বাংলাদেশ বিষয়াবলী ।
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন।
১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি – ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ – ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কবে হয় – ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি – ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড – ১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর – অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম – পুন্ড্র
৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ? – শায়েস্তা
৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল – ১৭৭০
১০। ৬ দফা – ১৯৬৬
১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল? – পূব পাকিস্তানের অসহযো্গ
১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে – আইন-ই -আকরবী
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম – পাঙন
১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ? – ইসলাম খান ১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ? – ১৯টি।
১৬। শুভলং ঝরণা কোথায় – রাঙামাটি
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ -পূর্ব জার্মানি
১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায় – ৬২%
১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ? -অগ্রহায়ন -পৌষ
২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন – ওয়ারলেসের
২১। অগ্নিশ্বর কি – কলা
২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ –৩১জানুয়ারী ১৯৫২।
২৩। বাংলাদেশের উষ্ণতম – লালপুর , নাটোর
২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ? –১৭ জানুয়ারী ১৯৭২।
২৫। এমডিজির অন্যতম লক্ষ্য – ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ? -এই প্রশ্নের উত্তর পিএসসি জানে । তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৭। একনেকে এর চেয়ারম্যান কে ? —প্রধানমন্ত্রী ২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান -৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে ২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল – ১১১টি ৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ? – ৪।
বাংলা । । পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
১. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ? – জ+ঞ
২। নিচের কোন ভ্রমন বিষয়ক গ্রন্থ নয় ? –
৩। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের –
৪। ঘরে বাইরের উপনাসের চরিত্র – নিখিলেস – বিমলা
৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? -৮টি
৬।বিষাদসিন্ধু একটি – ইতিহাস আশ্রিত উপন্যাস
৭। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে – ১৯১৪
৮। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক – পায়ের আওয়াজ পাওয়া যায়
৯্ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম – শ্রীচৈতন্য
১০। কোনটি জসিমউদ্দিন নাটক — বেদের মেয়ে
১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? – ১৭৬০সালে
১২। কোনটি উপন্যাস নয় ? – কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
১৩। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? – মুখরা রমনী বশীকরণ
১৪। তোহফা কাব্যটি কে রচনা করেন ? – আলাওল
১৫। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ? – কবিগান
১৬। নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ? -চার ইয়ারী কথা
১৭। যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য – সঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে । সূত্র > সৌমিত্র শেখরের বই(জুন, ২০১২) সীতারাম পৃ্ষ্ঠা ৩৫৪ , গণদেবতা ( ৩২৯ পৃষ্টা) আর বাকিগুলো ত জানেন ই । ১৮।কোনটি শওকত ওসমানের রচনা নয় ? – ভেজাল
১৯। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ? -বিশেষণ ।কারণ চেনা >> লোককে modify korce. ২০. হেড মৌলভী কোন ভাষার শব্দ ? – ইংরেজি + ফার্সি
২১. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? – রবি + ইন্দ্র
২২। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর? – মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
২৩. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? – ব্ +ন্+ধ্+ন
২৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? – উত্কর্ষ
২৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? – কুহেলিকা
২৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ? – বীরাঙ্গনা
২৭। একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ? – সোনার তরি
২৮। আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ? – আবু জাফর ওবায়দুল্লাহ
২৯। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম – গ্রামবার্তা প্রকাশিকা
৩০। ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? – জ্ঞানা্ঙ্কুর
৩১। রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ? – রামরাম বসু
৩২। কোনটিতে নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ? – প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )
৩৩। কোনটি বিশেষ্য পদ ? – গাম্ভীর্য
৩৪। কোনটি বহুব্রিহি সমাসবদ্ধ পদ – জনশ্রুতি
৩৫। কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ? -শুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে । প্রশ্ন মনে হয় ভুল আছে হত হয়েছে তখন তন্বী
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
আন্তর্জাতিক বিষয়াবলী ।
১। আরবলীগ প্রতিষ্ঠা – ১৯৪৫
২।NAM বর্তমানে এর সদস্য সংখ্যা – সঠিক উত্তর নাই । ১২০ ত হওয়ার কথা
৩। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে ? -2002
4. ইয়াল্টা কনফারেন্স – জাতিসংঘ প্রতিষ্ঠা
৫. ওয়ার এন্ড পিস এর লেখক – লিও টলস্টয়
৬. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ – আলবেনিয়া
৭। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠা -১৯৪৫
৮। সার্ক প্রতিষ্ঠত হয় কবে – ১৯৮৫
৯।IAEA-এর সদর দপ্তর – ভিয়েনা
১০। কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত – চীন
১১। UNDP -প্রধান – প্রশাসক
১২। International Mother Day – 22 Aprill
13. সুয়েজ খাল চালূ – ১৮৬৯ ১৪.প্রেসিডেন্ট উইলসনের
14 Points এ কত পয়েন্ট এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? – XIV. A general association of nations must be formed under specific covenants for the purpose of affording mutual guarantees of political independence and territorial integrity to great and small states alike. 15.Red Cross- সদর – জেনেভা
১৬. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির ঐক্য প্রস্তাব‘ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় ? -কোরিয়া সংকট
১৭. জলবায়ু পরিবর্তন মোকাবেলা Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? – ১০০বিলিয়ন
১৮. আলে্প্পো শহরটি কোথায় – সিরিয়া
গনিত এবং ইংরেজি প্রশ্নের সমাধান
137. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? উঃ ৪২ টাকা 138. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উঃ ২০%
139. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত? উঃ ২৬০
140. x-1/x = 1 হলে x3-1/x3 এর মান কত? উঃ 4
141. 1+3+5+ ——-+ 2x-1 উঃ x(x+1)/2
142. logv3(81) = উঃ 8
143. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A) উঃ 8 (Eight)
144. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত? উঃ 0
145. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4v2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উঃ 16
146. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112, ,x=? উঃ 34
147. ত্রিভুজ ABC এ
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন।
১। তত্তবধায়ক সরকার বিলুপ্তি – ১৫সংশোধনী
২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ – ১
৩। বাংলাদেশের ১ম আদম শুমারী কবে হয় – ১৯৭৪সালে
৪। গণপরিষদে বাংলাভাষা কে রাষ্ট্রীয় স্বীকৃতি – ১৬ফ্রেব্রু ১৯৫৬
৫। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড – ১৪ ডি:
৬। বাঙালী জাতীয় প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর – অষ্ট্রিক
৭। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম – পুন্ড্র
৮। ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ? – শায়েস্তা
৯। বাংলার ‘ ছিয়াত্তরের মনন্তর ‘ এর সময় কাল – ১৭৭০
১০। ৬ দফা – ১৯৬৬
১১। বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল? – পূব পাকিস্তানের অসহযো্গ
১২। বাংলা ( দেশ ও ভাষা নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে – আইন-ই -আকরবী
১৩। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম – পাঙন
১৪। ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ? – ইসলাম খান ১৫। বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি ? – ১৯টি।
১৬। শুভলং ঝরণা কোথায় – রাঙামাটি
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
১৭। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ -পূর্ব জার্মানি
১৮। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমায় – ৬২%
১৯। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় ? -অগ্রহায়ন -পৌষ
২০। ২৬শে মার্চ ১৯৭১এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন – ওয়ারলেসের
২১। অগ্নিশ্বর কি – কলা
২২। সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ –৩১জানুয়ারী ১৯৫২।
২৩। বাংলাদেশের উষ্ণতম – লালপুর , নাটোর
২৪। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ? –১৭ জানুয়ারী ১৯৭২।
২৫। এমডিজির অন্যতম লক্ষ্য – ক্ষুধা ও দারিদ্র দূর করা
২৬। বর্তমানে সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি ? -এই প্রশ্নের উত্তর পিএসসি জানে । তবে যুদ্ধরাধীদের বিচার হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২৭। একনেকে এর চেয়ারম্যান কে ? —প্রধানমন্ত্রী ২৮। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান -৮৮ডি ০১ থেকে ৯২ ডি ৪১ পূর্ব দ্রাঘিমাংশে ২৯। বাংলাদেশের কতটি ‘ছিটমহল‘ বাংলাদেশের সীমায় অন্তভূক্ত হল – ১১১টি ৩০। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ? – ৪।
বাংলা । । পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
১. বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি ? – জ+ঞ
২। নিচের কোন ভ্রমন বিষয়ক গ্রন্থ নয় ? –
৩। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে‘ উপনাসের –
৪। ঘরে বাইরের উপনাসের চরিত্র – নিখিলেস – বিমলা
৫। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? -৮টি
৬।বিষাদসিন্ধু একটি – ইতিহাস আশ্রিত উপন্যাস
৭। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে – ১৯১৪
৮। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক – পায়ের আওয়াজ পাওয়া যায়
৯্ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম – শ্রীচৈতন্য
১০। কোনটি জসিমউদ্দিন নাটক — বেদের মেয়ে
১১। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? – ১৭৬০সালে
১২। কোনটি উপন্যাস নয় ? – কবিতার কথা ( জীবনান্দ দাশের প্রবন্ধ)
১৩। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? – মুখরা রমনী বশীকরণ
১৪। তোহফা কাব্যটি কে রচনা করেন ? – আলাওল
১৫। এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ? – কবিগান
১৬। নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় ? -চার ইয়ারী কথা
১৭। যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য – সঠিক উত্তর নাই। কারণ সীতারাম , গণদেবতা, পদ্মানদীর মাঝি , পথের প্যাঁচালি প্রভৃতি সবগুলোই গ্রামীন সমাজের চিত্র ফুটে তুলেছে । সূত্র > সৌমিত্র শেখরের বই(জুন, ২০১২) সীতারাম পৃ্ষ্ঠা ৩৫৪ , গণদেবতা ( ৩২৯ পৃষ্টা) আর বাকিগুলো ত জানেন ই । ১৮।কোনটি শওকত ওসমানের রচনা নয় ? – ভেজাল
১৯। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ? -বিশেষণ ।কারণ চেনা >> লোককে modify korce. ২০. হেড মৌলভী কোন ভাষার শব্দ ? – ইংরেজি + ফার্সি
২১. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? – রবি + ইন্দ্র
২২। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে । বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্তরিত কর? – মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
২৩. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ? – ব্ +ন্+ধ্+ন
২৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? – উত্কর্ষ
২৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস ? – কুহেলিকা
২৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ? – বীরাঙ্গনা
২৭। একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ? – সোনার তরি
২৮। আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ? – আবু জাফর ওবায়দুল্লাহ
২৯। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম – গ্রামবার্তা প্রকাশিকা
৩০। ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ? – জ্ঞানা্ঙ্কুর
৩১। রাজা প্রতাপদিত্য চরিত্র কার লেখা ? – রামরাম বসু
৩২। কোনটিতে নত্ব বিধি অনুসারে “ণ‘্র ব্যবহার হয়েছে ? – প্রবণ ( কারণ কল্যাণ, বিপণি, নিক্কণ স্বভাবই হয়েছে আর প্রবণ েএ প বর্গীয় পর ব তার পর ণ )
৩৩। কোনটি বিশেষ্য পদ ? – গাম্ভীর্য
৩৪। কোনটি বহুব্রিহি সমাসবদ্ধ পদ – জনশ্রুতি
৩৫। কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি ? -শুভেচ্ছা মে বি উত্তর হবে ।কারণ এটি সন্ধি যোগে হয়েছে । প্রশ্ন মনে হয় ভুল আছে হত হয়েছে তখন তন্বী
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
আন্তর্জাতিক বিষয়াবলী ।
১। আরবলীগ প্রতিষ্ঠা – ১৯৪৫
২।NAM বর্তমানে এর সদস্য সংখ্যা – সঠিক উত্তর নাই । ১২০ ত হওয়ার কথা
৩। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে ? -2002
4. ইয়াল্টা কনফারেন্স – জাতিসংঘ প্রতিষ্ঠা
৫. ওয়ার এন্ড পিস এর লেখক – লিও টলস্টয়
৬. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ – আলবেনিয়া
৭। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠা -১৯৪৫
৮। সার্ক প্রতিষ্ঠত হয় কবে – ১৯৮৫
৯।IAEA-এর সদর দপ্তর – ভিয়েনা
১০। কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত – চীন
১১। UNDP -প্রধান – প্রশাসক
১২। International Mother Day – 22 Aprill
13. সুয়েজ খাল চালূ – ১৮৬৯ ১৪.প্রেসিডেন্ট উইলসনের
14 Points এ কত পয়েন্ট এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? – XIV. A general association of nations must be formed under specific covenants for the purpose of affording mutual guarantees of political independence and territorial integrity to great and small states alike. 15.Red Cross- সদর – জেনেভা
১৬. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির ঐক্য প্রস্তাব‘ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় ? -কোরিয়া সংকট
১৭. জলবায়ু পরিবর্তন মোকাবেলা Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? – ১০০বিলিয়ন
১৮. আলে্প্পো শহরটি কোথায় – সিরিয়া
গনিত এবং ইংরেজি প্রশ্নের সমাধান
137. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? উঃ ৪২ টাকা 138. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? উঃ ২০%
139. দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গসাগু ১৩। সংখ্যা দুটির ল,সা,গু কত? উঃ ২৬০
140. x-1/x = 1 হলে x3-1/x3 এর মান কত? উঃ 4
141. 1+3+5+ ——-+ 2x-1 উঃ x(x+1)/2
142. logv3(81) = উঃ 8
143. A = {x: x মৌলিক সংখ্যা এবং x≤5 } হলে P(A) উঃ 8 (Eight)
144. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x=কত? উঃ 0
145. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4v2 হলে, ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উঃ 16
146. চিত্র অনুসারে ০ কেন্দ্র বিশিষ্ট ABC, y=112, ,x=? উঃ 34
147. ত্রিভুজ ABC এ
পরবর্তী অংশ পেতে লাইক দিয়ে এ্যাকটিভ থাকুন-Web School BD Facebook
Tags
BCS