১৩ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান

১৩ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান
Bangladesh Public Service Commission or BPSC is monitoring the whole exam procedure. BCS preli question are actually based on MCQ. So all the student who attend the BCS preli exam have needed vast knowledge about MCQ question pattern. Total marks of BCS Preli exam is 200. Marks distribution is as follows: Bangle Language and Literature 35, English Language and Literature 35, Bangladesh Affairs 30, International Affairs 30. Here we give 10th to 35th BCS preli question step by step.
1. গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কী?
আরামপ্রিয়
উদাসীন
নিতান্ত অলস
পরমুখাপেক্ষী

2. কোন দুটি অঘোষ ধ্বনি?
চ ছ
ড ঢ
ভ ব
দ ধ

3. কোন বাক্যে ঢাকঢাক গুড়গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ,কাজে লেগে যাও
ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ,আসল কথাটি বল
ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, কী খাবে
ঢাকঢাক গুড়গুড় করে কী লাভ, নিজের পায়ে দাড়াও

4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ঞকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম-
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ওকুমুদিনী
গোবিন্দলাল ও রোহিনী
সুরেশ ও অচলা

5. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?
ধন অপেক্ষা মান বড়
তোমাকে দিয়ে কিছু হবে না
ঢং ঢং ঘন্টা বাজে
লেখাপড়া করো, নতুবা ফেল করবে

6. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?
১৯৫১সালে
১৯৬১ সালে
১৯৭১ সালে
১৯৮১ সালে

7. ইসলামের ইতিহাসও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
জিজ্ঞীর- কাজী নজরুল ইসলাম
সাত সাগরের মাঝি- ফররূখ আহমদ
দিলরুবা- আবদুল কাদির
নূরনামা- আবদুল হাকিম

8. যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে?
অপূর্ব
অদৃষ্টপূর্ব
অভূতপূর্ব
ভূতপূর্ব

9. অনল প্রবাহ রচনা করেন-
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
মোজাম্মেল হক
এয়াকুব আলী চৌধুরী
মুনিরুজ্জামান ইসলামাবাদী

10. কোন বাক্য অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুওে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো

11. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-
ধূসর পান্ডুলিপি
নাম রেখেচি কোমল গান্ধার
একক সন্ধ্যায় বসন্ত
অন্ধকার একা

12. 'বণ্যেরা বনে সুন্দর ,শিশুর মাতৃক্রোড়ে' এউক্তিটির প্রকৃত তৎপর্য হচ্ছে-
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনেন থাকতেই ভালবাসে
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দও
প্রকৃতির রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম

13. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
ওরা কি করে?
আপনি আসবেন
আমরা যাচ্ছি
তোরা খাসনে

14. মধ্যপদলোপী কর্মধারায় উদাহরণ কোনটি?
ঘর থেকে ছাড়া- ঘর ছাড়া
অরুনের মত রাঙ্গা- অরুণরাঙা
হাসিমাখা মুখ- হাসিমুখ
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী- ক্ষণস্থায়ী

15. শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখ,এক ফোঁটা দিলেম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-
প্রতিদান
প্রত্যুৎপকার
অকৃতজ্ঞতা
অসহিষ্ঞুতা

16. কোনটি ঐতিহাসিক নাটক?
শমির্ষ্ঠা
রাজসিংহ
পলাশীর জুদ্ধ
রক্তাক্ত প্রন্তর

17. মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে-
মহাকাব্য
নাটকে
পত্রকাব্যে
সনেটে

18. মোসলেম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন -
মীর মশারফ হোসেন
মুন্সী মোয়াজদ্দীন আহমদ
মোজাম্মেল হক
মেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

19. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বাননই শুদ্ধ?
হাতি /হাতী
নারি/নারী
জাতি/জাতী
দাদি/দাদী

20. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য -
মাঝি মাল্লার সংগ্রামশীল জীবন
জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ
চাষী জীবনের করুন চিত্র
চরবাসীদেও দুঃখী জীবন

21. যদিx³+hx+10=0 এর একটি সমাধান হয় ,তবে h এর মান কত?
১০

-৯
-২

22. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও৪% কমতির পাথর্ক্য কত টাকা?
শূন্য
১৪৪
২৫৪
৪০০

23. y=3x+2,y=-3x +2 ও y=-2দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
একটি সমবাহু ত্রিভূজ
একটি সমদ্বিবাহু ত্রিভূজ
একটি বিষমবাহু ত্রিভূজ
একটি সমকোণী ত্রিভূজ

24. ৩২এর ২ভিত্তিক লগারিদম কত?




25. একটি গোল মুদ্্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পাওে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দু’পাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?



১০

26. একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০ হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
২০০
২০০√২
২০০√৩
২০০√৫

27. কোন পরীক্ষায় একজন ছাত্র সংখ্যক প্রশ্নের ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়ংশের শুদ্ধ উত্তর দিতে পারে।এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
২০টি
৫০টি
৩০টি
৪০টি

28. একটি লোক খাড়া উত্তর দিকে মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২মিনিট এবং খাড়া দক্ষিন দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?
৪৫
৪৮
৭৫
২৪

29. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
২০৬
২০৮
৩০৬
৪০৬

30. কোন মৌলিক অধাতু সাধারন তাপমাত্রায় তরল থাকে?
ব্রোমিন
পারদ
আয়োডিন
জেনন

31. কোনটি চৌম্বক পদার্থ?
পারদ
বিসমাথ
এন্টিমনি
কোবাল্ট

32. উচ্চ পর্বতের চূড়ান্ত উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভবনা থাকে,কারন উচ্চ চূড়ায়
অক্সিজেন কম
ঠান্ডা বেশি
বায়ুর চাপ বেশি
বায়ুর চাপ কম

33. কোন স্থানে মাধ্যাকষর্ণজনিত ত্বরণ ৯ গুন বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুন বাড়বে বা কমবে?
৯গুণ বাড়বে
৩গুন কমবে
৩গুন বাড়বে
৯গুন কমবে

34. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
সিলিনড্রিক্যাল
জুম
অবতল
উত্তল

35. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
বাতাসে
পানি
শূন্যতায়
লোহা

36. মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি ?
ভাইকিং
ভয়েজার
এপোলো
সয়ুজ

37. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
রোজেনবার্গ
অটোহ্যান
ওপেনহেমার
আইনস্টাইন

38. সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুন করলে কম্পাংকের কতটা পরিবর্তন ঘটবে?
অধের্ক হবে
দ্বিগুন হবে
তিনগুনহবে
চার গুন হবে

39. প্রাচীন পুন্ড্রুবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
পাহাড়পুর
মহাস্থানগড়
বিক্রমপুর
ময়নামতি

40. ১৯৫২সালের ২১ফেব্রুয়ারী তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিমুদ্দীন
মোহাম্মদ আলী
লিয়াকত আলী খান
নুরুল আমীন

41. পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রনীত হয়?
১৯৫৪সালে
১৯৪৭সালে
১৯৪৮সালে
১৯৫০সালে

42. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
চাপাইনবাবগজ্ঞ
কুমিল্লা
বগুড়া
কুষ্টিয়া

43. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
১৯৬৮সালে
১৯৬৭সালে
১৯৬৬সালে
১৯৬৫সালে

44. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে ?
১৯৫২সালে
১৯৫৩সালে
১৯৫৪সালে
১৯৫৫সালে

45. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ’গানটির সুরকার কে?
আবদুল লতিফ
আবদুল আহাদ
আলতাফ মাহমুদ
রাহমুদুন্নবী

46. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে ?
হামিদুর রহমান
তানভির কবির
মাইনুল হোসেন
মাযহারুল ইসলাম

47. বীরশ্রেষ্ঠ হামিদর রহমানের পদবি কী ছিল?
সিপাহী
ল্যান্স নাঢেক
লেফচেন্যান্ট
ক্যাপ্টেন

48. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
সাত
আট
ছয়
পাঁচ

49. শতীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
১৪ই ডিসেম্বর
১২ই ডিসেম্বর
১৩ই ডিসেম্বর
১৫ই ডিসেম্বর

50. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
১৬ই ফেব্রুয়ারি
২৭শে ফেব্রুয়ারি
২শেমার্চ
৪ঠামার্চ

51. ব্রক্ষপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
বরাইল
কৈলাশ
কাঞ্চনজঙ্ঘা
কোনটি নয়

52. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
লুসাই
গারো
কিওক্রাডং
জয়ন্তিয়া

53. বাকল্যান্ড বাধঁ কোন নদীর নদীর তীরে অবস্থিত ?
শীতলক্ষা
বুড়িগঙ্গা
মেঘনা
তুরাগ

54. বাংলাদেশে চিকিৎসক প্রতি জনসংখ্যা কত?
প্রায় ৪৭৯৭
প্রায় ৪৫৭২
প্রায় ৯৭৯১
প্রায় ৮২১২

55. চলনবিল কোথায় অবস্থিত?
রাজশাহী জেলায়
রাজশাহী ও নওগাঁ জেলায়
পাবনা ও নাটোর জেলায়
নাটোর ও নওগাঁজেলায়

56. ফারাক্কা বাধঁ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ?
২৪.৭কিলোগ্রাম
২১.০কিলোগ্রাম
১৯.৩কিলোগ্রাম
১৬.৫ কিলোগ্রাম

57. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?
কুড়িগ্রাম
নীলফামারী
ঠাকুরগাঁ
লালমনিরহাট

58. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গকিলোমিটার ?
৩৮০০
৪১০০
৫৫৭৫
৬৯০০

59. ১৯৯১সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি
টোকিওতে
নিউইয়র্কে
তেহরান
আবিদজানে

60. উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯৩ সালে র্সববৃহৎ বিক্রেতা -
আইবিএম
জেনারেল মটরস
রয়াল ডাচ/শেল
ইক্সন

61. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি -
ইউরোপে
উত্তর আমেরিকায়
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
মধ্য এশিয়ার

62. ১৯৮৮সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
ভারত
পাকিস্তান
শ্রীলঙ্কায়
বাংলাদেশে

63. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদেও সংখ্যা সবচেয়ে বেশি?
ফিলিপাইন
জাপান
চীন
ভারত

64. ১৯৮৯সালের সমীক্ষায় অনুসাওে সবচেয়ে বেশি চাল রপ্তানি কারক কোন দেশে?
চীন
থাইল্যান্ড
পাকিস্তান
যুক্তরাষ্ট্র

65. ‘এশিয়া ওয়াচ’ কতৃক সম্প্রতি উদঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
জুন ১৯৮৯ তিয়াআনমেন স্কয়াওে সংঘটিত ট্রাজেটি
জেলখানার কয়েকদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
আলজেরিয়ার কাছে পারমানবিক যুদ্ধাস্ত্রের তথ্য বিক্রি

66. এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে ইস্ক্যাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
APEC
OREC
EABG
BCO

67. ‘জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড’একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
প্রায় ৭৫শতাংশ
প্রায় ৮০শতাং
প্রায় ৮৫শতাংশ
প্রায় ৯০শতাংশ

68. মায়ানমাওে ১৯৯০সালের মে মাসে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে বিপুল ভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
এনডিওএল
এলএনডি
এনএলডি
বিএসপিপি

69. ১৯৯০সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে?
৩অক্টোবর৩(মাঝ রাতে)
১অক্টোবর১(দুপুরে)
২অক্টোবর(মাঝরাতে)
২অক্টোবর (সকাল)

70. ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
টোকিও
প্যারিস
ভিয়েনা
নিউইয়র্ক

71. 'International Institute on Aging' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
ভ্যালেটা
প্যারিস
রোম
জেনেভা

72. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
১৯৬৬সাল থেকে
১৯৬৭সাল থেকে
১৯৬৮সাল থেকে
১৯৮৯সাল থেকে

73. পি এলও এর ন্যাশনাল কাউন্সিল কতৃক আর্ন্তজাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিনের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮সালে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহন করে?
নিউইয়র্ক
নাইজেরিয়া
সৌদিআরব
ভেনিজুয়েলা

74. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষন সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
জাপানের নাগাসাকিতে
অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
রাশিয়ার আশখাবাদে
কানাডার ভেঙ্কুবারে

75. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমসংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
DTCD
UNDP
UNEPA
UNFP

76. ১৯৯১সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করেন?
মাইকেল চ্যাং
জিন ফিলিপস
মাইকেল স্টিচ
পিট সাস্প্রাস

77. কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়?
সিঙ্গাপুর
মালয়োশিয়া
থাইল্যান্ড
দক্ষিনকোরিয়া

78. It is too difficult to 'tolerate'bad temper for long.Which of the following phrase does replace 'tolarate'in the above sentence.
cope with
put up with
stand up for
pull on with

79. I have never seen such a slow coach like you.This small work has taken you there full months.What does the idiom'a slow coach'means
an irresponsible person
a careless person
an unthoughtful person
a very lazy person

Score =
Correct answers:

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post