১১ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ১১ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করা হলো

১১ তম বিসিএসের প্রশ্ন ও সমাধান
-->
1. ‘বৈরাগ্য সাধনে -সে আমার নয়’শূন্যস্থান পূরন করুন
আনন্দ
মুক্তি
বিশ্বস
আশ্বাস
2. সমাস ভাষাকে ?
সংক্ষেপ করে
বিস্তৃত করে
ভাষারুপ ক্ষুণ করে
অর্থবোধক করে
3. সূর্য এর প্রতিশব্দ -
সুধাংশু
শশাস্ক
বিধু
আদিত্য
4. অর্ধচন্দ্র এর অর্থ-
গলাধাক্কা
সৌজন্নতা
সৌজনতা
কান্তে
5. কোনটি শুদ্ধ -
সৌজন্নতা
সৌজন্যতা
সৌজনতা
সৌজন্য
6. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী
7. বাংলা গীতিকবিতায় ‘ভোরের পাখি’কে?
বিহারীলাল চক্রবতী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্যারীচাঁদ মিত্র
8. কোনটি শুদ্ধ বাক্য?
একটা গোপনীয় কথা বলি
একটা গোপন কথা বলি
একটা গোপন কথা বলি
একটি গুপ্ত বলি বলি
9. সংশয়-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভয়
বিস্ময়
প্রত্যয়
দ্বিধা
10. শিষ্টাচার ’ এর সমার্থক শব্দ কোনটি?
নিষ্ঠা
সদাচার
সততা
সংযম
11. ‘ক্ষমার যোগ্য’এর বাক্য সংকোচন -
ক্ষমার্হ
ক্ষমাপ্রার্থী
ক্ষমা
ক্ষমাপ্রদ
12. ‘-সেপ্টেম্বও বিশ্ব সাক্ষরতা দিবস‘।শূন্যস্থান পূরন করুন-

5
6
10
13. ‘মোস্তফা চরিত’ গন্থেও রচয়িতা-
মুহম্মদ আবদুল হাই
মোহাম্মদ বরকতুল্লাহ
ড.মুহম্মদ শহীদুল্লাহ
মওলানা আকরম খাঁ
14. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’গ্রন্থটির রচয়িতা-
মুহম্মদ আবদুল হাই
মোহাম্মদ বরকতুল্লাহ
আবুল মনসুর আহমদ
আতাউর রহমান
15. পুথিঁ সাহিত্যের প্রাচীন তম লেখক-
ভারতচন্দ্র রায়
কাজী দৌলত
সৈয়দ হামজা
আবদুল হাকিম
16. ‘চাচা কাহিনীর’ লেখক-
সৈয়দ শামসুল হক
সৈয়দ মুজতবা আলী
শওকত ওসমান
ফররূখ আহমদ
17. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
শব্দ
কারক
পদ
ক্রিয়াপদ
18. ‘রাজলক্ষ্মী’চরিত্র স্রষ্টা ঔপন্যাসিক-
বঙ্কিমচন্দ্র
শরৎচন্দ্র
তারাশংকর
নজরুল ইসলাম
19. চালের মূল্য ১২%কমে যাওয়ায় ৬,০০০টাকায় পূর্বাপেক্ষা ১কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।১কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
৭৫০টাকা
৭২০টাকা
৭০০টাকা
৭৫টাকা
20. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩গুন ।দৈর্ঘ্য৪৮মিটার হলে,ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮মিটার
১৪৪মিটার
৬৪মিটার
৯৬মিটার
21. ক ঘন্টায় ১০কি.মি এবং খ ঘন্টায় ১৫কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক ১০.১০মিনিটের সময় এবং খ ৯.৪০মিনিটের সময় রাজশাহী পৌছাল।রওনা স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি?
১২০কি.মি
২৫কি.মি
১৫কি.মি
৮কি.মি
22. ১৯,৩৩,৫১,৭৩--।পরবর্তী সংখ্যাটি কত?
৮৫
১২১
৯৯
৯৮
23. একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার দেড়গুন কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?
৪জন
৩জন
২জন
৫জন
24. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ফুট গতিবেগে লক্ষ্য ভেদ করে।এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়।শব্দের গতি সেকেন্ডে ১১০০ফুট।লক্ষ্যবস্তুর দূরত্ব কত?
২০২৫ফুট
১৯২৫ফুট
১৯৭৫ফুট
১৮৭৫ফুট
25. a-1{a-(a+1)} =কত?
a-1
1
a+1
a
26. একটি পাত্রে দুধও পানির অনুপাত৫:২।যদি পানি অপেক্ষা দুধের পরিমান৬লিটার বেশি হয় তবে পানি পরিমান-
১৪লিটার
৬লিটার
১০লিটার
৪লিটার
27. কএর বেতন খএর বেতন অপেক্ষা শতকরা ৩৫টাকা বেশি হলে খএর বেতন কএর বেতন অপেক্ষা কত টাকা কম?
২৭টাকা
২৫.৯৩টাকা
৪০টাকা
২৫.৫০টাকা
28. ১০টি সংখ্যার যোগফল৪৬২।এদেও প্রথম ৪টার গড় ৫২ এবং শেষের ৫টার গড়৩৮।পঞ্চম সংখ্যাটি কত?
৬০
৬৪
৬২
৫০
29. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ফুট ।ফুটফুট ফুট=কত
১৮ফুট
১২ফুট
১৫ফুট
২০ফুট
30. যদিa³-b³=513 এবংa-b=3 হয় তবেab এর মান কত?
54
35
45
55
31. (x+3)(x-3)কেx²-6দিয়ে ভাগ করলে ভাগশেষে কত হবে?
-6
3
6
-3
32. এক মিটার সমান কত ইঞ্চি?
৩৭.৩৯ইঞ্চি
৩৯.৩৭ইঞ্চি
৩৯.৪৭ইঞ্চি
৩৮.৫৫ইঞ্চি
33. ইউরিয়া সারের কাচাঁমাল-
অপরিশোধিত তেল
ক্রিংকার
এমোনিয়া
মিথেন গ্যাস
34. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
১০কি.মি
৫কি.মি
২৭কি.মি
১০নিউটন
35. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে-
অধিক পরিমাণেco2 নির্গত হয়ে
কীটপতঙ্গেও সাহায্যে
ফুলে ফুলে সংস্পর্শে
বাতাসের সাহায্যে ঘটে
36. ইস্পাত সাধারন লোহা থেকে ভিন্ন।কারন এতে-
লোহাকে টেম্পারিং করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
আকরিক ব্যবহার করা হয়েছে
37. প্রাকৃতিক গ্যাসের প্রাধান উপাদান হলো-
নাইট্রোজেন
মিথেন
হাইড্রোজেন গ্যাস
কার্বন মনোক্সাইড
38. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করা হয় তাকে বলাহয়-
পরমানু
ইলেকট্রন
অনু
প্রোটন
39. সমুদ্র স্রোতের অন্যতম কারন-
সমুদ্রের ঘূর্ণিঝড়
সমুদ্রের পানিতে তাপের
পরিচালনা সমুদ্রের পানিতে ঘনত্বেও তারতম্য
বায়ুপ্রবাহের প্রভাবে
40. কাজ করার সামর্থ্যকে বলে-
শক্তি
ক্ষমতা
কাজ
বল
41. রঙধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলি-
লেন্সের কাজ করে
আতসী কাচের কাজ করে
দর্পণের কাজ করে
প্রিজমের কাজ করে
42. কাচঁ তৈরির প্রধান কাচাঁমাল হলো-
জিপসাম
বালি
সাজি মাটি
চুনাপাথর
43. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
২৪জোড়া
২৬জোড়া
২৩জোড়া
২৫জোড়া
44. মাইক্রোওয়েভের অধিকাংশ দূরত্ব অতিক্রম করে-
ওয়েভ গাইডের মধ্যে দিয়ে
খোলামেলা জায়গার মধ্যে দিয়ে সরলরেখায়
বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
ভূমি ও আয়নোস্ফিয়ারের মধ্যে প্রতিফলিত হয়ে
45. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে-
ট্রান্সফরমার
জেনারেটর
স্টোরেজ ব্যাটারি
ক্যাপসিটর
46. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
একই হয়
বেশি হয়
খুব কম হয়
47. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়-
এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
কম্পিউটারে তৈরির নক্স
48. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমান প্রায় কত?
২কোটি একর
২কোটি ৫০লক্ষ একর
২কোটি ৪০লক্ষ একর
২কোটি ২৫লক্ষ একর
49. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
গঙ্গা
ব্রক্ষপুত্র
করতোয়া
মহানন্দা
50. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী ?
রংপুর
ফরিদপুর
রাজশাহী
যশোর
51. চীন-বাংলাদেশমৈত্রী সেতু-১নির্মাণের প্রধান উদ্দেশ্য-
ঢাকা শহরেকে নদীর ওপারে বিস্তৃত করা
বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি
করা ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো দেশের
দক্ষিন অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
52. বাসস একটি-
খবরের কাগজের নাম
একটি প্রেসক্লাবের নাম
একটি সংবাদ সংস্থার নাম
একটি বিদেশি কোম্পানির নাম
53. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
২৬শে মার্চ
২১শে ফেব্রুয়ারি
১৬ই ডিসেম্বর
১৪ডিসেম্বর
54. সর্বপ্রথম যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বতর্মন রয়েছে তা হলো ইরি -
ইরি-৮
ইরি-৩
ইরি-২০
ইরি-১
55. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
সিলেটের বনভূমি
খুলনা,বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
56. হরিপুরে তেল আবিষ্কৃত হয়
১৯৮৫সালে
১৯৮৬সালে
১৯৮৭সালে
১৯৮৪সালে
57. মিশুকের স্থপতি কে?
মুস্তফা মনোয়ার
শামীম সিকদার
হামিদুজ্জামান খান
মাইনুল হোসেন
58. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
১০:৬
৯:৬
১১:৭
১২:৬
59. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?
রংপুর
ময়মনসিংহ
ফরিদপুর
টাঙ্গাইল
60. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
২২৫নটিক্যাল মাইল
২০০নটিক্যাল মাইল
২৫০১০নটিক্যাল মাইল
১০নটিক্যাল মাইল
61. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি ?
ব্রক্ষপুত্র
পদ্মা
যমুনা
মেঘনা
62. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো-
ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
বিদেশী শিল্পপতিদের দেশীয় কাচাঁমাল ব্যবহারে বাধ্য করা
63. বি কেএসপি হলো-
একটি কিশোর ফুটবল টিমের নাম
একটি সংবাদ সংস্থার নাম
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
একটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
64. মা ও মণি হলো-
একটি উপন্যাসের নাম
একটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনী
একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
একটি প্রসাধন শিল্পের নাম
65. প্রাচীন ’চন্দ্রদ্বীপ’এর বর্তমান নাম-
মালদ্বীপ
হাতিয়া
বরিশাল
সন্দীপ
66. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর
ভিয়েনা
বন
জেনেভা
রোম
67. জাাপানের পার্লামেন্টের নাম-
ডায়েট
পিনসাস
নেসেট
সোরা
68. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ফ্লোরিডা
পক
জিব্রাল্টার
বেরিং
69. সাউথ কমিশনের চেয়ারম্যান
ফিডেল ক্যাস্
জুলিয়াস নায়ারে
রবার্ট মুগাবে
জেনারেল সুহার্তোট্রো
70. ওডারনীস নদী-
পূর্ব জামার্নি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও চেকোসেøাভিয়ার মধ্যে সীমা নিধার্রক
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
71. জাতিসংঘ দিবস পালিত হয়
২৪অক্টোবর
২৪আগষ্ট
২আগষ্ট
৪আগষ্ট
72. আফট বলতে বোঝায়-
একটি বাণিজ্যিক গোষ্ঠী
পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
একটি বিমান সংস্থা
একটি সামরিক চুক্তি
73. আন্তর্জতিক পরিবেশ দিবস পালিত হয়-
৭জুলাই
৯মার্চ
৫জুন
২১মে
74. নামিবিয়ার রাজধানী-
কারাভু
উইন্ডহুক
প্রিটেরিয়া
কোটাভি
75. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋন প্রদান কওে-
স্বাভাবিক সুদে
বিনাসুদে
অল্প সুদে
অতি সামান্য সুদে
76. হারারে এর পুরাতন নাম-
রোডেসিয়া
পেট্রোগ্রাড
ফরমোজা
সলসবেরী
77. পবিত্র ভূমি কোনটিকে বলা হয়?
প্যালেস্টাইন
জেরুজালেম
জেদ্দা
তাইফ
78. মালদ্বীপের মুদ্রার নাম কী?
রুপি
ডলার
পাউন্ড
রুপাইয়া
79. ১৯৯২সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
বার্সেলোনা
জুরিখ
বার্লিন
ব্রাসেলস
80. আর্ন্তজাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা-
W.Wilson
paul Haris
Naden Powel
H.Wilson
81. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমেন
কাতার
ওমান
ইরাক
82. What is the synonym of 'Incite'
Deceive
Urge
permit
Instigate
83. What is the synonym of'Honorary'
Offcial
Salaried
Honourble
Literary
84. What is the verb of the word Abi/lity
Able
Agly
Enable
Ableness
85. What is the poet of the 'Victorian Age'
Robert browning
Shakespare
Mathew Arnold
Helen Keller
86. Who is the author of 'For whom the Bell tolls'
Ernest Hemingway
Lord Tennison
Homer
Charles Dickens
87. Fill in the blank 'He has assured me _safety'
at
for
of
with
88. May Allah help you _what kind of sentence is that/l
Exclamatory
Assertive
Imperative
Optative
89. A rolling stone gathers no mass. What is 'rolling'
Verbal verb
Adjective
Participle
Gerund
90. Which is the Noun of the word'Beautiful'
Beautifol
Beautiful
Beauty
Beautifully
91. He has been ill _Friday last.Fill in the blank
since
in
of
for
92. Hold water means -
Keep water
Store water
Bear examination
Drink water
93. 'Out and out'means
Not at all
Thoroughly
TO be last
Man of outside
94. Choose the corrcet sentence??
Rich is not alwats happy
The rich is not happy always
The rich is not always happy
The rich are not always happy
95. Choose the correct sentence?
He had been hunged for murder
He was been hunged for murder
He was hunged for murder
He was hunged of murder
96. Syntax means-
Supplementary tax
Sentence building
Manner of speech
Synchronzing act
97. Justice delayed is justice denied was stated by-
Disraeli
Emerson
Gladstone
Shakespeare
Score =
Correct answers:


অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
(প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত)
Skype id - wschoolbd


Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post