটি বোঝায়?
Ο ক) অথবা
Ο খ) এবং
Ο গ) সুতরাং
Ο ঘ) যেন
সঠিক উত্তর: (ঘ)

৮৮. সেটের উপাদান সংখ্যা কত?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) নেই
সঠিক উত্তর: (ঘ)

৮৯. মনে করিন, A ও B দুইটি সেটের কোনো সাধারণ উপাদান নেই তবে সেট দুটি একটি অপরটির?
Ο ক) নিশ্ছেদ সেট
Ο খ) ছেদ সেট
Ο গ) সংযোগ সেট
Ο ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর: (ক)

৯০. পূরক সেট সম্পর্কে লক্ষ কর-
i. A-এর পূরক সেট AC
ii. সার্বিক সেটের উপসেট নয়
iii. U = {1,2,3} এবং A = {1, 3} তবে AC হবে {2} নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)

৯১. A = {x : x, 2 এর প্রথম 3টি গুণিতক} এবং B = {x : x, 3 এর প্রতম 3টি গুণিতক} হলে A ∩ B কত?
Ο ক) {6, 9}
Ο খ) {4}
Ο গ) {6}
Ο ঘ) {4, 6}
সঠিক উত্তর: (গ)

৯২. ৮ম শ্রেণির 60 জন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত আছে 52 জন তবে পূরক সেট কত?
Ο ক) 52 জন
Ο খ) 8 জন
Ο গ) 60 জন
Ο ঘ) 10 জন
সঠিক উত্তর: (খ)

৯৩. A = {2, ক, e} হলে, P(A) এর উপাদান সংখ্যা কত?
Ο ক) 3
Ο খ) 4
Ο গ) 8
Ο ঘ) 16
সঠিক উত্তর: (গ)

৯৪. জর্জ ক্যান্টরের সেট সম্পকেৃ ধারণা গণিতশাস্ত্রে কি নামে পরিচিত?
Ο ক) সেটের উপাদান
Ο খ) সেটতত্ত্ব
Ο গ) সেট গঠন পদ্ধতি
Ο ঘ) সেটের তালিকা পদ্ধতি
সঠিক উত্তর: (খ)

৯৫. সেট A = {a,b,c} হলে নিচের কোনটি সঠিক?
Ο ক) a ∉ A
Ο খ) d ∉ A
Ο গ) A ∉ d
Ο ঘ) c ∉ A
সঠিক উত্তর: (খ)

৯৬. B = {1, 2} সেটটি থেকে কয়টি উপসেট হতে পারে?
Ο ক) 3টি
Ο খ) 4টি
Ο গ) 5টি
Ο ঘ) 6টি
সঠিক উত্তর: (খ)

৯৭. দুইটি সেটের ছেদ সেট কি হলে সেটদ্বয় পরস্পর নিশ্চেদ সেট হবে?
Ο ক) ফাঁকা সেট
Ο খ) সংযোগ সেট
Ο গ) ছেদ সেট
Ο ঘ) সার্বিক সেট
সঠিক উত্তর: (ক)

নিচের তথ্যের ভিত্তিতে দুইটি প্রশ্নের উত্তর দাও: যদি B = {1, 2} হয় তবে-

৯৮. B সেটের উপসেট সংখ্যা কত হবে?
Ο ক) 4
Ο খ) 5
Ο গ) 6
Ο ঘ) 8
সঠিক উত্তর: (ক)

৯৯. B সেটের উপসেট গুলো নিচের কোনটি?
Ο ক) {1, 2}, {1}, {2}
Ο খ) {1,2}, {1}, {2}, Ø
Ο গ) {1, 2}
Ο ঘ) Ø
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post