জে.এস.সি গণিত অধ্যায় - ৩ : পরিমাপ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ৩ : পরিমাপ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ১ মগ পানি = ৫ ডেসিলিটার হলে, ৪ মগ পানি সমান কত লিটার?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)

৫২. ১ সেন্টিগ্রাম = কত মিলিগ্রাম?
Ο ক) ১ মিলিগ্রাম
Ο খ) ১০ মিলিগ্রাম
Ο গ) ১০০ মিলিগ্রাম
Ο ঘ) ১০০০ মিলিগ্রাম
সঠিক উত্তর: (খ)

৫৩. একটি জমির ক্ষেত্রফল ২ এয়র। মিটারে প্রকাশ করলে তা কত বর্গ মিটার হবে?
Ο ক) ১৫০
Ο খ) ২০০
Ο গ) ২৫০
Ο ঘ) ৩০০
সঠিক উত্তর: (খ)

৫৪. দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কত একক ধরা হয়?
Ο ক) ১ একক
Ο খ) ১ একক
Ο গ) ১০ একক
Ο ঘ) ১০০০ একক
সঠিক উত্তর: (খ)

৫৫. কোন পদ্ধতিতে ওজন পরিমাপের একক গ্রাম?
Ο ক) বৃটিশ পদ্ধতি
Ο খ) মেট্রিক পদ্ধতি
Ο গ) ভগ্নাংশ পদ্ধতি
Ο ঘ) গুণন পদ্ধতি
সঠিক উত্তর: (খ)

৫৬. ৩ স্টেয়র আয়তন বিশিষ্ট একটি চৌবাচ্চায় কত লিটার পানি ধরবে?
Ο ক) ১০০০
Ο খ) ১৫০০
Ο গ) ২০০০
Ο ঘ) ৩০০০
সঠিক উত্তর: (ঘ)

৫৭. ৮ ফার্লং = কত মাইল?
Ο ক) ১ মাইল
Ο খ) ২ মাইল
Ο গ) ৮০ মাইল
Ο ঘ) ৮০০ গজ
সঠিক উত্তর: (ক)

৫৮. ১ মিটার = কত সেন্টিমিটার?
Ο ক) ১০ সেন্টিমিটার
Ο খ) ১০০ সেন্টিমিটার
Ο গ) ১০০০ মিলিমিটির
Ο ঘ) ১০০০ মিলিমিটার
সঠিক উত্তর: (ঘ)

৫৯. ১ ঘনমিটার আয়তন বিশিষ্ট বাক্সের ভূমির দৈর্ঘ্য ০.৫ মিটার, প্রস্থ ০.৫ মিটার হলে উচ্চতা কত মিটার?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ঘ)

৬০. ৫ মিটার ৩০ সেন্টিমিটারে কত মিলিমিটিার?
Ο ক) ৫.৩ মিলিমিটার
Ο খ) ৫৩.০০ মিলিমিটার
Ο গ) ৫৩০ মিলিমিটার
Ο ঘ) ৫৩০০ মিলিমিটার
সঠিক উত্তর: (ঘ)

৬১. দশমিক সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এর অব্যবহিত বাম অঙ্কের স্থানীয় মানের-
Ο ক) দশ গুণ
Ο খ) দ্বিগুণ
Ο গ) দুই ভাগের এক ভাগ
Ο ঘ) দশ ভাগের এক ভাগ
সঠিক উত্তর: (ঘ)

৬২. নিচের মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে কোন এককটি বড় ?
Ο ক) সেন্টিমিটার
Ο খ) হেক্টোমিটার/
Ο গ) মিটার
Ο ঘ) কিলোমিটার
সঠিক উত্তর: (ঘ)

৬৩. অল্প আয়তনের তরল পদার্থের পরিমাপে কোন একক ব্যবহার করা হয়?
Ο ক) লিটার
Ο খ) কিলোলিটার
Ο গ) গ্রাম
Ο ঘ) হেক্টোলিটার
সঠিক উত্তর: (ক)

৬৪. ২.৫ মিটার পরিধির কোন চাকাকে ২৫ মিটার যেতে কত বার ঘুরতে হবে?
Ο ক) ৬
Ο খ) ৮
Ο গ) ১০
Ο ঘ) ১২
সঠিক উত্তর: (গ)

৬৫. পরিমাপের জন্য বিভিন্ন দেশে কতটি একক রয়েছে?
Ο ক) একটি
Ο খ) বিভিন্ন
Ο গ) অভিন্ন
Ο ঘ) কোনো একক নেই
সঠিক উত্তর: (খ)

৬৬. ওজন পরিমাপের জন্য জন্য নির্দিষ্ট যে ওজনকে একক ধরা হয়, তাকে কি বলে?
Ο ক) দৈর্ঘ্যের একক
Ο খ) ১ ভ্গ্নাংশের একক
Ο গ) ওজনের একক
Ο ঘ) ওজনের দ্বিগুণ
সঠিক উত্তর: (গ)

৬৭. ১ বিঘা = কত গন্ডা?
Ο ক) ৫৪০০
Ο খ) ৬৪০০
Ο গ) ৭৪০০
Ο ঘ) ৯৪০০
সঠিক উত্তর: (খ)

৬৮. নিচের কোন এককটি বড়?
Ο ক) হেক্টোমিটার
Ο খ) ডেকামিটার
Ο গ) মিটার
Ο ঘ) ডেসিমিটার
সঠিক উত্তর: (ক)

৬৯. একটি ৩৬ মিটার পরিসীমাবিশিষ্ট বর্গক্ষেত্র ভেঙ্গে গিয়ে চারটি বর্গক্ষেত্র হল। প্রতিটির পরিসীমা কত মিটার?
Ο ক) ৯
Ο খ) ১০
Ο গ) ১১
Ο ঘ) ১২
সঠিক উত্তর: (ক)

৭০. ১ ফুট = কত ইঞ্চি
Ο ক) ২ ইঞ্চি
Ο খ) ১০ ইঞ্চি
Ο গ) ১২ ইঞ্চি
Ο ঘ) ১০০ ইঞ্চি
সঠিক উত্তর: (গ)

৭১. ৮ সেন্টিমিটারে কত মিলিমিটার?
Ο ক) ১ মিলিমিটার
Ο খ) ১৮ মিলিমিটার
Ο গ) ৮০ মিরিমিটার
Ο ঘ) ৮০০ মিটার
সঠিক উত্তর: (গ)

৭২. ১ হেক্টেমিটারে কত ডেকামিটার?
Ο ক) ১ ডেকামিটার
Ο খ) ৫ ডেকামিটার
Ο গ) ১০ ডেকামিটার
Ο ঘ) ১০০ ডেকামিটার
সঠিক উত্তর: (গ)

৭৩. ১ ডেকামিটারে কত মিটার?
Ο ক) ৫ মিটার
Ο খ) ১০০ মিটার
Ο গ) ১০ মিটার
Ο ঘ) ১০০০ মিটার
সঠিক উত্তর: (গ)

৭৪. ৮ মিটারে কত সেন্টিমিটার?
Ο ক) ১৮ সেন্টিমিটার
Ο খ) ৮০ সেন্টিমিটার
Ο গ) ৮০০ সেন্টিমিটার
Ο ঘ) ৮০০০ সেন্টিমিটার
সঠিক উত্তর: (গ)

৭৫. একটি কানের দুলের ওজন ২ গ্রাম। দুলটির ওজন মিলিগ্রামে কত হবে?
Ο ক) ১০০
Ο খ) ১০০০
Ο গ) ২০০০
Ο ঘ) ১০০০০
সঠিক উত্তর: (গ)

৭৬. ১৫ বর্গ মাইলে কত বিঘা?
Ο ক) ২৭৪০
Ο খ) ২৯০০০
Ο গ) ২৮০০০
Ο ঘ) ২৯০৪০
সঠিক উত্তর: (ঘ)

৭৭. ১০ কিলোমিটারে কত মিটার?
Ο ক) ১ মিটার
Ο খ) ১০ মিটার
Ο গ) ১০০০ মিটার
Ο ঘ) ১০০০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

৭৮. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬ বর্গ ফুট হলে পরিসীমা কত গজ?
Ο ক) ৪.৩
Ο খ) ৫.৩
Ο গ) ৬.৩
Ο ঘ) ৭.৩
সঠিক উত্তর: (খ)

৭৯. আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২.৫ গুণ এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল ১৬০ বর্গ মি. হলে দৈর্ঘ্য কত মিটার?
Ο ক) ১৬
Ο খ) ১৮
Ο গ) ২০
Ο ঘ) ২২
সঠিক উত্তর: (গ)

৮০. কোন পদ্ধতিতে তরল পদার্থের আয়তন লিটার?
Ο ক) বৃটিশ পদ্ধতি
Ο খ) ভগ্নাংশ পদ্ধতি
Ο গ) মেট্রিক পদ্ধতি
Ο ঘ) গুণন পদ্ধতি
সঠিক উত্তর: (গ)

৮১. বেশি ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়?
Ο ক) মিলিগ্রাম
Ο খ) গ্রাম
Ο গ) কিলোগ্রাম (কে. জি.)
Ο ঘ) সেন্টিগ্রাম
সঠিক উত্তর: (গ)

৮২. একটি বাক্সের দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ১ মিটার হলে তার আয়তন কত ঘনমিটার?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ৬
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (গ)

৮৩. দশমিক সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এর অব্যবহিত ডান অঙ্কের স্থানীয় মানের-
Ο ক) দ্বিগুণ
Ο খ) দশ গুণ
Ο গ) একশ গুণ
Ο ঘ) দশ ভাগের এক ভাগ
সঠিক উত্তর: (খ)

৮৪. ৪ কিলোমিটারে কত মিটার?
Ο ক) ৪ মিটার
Ο খ) ১৪ মিটার
Ο গ) ৪০০ মিটার
Ο ঘ) ৪০০০ মিটার
সঠিক উত্তর: (ঘ)

৮৫. বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য ক ব্যবহৃত হয়?
Ο ক) ফিতা
Ο খ) মাপচোঙ
Ο গ) দাড়িপাল্লা
Ο ঘ) ডিজিটাল পাল্লা
সঠিক উত্তর: (ক)

৮৬. ০.৫ ডেকামিটার = কত মিটার?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২০
সঠিক উত্তর: (ক)

৮৭. গণনার জন্য কোন স্বাভাবিক সংখ্যাটি একক হিসেবে ধরা হয়?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)

৮৮. ২৫৪ সে.মি. সমান কত ইঞ্জি?
Ο ক) ২০০
Ο খ) ১৫০
Ο গ) ১৫৪
Ο ঘ) ১০০
সঠিক উত্তর: (ঘ)

৮৯. ১ গ্রামে কত ডেসিগ্রাম?
Ο ক) ১০ ডেসিগ্রাম
Ο খ) ১০০ ডেসিগ্রাম
Ο গ) ২১০ ডেসিগ্রাম
Ο ঘ) ১০০০ ডেসিগ্রাম
সঠিক উত্তর: (ক)

৯০. ৫ মিটার ৬ ডেসিমিটার = কত ডেসিমিটার?
Ο ক) ৫৬ ডেসিমিটার
Ο খ) ৬৫ ডেসিমিটার
Ο গ) ৫৬০ ডেসিমিটার
Ο ঘ) ৫০৬ ডেসিমিটার
সঠিক উত্তর: (ক)

৯১. দৈর্ঘ্য মাপার জন্য, ওজন মাপার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য কত ধরনের পরিমাপ পদ্ধতি রয়েছ?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) অভিন্ন
Ο ঘ) ভিন্ন ভিন্ন
সঠিক উত্তর: (ঘ)

৯২. মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক কি?
Ο ক) গ্রাম
Ο খ) সেন্টিগ্রাম
Ο গ) কিলোগ্রাম
Ο ঘ) মিটার
সঠিক উত্তর: (ক)

৯৩. বেশি আয়তনের তরল পদার্থের পরিমাপে কোন একক ব্যবহগার করা হয়?
Ο ক) মিলিলিটার
Ο খ) সেন্টিলিটার
Ο গ) লিটার
Ο ঘ) কিলোলিটার
সঠিক উত্তর: (ঘ)

৯৪. একটি ত্রিভুজের ভূমি ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার হরে ক্ষেত্রফল কত বর্গ. মিটার?
Ο ক) ৬
Ο খ) ৮
Ο গ) ১০
Ο ঘ) ১২
সঠিক উত্তর: (ক)

৯৫. মেট্রিক পদ্ধতিতে তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি?
Ο ক) মিটার
Ο খ) লিটার
Ο গ) কিলোমিটার
Ο ঘ) গ্রাম
সঠিক উত্তর: (খ)

৯৬. ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কি?
Ο ক) ১০ গুণ
Ο খ) ১০০ গুণ
Ο গ) শতাংশ
Ο ঘ) সহস্রাংশ
সঠিক উত্তর: (গ)

৯৭. আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার ও দৈর্ঘ্য ৩৬ মিটার হলে প্রস্থ কত মিটার?
Ο ক) ২৫
Ο খ) ২৬
Ο গ) ২৭
Ο ঘ) ২৮
সঠিক উত্তর: (ক)

নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও: একটি তামার পাতের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪ মিটার ও ৩ মিটার।

৯৮. পাতের ক্ষেত্রফল কত বর্গমিটার?
Ο ক) ৬
Ο খ) ৭
Ο গ) ১২
Ο ঘ) ১৪
সঠিক উত্তর: (গ)

৯৯. পাতের পরিসীমা কত মিটার?
Ο ক) ৭
Ο খ) ১২
Ο গ) ১৪
Ο ঘ) ২৪
সঠিক উত্তর: (গ)

১০০. পাতের কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ৬
Ο ঘ) ৭
সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post