১২ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান

১২ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান
Bangladesh Public Service Commission or BPSC is monitoring the whole exam procedure. BCS preli question are actually based on MCQ. So all the student who attend the BCS preli exam have needed vast knowledge about MCQ question pattern. Total marks of BCS Preli exam is 200. Marks distribution is as follows: Bangle Language and Literature 35, English Language and Literature 35, Bangladesh Affairs 30, International Affairs 30. Here we give 10th to 35th BCS preli question step by step.
1. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ

2. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরনটি কার ?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
মধূসুদন দত্ত
হেমচন্দ্র বন্দোপাধ্যায়
রঙ্গলাল বন্দোপাধ্যায়

3. শুদ্ধ বাক্যটি করুন?
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রেতার শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন

4. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হন?
নিখুত
আনমনা
অবহেলা
নিমরাজি

5. কোন বানান টি শুদ্ধ ?
পাষাণ
পাষান
পাসান
পাশান

6. মধুসূদন দত্ত রচিত‘বিরঙ্গনা’-
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
আখ্যানকাব্য

7. বাংলা সাহিত্যেও প্রাচিনতম মুসলমান কবি-
শাহ মুহম্মদ সগীর
সাবিরিদ খান
শেখ ফয়জুল্লাহ
মুহাম্মদ কবীর

8. 'রোহিনী' কোন উপন্যাসের নায়িকা?
কৃষ্ণকান্তের উইল
চোখের বালি
গৃহদাহ
পথের পাঁচালি

9. নিম্ন রেখ কোন শব্দে করণ কারকে শূণ্য বিভক্তি ব্যবহৃত হয় ?
ঘোড়াকে চাবুক মার
ডাক্তার ডাক
গাড়ি স্টেশন ছেড়েছে
মুষলধারে বৃষ্টি পড়েছে

10. রুপসী বাংলার কবি?
জসীমউদ্দিন
জীবনান্দ দাশ
কালিদাস রায়
সতেন্দ্রনাথ দত্ত

11. বটতলার পুঁথি বলতে কী বুঝায়?
মধ্যযুগীয় হস্তলিখিত পান্ডলিপি
বটতলা নামক নামক স্থানে রচিত কাব্য
দোভাষি বাংলায় রচিত পুথি সাহিত্য
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

12. মুসলমান কবি রচিত প্রাচিনতম বাংলা কাব্য?
ইউসুফ জুলেখা
রসুল বিজয়
নূরনামা
শবে মেরাজ

13. কবি গান এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিতি?
রাম বসু এবং ভোলা ময়রা
এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
সাবিরিদ খান এবং দশরথী রায়
আলাওল এবং ভারতচন্দ্র

14. কোন শব্দে ধাতুর প্রত্যয় যুক্ত হয়েছে?
ঠগী
পানসে
পাঠাক
সেলামী

15. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবস্যার চাঁদ,আকাশ কুসুম
বকধার্মিক,বিড়ালতপস্বী
রুইকাতলা,কেউকেটা
বকধার্মিক,ভিজে বেড়াল

16. বাংলা সাহিত্য এর সর্বাধিক সমৃদ্ধ ধারা-
নাটক
ছোটগল্প
প্রবন্ধ
গীতিকবিতা

17. এক কথায় প্রকাশ করুন -'যা বলা হয়নি'?
অউক্ত
অব্যক্ত
অন্ক্তু
অভিব্যক্ত

18. বাংলা ভাষা এ শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে ?
চাকু,চাকর
খদ্দক,হরতাল
চা,চিনি
রিক্সা,রেস্তরা

19. ড.মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
ভাষাতত্ত্ববিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজসংস্কারক

20. 'এখানে যারা প্রাণ দিয়েছে/রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূরার নীচে/সেখানে আমি কাদতে আসিনি'-
জহির রায়হান
আবদুল গাফফার চৌধুরি
শামসুর রহমান
মাহবুবুল আলম চৌধুরি

21. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে?
অফসেট মুদ্রন পদ্ধতিতে
পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে

22. কোন বস্তুকে পানিতে সম্পূর্নভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ?
বস্তুর ঘনত্ব পানির চেয়ে কম
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
বস্তু ও পানির ঘনত্বে মধ্যে নিবির সম্পর্ক বিদ্যমান

23. আকাশে বিজলি চমকায় ?
দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সষ্ণিত হলে
মেঘের মধ্যে বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
মেঘের মর্ধে বিদ্যুৎ কোষ তৈরি হলে

24. যে সর্ব্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে?
৭৫ডিবি
৯০ ডিবি
১০৫ ডিবি
১২০ ডিবি

25. পানিতে নৈাকার বৈঠা বেঁকে যাওয়ার কারণ আলোর-
পূর্ণ অর্ভন্তরীণ প্রতিফলন
প্রতিসরণ
বিচ্ছুরণ
পোলারায়ন

26. যে বায়ু সর্বদাউ উচ্চচাপ অষ্ণল থেকে নিম্নচাপ অষ্ণলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
আয়ন বায়ু
প্রর্তয়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু

27. প্রবল জোয়ারের কারণ ও সময় -
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোন করে থাকে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছো থাকে
পৃথিবী সূর্যেও সবচেয়ে কাছে থাকে
সূর্য,চন্দ্র,ও পৃথিবী এক সরল রেখার থাকে

28. রান্না করার হাঁড়ি –পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় । এর প্রধান কারণ-
এটি হালকা ও দামে সস্তা
এটি সব দেশেই পাওয়া যায়
এতে দ্রুত তাপ সষ্ণরিত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
এটি সহজে ভেঙে যায় না বেশি গরম সহ্য করতে পারে

29. গ্রিন হাউজ ইফেক্ট বলতে বোঝায় -
সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ ঘাটতি
তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমান কৃত্রিম চাষের প্রয়োনীয়তা
উপগ্রহের সাহায্যে দূও থেকে ভূমন্ডলের অবলোকন

30. পাল তোলা নৈাকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকে ও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার করা হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

31. ফিউশন প্রক্রিয়ায়-
একটি পরমাণু ভেঙে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু গঠন করে
একটি পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়

32. নিচের কোন উক্তিটি সঠিক?
বায়ু একটি যৌগিক পদার্থ
বায়ু একটি মৌলিক পদার্থ
বায়ু একটি মিশ্র পদার্থ বায়ু
বায়ু বলতে অক্্িরজেন ও নাইট্রোজেন কে বুঝায়

33. ভৌগোলিক গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে-
মূল মধ্যরেখা
কর্কট ক্রান্তি রেখা
মকর ক্রান্তি রেখা
আন্তর্জাতিক তারিখ রেখা

34. ফুলানো বেলুন মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায় কোন ইঞ্জিন নীতির সংঙ্গে এর মিল আছে?
বাস্পীয় ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
স্টারলিং ইঞ্জিন
রকেট ইঞ্জিন

35. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
লাল- সবুজ-হলুদ-লাল-সবুজ
লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
লাল-গগলদ-লাল-সবুজ-হলুদ

36. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-
সরকারি নির্দেশ
দূর থেকে চোখে পড়বে বলে
দেখতে সুন্দও লাগে
তাপ বিকিরণ থেকে বাচার জন্য

37. কিওক্রাডং এর উচ্চতা প্রায়
১০১০মিটার
১৫৩০মিটার
১২৩০মিটার
১৩৬৪মিটার

38. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগর ট্রেনটির নাম-
এগার সিন্দু এক্রপ্রেস
পারাবত এক্্রপ্রেস
উপকূল এক্্রপ্রেস
সৈকত এক্্রপ্রেস

39. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত-
মহাস্থানে
শাহজাদপুরে
নেত্রকোনায়
রামপালে

40. বাংলাদেশের বৃহত্তম হাওর-পাথরচাওলি হাইল চলন বিল হাকালুকি
পাথরচাওলি
হাইল
চলন বিল
হাকালুকি

41. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
নেপালে জলাধার নির্মাণ
গঙ্গা ব্রক্ষ্্রপুক্রের মর্ধে সংযোগ খাল খনন
বাংলাদেশের অর্ভন্তওে গঙ্গা বাঁধ নির্মাণ
গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি

42. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অর্নতম প্রধান লক্ষ্য-
দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারন
দু’দেশের নদীগুলোর নব্যতা বৃদ্ধি
বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগোতা
দু’দেশের নৌ পরিবহন ব্যবস্থা উন্নয়ন

43. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উওলিত হয় ১৯৭১ সালের-
২রা মার্চ
২৩শে মার্চ
১০ই মার্চ
২৫শে মার্চ

44. বাংলাদেশে বাষিক চা উৎপাদন পরিমান হচেছ প্রায় ?
১৪ কোটি পাউন্ড
১৩ কোটি পাউন্ড
১০ কোটি পাউন্ড
৯½ কোটি পাউন্ড

45. গম্ভীরা বাংলাদেশর কোন অঞ্চলের লোকসংগীত?
পার্বত্য চট্টগ্রাম
সিলেট
রাজশাহী
রংপুর

46. কোন শসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিটিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
ফখরুদ্দীন মোবারক শাহ
আকবর
শামসুদ্দিন ইলিয়াস শাহ
ঈশা খান

47. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া যায়?
জামালগঞ্জে
জকিগঞ্জে
জিয়পুরে
রানীগঞ্জে

48. মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল ,তখন তার নাম ছিল
মহাস্থানগড়
কর্ণসুবর্ণ
পুন্ডনগর
রামাবতী

49. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরী করেছিলেন-
শায়েস্তা খান
নবাব সলিমুল্লাহ
মির্জা আহমেদ খান
নওয়াব আবদুল গণি

50. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
রাণী গজ্ঞে
বিজয়পুরে
টেকেরহাটে
বাগলীবাজারে

51. জাপান র্পাল হারবার আক্রমণ করে -
৭ডিসেম্বর,১৯৪১
২৩ জুন,১৯৪২
৩নভেম্বর,১৯৪২
২৬জুলাই,১৯৪৩

52. সৌদিআরবে আমেরিকান সৈন্য মোতায়োনের উদ্দেশ্য -
ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
ইরাকের কুয়েত দখল অবসান করা
স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
উপরের সবকয়টি

53. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম -
পিকিং স্পোর্টস স্টেডিয়াম
বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
ওয়ার্কার্স স্টেডিয়াম,বেইজিং
চায়না স্পোর্টস স্টেডিয়াম

54. জাতিসংঘে রাষ্টপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুও হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
১৩৭
১২১
১১০
১১৭

55. শাত-ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বক্ষরিত চুক্তির নাম -
দামেস্ক চুক্তি
আলজিয়ার্স চুক্তি
কায়রো চুক্তি
বৈরুত চুক্তি

56. ৫০০দিনের প্লান বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে-
ওয়ারশ জোট ভেঙে দেয়ার সম্পন্ন করা
রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
পূর্ব জামার্নি থেকে সোভিয়েত সৈর্ন প্রত্যাহার সম্পন্ন করা

57. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুও সংখ্যা -
৪,০০,০০০
৪০,০০০
৪৪,০০০
৫৪,০০০

58. হাজার হ্রদেও দেশ কোনটি?
নরওয়ে
ফিনল্যান্ড
ইন্দোনেশিয়া
জাপান

59. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম -
ও.এ.ইউ
আরবলীগ
জি.সি.সি
ও.এ.এস

60. বাস্তিল দুর্গেও পতন ঘটেছিল -
১৪জুলাই,১৭৮৯
৭জুন ,১৭৮৮
৫অক্টোবর,১৭৮৮
২৬আগস্ট,১৭৮৮

61. কঙ্গো প্রজাতন্ত্রেও বর্তমান নাম -
লিওপোন্ডভিল
জিম্বাবুয়ে
জিবুতি
জায়ারে

62. ‘ট্রাফালগার স্কয়ার’ কোন শহওে অবস্থিত ?
ওয়াশিংটন
প্যারিস
মস্কো
লন্ডন

63. মিসর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-
১৯৫৬সালে
১৯৫৫সালে
১৯৫৪সালে
১৯৫৩সালে

64. Select the answer of the word 'stagflation'
controlled
Economic slow down
a disintegrating
cultural dullness

65. What is the meaning of the word 'scuttle'
to tease
abandon
pile up
gossip

66. What is the meaning of the word'stanch'
to reinforce
be weak
smooth out
put an end to

67. What is the meaning of the word'belated'
complaining
off hand
weak
tardy

68. What is the meaning of the word'sequences'
to follow
round up
withdraw
question closely

69. What is the meaning of the word'euphemism'
vahue idea
inoffensive expression
verbal play
wise saying

70. The Rainbow is-
a poem by wordsworth
a short story by somerst Maugham
a novel by D.H.Lawrence
a verse by coleridge

71. Tom jones by Henry Fielding was first published in
the 1st half of 19th century
the 2nd half of 18th century
the 1st half of 18th century
the 2nd half of 19th century

72. The literary work'Kubla Khan is"
a history by Vincent Smith
a verse by Coleridge
a drama by Oscar Wilde
a short story by Somerset Maugham

73. T.S.Eliot was born in -
Ireland
England
Wales
USA

74. What was the real name of the great American short writer O. Henry
Samuel L,Clemens
William Sydney Porter
Fitz James O'Brten
William Sydney Porter

75. Any thing 'pernicious'tends to injure or destroy.Something which has no such harmful effect is-
innocuous
innocent
immaculate
salutary

76. Do not worry.English grammar os not -to understand Which of the following does best fit in the blank space ?
so difficult
very difficult
too difficult
difficult enough

77. We a holiday since the beginning of the year . Which of the following verb forms does best complete the above sentence_
did not have
have not had
are not having
had not had

78. If I were you ,I the situation more carefully. Which of the following verb form does best complete the above sentence_
would handle
will handle
handled
would have handled

79. It is time your mistakes. Which of the following clause does best fit in the above sentence_
you realized
that you realized
you would realize
you have realized

80. We have recently entered-an agreement with the Inland co-operative society? Which of the following does best fit in the blank space?
no preposition
upon
in
into

81. The boy from the village said I-starve than beg. Which of the following does best complete the above sentence?
better
rather
would rather
would better

82. What is the verb of the word 'shortly'?
short
shorter
shorten
shortness

83. Choose the correct sentence .
Let him and you be witnesses
Let you and him be witnesses
Let you and he be withnesses
Let you and he be witnesses

84. Choose the correct sentence .
the matter was informed to the police
The matter has been informed of the matter
The police was informed of the matter
The police were informed of the matter

85. Who,What,Which are-
Demonstrative pronoun
Relative pronoun
Reflexive pronoun
Indefinite pronoun

86. Choose the correct one-
Mispell
Misspell
Mispel
Misspel

87. Fill in the blank -'What is the time-your Watch'.
by
in
to
with

88. Fill in the blank'Give my -to him'.
Warm compliment
compliments
Best compliment
Heartiest compliments

89. 'Caesar and Cleopatra 'is-
a tragedy by shakespeare
a play by G.Bshaw
a poem by lord byron
a novel by S.T.coleridge

90. Who is the greatest modern English dramatist?
Virginia Woolf
George bernard shaw
P.B.Shelly
S.T.Coleridge

91. Who id the author of A Farewell to Arms?
T.S. Eliot
John Milton
Palto
Ernest Hemingway

92. Who is the modern philosopher who was awarded nobel prize for lierature?
James Baker
Dr.Kissinger
Bertrand Russel
Lenin

93. Who is the most famous satirist in English literature?
Alexander
Johathan Swift
William Wordsworth
Bulter

94. What is the synonym of ldelude
Demand
permit
Aggravate
Deceive

95. What is the noun of the word 'Waste'
Waste
Wasting
Wastage
Wasteful

96. What is the antonym of 'Queer'
Integrated
Orderly
Abnormal
Old

97. What is the adjective of the word Heart
Heart
Hearten
Heartening
Heartful

98. ABDবৃত্তে ABএবংCDদুটি সমান জ্যা P পরস্পর বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
PC=PD
PA=PB
PB=PA
PB=PD

99. Pএর মান কত হলে 4x²+px+9 একটি পূর্ণ বর্গ হবে?
10
12
13
17

100. x²-8x-8y+16+y²এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
4xy
-2xy
6xy
8xy

101. 2x²-x-3 এর উৎপাদক কী কী?
(2x+3)(x+1)
(2x-3)(x+1)
(2x-3)(x-1)
(2x+3)(x-1)

102. চারটি সমান বাহু সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোন নয়,এরুপ চিত্রকে বলা হয় -
বর্গক্ষেত্র
চতুভূর্জ
রম্বস
সামন্তরিক

103. a4+4এর উৎপাদন কী কী?
(a²+2a+2)(a²+2a-2)
(a²+2a+2)(a²-2a+2)
(a²-2a+2)(a²+2a-2)
(a²-2a+2)(a²-2a+2)

104. চিনির মূল্য ২৫%বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
২২%
২৫%
২০%
৩০%

105. বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল । বাকি যা প্রশ্ন রইল তার অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাত্র শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
১৫টি
২০টি
২৫টি
১৮টি

106. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ও৫ কিঃ মিঃ।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
৯ঘন্টা
১২ঘন্টা
১০ঘন্টা
১৮ঘন্টা

107. ৮,১১,১৭,২৯,৫৩-------পরবর্তী সংখ্যাটি কত?
১০১
১০২
৭৫
৫৯

108. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায় ।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
৩৬০০
২৪০০
১২০০
৩০০

109. ৫:১৮.৭:২ এবং ১:২-এর মিশ্র অনুপাত কত?
৭২:১০৫
৭২:৩৫
১০৫:৭২
৩৫:৭২

110. সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫হলে ,এর বাহুর সংখ্যা কত?




Score =
Correct answers:

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post