১৯ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান

Bangladesh Public Service Commission or BPSC is monitoring the whole exam procedure. BCS preli question are actually based on MCQ. So all the student who attend the BCS preli exam have needed vast knowledge about MCQ question pattern. Total marks of BCS Preli exam is 200. Marks distribution is as follows: Bangle Language and Literature 35, English Language and Literature 35, Bangladesh Affairs 30, International Affairs 30. Here we give 10th to 35th BCS preli question step by step.



1. কোন জারক রস পাকস্থলীতে দুদ্ধ জমাট বাধায় ?
পেপসিন
এমাইলেজ
ট্রিপসিন
রেনিন
Correct answer is : রেনিন

2. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কে কয়টি সেক্টরে ভাগ করা হয়ে ছিল?
টি
টি
১১ টি
১৪ টি
Correct answer is : ১১ টি

3. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন
নিউইয়র্ক
প্যারিস
মস্কো
 Correct answer is : নিউইয়র্ক
 
4. খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
রোমে
জেনেভায়
অটোয়ায়
Correct answer is : রোমে

5. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
২৫ জোড়া
২৬ জোড়া
২৩ জোড়া
২৪জোড়া
Correct answer is : ২৩ জোড়া

6. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
শেলী
ডলি
মলি
নেলী
Correct answer is : ডলি

7. গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
নিম্নভূমি নিমজ্জিত হবে
ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
বৃষ্টিপাত কমে যাবে
উপরের সবগুলো
Correct answer is : উপরের সবগুলো

8. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
২১ ফেব্রুয়ারি
১৪ ডিসেম্বর
মার্চ
১৬ ডিসেম্বর
Correct answer is : ১৪ ডিসেম্বর

9. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
সোনারগাঁয়ে
মহাস্থানগর
রংপুর
সিলেট
Correct answer is : সোনারগাঁয়ে

10. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি ?
বাংলাদেশ
পাকিস্তন
সৌদি আরব
ইন্দোনেশিয়া
Correct answer is : ইন্দোনেশিয়া

11. ADB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
জাকার্তা
ম্যানিলা
ডাবলিন
কলম্বো
Correct answer is : ম্যানিলা

12. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
ভানুসিংহ
টেকচাঁদ ঠাকুর
বনফুল
মুকুন্দরাম
Correct answer is : ভানুসিংহ

13. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ইতালি
স্পেন
তুরস্ক
গ্রীস
Correct answer is : তুরস্ক

14. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রচিয়তা -
শামসুর রহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী
Correct answer is : আবদুল গাফফার চৌধুরী

15. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লুরো কার্বন
কার্বন মনোক্সাইড
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
Correct answer is : ক্লোরোফ্লুরো কার্বন

16. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
নওগাঁ
বগুড়া
নাটোর
রাজশাহী
Correct answer is : নাটোর

17. ‘বিদ্রোহীকবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলনচাঁপা
বাঁধনহারা
Correct answer is : অগ্নিবীণা

18. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশগ্রন্থের রচয়িতা
রফিকুল ইসলাম
রশীদ করিম
মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
কর্নেল সিদ্দিক মালিক
Correct answer is : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং

19. বাংলাদেশের জাতীয় পাখি
ময়না
কাক
শালিক
দোয়েল
Correct answer is : দোয়েল

20. ‘গিল্ডারকোন দেশের মুদ্রার নাম?
প্যারাগুয়ে
নরওয়ে
নেদারল্যান্ড
পোল্যান্ড
Correct answer is : নেদারল্যান্ড

21. ‘নাসাকোন দেশের সংস্থা?
জার্মানি
রাশিয়া
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
Correct answer is : যুক্তরাষ্ট্র

22. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
সাভার, ঢাকা
রাজশাহী
চট্টগ্রাম
সিলেট
Correct answer is : সাভার, ঢাকা

23. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
গরু
ছাগল
গয়াল
রয়েল বেঙ্গল টাইগার
Correct answer is : রয়েল বেঙ্গল টাইগার

24. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়
ইথেন
এমোনিয়া
মিথেন
বিউটেন
Correct answer is : মিথেন

25. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
. এস ডি চৌধুরী
. কাজী ফজলুর রহিম
. ওসমান গনি
অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
Correct answer is : . ওসমান গনি

26. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
মি. জে এইচ বি হেলেন
লর্ড লিনলিথগো
লর্ড ক্লাইভ
ওয়ারেন হেস্টিংস
Correct answer is : লর্ড লিনলিথগো

27. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
পাবনা, সিরাজগঞ্জ
দিনাজপুর
বরিশাল
ফরিদপুর
Correct answer is : পাবনা, সিরাজগঞ্জ

28. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়
জানুয়ারি, ১৯৯৮
ডিসেম্বর, ১৯৯৭
ডিসেম্বর, ১৯৯৭
২২ ডিসেম্বর, ১৯৯৭


Correct answer is : ডিসেম্বর, ১৯৯৭

29. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
কয়লা
চুনাপাথর
সাদামাটি
গ্যাস
Correct answer is : গ্যাস

30. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
জর্জ ওয়াশিংটন
আব্রাহাম লিংকন
রুজভেল্ট
কেনেডী
Correct answer is : আব্রাহাম লিংকন

31. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ইনসুলিন
থাইরক্সিন
এনড্রোজেন
এস্ট্রোজেন
Correct answer is : ইনসুলিন

32. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
১৬ বছর
১৮ বছর
২০ বছর
২১ বছর
Correct answer is : ১৮ বছর

33. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির
১৬ শতাংশ
২০ শতাংশ
২৫ শতাংশ
৩০ শতাংশ
Correct answer is : ২৫ শতাংশ

34. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
রোনাল্ডো
জিদান
সুকার
বেবেতো
Correct answer is : সুকার

35. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
আশি
সাতাশি
ষাট
একাশি
Correct answer is : একাশি

36. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত
পলল গঠিত সমভূমি
বরেন্দ্রভূমি
উত্তরবঙ্গ
মহাস্থানগড়
Correct answer is : বরেন্দ্রভূমি

37. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
১৯ শতাংশ
১২ শতাংশ
১৬ শতাংশ
১৫ শতাংশ
Correct answer is : ১৫ শতাংশ

38. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য
. কিলোমিটার
. কিলোমিটার
কিলোমিটার
. কিলোমিটার
Correct answer is : . কিলোমিটার

39. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
বলাকা
শাপলা
নৌকা
কাছিবেষ্টিত নোঙর
Correct answer is : কাছিবেষ্টিত নোঙর

40. নেপালের পার্লামেন্টের নাম কী?
সিনেট
পঞ্চায়েত
কংগ্রেস
পার্লামেন্ট
Correct answer is : পার্লামেন্ট

41. ভায়াগ্রা কী?
একটি জলপ্রপাত
নতুন একটি ওষুধ
সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
নতুন জাহাজের নাম
Correct answer is : নতুন একটি ওষুধ

42. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
অলিভেট
আইবিএম
এ্যাপেল ম্যাকিনটশ
মাইক্রোসফট
Correct answer is : মাইক্রোসফট

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post